Physio Care BD

Physio Care BD Physiotherapy Home Service

10/06/2024

ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। অনেক সমস্যার জন্য ঔষধ ব্যবহার করা হয়, যা অনেক সময় দুর্বলতা এবং পার্শ্বপ্রভাব বাড়িয়ে দেয়। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বাত-ব্যথা, স্ট্রোক-প্যারালাইসিস, কাঁধ, হাঁটু, কোমর ব্যথার সমস্যা সমাধানের সাথে সাথে একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান পাওয়া সম্ভব হয়। ফিজিও কেয়ার বিডি দীর্ঘদিন ধরে পুরো ঢাকা শহরে দিয়ে আসছে ‘ফিজিওথেরাপি হোম সার্ভিস’।
সঠিক সেবায়,
সুস্থতা নিশ্চিত।

বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন..
☎01601098128
☎️01789547536





ফিজিওথেরাপি চিকিৎসার ঝুঁকি ও কার্যকরীতাঃঅনেকেই বলেন ফিজিওথেরাপি পাশ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ চিকিৎসা।এর কোন পার্শ্ব প্...
10/06/2024

ফিজিওথেরাপি চিকিৎসার ঝুঁকি ও কার্যকরীতাঃ

অনেকেই বলেন ফিজিওথেরাপি পাশ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ চিকিৎসা।এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
এই কথাটার সাথে আমি একমত না।

কারন ফিজিওথেরাপি চিকিৎসায় তাপ, আলো,শব্দ, লেজার, ওয়েব, বিদ্যুৎ, পানি ( ঠান্ডা ও গরম) , বাতাস, প্যারাফিন, মোম এবং বিভিন্ন ফিজিক্যাল এজেন্ট ব্যাবহার করা হয়। যা যথারীতি ঔষধের মত ঝুকিপূর্ণ।এর সঠিক ডোজ এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ না হলে তা রোগীর জন্য ক্ষতিকর হয়ে উঠে।

যেমন বিশুদ্ধ পানিও এক গ্লাসের পরিবর্তে দুই গ্লাস খেলে তা মাথা ঘোরানো ও বমির কারন হয়ে দাড়াতে পারে।তেমনি বিশ্বের সব কিছুতেই একটা নিয়মতান্ত্রিক প্রয়োগ কৌশল ও নির্দিষ্ট মাত্রা আছে। যার নির্দিষ্ট মাত্রার কম হলে যেমন মূল্যহীন ও অকার্য হয় তেমনি মাত্রা অতিক্রম করলে বিপদজনক হয়ে দাড়ায় । তাই যে কোন কিছুই বিশুদ্ধ ও নির্দিষ্টতা অনুযায়ী গ্রহন করা নিরাপদ ও উপকারী।

ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যাবহৃত তাপ, শব্দ ও ওয়েব এর ডোজ,প্রয়োগ এবং ব্যাবহার সঠিকভাবে না হলে রোগীর আরোগ্য লাভে ব্যঘাতসহ রোগীর চামড়া ও মাংশপেশী পুড়ে যেতে পারে।

বিদ্যুৎ এর প্রয়োগ, ডোজ এবং ঠিকমতো না হলে স্নায়ু তার কার্যকারিতা হারাতে পারে।ফিজিওথেরাপি চিকিৎসায় বিদুৎ এর বিভিন্ন রুপ যেমন গ্যালভানিক, ফ্যারাডিক, সার্জ ইত্যাদি ব্যাবহৃত হয়।

আবার ব্যায়ামের ধরন ঠিক না হলে তা অকার্যকরী, মূল্যহীন হবে এবং রোগের জটিলতা বৃদ্ধিসহ অস্থিসন্ধি, মাংশপেশী ও স্নায়ুর ক্ষতি বা ইনজুরি করতে পারে।

ফিজিওথেরাপি চিকিৎসা যখন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ঠিক করবেন তখনই তা নিরাপদ চিকিৎসা হবে।এ ছাড়া নিরাপদ চিকিৎসা অসম্ভব।

তাই ফিজিওথেরাপি চিকিৎসা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী নেওয়া নিরাপদ, ফলপ্রসু এবং কার্যকরী।

23/05/2024

আলহামদুলিল্লাহ মাত্র কয়েক সেশন থেরাপি নেওয়ার পর মাশাল্লাহ সে এখন নিজে নিজে উঠে বসতে পারে খুব শীগ্রই আপনাদের সামনে নিয়ে আসব সরাসরি রোগীর মুখের অস্বাভাবিক সম্ভাবনাময় এক নতুন জীবন এর গল্প নিয়ে।

আমাদের সাথে যোগাযোগ করতে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন ☎️01789547536

ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। অনেক সমস্যার জন্য ঔষধ ব্যবহার করা হয়, যা অনেক সময় দুর্বলত...
17/05/2024

ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। অনেক সমস্যার জন্য ঔষধ ব্যবহার করা হয়, যা অনেক সময় দুর্বলতা এবং পার্শ্বপ্রভাব বাড়িয়ে দেয়। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বাত-ব্যথা, স্ট্রোক-প্যারালাইসিস, কাঁধ, হাঁটু, কোমর ব্যথার সমস্যা সমাধানের সাথে সাথে একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান পাওয়া সম্ভব হয়। ফিজিও কেয়ার বিডি দীর্ঘদিন ধরে পুরো ঢাকা শহরে দিয়ে আসছে ‘ফিজিওথেরাপি হোম সার্ভিস’।
সঠিক সেবায়,
সুস্থতা নিশ্চিত।

বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন...
☎01601098128
☎️01789547536

নিজ বাসায় ফিজিওথেরাপি নিতে চান? ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন?স্ট্রোক-প্যারালাইসিস সমস্যায় ভুগছেন?আপনার সমস্যা সমাধানে আ...
30/04/2024

নিজ বাসায় ফিজিওথেরাপি নিতে চান?
ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন?
স্ট্রোক-প্যারালাইসিস সমস্যায় ভুগছেন?
আপনার সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি ফিজিওথেরাপি হোম সার্ভিস।
একটি ফোন কলে ফিজিওথেরাপিস্ট যাবে আপনার বাসায়।
01601-098128, 01789-547536

উচ্চতর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্নআপনার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিকআপনার সমস্যার ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণে সক্ষমরোগীর সাথে...
30/04/2024

উচ্চতর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন
আপনার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক
আপনার সমস্যার ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণে সক্ষম
রোগীর সাথে ভালো যোগাযোগ রক্ষায় সক্ষম
সঠিক সময় জ্ঞানসম্পন্ন
আপনার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিতে সক্ষম

তাছাড়া আমরা পুরুষ এবং মহিলা রোগীদের জন্য আলাদা আলাদা মহিলা এবং পুরুষ ফিজিওথেরাপিস্টের ব্যবস্থা করে থাকি। আপনার সুবিধামত সময়ে নিতে পারবেন আমাদের সার্ভিসটি। আপনার একটি মাত্র ফোন কলেই আমরা পৌঁছে যাবো আপনার ঠিকানায়।

01601-098128, 01789-547536

Address

Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram