10/06/2024
ফিজিওথেরাপি চিকিৎসার ঝুঁকি ও কার্যকরীতাঃ
অনেকেই বলেন ফিজিওথেরাপি পাশ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ চিকিৎসা।এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
এই কথাটার সাথে আমি একমত না।
কারন ফিজিওথেরাপি চিকিৎসায় তাপ, আলো,শব্দ, লেজার, ওয়েব, বিদ্যুৎ, পানি ( ঠান্ডা ও গরম) , বাতাস, প্যারাফিন, মোম এবং বিভিন্ন ফিজিক্যাল এজেন্ট ব্যাবহার করা হয়। যা যথারীতি ঔষধের মত ঝুকিপূর্ণ।এর সঠিক ডোজ এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ না হলে তা রোগীর জন্য ক্ষতিকর হয়ে উঠে।
যেমন বিশুদ্ধ পানিও এক গ্লাসের পরিবর্তে দুই গ্লাস খেলে তা মাথা ঘোরানো ও বমির কারন হয়ে দাড়াতে পারে।তেমনি বিশ্বের সব কিছুতেই একটা নিয়মতান্ত্রিক প্রয়োগ কৌশল ও নির্দিষ্ট মাত্রা আছে। যার নির্দিষ্ট মাত্রার কম হলে যেমন মূল্যহীন ও অকার্য হয় তেমনি মাত্রা অতিক্রম করলে বিপদজনক হয়ে দাড়ায় । তাই যে কোন কিছুই বিশুদ্ধ ও নির্দিষ্টতা অনুযায়ী গ্রহন করা নিরাপদ ও উপকারী।
ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যাবহৃত তাপ, শব্দ ও ওয়েব এর ডোজ,প্রয়োগ এবং ব্যাবহার সঠিকভাবে না হলে রোগীর আরোগ্য লাভে ব্যঘাতসহ রোগীর চামড়া ও মাংশপেশী পুড়ে যেতে পারে।
বিদ্যুৎ এর প্রয়োগ, ডোজ এবং ঠিকমতো না হলে স্নায়ু তার কার্যকারিতা হারাতে পারে।ফিজিওথেরাপি চিকিৎসায় বিদুৎ এর বিভিন্ন রুপ যেমন গ্যালভানিক, ফ্যারাডিক, সার্জ ইত্যাদি ব্যাবহৃত হয়।
আবার ব্যায়ামের ধরন ঠিক না হলে তা অকার্যকরী, মূল্যহীন হবে এবং রোগের জটিলতা বৃদ্ধিসহ অস্থিসন্ধি, মাংশপেশী ও স্নায়ুর ক্ষতি বা ইনজুরি করতে পারে।
ফিজিওথেরাপি চিকিৎসা যখন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ঠিক করবেন তখনই তা নিরাপদ চিকিৎসা হবে।এ ছাড়া নিরাপদ চিকিৎসা অসম্ভব।
তাই ফিজিওথেরাপি চিকিৎসা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী নেওয়া নিরাপদ, ফলপ্রসু এবং কার্যকরী।