Dhaka Nursing & Home Care

Dhaka Nursing & Home Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Nursing & Home Care, Nursing home, House/37, Road-7, Sector-3, Uttara, Dhaka.

23/05/2025

জাপান এ ফ্যাক্টরি, গার্মেন্টস, ক্লিনার , শীপ, ফিশিং কাজে লোক নিয়োগ দিচ্ছে যোগ্যতা এইচএসসি পাস ,বয়স ১৮ থেকে ৪০ বয়সের মধ্যে ,লাগবে ৬ মাস বেতন ২ এর উপর ,ওভারটাইম আছে ,টোটাল খরচ ৬ লাখ টাকা ।জাপান বাংলা ব্রিজ যোগাযোগ- ১০৯৪-৯০৯৭৬৯০

02/01/2024

অসুস্থ স্বজনের জন্য নিশ্চিন্তি, ঢাকা নার্সারিং অ্যান্ড হোম কেয়ার

অসুস্থ স্বজনকে নিয়ে আপনার চিন্তা কেড়ে নিন, ঢাকা নার্সারিং অ্যান্ড হোম কেয়ার নিশ্চিত করবে তাদের সেরা যত্ন।
আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত নার্স এবং হোম কেয়ার প্রদানকারীদের দ্বারা সেরা সেবা প্রদান করি।

আমাদের সেবাগুলির মধ্যে রয়েছে:
* নার্সিং সেবা
* হোম কেয়ার
* ফিজিওথেরাপি
* থেরাপি
* মানসিক স্বাস্থ্য সেবা

আমাদের নার্স এবং হোম কেয়ার প্রদানকারীরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। তারা আপনার স্বজনদের সর্বোচ্চ যত্ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আপনার স্বজনদের চাহিদাগুলি বুঝতে এবং তাদের সেই অনুযায়ী সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা সর্বদা আমাদের সেবাগুলির মান উন্নত করার জন্য কাজ করছি।

অসুস্থ স্বজনের জন্য নিশ্চিন্তি, ঢাকা নার্সারিং অ্যান্ড হোম কেয়ার।

হটলাইন - ০১৬১৯-০৯৬৬৯০

#গুলশান #বানানি #বারিধারা #উত্তরা #বাবামা_নিবাসে_অসুস্থতা_না_হোক #আন্তর্জাতিক_মানের_প্রশিক্ষিত_নার্স_ও_হোম_কেয়ার #নার্সিং_সেবা #হোম_কেয়ার #ফিজিওথেরাপি #থেরাপি #মানসিক_স্বাস্থ্য_সেবা #দক্ষ_ও_অভিজ্ঞ #আপনার_স্বজনদের_চাহিদাগুলি_বুঝতে #আমরা_সর্বদা_আমাদের_সেবাগুলির_মান_উন্নত_করছি #ঢাকা #নার্সিং #এন্ড #হোমসার্ভিস #বাবামা_নিবাস

16/11/2023
20/02/2023

Looking for professional and compassionate care giver nursing services for yourself or a loved one? Look no further! Our team of experienced and highly trained care givers is here to provide you with top-quality care and support, no matter where you are in the world.

31/05/2021

ঢাকা নার্সিং এন্ড হোম কেয়ার কোম্পানীতে নিম্ন লিখিত পদে কাজ দেয়ার জন্য প্রাথমিক নির্বাচন ও নিবন্ধন চলছে:
১) ডিপ্লোমা ও গ্রাজুয়েট নার্স (ব্রাদার ও সিস্টার্স)
২) হোম কেয়ার গিভার ডিপ্লোমা (পুরুষ ও মহিলা)
৩) ডিপ্লোমা ও গ্রাজুয়েট ফিজিও থেরাপিষ্ট।

আগ্রহী ও যোগ্য প্রার্থীগন (বয়সসীমা: ২৩-৪০ বছর) যোগাযোগ করুন:
০১৩১৩২১০৭৫১, ০১৯৪৯০৯৭৬৯০

30/05/2021

জরুরী সেবক/সেবিকা নিয়োগ
Dhaka Nursing Home Care এ কিছু সংখ্যক পার্ট টাইম ফুল টাইম সেবক/সেবিকা, পেশেন্ট কেয়ারগিভার নিয়োগ হচ্ছে।

বেতন আলোচনা সাপেক্ষে
১২ ঘন্টা কাজ করলে খাবার দেয়া হবে,

আগ্রহীগনরা বিস্তারিত জানতে ফোন করুনঃ 01313210751 ,01949097690

26/04/2021

কিছু গুরুত্বপূর্ণ কথা ও বিনীত অনুরোধ :

১. যেকোনো জনসমাবেশ বিশেষত বদ্ধ ঘরে জমায়েত থেকে করোনা ছড়ানোর সম্ভবনা ১০০%, তাই এগুলো এড়িয়ে চলা উচিত।

২. যদি জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট ছাড়াও পাতলা পায়খানা, অস্বাভাবিক দুর্বলতা, শরীর ব্যাথা দেখা দেয় তাহলে করোনা পরীক্ষা করান।

৩. করোনা পজিটিভ হোক বা না হোক, ওপররের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই কমপক্ষে ১৪ দিন পর্যন্ত অক্সিজেনের মাত্রা খেয়াল রাখবেন। অক্সিজেন মাপার যন্ত্রের নাম পালস অক্সিমিটার, অক্সিজেনের মাত্রা ৯৪% এর কম হলেই চিকিৎসকের পরামর্শ নিবেন এবং দ্রুত চিকিৎসা শুরু করবেন, শ্বাসকষ্ট থাকুক বা না থাকুক। সময়মত সঠিক চিকিৎসা শুরু করলে হাসাপাতালে ভর্তি ও অন্যান্য জটিলতা বেশিরভাগ ক্ষেত্রেই এড়ানো সম্ভব। মনে রাখবেন অনেকে করোনা আক্রান্ত হওয়া সত্বেও টেস্ট নেগেটিভ হতে পারেন, তাই লক্ষণ এবং অক্সিজেন মাত্রার উপর গুরুত্ব দেবেন।

৪. অক্সিজেনএর মাত্রা ঠিক থাকলেও যদি কাশি বেশি থাকে, শুলে কাশি বাড়ে বা এক নিশ্বাসে ১-২৪ পর্যন্ত গুণতে না পারা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

পরিশেষে
- একান্ত জরুরি কোন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না
- মাস্ক পড়ুন (তিন লেয়ারের ভাল সার্জিকাল বা কাপড়ের মাস্ক)
- সাবান দিয়ে হাত ধৌত করেন বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত রাখুন
- চোখকে নিরাপদ রাখতে প্রোটেক্টিভ চশমা বা ফেইস শিল্ড ব্যবহার করুন
- সমাবেশ বিশেষত আবদ্ধ স্থানের জমায়েত এড়িয়ে চলুন।
- অফিস ব অন্য স্থানে মাস্ক খুলতে বাধ্য হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন। লাঞ্চের সময় শিফট করে আলাদা আলাদা ভাবে লাঞ্চ করুন। এক রুমে বেশি মানুষ থাকলে পারতপক্ষে মাস্ক খুলবেন না।

সবাই ভাল থাকি, অন্যকেও ভাল রাখি।
এই বিপদের দিনে আমরা আরো সচেতন ও মানবিক হই।।।
(সংগৃহীত)

18/04/2021

করোনা হলে কখন মনে করবেন হাসপাতালে ভর্তি হওয়া জরুরী

১। শ্বাসকষ্ট হলে।

২। অক্সিমিটারের অক্সিজেনের মাত্রা ৯৪% বা তার নিচে দেখালে।

৩। বুকে ব্যথা হলে।

৪। এক্সরে বা সিটি স্ক্যানে নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দিলে।

৫। তীব্র দূর্বলতা যেমন হাটাচলা বা কথা বলতেও কষ্ট হচ্ছে এরকম অবস্থার সৃষ্টি হলে।

৬। কাশির তীব্রতা খুব দ্রুত বৃদ্ধি পেলে, জ্বর ৭ দিন বা তার অধিক কাল থাকলে।

৭। রোগী অসংলগ্ন আচরণ করলে।

৮। চিকিৎসক যদি বলে আপনার অক্সিজেন প্রয়োজন হবে তাহলে কোনভাবেই বাসায় শুধু অক্সিজেন নিয়ে সময় নষ্ট করবেননা। কারণ যাদের অক্সিজেন দরকার হয় তাদেরকে অক্সিজেনের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু ওষুধ দিতে হয়।
[সংগৃহীত]

Address

House/37, Road-7, Sector-3, Uttara
Dhaka
1230

Telephone

01619096690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Nursing & Home Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Nursing & Home Care:

Share

Category