Centre for Dental, Maxillofacial Surgery & Research CDMSR

Centre for Dental, Maxillofacial Surgery & Research CDMSR Providing comprehensive orofacial care to ensure aesthetics & function, prompt treament to trauma & accurate reconstruction with complete rehabilitation.

Our service is easily available 24/7 in affordable expenses.

অধ্যাপক ডা: নাসির উদ্দিন আগামী ২৬শে জুন, ২০২৫ তারিখ  থেকে এভিনিউ ডেন্টাল কেয়ার, রোড ২৭, ধানমন্ডি চেম্বারে নিয়মিত রোগী দে...
24/06/2025

অধ্যাপক ডা: নাসির উদ্দিন আগামী ২৬শে জুন, ২০২৫ তারিখ থেকে এভিনিউ ডেন্টাল কেয়ার, রোড ২৭, ধানমন্ডি চেম্বারে নিয়মিত রোগী দেখা শুরু করবেন।
#এপয়েনমেন্ট: 01611606095
#চিকিৎসা_সেবাসমূহ:
* মুখমন্ডলের ক্যান্সার, টিউমার, সিস্ট, ঘা প্রভৃতির অপারেশন ও চিকিৎসা।
* ক্যান্সার বা টিউমার জনিত মুখ মন্ডলের বিকৃতির
* পূনর্গঠন (Reconstructive) সার্জারী
* দূর্ঘটনা জনিত মুখমন্ডলের দাঁত ও চোয়াল এবং অন্যান্য হাঁড়ভাঙ্গা অপারেশন ও চিকিৎসা।
* আল্ট্রাসনিক স্কেলিং, টুথ হোয়াইটেনিং।
* দাঁতের সঠিক রং মিলিয়ে লাইট কিওর ফিলিং।
* ডেন্টাল ইমপ্লান্ট ও ফিক্সড ব্রীজ পদ্ধতিতে হারানো দাঁতের পুনঃস্থাপন ।
* আধুনিক পদ্ধতিতে সঠিক রুট ক্যানেল থেরাপী।
* ভেঙ্গে যাওয়া ও ক্ষয় হয়ে যাওয়া দাঁতের
* পোরসেলিন ক্যাপ, ই-ম্যাক্স ক্যাপ, জিরকোনিয়া ক্যাপ ।
* দাঁত ও মুখমন্ডলের যে কোন গুরুতর ইনফেকশন এর চিকিৎসা।
* জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন।
* মুখ ও চোয়ালের জন্মগত বিকৃতি বা অসামঞ্জস্যতার অপারেশন ও চিকিৎসা। চোয়ালের জয়েন্ট সমস্যার চিকিৎসা।
* অর্থোডন্টিস্ট এর সহায়তার আঁকা-বাঁকা, উঁচু-নিচু দাঁতের চিকিৎসা।

#অধ্যাপক_ডাঃ_নাসির_উদ্দিন
#অধ্যাপক_ও_বিভাগীয় প্রধান
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
#অধ্যাপক_ও_বিভাগীয়_প্রধান (এক্স ), ওএমএস বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
#সিনিয়র_কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
#চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
#এভিনিউ_ডেন্টাল_কেয়ার
বাড়ি ৪৫, রোড ২৭ (পুরাতন) রোড ১৬ (নতুন),
ধানমন্ডি, ঢাকা-১২০৯
(মীনা বাজারের বিপরীতে)
#হটলাইনঃ 01611606095

#বিস্তারিত_জানতে_ভিজিট_করুনঃ www.avenuedentalcarebd.com

26th International Conference on Oral and Maxillofacial Surgery (ICOMS), May 22 to May 25, 2025, at Marina Bay Sands in ...
25/05/2025

26th International Conference on Oral and Maxillofacial Surgery (ICOMS), May 22 to May 25, 2025, at Marina Bay Sands in Singapore.





31/12/2024

26/12/2024

আক্কেল দাঁতের সমস্যায় করণীয় - অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন ।। Wisdom Teeth Pain and Solution
অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
www.avenuedentalcarebd.com
Hotline: 01611606095
চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
বাড়ি ৪৫, রোড ২৭ (পুরাতন), ১৬ (নতুন)
ধানমন্ডি, ঢাকা-১২০৯
হটলাইনঃ 01611606095
#আক্কেল_দাঁত

05/12/2024

মুখমন্ডলের টিউমার ও ক্যান্সার - কারন, লক্ষণ ও চিকিৎসা ।। অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
মুখের চারপাশে কিংবা মুখের ভেতরের কোন অংশে যেমন ঠোঁটে , জিহ্বায়, দাঁতের মাড়িতে কিংবা তালুতে যে ক্যান্সার হয় তাকেই ওরাল ক্যান্সার বলে ।
এই ক্যান্সারের নির্দিষ্ট কারণ জানা যায় না । তবে কিছু কিছু বিষয় এই ক্যান্সার হওয়ার জন্য দায়ী বলে গন্য করা হয়:
✍️ ধূমপান করলে কিংবা পান-জর্দা বেশি খেলে এই ক্যান্সার হবার প্রবণতা বেশি থাকে ।
✍️ ভাঙ্গা দাঁতের সাথে জিহ্বার ঘর্ষণের ফলে যে ক্ষত সৃষ্টি হয় সেখান থেকেও ওরাল ক্যান্সার হতে পারে ।
✍️ সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকেও ওরাল ক্যান্সার হতে পারে ।
✍️ এক ধরনের ভাইরাস ( হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ) এর মাধ্যমেও অনেক সময় মুখমন্ডলের ক্যান্সার হতে পারে। ।
✍️ এছাড়াও কিছু জেনিটিক কারনেও মুখমন্ডলের ক্যান্সার হতে পারে ।
ওরাল ক্যান্সারের লক্ষণ:
👉 মুখে বা জিহ্বায় কোন ঘা যদি ১/২ সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে যায় তাহলে তা মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে ।
👉 কোন মাংসপিণ্ড খুব দ্রুত বড় হচ্ছে কিংবা মুখে বা ঠোঁটের কোন অংশ অবশ হয়ে যাচ্ছে, এমন হলেও মুখের ক্যান্সারের আশংকা করা হয়।
👉 অনেক সময় জিহ্বায় ক্যান্সার হলে রোগী খেতে পারেনা অথবা খেতে অনেক কষ্ট হয়।
ওরাল ক্যান্সার নির্ণয়ের উপায়ঃ
একজন ডেন্টিস্ট কিংবা একজন জেনারেল ফিজিশিয়ান যদি রোগীকে সাধারণ চিকিৎসা দেয়ার সময় মুখের ভেতরে কোন অস্বাভাবিকতা আছে কিনা তা পরীক্ষা করে নেন তাহলেই কাজটা অনেকটা সহজ হয়ে যায় । অস্বাভাবিকতা পেলে তিনি একজন মেক্সিলোফেশিয়াল সার্জনের কাছে রোগীকে রেফার করতে পারেন । যেমন কোন ঘা, সাদা , কালো বা লাল দাগ দেখেন অথবা গালের ভিতরে নরম অংশগুলো শক্ত হয়ে যাচ্ছে মনে করেন তাহলে রোগীকে একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে পাঠানো জরুরী।
✔ যদি মাংসপিণ্ড ছোট হয় তাহলে সম্পূর্ণটাই কেটে নিয়ে পরীক্ষা করতে দেয়া হয় এবং যদি মাংসপিণ্ড বড় হয় তাহলে সম্পূর্ণটা না কেটে ছোট কিছু অংশ কেটে নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়।
✔ যদি মুখের ভেতরের কোন টিস্যুতে ক্যান্সার হওয়ার আশংকা থাকে তাহলে সুঁই দিয়ে সেখান থেকে কিছু কোষ নিয়ে পরীক্ষা করা হয় ।
✔এছাড়াও ক্যান্সার জিহ্বায় বা হাড়ে কতটুকু স্থানে ছড়িয়ে পড়লো তা নির্ণয়ের জন্য এমআরআই কিংবা সিটি স্ক্যান করা হয় ।
✔ক্লিনিকাল ডায়াগনোসিস কে প্রাধান্য দিয়ে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নিশ্চিত করা হয় ।
ওরাল ক্যান্সার নিশ্চিত হবার পর চিকিৎসা:
👍 যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করা যায় এবং সামান্য জায়গা জুড়ে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায় তাহলে ক্যান্সার আক্রান্ত অংশ ও চতুর্দিকের কিছু অংশ কেটে ফেলে দিয়ে চিকিৎসা দেয়া হয় ।
👍 আর যদি অনেক বেশি জায়গা জুড়ে ক্যান্সার ছড়িয়ে পড়ে তাহলে ক্যান্সার আক্রান্ত অংশ কেটে ফেলে দিয়ে শরীরের অন্য কোন স্থান থেকে (হাত বা পা) চামড়া কিংবা মাংস এনে পুনর্গঠন করে দেয়া হয়।
👍 অনেক সময় চিকিৎসা বিলম্বের কারনে মুখমন্ডলের ক্যান্সার মস্তিষ্কের দিকে, গলার দিকে বা কানের দিকে অতিরিক্ত ছড়িয়ে গেলে অপারেশন এর মাধ্যমে ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোন কোন সময় রেডিওথেরাপী বা ক্যামোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।
অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
www.avenuedentalcarebd.com
Hotline: 01611606095
চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
বাড়ি ৪৫, রোড ২৭ (পুরাতন), ১৬ (নতুন)
ধানমন্ডি, ঢাকা-১২০৯
হটলাইনঃ 01611606095
#ওরাল_ক্যান্সার #ম্যাক্সিলোফেসিয়াল_সার্জন #ম্যাক্সিলোফেসিয়াল #ওরাল_সার্জারী

01/11/2024

Program : Sustho Thakun | সুস্থ থাকুনSubject : মুখগহ্বরের টিউ...

“না ডাক্তার সাহেব, ৩/৪ বৎসর যাবত আমি এই ভাঙ্গা দাঁত নিয়েই আছি, আমার কোন ব্যথা নেই, এই দাঁত ফেলব না।” বেশির ভাগ বয়স্ক রোগ...
30/04/2024

“না ডাক্তার সাহেব, ৩/৪ বৎসর যাবত আমি এই ভাঙ্গা দাঁত নিয়েই আছি, আমার কোন ব্যথা নেই, এই দাঁত ফেলব না।” বেশির ভাগ বয়স্ক রোগীর মুখ থেকে এ ধরণের কথা শুনতে হয় দন্ত চিকিৎসকের। চিকিৎসক তখন বিভিন্ন ভাবে ভাঙ্গা দাঁত মুখে রাখার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। কোন রোগী চিকিৎসকের পরামর্শ শুনেন ও পালন করেন। আবার অনেকে শুধু শুনেন। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে নিজেকে নিজেই হয়তো বলেন, “এতকাল পার হলো কিছুই হয়নি, নতুন নতুন ডাক্তার নতুন নতুন কথা শুনায়।” এবার আসা যাক সাধারণতঃ কখন একটি ভাঙ্গা দাঁত ব্যথা মুক্ত অবস্থায় থাকতে পারেঃ

⭕ দীর্ঘদিন যাবত দাঁতে ক্যারিজ বা গর্ত থাকলে, যা প্রথম প্রথম শির শির অনুভূতি, ঠান্ডা-গরম মুখে নিলে ব্যথা, প্রচন্ড ব্যথা হতে পারে। এক,সময় দাতের অভ্যন্তরস্থ দন্তমজ্জা তার স্বাভাবিক অনুভূতি হারিয়ে ফেলে। এই অবস্থায় দাঁত ভেঙ্গে গেলেও কোন ব্যথা হয় না।
⭕ দাঁতের অধিকাংশ ক্ষয় হওয়ার কারণে রুট ক্যানাল চিকিৎসা করার পর উক্ত দাঁতে ক্রাউন বা ক্যাপ করা না হলে এক সময় ভেঙ্গে যেতে পারে। এই ভাঙ্গা দাঁতেও অনেক সময় কোন ব্যথা থাকে না।
⭕ হাতুড়ে ডাক্তারদের কাছে দাঁত তোলার সময় দাঁত ভেঙ্গে গেলে দাঁতের ভাঙ্গা অংশ সম্পূর্ণ তুলতে পারে না। এই ধরনের ভাঙ্গা অংশও ব্যথা বিহান থাকতে পারে।

ভাঙ্গা দাঁত মুখে রাখলে যে সমস্যা সমূহ হতে পারেঃ
⭕ ভাঙ্গা দাঁতের মূলে ধীরে ধীরে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে। যার ফলে পার্শ্বের দাঁতও আক্রান্ত হতে পারে। এই প্রক্রিয়াটি ব্যথা মুক্ত অবস্থায় চলতে থাকে।
⭕ ইনফেকশন বৃদ্ধি পেয়ে মুখের হাঁড়ে, অসটিওমাইলাইটিস জাতীয় জটিল রোগ সৃষ্টি হতে পারে। এই অবস্থায় শুধু ভাঙ্গা দাঁত তুলে ফেলেই সমস্যার সমাধান হয় না। মুখের হাঁড়ে ও অন্যান্য টিতে বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচারে যেতে হয়।
⭕ ভাঙ্গা দাঁতের গর্তে বা ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে।
⭕ ভাঙ্গা দাঁতের ধারালো অংশের ঘর্ষণে জিহ্বায় বা গালের নরম অংশে ঘা হতে পারে। উক্ত ভাঙ্গা দাঁতের কোন চিকিৎসা না করা পর্যন্ত ঘা ভাল হয় না। সাময়িক ভাবে ঘা সুস্থ মনে হলেও বা ব্যথা মুক্ত মনে হলেও এই অবস্থা দীর্ঘদিন যাবত চলতে থাকলে মারাত্মক ক্যান্সার রোগে রূপান্তর হতে পারে।

কেউ ভাঙ্গা দাত না তুলে সংরক্ষণ করতে চাইলে তার সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে একটা ভাঙ্গা দাঁতকে ম্যাটালিক/পােরসেলিন ক্রাউন বা ক্যাপ বসিয়ে সম্পূর্ণ কার্যক্ষম সুস্থ-সুন্দর দাতে পরিণত করাও সম্ভব। অবশ্য এটি ব্যয় বহুল চিকিৎসা। যারা এই চিকিৎসায় যেতে অপারগ তারা ভাঙ্গা দাঁত মুখে না রেখে ফেলে নেয়াই নিরাপদ। সামান্য অবহেলা থেকে বৃহৎ সমস্যা সৃষ্টি হোক এটি কারো কাম্য নয়। তাই যথা সময়ে সঠিক চিকিৎসা করে নিজেকে রক্ষ করাই উত্তম।

অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক, ওএমএস ডিপার্টমেন্ট
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস ডিপার্টমেন্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
#চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
হাউজ নং- ৩এ, সাত মসজিদ রোড,
ধানমন্ডি, , ঢাকা ১২০৭
(ব্যাংক এশিয়ার বিপরীতে)
01611606095
https://avenuedentalcarebd.com

অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক, ওএমএস ডিপার্টমেন্ট
সাপ্পোরো ডেন্টাল কলেজ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস ডিপার্টমেন্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
#চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
হাউজ নং- ৩এ, সাত মসজিদ রোড,
ধানমন্ডি, , ঢাকা ১২০৭
(ব্যাংক এশিয়ার বিপরীতে)
01611606095
https://avenuedentalcarebd.com

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে প...
14/04/2024

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩১

#পহেলাবৈশাখ #বাংলানববর্ষ২০২৪ #পহেলাবৈশাখ২০২৪

"সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।” োব...
10/04/2024

"সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”
োবারক

অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক, ওএমএস ডিপার্টমেন্ট
সাপ্পোরো ডেন্টাল কলেজ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস ডিপার্টমেন্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
#চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
হাউজ নং- ৩এ, সাত মসজিদ রোড,
ধানমন্ডি, , ঢাকা ১২০৭
(ব্যাংক এশিয়ার বিপরীতে)
01611606095
https://cdmsr.org

   Date: February 23, 2024. Venue: InterContinental Dhaka, an IHG HotelOrganised by .
27/02/2024



Date: February 23, 2024.
Venue: InterContinental Dhaka, an IHG Hotel
Organised by
.

https://youtu.be/g8qFYR6FUVM?si=DmeSPIrjX7-K1eLG
13/01/2024

https://youtu.be/g8qFYR6FUVM?si=DmeSPIrjX7-K1eLG

✅ Speaker/Doctor's Name:অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।|| Dental Implant in Dhaka, Bangladesh.অধ্যাপক ডাঃ নাসির উদ্দিনবিভাগীয় প্রধান, ওরাল এন্ড ম্যাক্সিলো.....

01/12/2023

ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি কি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন?

✅ মুখ মন্ডলের ক্যান্সার, টিউমার, সিষ্ট, ঘা প্রভৃতির অপারেশন ও চিকিৎসা।
✅ ক্যান্সার বা টিউমার জনিত মুখ মন্ডলের বিকৃতির পূণর্গঠন (Reconstruction) সার্জারী
✅ দূর্ঘটনাজনিত মুখ মন্ডলের দাঁত ও চোয়াল এবং অন্যান্য হাঁড়ভাঙ্গা অপারেশন ও চিকিৎসা
✅ দাঁত ও মুখ মন্ডলের যে কোন গুরুতর ইনফেকশন এর চিকিৎসা ও অপারেশন ।
✅ ইমপ্লান্ট পদ্ধতিতে হারানো দাঁতের পুনঃস্থাপন।
✅ জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন ।
✅ মুখ ও চোয়ালের জন্মগত বিকৃতি বা অসামঞ্জস্যতার অপারেশন ও চিকিৎসা ।
✅ চোয়ালের জয়েন্ট সমস্যার চিকিৎসা ও অপারেশন ।

অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
ওরাল ক্যান্সার বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঢাকা, বাংলাদেশ
#চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
হাউজ নং- ৩এ, সাত মসজিদ রোড,
ধানমন্ডি, , ঢাকা ১২০৭
(ব্যাংক এশিয়ার বিপরীতে)
01611606095
www.avenuedentalcarebd.com

Address

House 45, Road 27 (Old) 16 (New), Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Dental, Maxillofacial Surgery & Research CDMSR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Centre for Dental, Maxillofacial Surgery & Research CDMSR:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram