SukunLife—Ruqyah Central Bangladesh

SukunLife—Ruqyah Central Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SukunLife—Ruqyah Central Bangladesh, Alternative & holistic health service, Dhaka.

জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসাসহ সকল প্যারানরমাল সমস্যার প্রচলিত ইমান বিধ্বংসী চিকিৎসার বিপরীতে সুন্নাহ ও শরিয়াহসম্মত পদ্ধতি অনুসারে রুকইয়াহর জন্য "রুকইয়াহ সেন্টার"; যা পরিচালিত হয় অভিজ্ঞ আলিম ও দক্ষ সিনিয়র রাকিদের তত্বাবধানে।

16/07/2024

*গবেষণায় দেখা গেছে গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে। যা আগের বছর ছিল ০.৭ শতাংশ।। ঢাকা শহরে প্রতি ৪০ মিনিটে ১ টি করে সংসার ভাঙছে। ৩৭ টি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে। স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই। সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে।

*ঢাকা শহরে প্রতি ১০০ জনের ভেতর ৭১ জন মানুষ বিষণ্নতায় ভুগছে, ৬৮ জন শারীরিক সমস্যায় আক্রান্ত।

*সুকুনলাইফ-এর এক সমীক্ষায় দেখা যায়— সংসারে অশান্তিতে ভোগা হাজার দুয়েক নারীদের ৭৫% জিন, জাদু বা বদনজরে আক্রান্ত। তন্মধ্যে ৫০% তীব্র জিন ও জাদুর স্বীকার। যারদরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন।

*বর্তমান সময়ে জিন, জাদু ও বদনজর সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একইসাথে বেড়েছে ডিভোর্স, অশ্লীলতা, রিজিক নিয়ে দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা।

এখন প্রশ্ন আসে—
প্রথম সমস্যার সাথে দ্বিতীয় সমস্যা বৃদ্ধির কানেকশন আসলে কী? ঠিক ১৪ শ বছর পর কোরআন ও সুন্নাহ কী এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম?ধর্ম কী দিতে পারবে আধুনিক যুগের এজাতীয় সমস্যার সমাধান?

-মুসনাদে আবু দাউদে আছে জাবের রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহর ফায়সালা ও তাক্বদিরের পর, আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে!” অর্থ্যাত বদনজরের দরুন শারীরীক অসুস্থতা তৈরি হয়ে মানুষের মৃত্যুর বাহ্যিক কারণ হিসাবে দেখা যাবে বিভিন্ন জটিল কঠিন রোগবালাই।

-আল্লাহ তায়ালা মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সূরা ফালাক ও নাস নাজিল করেছেন। হাদিসে নবিজি অনেক আয়াত ও দোয়া বর্ণনা করেছেন যারমাধ্যমে শয়তানের কুমন্ত্রণা, বদনজর ও জিন-জাদুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এসব বিষয় গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয়েছে শরিয়াহসম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম "রুকইয়াহ"। যা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম। সাহাবিদের আদেশ করেছেন রুকইয়াহ'র জন্য। সাহাবিগণও শিখিয়ে গেছেন, তারপর থেকে যুগের পর যুগ আলিম ও দীনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসার ।

রুকইয়াহ হলো শরিয়াহসম্মত চিকিৎসা; যেখানে কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা'র নিকট সুস্থতা কামনে করা হয়। এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে আলহামদুলিল্লাহ।

আপনিও যদি জিন, জাদু বা বদনজরের মতো সমস্যায় আক্রান্ত হোন তবে আপনার জন্য " রুকইয়াহ আয়াত ও দোয়া" বইটি হতে পারে অনবদ্য একটি গ্রন্থ। যেখানে রুকইয়াহ'র বিভিন্ন সমস্যার বিবরণ ও রুকইয়াহ পদ্ধতিসহ সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইয়ের লেখক আব্দুল্লাহ আল মাহমুদ।

18/03/2024

আমাদের মূল পেইজ SukunLife

উভয়টার সাথে যুক্ত থাকুন।

সম্পর্ক শেষ করার জা*দুআমাদের পরিসংখ্যান অনুযায়ী ২৫% সংসারে জা*দুর লক্ষ্মণ পাওয়া যায়। ১ লাখ  বিবাহিত মানুষ থেকে ২৫ হাজার ...
16/03/2024

সম্পর্ক শেষ করার জা*দু
আমাদের পরিসংখ্যান অনুযায়ী ২৫% সংসারে জা*দুর লক্ষ্মণ পাওয়া যায়। ১ লাখ বিবাহিত মানুষ থেকে ২৫ হাজার জন এসব ঘটনার সাথে রিলেট করতে পারেন নিজেদের সংসার জীবন। অর্থাৎ তারা কোনো কারণে সুখী নন, সে কারণটাও খুঁজে পাচ্ছেন না কোনোভাবে। যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না, সংসারে এসব হওয়ার পিছনে কারণ কী?
:::::
" বাহিরে থাকলে ভালো ঘরে আসলে ঝা°মেলা। ভালো ব্যবহারও ভালো লাগে না। ভালোবাসা থাকলেও কাজ করে তি°ক্ততা। অকারণে কথা কাটাকাটি, মনোমা°লিন্য, পরক্ষণে বুঝে আসলেও শুধরানো আর হয় না। ছোট ছোট কারণেও কেউ ছাড় দিতে চায় না। সন্দেহ প্রবনতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া।"
::::::
এই লক্ষ্মণগুলো থাকলে কোন সংসার সুখের হওয়া সম্ভব? কিন্তু দিনশেষে সমাধান খুঁজে পায় না কেউ। কত পরামর্শ! কত দেনদরবার!! দিনশেষে যেই সেই পুরনো সংসার। এভাবেই জা°দুর প্রভাবে তিলে তিলে শেষ হচ্ছে অনেক জীবন। তাই অবহেলা না করে দ্রুত ডায়গনোসিস করুন, সম্ভাবনা নিশ্চিত হোন- আপনার কী আসলেই জা°দুর সমস্যা?

::: "রুক°ইয়াহ" বিষয়ক পরামর্শ ও এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন- 01887753555

রুক’ইয়াহ হোম সার্ভিস সেন্টারে এসে রুক’ইয়াহ করা অনেকের পক্ষে সম্ভব হয় না।  রোগী বা মাহ’রামে নিয়ে ঝামেলায় আসতে পারেন না। এ...
16/03/2024

রুক’ইয়াহ হোম সার্ভিস
সেন্টারে এসে রুক’ইয়াহ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। রোগী বা মাহ’রামে নিয়ে ঝামেলায় আসতে পারেন না। এছাড়াও ডিফি’কাল্ট রো’গীদের যাতায়াত ক’ঠিন। এজন্য সুকুনলাইফ নিয়ে এসেছে রুক’ইয়াহ হোম সার্ভিস সেবা। এখন থেকে সমস্যা থাকলে অনলাইন কন্সাল্টেন্সি করে সমস্যার ধাপ অনুযায়ী প্রয়োজন হলে নিতে পারবেন হোম সার্ভিস।

পরিবার ও পারিপার্শ্বিক অবস্থা বুঝে রুক’ইয়াহ করা যায় হোম সার্ভিসে। লং টাইম ও পরিবার অন্যান্য সদস্যদের নিয়ে রুকইয়াহ করার জন্য এটা সুন্দর সুযোগ। বাসার জা[*]দু খোঁজা, ন’ষ্টকরাসহ আরা বেশ কিছু উপকার আছে। এই সেবার বিষয়ে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন ।

::রুক’ইয়া এপয়েন্টমেন্ট ও বিস্তারিত জানতে হোয়াটসএপে যোগাযোগ করুন- 01887753555

সুকুনলাইফ মূলত জিন, জাদু, বদনজর, শারীরিক ও আধ্যাত্মিক সমস্যার শরিয়াহসম্মত সমাধানের লক্ষ্যে পরিচালিত একটি প্রতিষ্ঠান। আমর...
13/03/2024

সুকুনলাইফ মূলত জিন, জাদু, বদনজর, শারীরিক ও আধ্যাত্মিক সমস্যার শরিয়াহসম্মত সমাধানের লক্ষ্যে পরিচালিত একটি প্রতিষ্ঠান। আমরা রুকইয়া, হিজামা এবং কাউন্সিলিং করে থাকি। এছাড়া আরো কিছু উদ্দেশ্য সামনে রেখে কাজ করছি। বিস্তারিত জানতে নিম্নের পরিচিতি পড়ুন।

সুকুনলাইফ পরিচিতি:
সুকুন আরবি শব্দ, যার অর্থ আত্মপ্রশান্তি, স্থীরতা, সুখ, শান্তি ইত্যাদি। এ-সম্পর্কে কোরআনে বর্ণিত আছে: তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি (সাকিনা) নাযিল করেছেন; যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি করে নেয় (আল-ফাতহ,৪)
জাগতিক জীবনের শারীরিক ও মানসিক অসুস্থতা, অশান্তি, অস্থিরতা এবং দৃশ্য-অদৃশ্য সমস্যা থেকে আল্লাহর সাহায্যে মুক্তির পর সুখময় জীবন উপহার দেয়ার লক্ষ্যে "সুকুনলাইফ" এর পদযাত্রা।

সুকুনলাইফ লক্ষ্য ও উদ্দেশ্যে:
মানবিক জীবনে শারীরিক, মানসিক, শরীরী ও অশরীরী সকল সমস্যা সমাধানে শরিয়াহসম্মত এবং সুন্নাহ, মুবাহ ও অর্গানিক মাধ্যম ব্যবহার করে চিকিৎসাদান। সমাজে প্রচলিত শিরক-কুফর ও বস্তবাদ প্রভাবিত ব্যবস্থাপনার বিপরীতে সুস্থ দেহ-মন গঠন এবং সুখময় জীবন তথা "সুকুনলাইফ" উপহার দেয়া আমাদের উদ্দেশ্য।

সুকুনলাইফ কার্যক্রম:

১. প্রফেটিক হিলিং সেন্টার
জিন, জাদু,বদনজর ও মানসিক বিভিন্ন সমস্যার সমাধানে তিব্বে নববী ও সালাফ, জমহুর আহলে হক কর্তৃক অনুমোদন প্রাপ্ত মাধ্যম, আয়াত, দোয়া এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ব্যবহার করে চিকিৎসা প্রদান। দক্ষ ও অভিজ্ঞ একদল আলিম, রাকী এবং চিকিৎসকের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠান।

২. পাবলিকেশন
রুকইয়া, ইসলামি সাইকোলজি, নববী চিকিৎসা, লাইফস্টাইল ও মোটিভেশানসহ প্রতিটি মুমিনের জন্য উপকারী এমন সব কন্টেন্টে সৃজনশীল বই প্রকাশের লক্ষ্যে এই যাত্রা৷

৩. ইনস্টিটিউট
প্রফেটিক মেডিসিন, রুকইয়া, ইসলামি সাইকলজি এবং আমাদের উদ্দেশ্যের সাথে সম্পর্কীয় সকল বিষয়ের উপর বিভিন্ন কোর্সের আয়োজন করবে। বিশেষত রুকইয়াসহ দীনী চিকিৎসার নামে প্রচলিত অসাধুতা রুখে দিতে এবং দক্ষ ও অভিজ্ঞ রাকী/চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।

যোগাযোগ:
01887753555
01915109430
www.sukunlife.com

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SukunLife—Ruqyah Central Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SukunLife—Ruqyah Central Bangladesh:

Share