16/07/2024
*গবেষণায় দেখা গেছে গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে। যা আগের বছর ছিল ০.৭ শতাংশ।। ঢাকা শহরে প্রতি ৪০ মিনিটে ১ টি করে সংসার ভাঙছে। ৩৭ টি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে। স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই। সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে।
*ঢাকা শহরে প্রতি ১০০ জনের ভেতর ৭১ জন মানুষ বিষণ্নতায় ভুগছে, ৬৮ জন শারীরিক সমস্যায় আক্রান্ত।
*সুকুনলাইফ-এর এক সমীক্ষায় দেখা যায়— সংসারে অশান্তিতে ভোগা হাজার দুয়েক নারীদের ৭৫% জিন, জাদু বা বদনজরে আক্রান্ত। তন্মধ্যে ৫০% তীব্র জিন ও জাদুর স্বীকার। যারদরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন।
*বর্তমান সময়ে জিন, জাদু ও বদনজর সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একইসাথে বেড়েছে ডিভোর্স, অশ্লীলতা, রিজিক নিয়ে দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা।
এখন প্রশ্ন আসে—
প্রথম সমস্যার সাথে দ্বিতীয় সমস্যা বৃদ্ধির কানেকশন আসলে কী? ঠিক ১৪ শ বছর পর কোরআন ও সুন্নাহ কী এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম?ধর্ম কী দিতে পারবে আধুনিক যুগের এজাতীয় সমস্যার সমাধান?
-মুসনাদে আবু দাউদে আছে জাবের রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহর ফায়সালা ও তাক্বদিরের পর, আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে!” অর্থ্যাত বদনজরের দরুন শারীরীক অসুস্থতা তৈরি হয়ে মানুষের মৃত্যুর বাহ্যিক কারণ হিসাবে দেখা যাবে বিভিন্ন জটিল কঠিন রোগবালাই।
-আল্লাহ তায়ালা মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সূরা ফালাক ও নাস নাজিল করেছেন। হাদিসে নবিজি অনেক আয়াত ও দোয়া বর্ণনা করেছেন যারমাধ্যমে শয়তানের কুমন্ত্রণা, বদনজর ও জিন-জাদুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এসব বিষয় গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয়েছে শরিয়াহসম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম "রুকইয়াহ"। যা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম। সাহাবিদের আদেশ করেছেন রুকইয়াহ'র জন্য। সাহাবিগণও শিখিয়ে গেছেন, তারপর থেকে যুগের পর যুগ আলিম ও দীনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসার ।
রুকইয়াহ হলো শরিয়াহসম্মত চিকিৎসা; যেখানে কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা'র নিকট সুস্থতা কামনে করা হয়। এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে আলহামদুলিল্লাহ।
আপনিও যদি জিন, জাদু বা বদনজরের মতো সমস্যায় আক্রান্ত হোন তবে আপনার জন্য " রুকইয়াহ আয়াত ও দোয়া" বইটি হতে পারে অনবদ্য একটি গ্রন্থ। যেখানে রুকইয়াহ'র বিভিন্ন সমস্যার বিবরণ ও রুকইয়াহ পদ্ধতিসহ সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইয়ের লেখক আব্দুল্লাহ আল মাহমুদ।