09/03/2024
#জনস্বার্থে_প্রচারিত 🙏কোন রোগের কি ঔষধ
⚕️রক্ত শূন্যতা⚕️
কুলেখাড়া পাতার রস ৪ চামচ, ১ চামচ মধু মিশিয়ে সকালে খালিপেটে খেতে হবে। রোজ ১ বার করে ১ মাস ।
⚕️প্রস্রাবে জ্বালা ও পোড়া⚕️
কাঁচা আমলকীর রস ২ চামচ, কাঁচা হলুদের রস ১ চামচ এবং ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে খালি পেটে। রোজ একবার করে পরপর ১০ দিন।
⚕️উকুন ⚕️
৫/৬ টা পানপাতা থেতো করে রস বের করে নিয়ে সেই রস রাত্রে শোবার সময় মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। পরপর দু'দিন। এরপর মাথা শ্যামপু করতে হবে।
⚕️মুখের কালো দাগ ⚕️
(১) মুসুরীর ডাল দুধ দিয়ে বেটে লাগালে মুখের কালো দাগ কমে যায়।
(২) 'মরিচাদি তেল' লাগালে মুখের যে কোন কালো দাগ, চোখের কোণের কালো দাগ উঠে।
⚕️হাই ব্লাড প্রেসার ⚕️
সকালে ও সন্ধায় ২ চামচ করে থানকুনি পাতার রস খেতে হবে ১ মাস অথবা ১ কোয়া রসুন ১ টি করে দু'বেলা ভাত খাবার সময় খেতে হবে ১৫ দিন।
⚕️হাতের নাড়ির স্পন্দন ⚕️
পুরুষদের ডানহাত এবং মহিলাদের বামহাতের নাড়ী
দেখা উচিত। সুস্থ দেহের নাড়ীর গতি। জন্মকাল থেকে ১ বছর পরযন্ত নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে ১২০-১৪০ বার। ২ থেকে ৫ বছর পরযন্ত ৯০-১৫০ বার, ৬ থেকে ১৫ বছর বয়সে ৮০-৯০ বার, ১৬ থেকে ৬০ বছর বয়সে ৭০-৭৫ বার, বৃদ্ধ বয়সে ৫০-৬৫ বার
⚕️শরীর ক্ষয়ে⚕️
এক কাপ দুধে ২ কোয়া রসুন সিদ্ধ করে সেই দুধ খেতে হবে প্রতিদিন। এতে ক্ষয় বন্ধ হয়ে শরীরের শক্তি ও ওজন বৃদ্ধি হয়।
⚕️যৌবনশক্তি ধরে রাখার জন্য ⚕️
প্রতিদিন ২ চামচ আমলকির রস এবং ২ কোয়া রসুন বাটা মিশিয়ে খেতে হবে অন্তত দু'মাস। এই নিয়ম মহিলা ও পরুষ উভয়ের জন্য।
⚕️স্মৃতিশক্তি বৃদ্ধি⚕️
যদি স্মৃতিশক্তি কমে যায় বিশেষ করে ছাত্র-ছাত্রীদের, তাহলে বয়স অনুপাতে ব্রাহ্মী শাকের রস ১ বা ২ চা-চামচ নিয়ে আধাকাপ গরুর দুধের সঙ্গে খাওয়ান। এক সপ্তাহ নিয়মিত
সকালে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।
⚕️কৃমি⚕️
২/৩ টি উচ্ছে থেতো করে রস বের করে সকালে খালিপেটে ৭ দিন খেলে কৃমি নাশ হয় ।
⚕️শ্বাসরোগ ⚕️
১ চামচ অশ্বগন্ধা গুঁড়ো, ১ চামচ মধু,
১ চামচ গাওয়া ঘি একত্রে মিশিয়ে
খেতে হবে সকালে টিফিনের পর
প্রতিদিন ১ বার করে ১ মাস।
⚕️দাঁতের মাড়ি ক্ষয়⚕️
লজ্জাবতীর পাতা ১২ গ্রাম পরিমানে নিয়ে ৪ কাপ জলে সেদ্ধ করে ১ কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জল মুখে নিয়ে ১০ মিনিট করে মুখে রেখে ফেলে দিতে হবে। কয়েকদিনর মধ্যেই
দাঁতের মাড়ির ক্ষত সেরে যাবে।
⚕️আঘাত লাগা⚕️
চুন এবং কাঁচা হলুদ বেঁটে গরম করে
লাগালে উপকার হয়।
ব্যথা কমে এবং আরাম হয়।
⚕️স্বপ্নদোষ ⚕️
২ চামচ অশ্বগন্ধার গুঁড়ো গরম দুধে মিশিয়ে খেতে হবে রাত্রে শোবার সময়। ১৫ দিন।
⚕️দুর্বল শিশুর জন্য ⚕️
চায়ের চামচের আধাচামচ অশ্বগন্ধার গুঁড়ো ইষৎ উষ্ণ গরম জলের সঙ্গে রোজ ১ বার করে খেতে হবে ১ মাস।
⚕️লো ব্লাড প্রেসার ⚕️
হেলেঞ্চার রস ২ চামচ, কলমী শাকের রস ২ চামচ, কুলেখাড়ার রস ২ চামচ, মধু ২ চামচ একত্রে মিশিয়ে রোজ সকালে খেতে হবে। ১ মাস।
⚕️একটু একটু প্রস্রাব হলে⚕️
গোলমরিচ ২ গ্রাম নিয়ে চন্দনের মতো বেটে তার সঙ্গে সামান্য চিনি বা মিছরী মিশিয়ে সরবত করে প্রত্যহ একবার খান, উপকার পাবেন৷
কোন কোন জিনিস কোন কোন রোগ প্রতিরোধক
⚕️১) হলুদ-ক্যান্সার, গনোরিয়া সিফিলিস প্রতিরোধক।
⚕️২) রসুন-উচ্চ রক্তচাপ, চর্বি, হাঁপানী রোধ করবে।
⚕️৩) পিয়াজ-হরমোন তৈরি করবে টক্সিন দূর করবে। যৌনো ক্ষমতা বৃদ্ধি করে।
⚕️৪) আদা-হজম বৃদ্ধি করবে, গলা পরিষ্কার করবে।
⚕️৫) এলাচ- খুব ভালো পরিমাণে হজম ও মুখের গন্ধ দূর করবে।
⚕️৬) লবঙ্গ-কাশি, ঠান্ডা রোধ করবে।
⚕️৭) কালো জিরা-রক্ত শোধন করবে এলার্জি রোধ করবে।এলার্জির বেশিরভাগ ঔষধ কালো জিরা থেকে তৈরি হয়।
⚕️৮) বাদাম-হার্ট শক্তিশালী করবে।
⚕️৯) মরিচ- চর্বি দূর করবে, নিম্নরক্তচাপ নিয়ন্ত্রক।
⚕️১০) মধু-রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
⚕️১১) দুধ-যৌন শক্তি বৃদ্ধি করবে, ব্রেন সুস্থ রাখবে।
⚕️১২) আমলকি-প্রশ্বাবের জ্বালা কমাবে, চুল পড়া রোধ করবে।
⚕️১৩) কিসমিস-মুখের ক্যান্সার রোধ করবে।মুখের মধ্যে যেকোনো ঘা সারাতে কাজে লাগবে।
⚕️১৪) তরমুজ-কিডনি ভাল রাখবে, পাথর দূর করবে।পেটের মধ্যে মল পরিষ্কার রাখবেন
⚕️ ১৫) খেজুর-যৌনশক্তি ও বল বৃদ্ধি কারক।
⚕️১৬) ডুমুর-ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে।
⚕️১৭) কলা-ফুসফুস ভাল রাখবে বুক জ্বালা কমাবে।
⚕️১৮) আঙ্গুর উচ্চ রক্তচাপ, মাইগ্রেনের ব্যথা দূর করবে,
তৃষ্ণা,দাহ জ্বর, স্বাস ও বমি রোগে বিশেষ উপকারী।
⚕️১৯) ধনে পাতা: রক্তস্বল্পতা দূর করবে।
⚕️২০) ডালিম-সহজে হজম হয়।
বল ও মেধা বাড়ায়। মুখের রুচিও বাড়ায়। তৃষ্ণা, দাহ, জ্বর, অতিসার ও গ্রহনী রোগে বিশেষ
উপকারী।
⚕️২১) একচামচ ধনেপাতার চাটনির সাথে উষ্ণ গরম জলে দিয়ে সকালে খেলে থাইরয়েড ঔষধ ছাড়াই কমে.
⚕️২২)আপেল.... হার্ট এর সবচাইতে বড়ো মেডিসিন।প্রতিদিন বিকালে একটা করে অ্যাপেল খেলে হার্ট এর মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে সবসময়।স্ট্রোকের ভয় ৮০ ভাগ কমে যাবে।
⚕️২৩) মৌসুম্বি লেবু........প্রতিদিন দুটো মৌসুম্বি লেবু খেলে শরীরে প্রচুর পরিমাণে w.b.c বৃদ্ধি পাবে।এর ফলে আপনি যেকোনো রোগ এর সঙ্গে যেকোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা রাখবেন।
⚕️২৪)কাজু বাদাম.......প্রতিদিন সকালে টিফিন খাবার পর একটি করে কাজু বাদাম আর আখরোট খাবেন তাহলে রক্তের বিভিন্ন উপাদান ঠিক থাকবে এবং সুন্দর শরীর তৈরি করতে এই উপাদান খুবই কাজে লাগে।
⚕️২৫) টক দই...... পেটে গ্যাস কমান
⚕️২৬)চোখের জন্য......ঢেঁড়স খান
⚕️২৭)কাশি কমাতে.......থানকুনি পাতার রস খান
⚕️২৮)ডায়াবেটিস কমাতে...... পাকা বেল খান
⚕️২৯)লিভারের শক্তি বাড়াতে......যেকোনো বেল খান
⚕️৩০)জর কমাতে.........এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খান
⚕️৩১)ওজন কমাতে.......খাবারের এক ঘন্টা আগে ১ লিটার জল পান করুন
⚕️ ৩২)শরীরের যেকোনো জায়গায় ব্যাথা কমাতে......সকালে কিছু খেয়ে অ্যালভেরার রস খান
⚕️৩৩)চুল পড়া কমাতে......দুই থেকে তিনবার থানকুনি পাতার রস খান
⚕️৩৪)ওজন কমাতে......করলা খান
⚕️৩৫) মুখের ব্রণ কমাতে .......করলার রস অব্যর্থ ঔষধ।
⚕️🙏ভালো থাকুন ,সুস্থ থাকুন। 🙏⚕️
🙏⚕️⚕️জনস্বার্থে প্রচারিত ⚕️⚕️🙏
❤️সবাই খুব সুস্থ নীরোগ আর সুন্দর থাকবেন ❤
BD স্বাস্থ্য সেবা Health Care এর সাথেই থাকবেন