BD স্বাস্থ্য সেবা Health care

BD স্বাস্থ্য সেবা Health care স্বাস্থ্য সেবা সমূহের যে সমস্ত তথ্যগুলো আছে আমরা আপনাদের নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন

11/02/2025

শুভ উদ্বোধন মেডিকেল কলেজ হসপিটাল

কার্ডিয়াক সেন্টার, ধানমন্ডি

15/07/2024

Dr.humaira islam number 1 sonologist bd.ডঃ হুমায়রা ইসলাম বাংলাদেশের এক নম্বর সোনোলজিস্ট ২০২৪,

সকল ধরনের আলোচনা করে থাকে।


এছাড়াও শুক্রবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১ টা থেকে দুপুর ১২ঃ০০ টা আল্ট্রাসনো করা হয়

যোগাযোগের ঠিকানা আনোয়ার খান মডান মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডি ঢাকা ১২০৫
রোড নাম্বার ৮ এই নাম্বার ১৭

মোবাইল নাম্বার :০১৭০৫৪০৭৪২২
সিরিয়াল দেওয়ার জন্য সময় সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

এছাড়া ও সকল প্রকল্প প্রেসক্রিপশনের সমস্যা ও টেস্টের সম্পর্কে জানতে যোগাযোগ করুন :০১৭৪৩৮৬৬৫৬৬

ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বিডি স্বাস্থ্য সেবার সাথেই থাকবেন

11/07/2024

I gained 7 followers, created 2 posts and received 7 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

20/05/2024

যেগুলো রোগের জন্য ডক্টররা যেগুলো টেস্টগুলো দিয়ে থাকে এবং মেডিকেলে এর সর্বোচ্চ দাম কত হতে পারে

03/04/2024

বাংলাদেশের সব থেকে ভাল FNAC,histopathology হয় দুইটি প্রতিষ্ঠান,

১.আনোয়ারা মেডিকেল সার্ভিস ধানমন্ডি ২ নম্বর রোড বাড়ি নম্বর ২২. পপুলারের পাশে।
ডঃ মোঃ গোলাম মোস্তফা
যোগাযোগের ঠিকানা :-০১৯৭১৫৩৪৩১৭,০১৯৭২৫৩৪৩১৮

২.দি ল্যাবরটরী, গ্রীন রোড ৩০ সেল নিবাস দ্বিতীয় তলা , ধানমন্ডি ৮ এর বিপরীত পাশে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল এর সাথে

অধ্যাপক মোহাম্মদ কামাল
যোগাযোগের ঠিকানা :-০১৭১২৬৪৪৯৭৪,০১৯৮৯৪৪৫৮৫৯

এছাড়াও সকল প্রকার প্রেসক্রিপশন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করেন ০১৭৪৩৮৬৬৫৬৬ এই নম্বরে

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটাররক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকেএক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।যাতে হিরুডিন, ক্যালিক্...
12/03/2024

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★
Collected from 20 Minute Medical FAQ

11/03/2024

বাংলাদেশের এক নাম্বার লিভার বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর মবিন খান। prof. doctor Mobin Khan liver specialist number one from Bangladesh The Liver Center, Dhanmondi
Address: Mirza Golam Hafiz Road, House # 64, Road # 8/A, Dhanmondi R/A, Dhaka
Visiting Hour: 3pm to 5pm (Closed: Friday)
Appointment: +8801750839384

09/03/2024

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ও কলাবাগান এর ডক্টরের সমূহ Diagnostic Centre dhanmondi kalabagan doctor list

যোগাযোগ করুন :01766660131
হট লাইন নাম্বার :10606

সকল টেস্ট ও প্রেসক্রিপশন এর সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন :01743866566
এছাড়াও whatsapp নাম্বারে প্রেসক্রিপশনের সমস্যা পাঠাতে পারেন

হোয়াটসঅ্যাপ নাম্বার :01743866566
২৪ ঘন্টায় সকল তথ্য দেওয়া হয়

09/03/2024

#জনস্বার্থে_প্রচারিত 🙏কোন রোগের কি ঔষধ

⚕️রক্ত শূন্যতা⚕️

কুলেখাড়া পাতার রস ৪ চামচ, ১ চামচ মধু মিশিয়ে সকালে খালিপেটে খেতে হবে। রোজ ১ বার করে ১ মাস ।

⚕️প্রস্রাবে জ্বালা ও পোড়া⚕️

কাঁচা আমলকীর রস ২ চামচ, কাঁচা হলুদের রস ১ চামচ এবং ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে খালি পেটে। রোজ একবার করে পরপর ১০ দিন।

⚕️উকুন ⚕️

৫/৬ টা পানপাতা থেতো করে রস বের করে নিয়ে সেই রস রাত্রে শোবার সময় মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। পরপর দু'দিন। এরপর মাথা শ্যামপু করতে হবে।

⚕️মুখের কালো দাগ ⚕️

(১) মুসুরীর ডাল দুধ দিয়ে বেটে লাগালে মুখের কালো দাগ কমে যায়।

(২) 'মরিচাদি তেল' লাগালে মুখের যে কোন কালো দাগ, চোখের কোণের কালো দাগ উঠে।

⚕️হাই ব্লাড প্রেসার ⚕️

সকালে ও সন্ধায় ২ চামচ করে থানকুনি পাতার রস খেতে হবে ১ মাস অথবা ১ কোয়া রসুন ১ টি করে দু'বেলা ভাত খাবার সময় খেতে হবে ১৫ দিন।

⚕️হাতের নাড়ির স্পন্দন ⚕️

পুরুষদের ডানহাত এবং মহিলাদের বামহাতের নাড়ী
দেখা উচিত। সুস্থ দেহের নাড়ীর গতি। জন্মকাল থেকে ১ বছর পরযন্ত নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে ১২০-১৪০ বার। ২ থেকে ৫ বছর পরযন্ত ৯০-১৫০ বার, ৬ থেকে ১৫ বছর বয়সে ৮০-৯০ বার, ১৬ থেকে ৬০ বছর বয়সে ৭০-৭৫ বার, বৃদ্ধ বয়সে ৫০-৬৫ বার

⚕️শরীর ক্ষয়ে⚕️

এক কাপ দুধে ২ কোয়া রসুন সিদ্ধ করে সেই দুধ খেতে হবে প্রতিদিন। এতে ক্ষয় বন্ধ হয়ে শরীরের শক্তি ও ওজন বৃদ্ধি হয়।

⚕️যৌবনশক্তি ধরে রাখার জন্য ⚕️

প্রতিদিন ২ চামচ আমলকির রস এবং ২ কোয়া রসুন বাটা মিশিয়ে খেতে হবে অন্তত দু'মাস। এই নিয়ম মহিলা ও পরুষ উভয়ের জন্য।

⚕️স্মৃতিশক্তি বৃদ্ধি⚕️

যদি স্মৃতিশক্তি কমে যায় বিশেষ করে ছাত্র-ছাত্রীদের, তাহলে বয়স অনুপাতে ব্রাহ্মী শাকের রস ১ বা ২ চা-চামচ নিয়ে আধাকাপ গরুর দুধের সঙ্গে খাওয়ান। এক সপ্তাহ নিয়মিত
সকালে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।

⚕️কৃমি⚕️

২/৩ টি উচ্ছে থেতো করে রস বের করে সকালে খালিপেটে ৭ দিন খেলে কৃমি নাশ হয় ।

⚕️শ্বাসরোগ ⚕️

১ চামচ অশ্বগন্ধা গুঁড়ো, ১ চামচ মধু,
১ চামচ গাওয়া ঘি একত্রে মিশিয়ে
খেতে হবে সকালে টিফিনের পর
প্রতিদিন ১ বার করে ১ মাস।

⚕️দাঁতের মাড়ি ক্ষয়⚕️

লজ্জাবতীর পাতা ১২ গ্রাম পরিমানে নিয়ে ৪ কাপ জলে সেদ্ধ করে ১ কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জল মুখে নিয়ে ১০ মিনিট করে মুখে রেখে ফেলে দিতে হবে। কয়েকদিনর মধ্যেই
দাঁতের মাড়ির ক্ষত সেরে যাবে।

⚕️আঘাত লাগা⚕️

চুন এবং কাঁচা হলুদ বেঁটে গরম করে
লাগালে উপকার হয়।
ব্যথা কমে এবং আরাম হয়।

⚕️স্বপ্নদোষ ⚕️

২ চামচ অশ্বগন্ধার গুঁড়ো গরম দুধে মিশিয়ে খেতে হবে রাত্রে শোবার সময়। ১৫ দিন।

⚕️দুর্বল শিশুর জন্য ⚕️

চায়ের চামচের আধাচামচ অশ্বগন্ধার গুঁড়ো ইষৎ উষ্ণ গরম জলের সঙ্গে রোজ ১ বার করে খেতে হবে ১ মাস।

⚕️লো ব্লাড প্রেসার ⚕️

হেলেঞ্চার রস ২ চামচ, কলমী শাকের রস ২ চামচ, কুলেখাড়ার রস ২ চামচ, মধু ২ চামচ একত্রে মিশিয়ে রোজ সকালে খেতে হবে। ১ মাস।

⚕️একটু একটু প্রস্রাব হলে⚕️

গোলমরিচ ২ গ্রাম নিয়ে চন্দনের মতো বেটে তার সঙ্গে সামান্য চিনি বা মিছরী মিশিয়ে সরবত করে প্রত্যহ একবার খান, উপকার পাবেন৷

কোন কোন জিনিস কোন কোন রোগ প্রতিরোধক

⚕️১) হলুদ-ক্যান্সার, গনোরিয়া সিফিলিস প্রতিরোধক।

⚕️২) রসুন-উচ্চ রক্তচাপ, চর্বি, হাঁপানী রোধ করবে।

⚕️৩) পিয়াজ-হরমোন তৈরি করবে টক্সিন দূর করবে। যৌনো ক্ষমতা বৃদ্ধি করে।

⚕️৪) আদা-হজম বৃদ্ধি করবে, গলা পরিষ্কার করবে।

⚕️৫) এলাচ- খুব ভালো পরিমাণে হজম ও মুখের গন্ধ দূর করবে।

⚕️৬) লবঙ্গ-কাশি, ঠান্ডা রোধ করবে।

⚕️৭) কালো জিরা-রক্ত শোধন করবে এলার্জি রোধ করবে।এলার্জির বেশিরভাগ ঔষধ কালো জিরা থেকে তৈরি হয়।

⚕️৮) বাদাম-হার্ট শক্তিশালী করবে।

⚕️৯) মরিচ- চর্বি দূর করবে, নিম্নরক্তচাপ নিয়ন্ত্রক।

⚕️১০) মধু-রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

⚕️১১) দুধ-যৌন শক্তি বৃদ্ধি করবে, ব্রেন সুস্থ রাখবে।

⚕️১২) আমলকি-প্রশ্বাবের জ্বালা কমাবে, চুল পড়া রোধ করবে।

⚕️১৩) কিসমিস-মুখের ক্যান্সার রোধ করবে।মুখের মধ্যে যেকোনো ঘা সারাতে কাজে লাগবে।

⚕️১৪) তরমুজ-কিডনি ভাল রাখবে, পাথর দূর করবে।পেটের মধ্যে মল পরিষ্কার রাখবেন

⚕️ ১৫) খেজুর-যৌনশক্তি ও বল বৃদ্ধি কারক।

⚕️১৬) ডুমুর-ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে।

⚕️১৭) কলা-ফুসফুস ভাল রাখবে বুক জ্বালা কমাবে।

⚕️১৮) আঙ্গুর উচ্চ রক্তচাপ, মাইগ্রেনের ব্যথা দূর করবে,
তৃষ্ণা,দাহ জ্বর, স্বাস ও বমি রোগে বিশেষ উপকারী।

⚕️১৯) ধনে পাতা: রক্তস্বল্পতা দূর করবে।

⚕️২০) ডালিম-সহজে হজম হয়।
বল ও মেধা বাড়ায়। মুখের রুচিও বাড়ায়। তৃষ্ণা, দাহ, জ্বর, অতিসার ও গ্রহনী রোগে বিশেষ
উপকারী।

⚕️২১) একচামচ ধনেপাতার চাটনির সাথে উষ্ণ গরম জলে দিয়ে সকালে খেলে থাইরয়েড ঔষধ ছাড়াই কমে.

⚕️২২)আপেল.... হার্ট এর সবচাইতে বড়ো মেডিসিন।প্রতিদিন বিকালে একটা করে অ্যাপেল খেলে হার্ট এর মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে সবসময়।স্ট্রোকের ভয় ৮০ ভাগ কমে যাবে।

⚕️২৩) মৌসুম্বি লেবু........প্রতিদিন দুটো মৌসুম্বি লেবু খেলে শরীরে প্রচুর পরিমাণে w.b.c বৃদ্ধি পাবে।এর ফলে আপনি যেকোনো রোগ এর সঙ্গে যেকোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা রাখবেন।

⚕️২৪)কাজু বাদাম.......প্রতিদিন সকালে টিফিন খাবার পর একটি করে কাজু বাদাম আর আখরোট খাবেন তাহলে রক্তের বিভিন্ন উপাদান ঠিক থাকবে এবং সুন্দর শরীর তৈরি করতে এই উপাদান খুবই কাজে লাগে।

⚕️২৫) টক দই...... পেটে গ্যাস কমান

⚕️২৬)চোখের জন্য......ঢেঁড়স খান

⚕️২৭)কাশি কমাতে.......থানকুনি পাতার রস খান

⚕️২৮)ডায়াবেটিস কমাতে...... পাকা বেল খান

⚕️২৯)লিভারের শক্তি বাড়াতে......যেকোনো বেল খান

⚕️৩০)জর কমাতে.........এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খান

⚕️৩১)ওজন কমাতে.......খাবারের এক ঘন্টা আগে ১ লিটার জল পান করুন

⚕️ ৩২)শরীরের যেকোনো জায়গায় ব্যাথা কমাতে......সকালে কিছু খেয়ে অ্যালভেরার রস খান

⚕️৩৩)চুল পড়া কমাতে......দুই থেকে তিনবার থানকুনি পাতার রস খান

⚕️৩৪)ওজন কমাতে......করলা খান

⚕️৩৫) মুখের ব্রণ কমাতে .......করলার রস অব্যর্থ ঔষধ।

⚕️🙏ভালো থাকুন ,সুস্থ থাকুন। 🙏⚕️

🙏⚕️⚕️জনস্বার্থে প্রচারিত ⚕️⚕️🙏

❤️সবাই খুব সুস্থ নীরোগ আর সুন্দর থাকবেন ❤
BD স্বাস্থ্য সেবা Health Care এর সাথেই থাকবেন

07/03/2024

পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি সকল ডক্টরদের তালিকা সমূহ। popular Diagnostic Centre dhanmondi all doctor list

#16, Road # 2, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh
Phone : 09666 787801
E-mail : info@populardiagnostic.com

Address

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ধানমন্ডি
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD স্বাস্থ্য সেবা Health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram