25/11/2025
একটি সাধারণ কাঁচের টুকরো যদি সূর্যের আলোকে একত্রিত করে আগুন জ্বালাতে পারে, তবে চিন্তা করুন - আপনার মনের অসীম শক্তিকে একবিন্দুতে আনলে কী ঘটতে পারে!
ধ্যান বা মেডিটেশন সেই ম্যাগনিফাইং গ্লাস, যা আপনার বিক্ষিপ্ত চিন্তা ও শক্তিকে একীভূত করে। আর যখনই আপনার সমস্ত সত্তা একবিন্দুতে লীন হয়, তখনই জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন।