Shottoyog Theology Meditation

Shottoyog Theology Meditation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shottoyog Theology Meditation, Meditation Center, Corporate Office:, Dominant Bella Vista, 537/10(C-2), ECB Chottor, Mirpur DOHS Road, Dakkhin Manikdi, Cantonment, Dhaka.

অর্থবহ ও সফল জীবন উপভোগ করতে দরকার শান্ত মস্তিষ্ক, সুশৃঙ্খল দেহ এবং স্থির মানসিক শক্তির। "সত্যযোগ থিয়োলজি" শেখায় কিভাবে আপনার ভেতরের এই অপার শক্তিকে ধাপে ধাপে জাগিয়ে তুলে আপনি হবেন একজন শান্তিপূর্ণ, সহজ ও সফল মানুষ। এখনই যুক্ত হোন সত্যযোগ থিয়োলজি- তে!

একটি সাধারণ কাঁচের টুকরো যদি সূর্যের আলোকে একত্রিত করে আগুন জ্বালাতে পারে, তবে চিন্তা করুন - আপনার মনের অসীম শক্তিকে একব...
25/11/2025

একটি সাধারণ কাঁচের টুকরো যদি সূর্যের আলোকে একত্রিত করে আগুন জ্বালাতে পারে, তবে চিন্তা করুন - আপনার মনের অসীম শক্তিকে একবিন্দুতে আনলে কী ঘটতে পারে!

ধ্যান বা মেডিটেশন সেই ম্যাগনিফাইং গ্লাস, যা আপনার বিক্ষিপ্ত চিন্তা ও শক্তিকে একীভূত করে। আর যখনই আপনার সমস্ত সত্তা একবিন্দুতে লীন হয়, তখনই জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন।

12/11/2025

ধ্যান সাধনা শুরু করার গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও প্রশ্নের উত্তর দিচ্ছেন বঙ্গগুরু ড. সাঁই সত্যদ্রষ্টা।

সত্যযোগ হেল্পলাইন: 01677-883888

“জগৎ চলে কৌশল দিয়ে আর আধ্যাত্মিকতা চলে কালব দিয়ে।" – সুলতানুল আউলিয়া বঙ্গগুরু ড. সাঁই সত্যদ্রষ্টাঅথচ আমরা জগৎ চালাতে ...
26/10/2025

“জগৎ চলে কৌশল দিয়ে আর আধ্যাত্মিকতা চলে কালব দিয়ে।" – সুলতানুল আউলিয়া বঙ্গগুরু ড. সাঁই সত্যদ্রষ্টা

অথচ আমরা জগৎ চালাতে গিয়ে 'কালব' (অতিরিক্ত আবেগ) ব্যবহার করি, আর আধ্যাত্মিকতায় 'কৌশল' (অতিরিক্ত হিসাব-নিকাশ) খুঁজি।

সত্যযোগ থিওলজি আমাদের এই দুটির মধ্যেই ভারসাম্য আনতে শেখায়। আমাদের মেডিটেশন ও শিক্ষা প্রথমে আপনার 'কালব'-কে শুদ্ধ ও শান্ত করে, যা আপনাকে দেয় মানসিক স্থিরতা।
আর একটি শান্ত ও স্থির মনই পারে জগতের জন্য সবচেয়ে নিখুঁত এবং কার্যকর 'কৌশল' তৈরি করতে।

কিছু স্মৃতি ভুলে যাবার নয়, কিছু ক্ষতি পুরণ হবার নয়! সত্যসঙ্ঘ ও সত্যযোগ পরিবারের নিবেদিত প্রাণ জনাব নূরে আলম সিদ্দিকী (মো...
24/10/2025

কিছু স্মৃতি ভুলে যাবার নয়, কিছু ক্ষতি পুরণ হবার নয়!

সত্যসঙ্ঘ ও সত্যযোগ পরিবারের নিবেদিত প্রাণ জনাব নূরে আলম সিদ্দিকী (মোহাম্মদ আলী) গত ২৩ অক্টোবর ২০২৫ ইং রাত ১১টায় স্রষ্টার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

"নূর-ই আলম সাহেব অত্যন্ত সরল বিনয়ী সদাচারী একজন মানুষ ছিলেন। তিনি পারিবারিকভাবে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন কিন্তু তাঁর ভিতরে কোন অহংকার বা রাগ আমি কখনও দেখিনি। প্রতিদিন ক্লাস শেষে আমরা একসাথে বাস বা সিএনজিতে করে বাসায় ফিরতাম এবং বন্ধুর মত সময় কাটাতাম, গল্প করতাম।

তিনি অত্যন্ত রসিক ছিলেন এবং আমি রসিকতা ছাড়া স্বভাবিক ভাবে তাঁর সাথে কথা বলেছি খুব কম। তিনি কখনো বিরক্ত হননি বা রাগও করেননি। তিনি ছোট-বড় আমাদের সকলকেই অনেক গুরুত্ব দিতেন, সন্মান দেখাতেন, স্নেহ করতেন। যদিও তিনি বয়সে আমাদের চেয়ে অনেক বড় এবং অত্যন্ত স্বচ্ছল মানুষ ছিলেন।

গুরুজী আমাদের সবার মতোই তাঁকেও শাসন করতেন মাঝেমাঝে। কিন্তু এরজন্য তাঁর মধ্যে কখনও কোন রাগ-ক্ষোভ এমনকি অভিমান পর্যন্ত দেখিনি। এই বয়সেও তাঁর গুরুভক্তি আনুগত্যবোধ এবং গুরুর প্রতি সমর্পণ ছিল দেখার মতো। এটা অবশ্যই অনেক বড় অর্জন অনেক বড় সাফল্য একজন সাধক হিসেবে। সৃষ্টিকর্তা অবশ্যই তাঁর ত্রুটি এবং সীমাবদ্ধতা ক্ষমা করে তাঁকে উত্তম পুরস্কার দিবেন এবং কেউ তার উপরে বিন্দুমাত্র অবিচার করে থাকলে কঠোর পরিনতির মুখোমুখি হবেন। এই ব্যাপারে আমার কোন সন্দেহই নাই। সাধকদের ক্ষয় নাই, সাধকদের মৃত্যু নাই।”

-মোস্তাক আহমেদ

21/10/2025

🛑🛑 ব্যর্থতা ও হতাশাকে "চিরতরে না" বলুন! 🛑🛑
মাত্র ৪ দিনে আপনার জীবনকে বদলে ফেলার সুযোগ!
🔥 প্রথম ৫০ জন রেজিস্ট্রেশনকারী পাচ্ছেন ২০০০ টাকা স্পেশাল ছাড়ে মাত্র ১০,০০০ টাকায় প্রোগ্রাম সম্পন্ন করার সুযোগ! 🔥

২০১৩ সাল থেকে হাজার হাজার মানুষের জীবন বদলে দেওয়া এই যুগান্তকারী ৪ দিনের অফলাইন কোর্সে আপনি হাতে কলমে শিখবেন:

✅ দৈনন্দিন জীবনে কাজে মনোযোগ বাড়ানো ও সফলতা অর্জন করার কার্যকরী পদ্ধতি।
✅ শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং অসুস্থতা থেকে মুক্তির পথ।
✅ সম্পর্কের গভীর উন্নতি ও অনাকাঙ্ক্ষিত বিপদাপদ থেকে নিজেকে মুক্ত রাখার কৌশল।
✅ ইয়োগা, ব্রিদিং এক্সারসাইজ ও ধ্যানের মাধ্যমে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা।

📌কোর্স পরিচালনা করবেন স্বয়ং বঙ্গগুরু ড. সাঁই সত্যদ্রষ্টা।
কোর্স শেষেও জীবনঘনিষ্ঠ যেকোনো প্রয়োজনে গুরুজীর কাছ থেকে সারাজীবন ফ্রি কনসালটেন্সি নেওয়ার সুযোগ!

কোর্স শুরু: আগামী ১৩ই জানুয়ারি - ১৬ই জানুয়ারি ২০২৬ ইং (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার)।

আসনের সংখ্যা: খুবই সীমিত (মাত্র ৫০টি!)।

স্থান: ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। (দূরের শিক্ষার্থীদের জন্য রাতে থাকার সু-ব্যবস্থা আছে।)

নিচে দেওয়া লিংক থেকে এখনই ফর্ম পূরণ করে আপনার আসন নিশ্চিত করুন:

👉 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/2ptthCAisTqiH5XHA
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +৮৮ ০১৬৭৭-৮৮৩৮৮৮

13/10/2025

আপনার ভয়, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি দিতে আগামী ১৩ই জানুয়ারী শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম ৪দিনব্যাপী “সত্যযোগ থিওলজি” কোর্স! আসন সংখ্যা সীমিত! যারা রেজিস্ট্রেশন করেননি কমেন্টে দেয়া লিংক এ গিয়ে দ্রুত করে ফেলুন।

Address

Corporate Office:, Dominant Bella Vista, 537/10(C-2), ECB Chottor, Mirpur DOHS Road, Dakkhin Manikdi, Cantonment
Dhaka
1206

Telephone

+8801677883888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shottoyog Theology Meditation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shottoyog Theology Meditation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram