Akhter Physiotherapy & Rehabilitation Center

Akhter Physiotherapy & Rehabilitation Center MD. Mobile :
Chamber: 1, Cure Medical Center & Hospital Road no -16 (Near post office) Gulshan -1 01558720351, 01942839665.

AKHTER HOSSAIN BSPT(DU), MSPT(DU).MPH-NCD (Incourse)
Physiotherapy Specialist
Deputy course coordinator .Department of physiotherapy, Institute of Health Technology, Mohakhali Dhaka. Chamber: 2
63/Mohakhoali supper marketTB GATE (NEAR WATER TANK)AND WEST SITE:Near brac university Mohakhali, Dhaka1212 Bangladesh.
01558720351, 01942839665.

🦵 হাঁটুর ব্যথা? হাঁটাচলায় কষ্ট? 🌿 সঠিক ও নিরাপদ সমাধান আজই নিন!🎯 আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের এখ...
24/07/2025

🦵 হাঁটুর ব্যথা? হাঁটাচলায় কষ্ট? 🌿 সঠিক ও নিরাপদ সমাধান আজই নিন!
🎯 আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে হাঁটুর ব্যথার আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা প্রদান করা হয়।
✅ আর্থ্রাইটিস ✅ বয়সজনিত হাঁটুর সমস্যা ✅ স্পোর্টস ইনজুরি ✅ লিগামেন্ট ও মেনিসকাস ইনজুরি ✅ হাঁটু প্রতিস্থাপন পরবর্তী থেরাপি ✅ দীর্ঘদিনের ব্যথায় আধুনিক ইলেক্ট্রোথেরাপি ও এক্সারসাইজ
👨‍⚕️ বিশেষজ্ঞ: মোঃ আকতার হোসেন বিএসসি, এমএসসি ইন ফিজিওথেরাপি (ঢাকা বিশ্ববিদ্যালয়) এমপিএইচ (নন-কমিউনিকেবল ডিজিজ) | পিএইচডি ফেলো গবেষক প্রতিষ্ঠাতা ও পরিচালক, আকতার কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেন্টার
📍 লোকেশন: আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ৬৩/বানিজ্যিক এলাকায়, মহাখালী ঢাকা।
📞 যোগাযোগ: 01558-720351 (হোয়াটসঅ্যাপ সহ)
🕘 প্রতিদিন বিকাল ৩টা - রাত্র ৯টা পর্যন্ত খোলা আগে থেকে এপয়েন্টমেন্ট নিন, সুস্থ হাঁটা নিশ্চিত করুন!

মেডিকেল টেকলজিষ্ট (ফিজিওথেরাপি) আবশ্যক
23/07/2025

মেডিকেল
টেকলজিষ্ট (ফিজিওথেরাপি)
আবশ্যক

👇 ডা, মো: আকতার হোসেন – পরিচিতিসহ বিস্তারিতমো: আকতার হোসেন• বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি)-ঢাকা বিশ্ববিদ্যালয়। • এম এস...
25/06/2025

👇 ডা, মো: আকতার হোসেন – পরিচিতিসহ বিস্তারিত
মো: আকতার হোসেন
• বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি)-ঢাকা বিশ্ববিদ্যালয়।
• এম এস সি (মাস্টার্স অব ফিজিওথেরাপি) -ঢাকা বিশ্ববিদ্যালয়।
• এমপিএইচ (মাস্টার্স ইন পাবলিক হেলথ) ইন নন-কমিউনিকেবল ডিজিজ
• পিএইচডি ফেলো গবেষক
• ফিজিওথেরাপি শিক্ষক, গবেষক লেখক এবং স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞ উচ্চতর ডিগ্রী ধারী ফিজিওথেরাপিস্ট
মো: আকতার হোসেন স্নায়ুবিজ্ঞান এবং অ-সংক্রামক রোগ (NCD) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে স্নায়ুবিষয়ক সমস্যা এবং তার প্রতিরোধে কাজ করে চলেছেন।
👇 নিউরোলজিকাল এসেসমেন্ট: ভূমিকা
মো: আকতার হোসেন এর তত্ত্বাবধানে নিউরোলজিকাল এসেসমেন্ট হলো এমন একটি নির্ণয়পদ্ধতি, যা স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা চিহ্নিত করে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসন পরিকল্পনা গ্রহণে সহায়তা করে।
👇 নিউরোলজিকাল এসেসমেন্টের ধাপসমূহ
১️⃣ রোগীর ইতিহাস গ্রহণ:
• স্নায়ুবিষয়ক রোগের ইতিহাস, অগ্রগতি এবং ব্যক্তিগত কারণ নির্ণয়।
• অ-সংক্রামক রোগ (যেমন: স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) এর সাথের সম্পর্ক খুঁজে বের করা।
২️⃣ চেতনাস্তর এবং কগনিটিভ ফাংশন নির্ণয়:
• রোগীর সজাগ থাকা এবং প্রতিক্রিয়াশীলতার মাত্রা নির্ণয়।
• কগনিটিভ এবং মেমোরির সঠিকতা পরীক্ষা করা।
৩️⃣ ক্র্যানিয়াল স্নায়ু পরীক্ষা:
• দৃষ্টি, শ্রবণ, মুখমণ্ডল এবং বাকশক্তির স্নায়ুবিষয়ক পরীক্ষা।
৪️⃣ মাসল পাওয়ার এবং সুর পরীক্ষা:
• অঙ্গ-প্রত্যঙ্গের মাংসপেশীর শক্তির মাত্রা নির্ণয় (MRC গ্রেডিং সিস্টেম অনুযায়ী)।
• অস্বাভাবিক মাংসপেশীর সুর (স্প্যাস্টিসিটি, রিজিডিটি) চিহ্নিত করা।
৫️⃣ রিফ্লেক্স এবং সেনসরি পরীক্ষা:
• গভীর প্রতিসম্পদ এবং ত্বকীয় প্রতিসম্পদ চেক করা।
• তাপ, চাপ, কম্পন এবং স্পর্শের অনুভূতি নির্ণয় করা।
৬️⃣ গেইট এবং সমন্বয় পরীক্ষা:
• হাঁটার ধরণ এবং অঙ্গ-সঞ্চালনের সমন্বয় চেক করা।
• অ্যাটাক্সিয়া, অস্থিরতা এবং অস্বাভাবিক গেইট চিহ্নিত করা।
৭️⃣ কার্যকরিতা এবং পুনর্বাসনের সম্ভাব্যতা নির্ণয়:
• দৈনন্দিন কাজ এবং স্বয়ংসম্পূর্ণতার ক্ষমতার মূল্যায়ন।
• ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পুনর্বাসন পরিকল্পনা করা।
👇 মো: আকতার হোসেন এর উচ্চতর ডিগ্রি এবং গবেষণার ভূমিকা
মো: আকতার হোসেন এর উচ্চতর ডিগ্রি এবং গবেষণার ক্ষেত্র: ✅ বিপিটি (ব্যাচেলর ইন ফিজিওথেরাপি) ✅ এমপিএইচ (মাস্টারস ইন পাবলিক হেলথ) ইন নন-কমিউনিকেবল ডিজিজ ✅ পিএইচডি ফেলো গবেষক (স্নায়ুবিজ্ঞান এবং অ-সংক্রামক রোগ বিষয়ে) ✅ স্নায়ুবিজ্ঞান এবং ফিজিওথেরাপিতে বিভিন্ন গবেষণাপত্রের লেখক
মো: আকতার হোসেন স্নায়ুবিজ্ঞানের তত্ত্ব এবং অ-সংক্রামক রোগ প্রতিরোধে তার গবেষণা এবং চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে দেশের স্নায়ুবিষয়ক সেবা এবং পুনর্বাসনে অবদান রেখে চলেছেন।
👇 নিউরোলজিকাল এসেসমেন্টের গুরুত্ব
মো: আকতার হোসেন এর মাধ্যমে করা নিউরোলজিকাল এসেসমেন্ট: ✅ সঠিক রোগ নির্ণয় এবং অগ্রগতি নির্ণয় করে ✅ ব্যক্তিগতভাবে কাস্টমাইজড চিকিৎসা এবং পুনর্বাসন পরিকল্পনার সহায়তা করে ✅ স্নায়ুবিষয়ক জটিলতার প্রতিরোধ এবং রোগীর জীবনের গুণগত মান বৃদ্ধি করে ✅ অ-সংক্রামক স্নায়ুব্যাধির প্রতিরোধ এবং যত্নে সহায়তা করে।

03/06/2025

🟢 আকতার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
📍 ঠিকানা: ৬৩/কমার্শিয়াল এরিয়া, মহাখালী, ঢাকা-১২১৩
📞 যোগাযোগ: ০১৫৫৮৭২০৩৫১ (হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে)

আপনার শরীরের ব্যথা কি আপনার প্রতিদিনের কাজকে বাধাগ্রস্ত করছে? পুরাতন কোমর ব্যথা, ঘাড়ে টান, স্নায়ুবিক সমস্যা, পক্ষাঘাত কিংবা যেকোনো মাংসপেশি বা অস্থিসংক্রান্ত সমস্যায় আমাদের বিশেষজ্ঞ দল প্রস্তুত আপনাকে আধুনিক চিকিৎসা দিতে।

✅ আমাদের সেবাসমূহ: 🔹 ফিজিওথেরাপি (Manual Therapy, Electrotherapy, Exercise Therapy)
🔹 পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসন
🔹 স্নায়ুজনিত সমস্যা ও ব্যথা ব্যবস্থাপনা
🔹 বাচ্চাদের নিউরো-ডেভেলপমেন্ট থেরাপি (CP, Autism ইত্যাদি)
🔹 ঘাড়, কোমর, হাঁটু ও কাঁধের ব্যথার আধুনিক চিকিৎসা
🔹 স্পোর্টস ইনজুরি ও রিকভারী
🔹 পেইন ম্যানেজমেন্ট (Shortwave, TENS, Ultrasound Therapy ইত্যাদি)
🔹 বাসায় ফিজিওথেরাপি সেবা (Home Service)

👨‍⚕️ চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দল, যার নেতৃত্বে রয়েছেন
মো: আকতার হোসেন,
MSc in Physiotherapy (DU), MPH-NCD, PhD Fellow (BOU)
ফাউন্ডার ও ডিরেক্টর, আকতার কমিউনিটি বেসড রিহ্যাব সেন্টার

🟢 আমরা বিশ্বাস করি— “বেদনা নয়, মুক্তিই হোক আপনার অধিকার!”
আপনার ব্যথা আর সীমাবদ্ধতা দূর করতে আজই আসুন আমাদের কেন্দ্রে।

🌐 আমাদের ফেসবুক পেজে নিয়মিত থাকছে সচেতনতামূলক পোস্ট, রোগীর অভিজ্ঞতা, ওয়ার্কশপ এবং থেরাপি সংক্রান্ত ভিডিও।
📩 ইনবক্স করুন অথবা কল দিন সেবা নিতে।

#আখতার_ফিজিওথেরাপি




মো: আকতার হোসেনবিশেষজ্ঞ: ফিজিওথেরাপি ও পূনর্বাসন চিকিৎসক  | শিক্ষক | গবেষক | লেখকমো: আকতার হোসেন বাংলাদেশের একজন খ্যাতনা...
25/05/2025

মো: আকতার হোসেন
বিশেষজ্ঞ: ফিজিওথেরাপি ও পূনর্বাসন চিকিৎসক | শিক্ষক | গবেষক | লেখক

মো: আকতার হোসেন বাংলাদেশের একজন খ্যাতনামা ফিজিওথেরাপি ও পূনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসক । তিনি ফিজিওথেরাপি পেশায় একজন অভিজ্ঞ শিক্ষক, গবেষক ও সমাজসেবী। তাঁর পেশাগত জীবনে রয়েছে শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও সমাজসেবার এক অনন্য সমন্বয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে মাস্টার্স (MSc in Physiotherapy) এবং অসংক্রামক রোগ বিষয়ে মাস্টার্স ইন পাবলিক হেলথ (MPH-NCD) ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো গবেষক, তাঁর গবেষণার বিষয়: "Shortwave Diathermy-এর মাধ্যমে Discogenic Low Back Pain ব্যবস্থাপনায় কার্যকারিতা (RCT ভিত্তিক গবেষণা)"।

22/05/2025

প্রান্তিক ও শহরের মানুষের পাশে স্বাস্থ্যসেবায় প্রতিশ্রুতিবদ্ধ — আকতার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আকতার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ — সে প্রান্তিক গ্রামাঞ্চলের হোক কিংবা আধুনিক শহরের — সবারই সুস্থ, ব্যথামুক্ত ও কর্মক্ষম জীবনের অধিকার রয়েছে।

আমাদের সেবার বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

অভিজ্ঞ ও উচ্চতর সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের দ্বারা চিকিৎসা

ঘরে বসেই থেরাপি গ্রহণের সুবিধা (Home Visit)

লো ব্যাক পেইন, স্ট্রোক, সেরিব্রাল পালসি, পক্ষাঘাত, স্পন্ডিলোসিসসহ বিভিন্ন জটিল সমস্যার জন্য আধুনিক থেরাপি

শিশুদের বিশেষ প্রয়োজনে উন্নত কেয়ার ও থেরাপি

নারীদের জন্য আলাদা থেরাপিস্ট ও কনফিডেনশিয়াল চিকিৎসা ব্যবস্থা

স্বল্পমূল্যে গরিব ও প্রান্তিক জনগণের জন্য বিশেষ প্যাকেজ

আমাদের দুটি সেবাকেন্দ্র: ১. আকতার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র, ৬৩/কমার্শিয়াল এরিয়া, মহাখালী, ঢাকা-১২১৩
২. আকতার কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেন্টার, আমবাড়িয়া, বেলকুচি, সিরাজগঞ্জ

আমাদের লক্ষ্য:

রোগীর ব্যথামুক্ত জীবন নিশ্চিত করা

চিকিৎসা সেবা থেকে উপেক্ষিত জনগোষ্ঠীকে পুনর্বাসনের আওতায় আনা

কম খরচে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার।
আসুন, ফিজিওথেরাপি ও পুনর্বাসনের মাধ্যমে গড়ি এক ব্যথামুক্ত আগামীর পথ।

যোগাযোগ করুন:
মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৫৫৮৭২০৩৫১
ফেসবুক পেজ: [Akhtar Physiotherapy & Rehabilitation Center]
পরামর্শের সময়: সকাল ৯টা - সন্ধ্যা ৭টা (সপ্তাহে ৬ দিন)

---

21/05/2025
21/05/2025

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801558720351

Alerts

Be the first to know and let us send you an email when Akhter Physiotherapy & Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akhter Physiotherapy & Rehabilitation Center:

Share