03/12/2025
হাঁটুর ব্যথা—ফিরে পান নতুন হাঁটার শক্তি
আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৬৩, কমার্শিয়াল এরিয়া, সুপার মার্কেট, মহাখালী, ঢাকা-১২১২
📞 ০১৫৫৮৭২০৩৫১
হাঁটুর ব্যথা শুধুই একটি ব্যথা নয়—
এটি একজন মানুষের চলাফেরা, কর্মক্ষমতা, ঘুম, মানসিক শান্তি এবং পুরো জীবনকে থামিয়ে দিতে পারে।
দৈনন্দিন নামাজে সিজদা, সিঁড়ি ওঠা–নামা, বসা–উঠা, কিংবা সামান্য হাঁটাও যখন কষ্টকর হয়ে ওঠে, তখন রোগীরা হারাতে থাকেন আত্মবিশ্বাস এবং জীবনের গতি।
এই বাস্তবতা বদলাতে—
আমরা আছি আপনার পাশে, আধুনিক চিকিৎসা, মানবিক যত্ন এবং গবেষণাভিত্তিক ফিজিওথেরাপি নিয়ে।
চিকিৎসা প্রদান করেন
মোঃ আকতার হোসেন
BSc in Physiotherapy (University of Dhaka)
MSc in Physiotherapy (University of Dhaka)
MPH – Non-Communicable Diseases (NCD)
Physiotherapy Teacher & Researcher
PhD Fellow (Shortwave Diathermy in Discogenic LBP – RCT Study)
Specialist in Physiotherapy & Rehabilitation
Founder & Director, Akhtar Community-Based Rehabilitation Center
দীর্ঘদিনের অভিজ্ঞতা, দেশ-বিদেশের গবেষণার ওপর ভিত্তি করে
তিনি হাঁটুর ব্যথা রোগীদের জন্য নির্ভুল মূল্যায়ন, বৈজ্ঞানিক চিকিৎসা ও ব্যক্তিকেন্দ্রিক রিহ্যাবিলিটেশন প্রদান করে থাকেন।
হাঁটুর ব্যথার কারণগুলো যেগুলো আমরা বিশেষ গুরুত্ব দিই
অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
মেনিস্কাস ইনজুরি
লিগামেন্ট ইনজুরি (ACL/PCL/MCL)
হাঁটুর কার্টিলেজ ক্ষয়
প্যাটেলোফেমোরাল পেইন সিন্ড্রোম
স্থূলতা, পেশি দুর্বলতা ও ভুল অঙ্গভঙ্গি
বয়সজনিত ক্ষয় এবং অতিরিক্ত পরিশ্রম
প্রত্যেক রোগীর ব্যথার “কারণ” আলাদা—
তাই চিকিৎসাও ব্যক্তিভেদে সম্পূর্ণ ভিন্ন।
আমাদের বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতি
গেইট অ্যানালাইসিস (হাঁটার সমস্যা নির্ণয়)
ROM ও Muscle Strength টেস্ট
পোষচার অ্যানালাইসিস
অস্টিওআর্থ্রাইটিস গ্রেডিং
ফাংশনাল স্কোরিং (WOMAC, KOOS)
Evidence-based Clinical Assessment
বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক ফিজিওথেরাপি চিকিৎসা
আমরা রোগীর অবস্থা অনুযায়ী সর্বাধুনিক ও নিরাপদ চিকিৎসা দিয়ে থাকি—
🔹 ১. পেইন রিলিফ থেরাপি
Shortwave Diathermy
Ultrasound Therapy
TENS / IFT
Laser Therapy
এসব থেরাপি রক্তসঞ্চালন বাড়ায়, প্রদাহ কমায় এবং ব্যথা দ্রুত উপশম করে।
🔹 ২. পেশি ও জয়েন্ট শক্তিবর্ধক ব্যায়াম
Quadriceps strengthening
Hamstring stretching
VMO activation
Hip–core muscle strengthening
গবেষণায় প্রমাণিত—
হাঁটুর ৬০–৭০% ব্যথা শুধু সঠিক ব্যায়ামেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
🔹 ৩. নিখুঁত ম্যানুয়াল থেরাপি
Joint mobilization
Soft tissue release
Myofascial therapy
এগুলো হাঁটুর জড়তা কমিয়ে নরমাল মুভমেন্ট ফিরিয়ে আনে।
🔹 ৪. গেট ট্রেনিং এবং ফাংশনাল রিহ্যাবিলিটেশন
যাতে রোগী আবার স্বাভাবিক হাঁটা, বসা–উঠা, সিঁড়ি ওঠা—সবকিছুতে সক্ষম হয়।
আবেগঘন বাস্তবতা
আমাদের কাছে প্রতিদিনই এমন অনেক রোগী আসেন যাঁরা বলেন—
“স্যার, হাঁটুর ব্যথার কারণে আর নামাজ পড়তে পারি না…”
“অনেক দিন ধরে হাঁটতে পারছি না…”
“জীবনটা যেন থেমে গেছে…”
কিন্তু নিয়মিত ফিজিওথেরাপি, আধুনিক চিকিৎসা ও পর্যবেক্ষণে—
অনেকে আবার হাঁটছেন, কাজ করছেন, হাসছেন এবং ব্যথামুক্ত জীবন ফিরিয়ে পাচ্ছেন।
এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য,
এটাই আমাদের চিকিৎসা সেবার মূল উদ্দেশ্য— মানুষকে সুস্থতায় ফিরিয়ে আনা।
কেন আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার?
✔ আধুনিক যন্ত্রপাতি
✔ আন্তর্জাতিক মানের চিকিৎসা
✔ গবেষণাভিত্তিক চিকিৎসা পরিকল্পনা
✔ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধান
✔ রোগী-কেন্দ্রিক মানবিক সেবা
✔ নিরাপদ, বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদি সমাধান
📞 চিকিৎসার জন্য যোগাযোগ
আকতার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৬৩, কমার্শিয়াল এরিয়া, সুপার মার্কেট,
মহাখালী, ঢাকা-১২১২
📞 ০১৫৫৮৭২০৩৫১
p