19/09/2025
🩺পলিপাস রোগীদের জন্য সচেতন মূলক পোস্ট🩺
😤 নাক বন্ধ সব সময় ঠান্ডা লেগে আছে মনে হয় শ্বাস নিতে কষ্ট হয় তাহলে এটি নাকের পলিপাস হতে পারে ।
🧖নাকের ভিতরে মাংসপিন্ডের মত ফোলা ভাবই হল পলিপাস।
এটি এলার্জি সাইনাসের প্রদাহ বা দীর্ঘদিনের সংক্রমণ থেকে হয়।
✴️করণীয়:
❇️ধুলো, ধোয়া,সিগারেট এড়িয়ে চলুন
❇️ নাক নিয়মিত সেলাইন ওয়াশ দিয়ে পরিষ্কার করুন
✳️এলার্জির সৃষ্টিকারী খাবার ও ঠান্ডা পানীয় এড়িয়ে
চলুন।
❇️গরম পানির ভাপ নিন।
❇️উপসর্গ বাড়লে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের
পরামর্শ নিন।
❇️ অবহেলা নয় স্বাস্থ্য সচেতনতায় সুস্থতার মূল।
বিস্তারিত জানতে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন।
👉ঠিকানা: ধূপখোলা মাঠের পূর্ব গেইট, বাড়ি নং ২৬, আজগর আলী হসপিটালের সামনে, গেন্ডারিয়া,ঢাকা ।
☎️যোগাযোগ:01775-141462
01977-323995
#পলিপাস