17/03/2024
ডাইবি-ডেক্স সেবন করুন
“DIBE-DEX"
বাংলাদেশের একমাত্র ISO সনদপ্রাপ্ত আয়ুর্বেদ কোম্পানি
ইন-ডেক্স ল্যাবরেটরিজ লিঃ এর একটি আয়ু-র্বেদিক ঔষুধ।
এর মূল উপাদান সিজিজিয়াম ।
যার প্রধান কাজ শরীরে ইনসু-লিন তৈরীতে ভূমিকা পালনকারী অঙ্গগুলোকে( বিটাসেল) সক্রিয় করা।
ফলাফল, শরীরে ইনসু-লিন তৈরী হওয়া এবং শরীর ডায়া-বেটিস মুক্ত করা।
বিভিন্ন জন ডায়া-বেটিস নিয়ন্ত্রনে বিভিন্ন প্রচলিত পদ্ধতি গ্রহন করে থাকেন। তথা ইন-সুলিন, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি।
ডায়া-বেটিস হয়ে গেছে এমন কেউ যদি এই ডাইবি-ডেক্স ঔষু-ধটি নিয়মিত ধৈর্য্য ধরে সেবন করে যেতে পারেন,
আপনার শরীরে ইন-সুলিন তৈরী হবে স্বাভাবিক হারে এবং এক সময় এই ঔষু-ধটিও সেবন করতে হবে খুব সামান্য পরিমানে। যেখানে বর্তমান প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ঔষুধ সেবন বা গ্রহনের মাত্রা ক্রমাম্বয়ে বাড়তে থাকে।
ডাইবি-ডেক্স সেবনের ফলে একসময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষুধ গ্রহনের প্রয়োজন হবে না।
প্রথম দিকে “ডাইবি-ডেক্স” ঔষুধ টির পাশাপাশি আপনার নিয়মিত ঔষুধগুলোও চলবে।
যখন আপনার সুগার লেবেল নিয়ন্ত্রন পর্যায়ে অর্থাৎ ৬ বা ৭ বা ৮ হবে এবং তা নিয়মিত হবে, তখন আপনার ঔ-ষুধ, তথা ট্যাবলেট বা ক্যাপসুল সেবনের হার কিছুটা কমাতে হবে, আর ইনসু-লিন হলে তা কিছু পরিমান কমাতে হবে
যেমন ২০ থাকলে ১৮ করতে হবে।
৭ থেকে ১০ দিন যাওয়ার পর যদি ফলাফল একই থাকে, তাহলে আবারও কিছুটা কমাতে হবে ঔষুধের পরিমান।
এভাবে ক্রমাম্বয়ে কমাতে কমাতে এক সময় সেই প্রচলিত ঔষুধগুলোও বাদ হয়ে যাবে।
আর এভাবে ক্রমাম্বয়ে প্রচলিত ঔষুধ ত্যাগের পর, পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে এই আমাদের চলতি “ডাইবি-ডেক্স” ঔষুধ টিও।
যেমন, দিনে ৩টার স্থলে ২টা, ২টার স্থলে ১টা, ১টার স্থলে ১দিন পর পর, পরে ২ দিন পর পর, ৩ দিন পর পর এভাবে নিয়ন্ত্রনে চলে আসবে, অর্থাৎ, এই ডাইবিডেক্স ও একসময় ত্যাগের খাতায় চলে যাবে।
যোগাযোগ করুন 01602-630483