24Sheba Health Care

24Sheba Health Care 24Sheba is a company who are provided basically nursing medical service at your home.

ডায়াবেটিসে কোন খাবারগুলো সবচেয়ে উপকারী?বিশ্বে প্রতিনিয়তই বেড়ে চলেছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সমস্যা। সচেতন না হলে ধীরে ...
20/11/2024

ডায়াবেটিসে কোন খাবারগুলো সবচেয়ে উপকারী?
বিশ্বে প্রতিনিয়তই বেড়ে চলেছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সমস্যা। সচেতন না হলে ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিতে পারে এই নীরব ঘাতক। জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতাই পারে একে নিয়ন্ত্রণ করতে। তাই ডায়াবেটিস রুখে দিতে সচেতনতাই একমাত্র অস্ত্র।
ডায়াবেটিস কী?আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে চিনিতে (গ্লুকোজ) রুপান্তরিত করে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিসৃত হয়, তা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য। এই চিনি কাজ করে শরীরের জ্বালানী বা শক্তি হিসেবে।শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটি ঠিকমতো কাজ না করে তখনই ডায়াবেটিস হয়। এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূল কথা। একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
ডায়াবেটিসের উপসর্গ:* বেশি তৃষ্ণা পাওয়া* স্বাভাবিকের চাইতেও ঘন ঘন প্রস্রাব হওয়া।* ক্লান্ত বোধ করা* কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া* প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া* দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া* শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া।
যেসব সমস্যা হতে পারে:* রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে।* স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।* দৃষ্টি শক্তি হারাতে পারে। * ইনফেকশন হতে পারে পায়ে।* অন্ধত্ব, কিডনি নষ্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির ভয় থাকে।
ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আপনার জীবন যাপনের ধরনের ওপর নির্ভরশীল তারপরও চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডায়াবেটিস থেকে বাঁচতে যা খাবেন:
বাদাম: বাদামে প্রচুর আঁশ, পুষ্টিকর উপাদান ও হৃৎপিণ্ডের জন্য উপকারি উপাদান আছে। দৈনিক ১০ গ্রাম বাদাম গ্রহণ করলে মারণব্যাধি রোগের ঝুঁকি থেকেও রক্ষা পাওয়া যাবে বলে দাবি গবেষকদের।
মাছ: মাছে থাকে প্রচুর প্রোটিন। একটি সুস্থ জীবনধারার জন্য প্রোটিন ভীষণ গুরুত্বপূর্ণ, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। মাছে ওমেগা-৩ আছে এবং যা স্বাস্থ্য ঝুঁকি কমায়। মাছ বেশি করে ভেজে খাওয়া।
বেরি বা জাম জাতীয় ফল: জাম জাতীয় ফলে অ্যানথোসায়োনেনস নামের উপাদান রয়েছে যা মানবদেহের রক্তের ইনসুলিন ভারসাম্য ঠিক রাখে ও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে।
মটরশুঁটি ও ব্রোকলি: ফাইবার বা আঁশযুক্ত খাবার ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী। মটরশুঁটিতে আছে ভরপুর ফাইবার। মটরশুঁটি রক্তের গ্লুকোজের মাত্রাকে সাধারণ মাত্রায় রাখে। ব্রোকলি একটি ভিটামিন-সি সমৃদ্ধ এমন একটি বিশেষ যৌগ আছে যা ডায়াবেটিস এর সাথে যুদ্ধ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে।
চা: চা এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পানীয়। গ্রিন-টি বা সবুজ চা কিংবা রং চা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। তবে, চায়ে চিনি মেশানো যাবে না।
আপেল: আপেল রোগ প্রতিরোধক ও পুষ্টিকর একটি ফল। আপেলে শর্করা প্রায় ৫০ শতাংশ। এটি হৃদরোগের ঝুঁকি কমায় ও রক্তে কোলেস্টরল এর মাত্রা স্থির রাখে।
রসুন: রসুনের উপকারিতা অনেক। রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভালো রাখার ওষুধ হিসেবেও কাজ করে। রসুন কোলেস্টরল এর মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
পালং শাক: পালং শাকে আছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট। তাজা এবং অল্প সেদ্ধ করে খেলে বেশি এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। পালং শাক ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে সুপরিচিত খাবার এর মধ্যে রয়েছে পালং শাক।
দারুচিনি: দারুচিনিতে আছে প্রচুর মিনারেল ও ভিটামিন। এটি রক্তে কোলেস্টরল এর পরিমাণ ১০ শতাংশ কমিয়ে দেয়। এটি হৃদয় সুস্থ রাখে। এটি রক্তে শর্করার পরিমাণ ও নিয়ন্ত্রণে রাখে।
মিষ্টি আলু: মিষ্টি আলু ডায়াবেটিস রোগীদের রক্তে ইনসুলিন এর পরিমাণ নিয়ন্ত্রণ করে, এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
https://nursingcarebd.com/

 #অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডে...
09/06/2024

#অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::
বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডেন্ট ও নার্স দেওয়া হয়।
#মোবাইল : 01712-441402
www.nursingcarebd.com

#ফিজিও_থেরাপি ::
দিন-রাত ২৪ ঘন্টা বাত-ব্যথা, প্যারালাইসিস মুক্ত জিবন গড়তে ফিজিও সেবা আছে আপনার পাশে।
বাসা কিংবা আমাদের সেন্টারে ফিজিওথেরাপি নিন আমাদের দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে।
মোবাইল : 01922-322296

Nursing Care BD transformative journey has redefined the health care landscape in Bangladeshi over the last few Years with its mission of delivering quality

পোস্ট ঃ   ২ জন ছেলে কেয়ার গিভারডিউটি ঃ ১২ ঘন্টা দিনে শিফট/ ১২ ঘন্টা রাতেকাজঃ ব্লাড প্রেশার, পালস,টেম্পারেচার, ব্লাড  সুগ...
19/03/2024

পোস্ট ঃ ২ জন ছেলে কেয়ার গিভার
ডিউটি ঃ ১২ ঘন্টা দিনে শিফট/ ১২ ঘন্টা রাতে
কাজঃ ব্লাড প্রেশার, পালস,টেম্পারেচার, ব্লাড সুগার দেখা,ইনসুলিন দেওয়া, ঔষধ খাওয়ানো,গোসল করানো,ডায়পার বদলানো,বাথরুমে আনা নেওয়া ইত্যাদি
বেতন ঃ আলোচনা সাপেক্ষ টাকা
লোকেশন ঃ মোহাম্মদপুর
যোগাযোগ ঃ 01715496477
www.nursingcarebd.com
অফিস : ৮/১২ সেনপাড়া পর্বতা, মিরপুর ১০, ঢাকা

Nursing Care BD transformative journey has redefined the health care landscape in Bangladeshi over the last few Years with its mission of delivering quality

27/09/2023

বাসায় অসুস্থ্য কিংবা বৃদ্ধ বাবা-মায়ের জন্য নার্সিং/কেয়ারগিভিং/এটেনডেন্ট সেবা নিন ''24Sheba health care Ltd'' থেকে
সেবা পেতে এখনি ফোন করুনঃ 01712-441402 অথবা WhatsApp 01715-496477
✅ ''24Sheba health care Ltd'' আপনাকে নিশ্চিত করছে-
✔অভিজ্ঞ ও প্রফেশনাল নার্স/কেয়ারগিভার
✔স্বল্প ও দীর্ঘমেয়াদী সেবা নেওয়ার সুবিধা
✔৬,৮,১০,১২,২৪ ঘন্টা সেবা নেয়ার সুবিধা
✔তিন স্তর ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
✔নিরাপদ ও চিন্তামুক্ত সার্ভিস প্রদান
✔চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা
✔স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান
✔সঠিক ও মানসম্মত সেবার নিশ্চয়তা
✔২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট
✔দ্রুত তম সময়ে সেবা প্রদানের নিশ্চয়তা
''24Sheba health care Ltd'' আর ও যে সকল সেবা প্রদান করে ।
✅রেজিস্টার্ড নার্স
✅অভিজ্ঞ কেয়ারগিভার
✅প্রশিক্ষিত ও অভিজ্ঞ ন্যানী/বেবিসিটার
✅দক্ষ পেশেন্ট কেয়ার এটেনডেন্ট
✅ডিগ্রী প্রাপ্ত ফিজিওথেরাপিস্ট
www.nursingcarebd.com

27/09/2023

#আর্জেন্ট
Mirpur physiotherapy centre এর জন্য কিছু ছেলে মেয়ে physiotherapist প্রয়োজন
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগাযোগ:
মোবাইল : 01922-322296
WhatsApp : 01922-322296
Cv sending email:
24shebabd@gmail.com
webaite: www.nursingcarebd.com

 #অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডে...
08/08/2023

#অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::
বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডেন্ট ও নার্স দেওয়া হয়।
#মোবাইল : 01712-441402
https://www.facebook.com/24shebabd

Nursing Care BD transformative journey has redefined the health care landscape in Bangladeshi over the last few Years with its mission of delivering quality

 #অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডে...
24/06/2023

#অ্যাটেন্ডেন্ট_ও_নার্স_সার্ভিস ::
বয়স্ক সুস্থ ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় কিংবা হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডেন্ট ও নার্স দেওয়া হয়।
#মোবাইল : 01712-441402
https://www.facebook.com/24shebabd
www.nursingcarebd.com

05/05/2023

Nursing Care BD transformative journey has redefined the health care landscape in Bangladeshi over the last few Years with its mission of delivering quality

Address

House 06, Road 08, Block C, Mirpur 13
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when 24Sheba Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to 24Sheba Health Care:

Share