Asha Tooth Care & Aesthetic centre

Asha Tooth Care & Aesthetic centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asha Tooth Care & Aesthetic centre, Medical and health, Dhaka.

Asha Tooth Care & Aesthetic Center - আপনার হাসির সঠিক যত্ন নিন। উন্নত দন্ত চিকিৎসা ও সৌন্দর্য সেবা, যেটি আপনাকে দেবে সুন্দর, স্বাস্থ্যকর ও নিশ্চিত হাসি। মুগদায় আমাদের কাছে আপনার দাঁতের যত্ন নিতে আসুন।

যদি আপনার দাঁতের বর্তমান কন্ডিশন যদি বাম দিকের মত এমন হয় তাহলে খুব শীগ্রই খারাপ কিছু অপেক্ষা করছে। আপনার আর একদিনও দেরি ...
27/09/2025

যদি আপনার দাঁতের বর্তমান কন্ডিশন যদি বাম দিকের মত এমন হয় তাহলে খুব শীগ্রই খারাপ কিছু অপেক্ষা করছে।
আপনার আর একদিনও দেরি করা উচিত নয়।

20/08/2025

🔹 মাত্র ১০,০০০ টাকা এককালীন পরিশোধে শুরু করুন আপনার ব্রেসেস ট্রিটমেন্ট!

অনেকেই দাঁতের সমস্যা সমাধান করতে চান কিন্তু চিকিৎসার অতিরিক্ত খরচের কারণে পিছিয়ে যান।
এখন আপনার জন্য রইল সুবর্ণ সুযোগ—
👉 বাজেটের ভেতরে, পেশাদার ডেন্টাল কেয়ার সেবার মাধ্যমে হাসিকে করে তুলুন আরও সুন্দর ও আত্মবিশ্বাসী।

🌟 কেন ব্রেসেস ট্রিটমেন্ট জরুরি?

মুখের সৌন্দর্যের ৭০% নির্ভর করে দাঁতের উপর।

আঁকাবাঁকা, উঁচু-নিচু দাঁত কিংবা ফাঁকা দাঁত শুধু সৌন্দর্যই নষ্ট করে না, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়।

ব্রেসেস হলো বিশ্বজুড়ে সর্বাধিক কার্যকর ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি—
🔹 উঁচু দাঁত নামানো
🔹 ফাঁকা দাঁত বন্ধ করা
🔹 দাঁতগুলো একেবারে সোজা ও সমান করা

⏳ চিকিৎসার সময়সীমা:
সাধারণত ৬ মাস থেকে ১-২ বছর পর্যন্ত সময় লাগতে পারে, যা আপনার দাঁতের সমস্যার পরিমাণের উপর নির্ভর করবে।

💡 কেন আমাদের বেছে নেবেন?

আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনার চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা দিতে।

অর্থ নয়, রোগীর হাসি আর সন্তুষ্টিই আমাদের আসল লক্ষ্য।

সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডেন্টিস্টদের মাধ্যমে আমরা নিশ্চিত করি সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা।

📍 ঠিকানা: ১০৭/২, মুগদা, বড় মসজিদ সংলগ্ন, ঢাকা-১২১৪
📞 যোগাযোগ: 01971255071 | 01879362075

18/08/2025

দীর্ঘদিন মুখে ব্রণ নিয়ে সমস্যায় আছে?
আপনার স্কিন কি ক্লান্ত, নিস্তেজ এবং বয়সের ছাপ দেখাচ্ছে?
😔 চিন্তা নেই! ফেস পি আর পি (প্লেটলেট-রিচ প্লাজমা) ট্রিটমেন্ট আপনার স্কিনের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে। 😊

কিভাবে কাজ করে? 🤔

* আপনার নিজের রক্ত ​​থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয়।
* এই প্লাজমা আপনার স্কিনে ইনজেক্ট করা হয়।
* প্লেটলেটে থাকা গ্রোথ ফ্যাক্টর কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি করে।
নারী-পুরুষ উভয়ের জন্য।

ফলাফল: 😍
* স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি ✨
* বলিরেখা এবং ব্রণের দাগ হ্রাস 😊
* স্কিনের টেক্সচার উন্নত 💪
* স্কিনের স্থিতিস্থাপকতা বৃদ্ধি 🤩

আমাদের ঠিকানাঃ ১০৭/২,মুগদা,বড় মসজিদ সংলগ্ন ঢাকা-১২১৪

📲 01971255071
01879362075

18/08/2025

🇧🇩✨𝐇𝐚𝐢𝐫 𝐏𝐑𝐏 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 - আপনার চুলে আনুন রেশমি মাধুর্য, প্রকৃতির স্পর্শে হোক সৌন্দর্যের নতুন শুরু #হোক_৫০ #ডিসকাউন্ট এর সাথে 😊।

👉 হেয়ার পি আর পি ট্রিটমেন্টের সুবিধাঃ
📎 অতিরিক্ত চুল পড়া বন্ধ করে
📎 পাতলা চুলের ঘনত্ব বৃদ্ধি করে
📎 বেবি হেয়ার দ্রুত বাড়াতে সাহায্য করে
📎 চুল পাতলা হওয়া থেকে রক্ষা করে ।
📎 চুলের স্থিতিশীলতা বজায় রাখে ।
📎 চুলকে করে তোলে শক্তিশালী ।
📎 সম্পূর্ণ কাঁটাছেঁড়া মুক্ত চিকিৎসা পদ্ধতি ।
📎 রোগীর নিজস্ব দেহের উপাদান থেকে ব্যাবহারের কারণে
📎 কোনো পার্শ্ব—প্রতিক্রিয়া নেই ।
📎 নন অ্যালার্জেনিক চিকিৎসা পদ্ধতি ।

👉 কেনো আমাদের কাছে এই ট্রিটমেন্টটি নিবেন??
📎 নন-সার্জিকাল ট্রিটমেন্ট ।
📎 পি আর পি তে অভিজ্ঞ ডাক্তার।
📎 পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা।
📎 কয়েকটি সেশনেই দৃশ্যমান ফলাফল।
📎 কাস্টমাইজ ট্রিটমেন্ট প্রসিডিউর

আপনার পরিবর্তনের শুরুটা হোক আশা টুথ কেয়ার এন্ড অস্হেটিক সেন্টারের সাথে।

📍আমাদের ঠিকানা: ১০৭/২ মুগদা (বড় মসজিদ) সংলগ্ন, ঢাকা-১২১৪
01971-255071
01879362075

18/08/2025

মাত্র াজার_টাকা এককালীন পরিশোধে শুরু করতে পারবেন ব্রেসেস ট্রিটমেন্ট,সাথে
রয়েছে কিস্তির সুবিধা।
মুখের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে 🦷দাঁতের উপর। দাঁত সুন্দর না থাকলে একজন মানুষকে কখনই সুন্দর দেখাবে না।
😊-আঁকাবাঁকা উচু নিচু দাঁতের চিকিৎসা করার জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি হচ্ছে ব্রেসেস পদ্ধতি।
এই পদ্ধতিতে উঁচু দাঁত নিচু করা হয় এবং ফাঁকা দাঁত সম্পূর্ণ ফাঁকা বন্ধ করা হয়।
এই চিকিৎসা করতে সাধারণত সময় লাগে ৬ মাস থেকে ১ বছর এমনকি দেড় বছর অথবা ২ বছর এর বেশি সময়ও লাগতে পারে সম্পূর্ণ দাঁত সোজা হতে, এটা নির্ভর করে সমস্যার পরিমানের উপর।

আমরা চেস্টা করি পেশেন্টের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করা।
অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য!

আমাদের ঠিকানাঃ ১০৭/২,মুগদা,বড় মসজিদ সংলগ্ন ঢাকা-১২১৪

📲 01971255071
01879362075

🇧🇩✨𝐇𝐚𝐢𝐫 𝐏𝐑𝐏 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 - আপনার চুলে আনুন রেশমি মাধুর্য, প্রকৃতির স্পর্শে হোক সৌন্দর্যের নতুন শুরু!👉 হেয়ার পি আর পি ট্রিট...
01/08/2025

🇧🇩✨𝐇𝐚𝐢𝐫 𝐏𝐑𝐏 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 - আপনার চুলে আনুন রেশমি মাধুর্য, প্রকৃতির স্পর্শে হোক সৌন্দর্যের নতুন শুরু!

👉 হেয়ার পি আর পি ট্রিটমেন্টের সুবিধাঃ
📎 অতিরিক্ত চুল পড়া বন্ধ করে
📎 পাতলা চুলের ঘনত্ব বৃদ্ধি করে
📎 বেবি হেয়ার দ্রুত বাড়াতে সাহায্য করে
📎 চুল পাতলা হওয়া থেকে রক্ষা করে ।
📎 চুলের স্থিতিশীলতা বজায় রাখে ।
📎 চুলকে করে তোলে শক্তিশালী ।
📎 সম্পূর্ণ কাঁটাছেঁড়া মুক্ত চিকিৎসা পদ্ধতি ।
📎 রোগীর নিজস্ব দেহের উপাদান থেকে ব্যাবহারের কারণে
📎 কোনো পার্শ্ব—প্রতিক্রিয়া নেই ।
📎 নন অ্যালার্জেনিক চিকিৎসা পদ্ধতি ।

👉 কেনো আমাদের কাছে এই ট্রিটমেন্টটি নিবেন??
📎 নন-সার্জিকাল ট্রিটমেন্ট ।
📎 পি আর পি তে অভিজ্ঞ ডাক্তার।
📎 পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা।
📎 কয়েকটি সেশনেই দৃশ্যমান ফলাফল।
📎 কাস্টমাইজ ট্রিটমেন্ট প্রসিডিউর

আপনার পরিবর্তনের শুরুটা হোক আশা টুথ কেয়ার এন্ড অস্হেটিক সেন্টারের সাথে।

📍আমাদের ঠিকানা: ১০৭/২ মুগদা (বড় মসজিদ) সংলগ্ন, ঢাকা-১২১৪
01971-255071
01879362075

★★আর নয় মাড়ি থেকে রক্ত পড়া★★দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমাধান—মাড়ি থেকে রক্তপাত বা মাড়ি ফাটে ও রক্ত পড়ে। এই অবস্থাকে চি...
14/07/2025

★★আর নয় মাড়ি থেকে রক্ত পড়া★★

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমাধান—

মাড়ি থেকে রক্তপাত বা মাড়ি ফাটে ও রক্ত পড়ে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় Gingivitis (জিনজিভাইটিস) অথবা মাড়ির প্রদাহ।
---

🦷 মাড়ি থেকে রক্ত পড়ার কারণ:

1. জিনজিভাইটিস (Gingivitis) – দাঁতের চারপাশে প্লাক ও ব্যাকটেরিয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়।

2. খুব শক্ত ব্রাশ করা বা ভুলভাবে ব্রাশ করা।

3. দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বা প্লাক পরিষ্কার না করা।

4. ভিটামিন C বা K এর ঘাটতি।

5. হারমোনের পরিবর্তন (যেমন গর্ভাবস্থায়)।

6. ডায়াবেটিস বা রক্তপাতজনিত রোগ।

7. তামাক/সিগারেট সেবন।

🦷 প্রতিকার ও করণীয়:

✅ নিয়মিত দাঁত ব্রাশ করা (দিনে ২ বার, নরম ব্রাশ দিয়ে)
✅ মুখ ধোয়ার পর ভালোভাবে মাউথওয়াশ ব্যবহার করা
✅ ফ্লস ব্যবহার করা – দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে
✅ ভিটামিন C এবং K সমৃদ্ধ খাবার (লেবু, মাল্টা, পালং শাক ইত্যাদি)
✅ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া – প্রয়োজনে স্কেলিং বা মাড়ির চিকিৎসা করা লাগতে পারে

⚠️ চিকিৎসকের পরামর্শ জরুরি যদি:

প্রতিদিনই রক্ত পড়ে

দাঁত নড়ে যাচ্ছে

মুখে দুর্গন্ধ হচ্ছে

মাড়ি ফুলে গেছে বা ব্যথা হচ্ছে
Asha Tooth Care & Aesthetic centre
107/2 uttor Mugda, Boro Mashjid songlogno, Dhaka 1214
For contact: 01971255071,01879362075

আর কতদিন এভাবে কষ্ট করে আপনি আপনার পার্টনারের মুখের দুর্গন্ধ দূর করবেন😑🥴😖তাই (ডেন্টাল স্কেলিং এন্ড পলিশিং ৫০% ডিসকাউন্টে...
07/07/2025

আর কতদিন এভাবে কষ্ট করে আপনি আপনার পার্টনারের মুখের দুর্গন্ধ দূর করবেন😑🥴😖
তাই (ডেন্টাল স্কেলিং এন্ড পলিশিং ৫০% ডিসকাউন্টে) আপনার ও আপনার পার্টনারের মুখের ও দাঁতের দুর্গন্ধ দূর করতে দেরি না করে আজকেই চলে আসুন আমাদের Asha Tooth Care & Aesthetic centre😁😁😁😁

★দাঁতে কেপ (Cap) বা ক্রাউন (Crown) বসানোর উপকারিতা নিচে দেওয়া হলো:১. দাঁতের সুরক্ষা:ক্যাপ পুরনো, দুর্বল, ভেঙে যাওয়া বা র...
27/06/2025

★দাঁতে কেপ (Cap) বা ক্রাউন (Crown) বসানোর উপকারিতা নিচে দেওয়া হলো:

১. দাঁতের সুরক্ষা:
ক্যাপ পুরনো, দুর্বল, ভেঙে যাওয়া বা রুট ক্যানাল করা দাঁতের উপর বসিয়ে তাকে সুরক্ষা দেয়। এতে দাঁত আর ক্ষতিগ্রস্ত হয় না।

২. দাঁতের শক্তি বাড়ায়:
ক্যাপ বসানোর মাধ্যমে দুর্বল দাঁতকে আবার শক্ত করে তোলা যায়, যাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করা যায়।

৩. সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে:
ক্যাপ বসালে দাঁতের আকার ও রঙ ঠিক থাকে, ফলে হাসি সুন্দর দেখায়। বিশেষ করে সামনের দাঁতের জন্য।

৪. দীর্ঘস্থায়ী সমাধান:
একটি ভালো মানের ক্যাপ অনেক বছর স্থায়ী হয়, নিয়মিত যত্ন নিলে ১০-১৫ বছর পর্যন্তও টিকে যেতে পারে।

৫. দাঁতের গঠন ঠিক রাখে:
দাঁত ফেলানোর পর ব্রিজ বা ক্যাপ বসানো না হলে পাশের দাঁতগুলো হেলে যেতে পারে বা ফাঁক হতে পারে। ক্যাপ দাঁতের প্রাকৃতিক গঠন বজায় রাখে।

৬. ইমপ্লান্ট কভার হিসেবে ব্যবহার:
দাঁত তুলতে হলে সেখানে ডেন্টাল ইমপ্লান্ট বসানো হয়, আর তার উপরে ক্যাপ বসানো হয়—যাতে প্রাকৃতিক দাঁতের মতো কাজ করে।

★ দাঁতে কেপ বা ক্রাউন পড়ানো হয় কেন?

উত্তরঃ
1. দাঁত ভেঙে গেলে বা ফাটলে – যাতে আরও ক্ষয় না হয়।

2. রুট ক্যানাল করার পর – কারণ এই দাঁত দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যেতে পারে।

3. বড় ফিলিং বা গহ্বর থাকলে – দাঁতের কাঠামো রক্ষায়।

4. দাঁতের রঙ বা আকার ঠিক করতে – কসমেটিক উদ্দেশ্যে।

5. ব্রিজ বা ইমপ্ল্যান্টে সাপোর্ট দিতে – পাশের দাঁত না থাকলে কেপ সহায়তা করে।

আপনার দাঁতের যে কোন সমস্যায় চলে আসতে পারেন Asha Tooth Care & Aesthetic centre
107/2, uttor Mugda, Boro Mashjid songlogno, Dhaka-1214
For contact: 01971255071, 01879-362075

26/06/2025

happy patient. 🥰

17/06/2025

পেশেন্ট এর সন্তুষ্টিই আমাদের অর্জন।,🥰
আমরা সর্বত্র চেষ্টা করি কাজের কোয়ালিটি বজায় রাখা।
পেশেন্টের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করা।
অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য!

আমাদের ঠিকানাঃ ১০৭/২,মুগদা,বড় মসজিদ সংলগ্ন ঢাকা-১২১৪

📲 01971255071
01879362075

★অনেকের একটি ভুল ধারণা দাঁত ফেললে চোখের  ক্ষতি হয়, এটা কি সত্যি? -উঃ না,এটি একটি প্রচলিত ভুল ধারণা — দাঁত ফেললে চোখে দে...
16/06/2025

★অনেকের একটি ভুল ধারণা দাঁত ফেললে চোখের ক্ষতি হয়, এটা কি সত্যি?

-উঃ
না,
এটি একটি প্রচলিত ভুল ধারণা — দাঁত ফেললে চোখে দেখা যায় না বা চোখে সমস্যা হয় — এটা সত্য নয়। এটি একটি মিথ বা কুসংস্কার, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

★আসলে কী হয়?

-উঃমানবদেহে দাঁতের স্নায়ু (nerve) এবং চোখের স্নায়ু সম্পূর্ণ আলাদা। দাঁত সংক্রান্ত স্নায়ু আসে ট্রাইজেমিনাল নার্ভ (Trigeminal nerve) থেকে, আর চোখ নিয়ন্ত্রণ করে অপটিক নার্ভ (Optic nerve)। এরা একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়।

তবে দাঁতের ইনফেকশন বা সংক্রমণ যদি খুব বেশি হয় এবং সেটা আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে (যেমন: সাইনাস বা চোখের আশেপাশে), তাহলে চোখে অস্বস্তি বা সাময়িক ব্যথা হতে পারে — কিন্তু সেটা দাঁত ফেলার কারণে নয়, বরং সংক্রমণের কারণে।

★কেন এই ধারণা প্রচলিত?

-উঃপুরোনো সময়ে দাঁত তোলার পর ইনফেকশন হতো, তখন চিকিৎসা ব্যবস্থা ছিল অপ্রতুল। এতে চোখের চারপাশে ব্যথা বা অস্বস্তি হতে পারত, তাই মানুষ ভুলভাবে এটিকে চোখের সমস্যার সঙ্গে সম্পর্কিত মনে করত।

Note :তাই বলে সকল দাঁত ফেলা যাবে না(ফেল্লেও আক্কেল দাঁত ফেলতে হবে; যদি সেটা অত্যন্ত আবশ্যক হয়)।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha Tooth Care & Aesthetic centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram