Super Medical Hospital

Super Medical Hospital Super Medical Hospital (Pvt.) Ltd. ডাক্তারের সিরিয়ালের জন্য নিচের নাম্বারে কল করুন -
ফোনঃ ০২২২৪৪৪৩৭৯৩, ০২২২৪৪৪৩৭৯৪।
মোবাইল নাম্বার - ০১৭১১-২৬৬১৬৯, ০১৮৩৯-৯১১৭৬৯।

is the best super-specialty tertiary care hospital in Savar, confidently providing comprehensive health care with the latest medical, surgical and diagnostic facilities.

21/02/2025
ডাঃ মোঃ সায়েদুল ইসলাম স্যার আরএমও, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫/০৯/২০২৪ ইং তারিখে সুপার মেডিকেল হসপিটাল প্রাঃ লিঃ...
15/09/2024

ডাঃ মোঃ সায়েদুল ইসলাম স্যার আরএমও, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫/০৯/২০২৪ ইং তারিখে সুপার মেডিকেল হসপিটাল প্রাঃ লিঃ পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ ফেরদৌসী আক্তার -এমও, জনাব মোঃ মোজাম্মেল হোসেন -স্যানিটারি ইন্সপেক্টর, জনাব জয়শ্রী দেউরী - সিনিয়র স্টাফ নার্স (ইনডোর ইনচার্জ), জনাব মার্গারেট ধূনী, নার্সিং সুপারভাইজার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান জনাব ডাঃ মামুনুর রশীদ স্যার, ডিরেক্টর অপারেশন্স, সুপার মেডিকেল হসপিটাল।
জনাব ডাঃ লুৎফর রহমান স্যার, আরএমও, সুপার মেডিকেল হসপিটাল পরিদর্শন টিমকে হাসপাতালের সার্বিক বিষয় অবহিত করেন এবং পরিদর্শনে সহায়তা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এডমিন অফিসার জনাব সাইফুল ইসলাম, ফিজিও থেরাপি বিভাগের প্রধান জনাব আমিনুল ইসলাম সহ নার্সিং ইনচার্জগন। পরিদর্শন শেষে জনাব ডাঃ মোঃ সায়েদুল ইসলাম স্যার হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিছু দিকনির্দেশনা প্রদান করেন।

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ আয়োজিত  র্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালের সকল বিভাগের ...
12/05/2024

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালের সকল বিভাগের নার্সসহ ডিরেক্টর অপারেশন্স জনাব ডাঃ মামুন অর রশিদ স্যার, ম্যানেজার রাজ্জাক সাহেব,গাইনি কনসালটেন্ট ডাঃ ফারহানা শেখ, গাইনি কনসালটেন্ট ডাঃ শামসুল আলম খান লিটন এবং আরএমও ডা: লুৎফর রহমান স্যার। এবারের নার্স ডের প্রতিপাদ্য বিষয় - 'আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ।'
আপনাদের আন্তরিক সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

ডাক্তার Nusrat Jahan Shathi  আপার বাবা রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ এর আই সি ইউ তে ভর...
18/02/2024

ডাক্তার Nusrat Jahan Shathi আপার বাবা রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ এর আই সি ইউ তে ভর্তি আছেন।জনাব সায়েমুল হুদা স্যার (ইউএইচএফপিও সাভার) ওনাকে দেখতে আসেন এবং রুগীর সার্বিক খোঁজখবর নেন। এসময় ডাঃ লুৎফর রহমান ( আরএমও, সুপার মেডিকেল হাসপাতাল) স্যারকে রুগীর সার্বিক অবস্থা অবহিত করেন। আমরা আঙ্কেলের দ্রুত আরোগ্য কামনা করছি। আমিন।

সতর্কীকরণঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিন্মের নিয়োগ বিজ্ঞপ্তি টির সাথে আমাদের সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ এ...
14/02/2024

সতর্কীকরণঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিন্মের নিয়োগ বিজ্ঞপ্তি টির সাথে আমাদের সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ এর কোনো সম্পর্ক নাই। প্রতারক চক্র এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাহা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই সকলকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করা হলো। কেউ কোনোভাবে বা আর্থিক কোনো লেনদেন করবেন না। এ সংক্রান্ত কোনো দায় অত্র হাসপাতালের উপর বর্তাবে না।
ধন্যবাদ

অদ্য ২৭/০৯/২০২৩ ইং তারিখে ইউএইচএফপিও সাভার জনাব সায়েমুল হুদা স্যার সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ পরিদর্শন করেন। এ সময়...
27/09/2023

অদ্য ২৭/০৯/২০২৩ ইং তারিখে ইউএইচএফপিও সাভার জনাব সায়েমুল হুদা স্যার সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমও সাভার জনাব সায়েদুল ইসলাম স্যার এবং স্যানিটারি ইন্সপেক্টর সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এসময় আরএমও সুপার মেডিকেল হাসপাতাল জনাব ডাঃ লুৎফর রহমান সহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ হাসপাতালের সার্বিক কার্যক্রম বিষয়ে পরিদর্শন টিমকে অবহিত করেন।
হাসপাতালের সার্বিক কার্যক্রমে ইউএইচএফপিও মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
সুপার মেডিকেল হাসপাতাল প্রাঃ লিঃ আপনাদের সল্প মুল্যে সর্বাধুনিক ও আন্তরিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Address

B-119/3 Jalessor (near Razzak Plaza), Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Super Medical Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Super Medical Hospital:

Share

Category