24/02/2024
আমার পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল! পরীক্ষা শেষে প্রতিদিনই বলতো সব উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতাম আমিও সব উত্তর দিয়েছি।
শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% A+ থাকবেই। আমি কম কিসে! আমি বললাম, আমার গোল্ডেন থাকার কথা।
রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা।
আমি: কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি?
সে: ভাল আছি; A+ আসছে। আপনার কি খবর?
আমি: আপনার মতই (বাস্তবে আমি ফেল) কোথায় ভর্তি হবেন?
সে: আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার?
আমি: ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স।
সে: ওকে! ভাল থাকেন।
আমি: ওকে।
দুঃখের কপাল!
পরের বছর আমি আবার পরীক্ষা দিতে গিয়ে দেখি সেই মেয়েটা আমার আগে এসে বসে আছে, পরীক্ষা দেওয়ার জন্য। 🙂