16/08/2025
সেকেন্ডারি ইনফার্টিলিটি নাকি হেপাটোমেগালি, কোনটা আগে?
পেশেন্ট এসেছিলেন সেকেন্ডারি ইনফার্টিলিটির ট্রিটমেন্ট নিতে।
১ম সন্তানের পর আবার যখন কন্সিভ করলেন, সেটা ছিলো এক্টোপিক প্রেগন্যান্সি।যার দরুন রাইট সাইডের ফেলোপিয়ান টিউব কেটে বাদ দিতে হয়েছে।
তারপর বছর খানেক গ্যাপ দিয়ে, আবার বাচ্চা নিতে চাচ্ছেন, কিন্তু এখন আর হচ্ছে না।
এমন কেস খুব একটা আনকমন না। এই পেশেন্টরা কিন্তু অনেক ঘুরে ফিরে আমাদের দারস্থ হয়।
ট্রিটমেন্ট শুরু করার আগে আমি প্রাইমারী ইনভেস্টিগেশনস অবশ্যই করতে দেই।
কিন্তু যদি পেশেন্ট টেস্ট রিপোর্ট নিয়ে আসেন, তখন পেশেন্ট কে নতুন করে ইনভেস্টিগেশন করতে দেই না।
প্রাইমারীলি যে যে টেস্ট গুলো এডভাইজ করিঃ
CBC
THYROID PANEL
USG OF W/A
Husband : Semen analysis
আগত পেশেন্ট কে ও টেস্ট গুলো করে আসতে বলি। কারণ উনি যে রিপোর্ট গুলো নিয়ে আসছেন, তা অনেক দিন আগের।
আজকের কেসে ফিরে আসি।
রোগীর নাম : ইয়াছমিন
বয়স ৩৭
বাচ্চা নিতে চাচ্ছেন, প্রায় ৩/৪ বছর ধরে।
কেস নিয়ে জানতে পারলাম, উনি এক্টপিক প্রেগন্যান্সির ভয় থেকে বের হতে পারছিলেন না। আরো ছিলো উনার স্কিন ডিজিজ। পুরো শরীরে চুলকানি, মানে সিভিয়ার চুলকানি। হাত আর পা বাদে পুরো শরীরেই ইরাপশন ছিলো, বেশি ছিলো পিঠে।
কেস নিয়ে রাখলাম আর বলে দিলাম টেস্ট করে রিপোর্ট নিয়ে আসতে।
টেস্ট করে আসার পর
পেশেন্ট এর রিপোর্টে দেখি হেপাটোমেগালি শো করছে।
কিন্তু রোগের কোনো সিম্পটম ই ছিলনা। থাকার কথা ও না। কারণ লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এমনই হয়, যখন সিম্পটম শো করবে তখন বুঝতে হবে ডিজিজ কন্ডিশন অনেকটা এডভান্স স্টেযে চলে গেছে।
কনভেনশনাল ট্রিটমেন্টের হিসেবে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ ইরিভারসিভাল।
কিন্তু আমাদের মেডিসিনে অনেক স্কোপ আছে, যদি সেটা আর্লি স্টেযে থাকে।
এ ব্যপারে অন্যদিন লিখবো, ইনশাআল্লাহ।
এবার পেশেন্টে কে কাউন্সেলিং এর পালা। রিপোর্ট টা ভালো করে বুঝিয়ে বলার যথাসাধ্য চেষ্টা করলাম, এবং ট্রিটমেন্ট শুরু করলাম।(২১/১০/২০২৪)
তিন মাস ট্রিটমেন্ট নেওয়ার পর আর কোনো খবর নাই।
প্রায় ৬ মাস পর উনি আবার আসলেন। এতো দিন গ্রামের বাড়িতে ছিলেন তাই আসতে পারেননি।
কি আর করার, এতো দিন পর আসলেন, তাই আবার ইউ এস জি করে আসতে বললাম।
আর পরিস্কার বলে দিলাম, ট্রিটমেন্ট কন্টিনিউ না করলে যেন আর না আসেন।
শুনতে খারাপ লাগলে ও আমার কিছু করার নাই।
মাঝে মাঝে বাধ্য হই কড়া কথা বলতে।
যাক উনি আবার টেস্ট করে আসলেন। রিপোর্টের ভালো কথা হলো উনার লিভার কন্ডিশন ডিজেনারেট করেনি, স্টেবল ছিলো। সবই আল্লাহতা'লার অশেষ রহমত।
উনার ট্রিটমেন্ট এখনো চলছে,
আমরা যেহেতু ইন্ডিভিজোয়ালাইজেশন করে হলিস্টিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেহেতু আশা করতেই পারি যে,হেপাটোমেগালি সহ অন্যান্য সমস্যার সমাধান ও হবে। এবং আরো আশা করি উনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা ও দোয়া করবেন, যেন খুব শীঘ্রই উনি সন্তান সম্ভবা হতে পারেন। ধন্যবাদ
ডাঃ সুমাইয়া পারভীন
নাসের হোমিও ট্রিটমেন্ট সেন্টার
৮৬, মাজার রোড, মিরপুর, ঢাকা।
০১৮১৪৮০৭২১৫