Talk Hope

Talk Hope We Care..

Dear friends,We have already launched our first 24/7 call center for Su***de Prevention & Mental Health Support.A very s...
17/09/2025

Dear friends,
We have already launched our first 24/7 call center for Su***de Prevention & Mental Health Support.
A very special thanks to our Dr. Muhammad Fakhrul Islam Foundation committee for this initiative.

মন খারাপ যখনি,"টক হোপ" তখনি.....
09/09/2025

মন খারাপ যখনি,
"টক হোপ" তখনি.....

Workshop on Active Listening & Crisis Support.Date: 29 August 2025Venue: faith BangladeshOrganized by: Dr. Muhammad Fakh...
01/09/2025

Workshop on Active Listening & Crisis Support.
Date: 29 August 2025
Venue: faith Bangladesh
Organized by: Dr. Muhammad Fakhrul Islam Foundation

Yes we are!
29/08/2025

Yes we are!

Thank you হাল ছেড়ো না বন্ধু - Haal Chhero Na Bondhu & Chanda Mahjabeen mam for your wonderful session..Your inspiration ...
29/08/2025

Thank you হাল ছেড়ো না বন্ধু - Haal Chhero Na Bondhu & Chanda Mahjabeen mam for your wonderful session..
Your inspiration means a lot to us..

🩸 জরুরি রক্তের প্রয়োজন | Burn Unit – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 🩸আজ দিয়াবাড়ির Milestone College দুর্ঘটনায় গুরুতর আহত বেশ...
21/07/2025

🩸 জরুরি রক্তের প্রয়োজন | Burn Unit – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 🩸

আজ দিয়াবাড়ির Milestone College দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, প্রচুর নেগেটিভ গ্রুপের ব্লাড গ্রুপের রক্তের জরুরি প্রয়োজন।

এই পরিস্থিতিতে SHADOW ও Talk Hope টিমের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীনদের পাশে দাঁড়িয়েছে, মানসিক সহায়তা ও তথ্য সহায়তা প্রদান করছে।

বর্তমানে হাসপাতালেই আছেন –
Sadia Jahan Tuba
Mentor (Child Chapter), Talk Hope
Executive Director, SHADOW
01752214073

আপনার যদি নেগেটিভ গ্রুপের (A-, B-, AB-, O-) রক্ত থাকে বা কাউকে চেনেন যিনি দিতে পারেন, দয়া করে এখনই যোগাযোগ করুন।

এটি একটি জীবন-মরণ পরিস্থিতি – আপনার একটি উদ্যোগ একটি প্রাণ বাঁচাতে পারে।

জরুরি ঘোষণা | দিয়াবাড়ি Milestone College দুর্ঘটনায় SHADOW  ও Talk Hope টিমের মানসিক সহায়তা কার্যক্রম চলছে আজ দুপুরে ঢাকা...
21/07/2025

জরুরি ঘোষণা | দিয়াবাড়ি Milestone College দুর্ঘটনায় SHADOW ও Talk Hope টিমের মানসিক সহায়তা কার্যক্রম চলছে

আজ দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত Milestone School & College–এর ভবনে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী, কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন, এবং অনেক মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।

এই সংকটময় মুহূর্তে, Shadow এবং Talk Hope এর যৌথ টিম শুরু থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে নিচের কাজগুলো করে যাচ্ছে:

আহত ও আতঙ্কগ্রস্ত শিক্ষার্থীদের জন্য Psychological First Aid (PFA)

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও অভিভাবকদের জন্য emotional stabilization ও আশ্বাস প্রদান

উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা ও তথ্য সমন্বয়

আপনার আশেপাশে কেউ আতঙ্কে, ভীত বা মানসিকভাবে বিপর্যস্ত হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা পাশে আছি।

📞 জরুরি যোগাযোগ:
Naimur Hossain
Secretary General (Youth Chapter), Talk Hope
Training Coordinator, SHADOW
+8801609691103

Tahsin Gazi
Assistant Mentor (Child Chapter), Talk Hope
+8801972298695

এই দুঃসময়ে সবাইকে সংবেদনশীল ও মানবিক থাকার অনুরোধ জানাই। অনুগ্রহ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং সত্য তথ্য ছড়িয়ে পাশে দাঁড়ান।

ফলাফলের দিন ও মানসিক বিপর্যয়: আত্মহত্যা, হতাশা এবং অভিভাবকের দায়িত্ব..১০ জুলাই ২০২৫। বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ...
09/07/2025

ফলাফলের দিন ও মানসিক বিপর্যয়: আত্মহত্যা, হতাশা এবং অভিভাবকের দায়িত্ব..

১০ জুলাই ২০২৫। বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ।
এই দিনটি প্রতিবছরই নানা আবেগ, উত্তেজনা ও প্রত্যাশার সঙ্গে হাজির হয়। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবার একসাথে এক অনিশ্চিত যাত্রায় অংশ নেয় — কেউ আনন্দিত, কেউ উদ্বিগ্ন, আর কেউ চুপচাপ ভেতরে ভেঙে পড়ছে।

ফলাফল প্রকাশের আনন্দঘন পরিবেশের মাঝেই সংবাদপত্র বা সামাজিক মাধ্যমে চোখে পড়ে বেদনাদায়ক কিছু খবর, ফলাফলে অখুশি হয়ে কিছু শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

এই ঘটনা নিছক কোনো সংবাদ নয়, বরং সমাজের একটি গভীর ও অবহেলিত সমস্যা, যা আমাদের সকলের মনোযোগ ও পদক্ষেপ দাবি করে।

ফলাফল যখন যন্ত্রণার কারণ হয়ে ওঠেঃ

শিক্ষাজীবনের এই ধাপটি এমনিতেই কিশোর বয়সীদের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং। এর সঙ্গে যুক্ত হয় পারিবারিক ও সামাজিক চাপ। বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফলাফলকে প্রায়শই জীবনের একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

যে শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায় না, সে কেবল একাডেমিকভাবে নয়, নিজের আত্মমর্যাদার জায়গায়ও বড় এক ধাক্কা খায়। অনেকে ভয় পায় — অভিভাবক কী বলবে? সমাজ কী ভাববে? কেউ কেউ এই চাপে ভেঙে পড়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে।

এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এমন একটি মানসিক কাঠামোর ফল, যেখানে নম্বরই সকল কিছুর মানদণ্ড।

অভিভাবকদের ভূমিকা: ভালোবাসা না প্রত্যাশার চাপ?
অধিকাংশ অভিভাবক সন্তানকে ভালোবাসেন, সন্দেহ নেই। কিন্তু অনেক সময় তারা না বুঝেই এমন প্রত্যাশার ভার চাপিয়ে দেন, যা শিশুর পক্ষে বহন করা অসম্ভব।

আমরা সন্তানকে জিজ্ঞেস করি —
“কত পেলি?”
কিন্তু বলি না —
“মন খারাপ কর না, আমি আছি।”

এই একটিমাত্র ভরসা বদলে দিতে পারে সন্তানের মানসিক অবস্থা।
একজন শিক্ষার্থী কেবল একটি নম্বর নয়
ফলাফল জীবনের একটি অংশ মাত্র। এটি ভবিষ্যতের জন্য একটি ধাপ, কিন্তু সেটিই জীবনের সবকিছু নয়। অনেকে স্কুলে গড়পড়তা ফল করলেও ভবিষ্যতে অসাধারণ কিছু করেছে। আবার অনেক উজ্জ্বল ছাত্রও জীবনের চাপে পিছিয়ে পড়েছে।

আমরা ভুলে যাই যে, প্রত্যেক শিশুর আলাদা পথ আছে, আলাদা গতি আছে।

হতাশা ও বিষণ্নতার লক্ষণ চিনুন:

সবসময় বিষণ্নতা চোখে পড়ে না। অনেকে স্বাভাবিক থাকার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছে। নিচের লক্ষণগুলো দেখা গেলে সতর্ক হওয়া জরুরি —

# হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া
# আগ্রহ হারিয়ে ফেলা
# ঘুম না হওয়া বা অতিরিক্ত ক্লান্তি
# রেগে যাওয়া বা অকারণে কেঁদে ফেলা
# ভবিষ্যৎ নিয়ে কথা বলতে না চাওয়া

এমন সময় শুধু ভালোভাবে শুনে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সাপোর্ট হতে পারে।

আত্মহত্যা প্রতিরোধযোগ্য:
আত্মহত্যা কখনোই দুর্বলতা নয়। এটি দীর্ঘদিনের অব্যক্ত মানসিক যন্ত্রণা ও অবহেলার ফল। যেমন শরীরের ক্ষত চিকিৎসা ছাড়া খারাপ হতে পারে, তেমনই untreated মানসিক যন্ত্রণাও ভয়ানক হতে পারে।

আমরা যদি আমাদের সন্তানদের জানাতে পারি — “তুমি যা-ই হও, আমি পাশে আছি” তাহলেই অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

কী করতে পারেন অভিভাবকেরা?

# ফলাফল নিয়ে নয়, সন্তান কেমন আছে তা নিয়ে কথা বলুন
# অন্যদের সঙ্গে তুলনা বন্ধ করুন
# প্রচেষ্টাকে উৎসাহ দিন, কেবল নম্বর নয়
# একটি নিরাপদ পরিবেশ তৈরি করুন, যেখানে শিশু কথা বলতে পারে
# প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিন — এটি কোনো লজ্জার বিষয় নয়
# আপনার ভালোবাসা শর্তহীন — সেটা তাদের বুঝতে দিন

টক হোপ-এর পক্ষ থেকে একটি বার্তা:
টক হোপ বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সহানুভূতিশীল সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমরা চাই, প্রতিটি কিশোর-কিশোরী জানুক — তাদের কথা বলার, শুনবার, সাহায্য চাওয়ার অধিকার আছে।
আপনি, আপনার সন্তান, অথবা পরিচিত কেউ যদি মানসিক চাপে ভুগে থাকেন — আমরা পাশে আছি।

উপসংহার:

প্রিয় অভিভাবকগণ,
আপনার সন্তান কোনো প্রজেক্ট নয়। তারা একজন অনুভূতিসম্পন্ন মানুষ, যাদের পাশে থাকার দায়িত্ব আপনার।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা তোমাদের নম্বর নও। জীবন অনেক বড়, অনেক সুন্দর। ভুল বা ব্যর্থতা হতেই পারে — তোমাদের পাশে আমরা আছি।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন:

টক হোপ — আত্মহত্যা প্রতিরোধ প্ল্যাটফর্ম
🌐 ওয়েবসাইট: https://www.talkhope.life
📘 ফেসবুক: https://www.facebook.com/talkhope.bd

আসুন, ফলাফলের দিনটিকে হতাশার দিন নয়, বরং সহানুভূতি ও সমর্থনের দিনে পরিণত করি — সব শিক্ষার্থীর জন্য।
-
Md Saddam Hossain Roni
প্রতিষ্ঠাতা, Talk Hope— আত্মহত্যা প্রতিরোধ প্ল্যাটফর্ম | মানসিক স্বাস্থ্য কর্মী

Read in Medium: https://medium.com/.h.roni0705/result-day-blues-depression-suicide-and-the-urgent-role-of-parents-32fe57293813
, , , , , , ,

ছুটির দিনে সকালে এই অনুশীনগুলো করুন, ভালো থাকুন।
18/04/2025

ছুটির দিনে সকালে এই অনুশীনগুলো করুন, ভালো থাকুন।

আপনার কাছে ঈদ মানে কী? জানিয়ে দিন কমেন্টে 🤍💖ঈদ মোবারক ✨🌙
31/03/2025

আপনার কাছে ঈদ মানে কী? জানিয়ে দিন কমেন্টে 🤍💖
ঈদ মোবারক ✨🌙

🌟💪আপনি জানেন কি? বন্ধুতের সম্পর্কের মাঝেও নিয়ম থাকে। কী সেই নিয়ম? জেনে নিই Talk Hope থেকে।👇                             ...
29/03/2025

🌟💪আপনি জানেন কি? বন্ধুতের সম্পর্কের মাঝেও নিয়ম থাকে। কী সেই নিয়ম? জেনে নিই Talk Hope থেকে।
👇

Fill Your Cup👇
27/03/2025

Fill Your Cup
👇

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Talk Hope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Talk Hope:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram