28/08/2025
আপনার কি পিরিয়ডের সময় প্রচন্ড মাথা ব্যাথা সহ বাজে রকম মুড সুইং হয়? কিছুই ভালো লাগে না। কিংবা ব্রেস্টে অনেক ব্যাথা হয়,ব্রেস্ট ভারী হয়ে থাকে। পিরিয়ড হলে জমাট বাধা রক্ত আসে, অনেক বেশি ব্লিডিং হয় সাথে প্রচন্ড রকম ব্যাথা থাকে। থাই আর হিপ কি অনেক বেশিই ভারী??
এরই সাথে পেট ফেপে থাকা, ব্লোটিং হওয়া, কন্সটিপেশন, কিংবা ব্রেইন ফগ বা ভুলে যাবার প্রবনতা থাকলে বলে দেয়া যায় আপনার শরীরে এস্ট্রোজেন ডমিনেন্স আছে।
এস্ট্রোজেন ডমিনেন্স আসলে কি??
- সহজ ভাষায় শরীরে মাত্রাতিরিক্ত এস্ট্রোজেন হরমোনের উপস্থিতি। ফিমেল রিপ্রোডাক্টিভ বা মুল সেক্স হরমোনের নাম এস্ট্রোজেন। কিন্তু কিছু কারনে এই হরমোন শরীরে অতিরিক্ত পরিমানে উৎপাদন হয়।তখনই দেখা যায় এস্ট্রোজেন ডমিনেন্স।
এস্ট্রোজেন ডমিনেন্স থাকলে বাহ্যিকভাবে কি কি উপসর্গ দেখা দেয় এগুলো পোস্টের শুরুতেই উল্লেখ করেছি। কিন্তু এছাড়াও ক্লিনিক্যাল ফিচার গুলোর মধ্যে রয়েছে-
১) ইউটেরাস ফাইব্রয়েডস বা জরায়ুতে ফাইব্রয়েডস
২) চকোলেট সিস্ট
৩) এন্ডোমেট্রিওসিস
৪) অনিয়মিত পিরিয়ড
৫) ইনফার্টিলিটি
এস্ট্রজেন ডমিনেন্স আসলে কেন হয়?
১) ইনসুলিন রেজিস্ট্যান্স
২) এস্ট্রোজেন এর নিজস্ব মেটাবলিজম
৩) লিভার ইনফ্লামেশন, আইবিএস বা বাজে গাট হেলথ
৪) মাত্রাতিরিক্ত স্ট্রেস
৫) বিভিন্ন কসমেটিকস প্রোডাক্ট, প্লাস্টিক এবং ফুডে উপস্থিত থাকা কেমিক্যাল।
৬) দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ব্যবহার।
৭) অতিরিক্ত ওজন।
এস্ট্রোজেন ডমিনেন্স কেন দূর করা জরুরি। এস্ট্রোজেন ডমিনেন্স থাকলে কি হবে?
- উত্তর ইনফার্টিলিটি। শারিরীক ভাবে উপস্থিত থাকা সকল লক্ষণের সাথে সাথে ইনফার্টিলিটির একটা প্রধান কারন হচ্ছে এস্ট্রোজেন ডমিনেন্স। শরীরে এস্ট্রোজেন ডমিনেন্স থাকলে মেয়েদের ওভ্যুলেশন ঘটে না, অর্থাৎ এগ প্রেগন্যান্সির জন্য ম্যাচিউর হয়না। ফলে অনিয়মিত পিরিয়ড এর সাথে সাথে ইনফার্টিলিটি দেখা দেয়। এছাড়াও অনেক সময় প্রেগন্যান্ট হয়ে গেলেও এস্ট্রোজেন ডমিনেন্স এর কারনে শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। ফলে এবং জরায়ু ভ্রুন ধারনের জন্য খুবই আনস্টাবল অবস্থায় থাকে যার ফলে মিসক্যারেজ এর ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
খাদ্যতালিকায় কি কি খাবার আপনার এস্ট্রোজেন ডমিনেন্স কে কমিয়ে নিয়ে আসতে পারে??
- হোল গ্রেইন - রোল্ড ওটস, লাল চাল(ফুল ফাইবার), কিনোয়া, বার্লি, রাগী।
- হেলদি ফ্যাটস- যে কোন ফ্যাটি ফিস, ইলিশ, সুরমা,অলিভ অয়েল, কোকোনাট অয়েল।
- ফুলকপি, বাধাকপি, ব্রকোলি জাতীয় ক্রুসিফেরাস ভেজিটেবল।
- হাই কোয়ালিটি প্রোটিন - গরু/ খাসির মাংস, দেশি মুরগী, মাছ, ডিম।
-তিসি, হলুদ গুড়া
- স্ট্রবেরি, ব্লুবেরি বা বেরি প্রজাতির যে কোন ফল, জাম্বুরা।
- গাঢ় সবুজ শাক- বিশেষ করে পুই,পালং, সরিষা শাক।
- দই, কেফির কিমচি জাতীয় প্রোবায়োটিক
- মাশরুম বিশেষ করে ওয়েস্টার প্রজাতির মাশরুম।
তবে এস্ট্রোজেন ডমিনেন্স কিন্তু সিংগেল কোন ডিজিজ নয় যেটা শুধুমাত্র এস্ট্রোজেন কেই ইফেক্ট করে। প্রধান ফিমেইল রিপ্রোডাক্টিভ হরমোন হওয়াতে এস্ট্রোজেন ডমিনেন্স মেয়েদের পুরো হরমোনাল সাইকেল কেই চেইঞ্জ করে ফেলে। ফলে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। তাই কারো যদি উপরের উপসর্গগুলো থেকে থাকে তবে অবশ্যই একটা প্রপার গাইডলাইন নিয়ে ফিটনেসের জার্নি শুরু করা উচিত।
Sumya Shila
Child and Reproductive Nutrition Consultant
Thyrocare Consultation Centre,Banani, Dhaka