26/09/2025
ভাট ফুল (ভাট গাছের ফুল, বৈজ্ঞানিক নাম: Clerodendrum viscosum) আমাদের গ্রামবাংলায় অনেক জায়গায় পাওয়া যায় এবং এটি ভেষজ চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ঔষধি ফুল।
🌸 ভাট ফুলের উপকারিতাঃ-
🤒 জ্বর নিরাময়ে সহায়ক – ভাট ফুলের নির্যাস জ্বর কমাতে ব্যবহৃত হয়।
😮💨 কাশি ও শ্বাসকষ্টে উপকারী – শ্বাসনালি পরিষ্কার করে হাঁপানি, সর্দি ও কাশি উপশমে সাহায্য করে।
🦠 অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ – জীবাণু ধ্বংস করে সংক্রমণ প্রতিরোধে সহায়ক।
🩸 রক্ত পরিষ্কার করে – রক্তের বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখে।
🩹 ক্ষত সারাতে সাহায্য করে – ফুলের নির্যাস ক্ষত, ফোঁড়া ও চর্মরোগ সারাতে ব্যবহৃত হয়।
🍽️ হজমশক্তি বৃদ্ধি করে – পেট ব্যথা, গ্যাস ও অম্বল কমাতে সহায়ক।
✨ ত্বকের সমস্যা দূর করে – চুলকানি, একজিমা ও ব্রণর সমস্যা কমাতে ব্যবহৃত হয়।
💪 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে – শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।
📌নিয়মিত স্বাস্থ্য তথ্য পেতে আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
🏥 Home MediCare BD
ঘরে বসেই পাবেন নিশ্চিন্তে স্বাস্থ্যসেবা।