10/07/2025
#সাইলেশিয়া ও কিছু অবৈজ্ঞানিক কুসংস্কার
হোমিওপ্যাথি সমাজে প্রচলিত কিছু কথা সাইলেশিয়া নিয়ে:
১) কারো হার্টে পেসমেকারলাগানো থাকলে নাকি সাইলেশিয়া দেওয়া যাবে না, এতে নাকি পেসমেকার বেরিয়ে যেতে পারে 😂😂😂
২) কারো দাঁতে ক্যাপ লাগানো থাকলে তাকে নাকি সাইলেশিয়া দেওয়া যাবে না, এতে নাকি ক্যাপ খুলে যেতে পারে 😇😇😇
এই কথাগুলো মনে করে আমি হেসে ফেললাম।
সত্যি বলতে, এইসব কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই ,কোনো লজিক নেই।
✅ চলুন বিস্তারিত আলোচনা করি:
সাইলেশিয়া একটি চমৎকার হোমিওপ্যাথিক ওষুধ, যা শরীর থেকে ফরেন পার্টিকেল বের করতে সাহায্য করে।
যেমন:
আপনার শরীরে কোথাও কাঁটা ফুটলো বা কোনো কিছু শরীরে আটকে গেলো—
অপারেশন বা কাটাকাটি ছাড়াই খুব সহজে সাইলেশিয়া সেই ফরেন পার্টিকেল বের করতে পারে 💪💪
মজার ব্যাপার—মাছের কাঁটা গলায় আটকে গেলে আমজনতাও জানে সাইলেশিয়া খেতে হয়!
দেশের প্রায় ৫০-৫৫% মানুষের দাঁতে ক্যাপ করা আছে (ডেন্টাল সোসাইটির মতে)।
তাহলে প্রশ্ন—তাদের মধ্যে ২% লোকও কি সাইলেশিয়া খায়নি?
তাদের ক্যাপ কি সত্যিই খুলে গেছে? 🤣🤣🙏
সাইলেশিয়া কীভাবে কাজ করে?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ইমিউনোলজি সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে।
আসুন একটু ছোট্ট করে ব্যাখ্যা দেই:
ফ্যাগোসাইটোসিস ও ম্যাক্রোফেজ:
আমাদের শরীরে যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেল প্রবেশ করে, তখন
প্রথমে আমাদের ইমিউন সেল (বিশেষ করে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ) তাদের আক্রমণ করে এবং গিলে ফেলে।
এই "গিলে ফেলা" প্রক্রিয়াকেই বলে ফ্যাগোসাইটোসিস।
যখন রক্তে ইনফেকশন হয়, তখন CBC রিপোর্টে নিউট্রোফিল বেড়ে যায় কারণ, এই কোষগুলোই ফ্যাগোসাইটোসিস করে।
রক্তে থাকা মনোসাইট টিস্যুতে গেলে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়।
এই ম্যাক্রোফেজ কোষ শরীরের বিভিন্ন টিস্যুতে ফরেন পার্টিকেল বা ময়লা খেয়ে ফেলে।
উদাহরণ:
* যকৃত: Kupffer Cell
* ফুসফুস: Alveolar Macrophage
* ত্বক: Langerhans Cell
যখন টিস্যুতে ফ্যাগোসাইটোসিস হয়, তখন কিছু নিউট্রোফিল মারা যায়, এবং পরবর্তীতে যেটি পুঁজ (pus)হয়ে শরীর থেকে বের হয়ে আসে।
তাহলে সাইলেশিয়ার সঙ্গে এইসব কথার সম্পর্ক কী?
উত্তর :সাইলেশিয়া নিজেও এক ধরনের ফরেন বডি হিসেবে কাজ করে।
যখন সাইলেশিয়া শরীরে প্রবেশ করে, তখন ইমিউন কোষরা সেটিকে ফরেন পার্টিকেল হিসেবে ধরে নেয় এবং সেখানে ফ্যাগোসাইটোসিসের হার বেড়ে যায়।
ফলে যদি কোথাও ফোড়া বা ইনফেকশন থাকে, তাহলে সেই জায়গায় ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল সক্রিয় হয়ে যায়,
ব্যাকটেরিয়া ধ্বংস হয়, ফোড়া পাকতে শুরু করে বা ভেঙে গিয়ে ড্রেন হয়ে যায়।
সুতরাং, সাইলেশিয়া শরীরের ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করে, বিশেষ করে ফ্যাগোসাইটোসিস কে।
আর তাই এটি ফোড়া, কাঁটা, চামড়ার নিচে আটকে থাকা বস্তু, পুঁজ, বিষাক্ত ইনফেকশন এসব ক্ষেত্রে খুব কার্যকর।
তাহলে পেসমেকার বা ক্যাপ কি ফরেন বডি?
উত্তত :না।
হার্টের পেসমেকার হলো বায়োলজিক্যাল কম্প্যাটিবল ডিভাইস এটি শরীরের সঙ্গে স্থায়ীভাবে সামঞ্জস্যপূর্ণ।
এটি ম্যাক্রোফেজ কোষের আকারের চেয়ে অনেক বড়, তাই এটি ফ্যাগোসাইটোসিসের আওতায় পড়ে না।
সুতরাং, সাইলেশিয়া খাওয়ার ফলে পেসমেকার বেরিয়ে আসা বা ক্যাপ খুলে যাওয়া—এর কোনোটাই সম্ভব নয়।
©️