27/09/2021
সকলের দৃষ্টি আকর্ষণ করছি (নিচের লিখা গুলো খুব-ই গুরুত্বপূর্ণ)
ডোনারদের প্রতিঃ-
১. আপনারা স্বেচ্ছায় রক্ত-দান করবেন, বিনিময়ে কোন টাকা নিবেননা। কারণ বিনিময়ে কোন টাকা চাওয়া আইনত দন্ডনীয় অপরাধ।।
২. স্বাস্থ্য ঠিক থাকলে পুরুষ-রা প্রতি ৩ মাস অন্তর-অন্তর, আর নারীদের ক্ষেত্রে ৪ মাস অন্তর-অন্তর রক্ত-দান করতে পারবেন। আপনি যেদিন রক্ত-দান করবেন সেই দিন, মোবাইলে Reminder দিয়ে রাখুন ৩/৪ মাস পর। তাহলে আপনার শেষ রক্ত-দানের তারিখ আপনি ভুলবেন না এবং রক্ত-দানের সময় হলে তা জেনে যাবেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত রক্ত-দান করতে পারবেন।
৩. রক্ত-দানের পূর্বে অবশ্যই রোগী দেখবেন এবং ডাক্তারের রিকোজিশান ফরম ছাড়া রক্ত-দান করবেন-না।
৪. রক্ত-দান করতে গেলে, কোন বন্ধুকে আপনার সাথে নিয়ে যাবেন। অর্থাৎ একা না যাওয়া-ই উত্তম।
রক্ত-গ্রহিতাদের প্রতিঃ-
১. রক্তের প্রয়োজনে অনুরোধ করতে হলে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন এবং ডোনার মেনেজ হইলেও/না হইলেও আমাদের জানাবেন। না হইলে পুনরায় পোষ্ট করতে পারবো।
২. আপনার ডোনার মেনেজ হয়ে গেলে, অন্য কোন রক্ত-দাতা কল করলে ওনাকে বলবেন যে- আপনার ডোনার মেনেজ হয়েছে। ওনার নাম জিজ্ঞেস করে নাম্বারটি সেভ করে রাখবেন, পরে রক্ত লাগলে ওনাকে অনুরোধ করবেন।
৩. ডোনারকে রোগী দেখাবেন এবং ওনাকে অন্ততো- ওরস্যালাইন মিক্সড করে পানি পান করানোর ব্যবস্থা করবেন।
৪. রক্ত-দাতার সাথে কোন প্রকার আর্থিক লেন-দেন করবেননা। দূরে থেকে আসলে/সি.এন.জি দিয়ে আসলে যাতায়াত খরচটা অন্তত দিতে চেষ্টা করবেন।
৪. অনেকেই আছেন, রক্ত দেয়ার পর...রক্ত-দাতাকে ভুলেই যান। কেন ? আপনার শরীরেতো ওনার রক্ত আছে, রক্ত-দাতার সাথে যোগাযোগ রাখবেন, এতে রক্ত-দাতা অনুপ্রাণিত হয়। যারফলে পরবর্তীতে আপনার ঐ গ্রুপের রক্তের প্রয়োজন হলে ওনাকে বললে, অবশ্যই এগিয়ে আসবে।
সবাইকে ধন্যবাদ, জয় হোক মানবতার।।
Blood Soldier of AMMC