23/10/2018
সরকারী বেসরকারী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি
২০১৮-২০১৯ _____।
-
৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড
মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি।মোট আসন সংখ্যা-২৫৮০টি।
-
৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি।
মোট আসন সংখ্যা-৯৭৫টি।
-
৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং
ভর্তি বিজ্ঞপ্তি।মোট আসন সংখ্যা-১১০০টি।
-
সরকারী-বেসরকারী নার্সিং ভর্তি সংক্রান্ত
যেকোন তথ্য পরামর্শ ও সহযোগিতার জন্য
ইনবক্সে যোগাযোগ করুন- ।
-
ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা:
-
বি এসসি ইন নার্সিং: SSC: minimum-2.5, HSC:
minimum-2.5, SSC+HSC total: minimum: 6.00
-
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স: SSC:
minimum-2.5, HSC: minimum-2.5, SSC+HSC total:
minimum: 5.50
-
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: SSC: minimum-2.5,
HSC: minimum-2.5, SSC+HSC total: minimum:
5.50
-
প্রার্থীকে এসএসসি ২০১৪-২০১৫-২০১৬ সালে
পাশ থাকতে হবে আর এইচএসসি ২০১৬-২০১৭-২০১৮
সালে পাশ থাকতে হবে।
-
সরকারী নার্সিং ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য
পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন
-01991402179।
-উ
অন- লাইনে আবেদন করার শুরুর তারিখ ২৭ই
অক্টোবর তারিখ সকাল ১০টা থেকে।
অন- লাইনে আবেদনের শেষ তারিখ ১৭ই
নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
অন- লাইনে আবেদনের টাকা জমা দিবার শেষ
তারিখ ২১শে নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
অল- লাইনে প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ
৩০শে নভেম্বর থেকে ৪ই ডিসেম্বর রাত ১১:৫৯
মিনিট পর্যন্ত।
-
ভর্তি পরীক্ষার তারিখ ৭ই ডিসেম্বর সকাল ১০টা
থেকে সকাল ১১টা পর্যন্ত।
আবেদনের সময় যা যা লাগবে:-
এস.এস.সি পরীক্ষার রোল নং।
এস.এস.সি পরীক্ষার পাসের সন।
এস.এস.সি পরীক্ষার বোর্ডের নাম।
এইচ.এস.সি পরীক্ষার রোল নং।
এইচ.এস.সি পরীক্ষার পাশের সন।
এইচ.এস.সি পরীক্ষার বোর্ডের নাম।
যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই
কেন্দ্রের কোড। প্রবেশপত্র সংগ্রহের
সময় এক কপি রঙ্গিন ছবি লাগবে আর প্রার্থীর
স্বাক্ষর লাগবে।
-
সরকারী-বেসরকারী নার্সিং ভর্তি সংক্রান্ত
যেকোন তথ্য পরামর্শ ও সহযোগিতার জন্য
যোগাযোগ ইনবক্সে করুন-