Cbt Care

Cbt Care Genuine Clinical Psychological Service in Dhaka, Bangladesh.

20/05/2025

“না“ বলতে পারা এক ধরনের দক্ষতা। অনেকের মধ্যেই এই দক্ষতার অভাব থাকার কারণে অন্যের অনুরোধ রাখতে গিয়ে অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেয়, ভিতরে ভিতরে কষ্ট পায়, অসহায়বোধ অনুভব করে, অপরাধবোধে ভোগে এবং মনের মধ্যে অনেক রাগ জমা থাকলেও প্রতিবাদ করতে পারে না। ফলে, দৈনন্দিন কাজ-কর্ম করতে অনীহা, অন্যদের সাথে সম্পর্কের দুরত্ব, পিছিয়ে পড়া, বিষন্নতায় ভুগতে থাকা, কাজের প্রোডাক্টিভিটি কমে যাওয়া ইত্যাদি আরো অনেক ধরনের সমস্যা দেখা দেয়।

যোগাযোগের বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে খুব সহজেই একজন মানুষ তার এ‘ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারে।

03/02/2025

শিশুদের আচরণ এবং সিদ্ধান্ত গ্রহনে ডুয়াল প্যারেন্টিং (Dual Parenting) বা দ্বৈত অভিভাবকত্বের প্রভাব।

06/01/2025

সম্পর্ক স্থাপন ও সম্পর্ক উন্নয়নে, আচরণ এবং সামাজিক যোগাযোগের ধরণ যেমন হওয়া দরকার . . .

20/12/2024

Pre-marital Counseling বা বিবাহপূর্ব কাউন্সেলিং এর গুরুত্বঃ

কেইস হিস্ট্রি থেকে দেখা যায় যে, দাম্পত্য কলহের কারণে কাপল সাইকোথেরাপি নিতে আসা দম্পতিদের বেশির ভাগ স্বামী-স্ত্রী-ই আফসোস প্রকাশ করেছেন এই বলে যে, যদি বিয়ের আগে কাউন্সেলিং করতে পারতাম তাহলে হয়তো উভয়েই মানসিকভাবে আরো ভালো থাকতে পারতাম এবং বিচ্ছেদের মতো মানসিক যন্ত্রণা বয়ে বেড়াতে হতো না...

কেন শিশু ও কিশোর -কিশোরীদের মধ্যে Fear of Missing Out (FOMO)  তৈরী হয়?১. মানসিক মৌলিক চাহিদার সাথে সম্পর্ক (Psychologica...
24/11/2024

কেন শিশু ও কিশোর -কিশোরীদের মধ্যে Fear of Missing Out (FOMO) তৈরী হয়?

১. মানসিক মৌলিক চাহিদার সাথে সম্পর্ক (Psychological Roots in Basic Needs)
সম্পর্কের চাহিদা বা Belongingness -- মানুষ সামাজিক জীব; সে একে অন্যের সাথে মিলে মিশে থাকতে চায়। আর, একারণেই অন্যদের সাথে সংযোগ স্থাপন ও একাত্ন থাকার প্রবনতা তাকে অন্যদের থেকে দুরে না থাকতে দেবার একটা আভ্যন্তরীন বা অন্তর্মূখী চাপ তৈরী করে। এই আভ্যন্তরীন বা অন্তর্মূখী চাপ মোকাবেলার কৌশলই তার মধ্যে FOMO পরিস্থিতি তৈরী করে।

আত্ম-সম্মানবোধ (Self-Esteem) -- সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের জীবনের প্রদর্শিত সুন্দর মুহূর্তগুলো দেখলে অনেক সময় নিজেকে ছোট বা পিছিয়ে পড়া বলে মনে হয়, যা FOMO বাড়াতে ভূমিকা রাখে। তখন, অন্য বন্ধুদের সমকক্ষ ভাবতে অথবা তাদের সম-মানের অবস্থার সাথে ভারসাম্য রক্ষা করতে নিজের মধ্যে এক ধরনের চাপ অনুভব করার কারণেও FOMO তৈরী হয়।

২. তাৎক্ষণিক সন্তুষ্টি প্রাপ্তি বা Immediate Gratification
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের মধ্যে ইনস্ট্যান্ট নোটিফিকেশন, লাইক এবং আপডেট প্রাপ্তির ব্যবস্থা থাকায় সেগুলো তাদের মধ্যে তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করে এবং নোটিফিকেশন, লাইক ইত্যাদি ক্ষেত্রে প্রতিক্রিয়া বা রেসপন্স করার ফলেও তাদের মধ্যে এক ধরনের তাৎক্ষণিক সন্তুষ্টি প্রাপ্তি বা Immediate Gratification হয়। এ’কারণে FOMO অনুভূতি বোধ তৈরী হয় বলেই "সবসময় অন্যদের সাথে সংযুক্ত থাকতে চাওয়ার" চাহিদা আরো বেড়ে যায়।

৩. সমাজে গ্রহণযোগ্যতার অনুভূতি (Perceived Social Rewards)
Fear of Missing Out (FOMO) মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশি সক্রিয় হতে উৎসাহিত করে, যাতে তারা সামাজিক বৃত্তের বাইরে পড়ে না যায়। সব বয়সী মানুষই, বিশেষ করে শিশুরা সাধারনত তাদের সহপাঠী বন্ধু বা অন্যদের দ্বারা বিতাড়িত বা অগ্রহনীয় হবে এটা মেনে নিতে চায় না। সুতরাং, কোনো ট্রেন্ড, ইভেন্ট বা আলোচনায় অংশ নিতে না পারার ভয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া বা সার্বক্ষনিকভাবে যুক্ত থাকার প্রবণতা ও আকাঙ্খা’কে আরো বাড়িয়ে তোলে।

৪. Fear of Missing Out (FOMO) একটি একটানা চক্র (Feedback Loop)
শিশুরা কখনো কখনো FOMO কাটানোর জন্য চেষ্টা করে। কিন্তু, প্রকৃতপক্ষে FOMO দুর করতে যেহেতু বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করে, ঠিক ততটা বেশি সময় ধরেই তারা অন্যদের সাজানো-গোছানো জীবন দেখতে পায়। এর ফলে তাদের মধ্যে আরো বেশি বঞ্চনার অনুভূতি তৈরি হয়।

আপনারা কি Fear of Missing Out (FOMO) সম্পর্কে শুনেছেন?অতিরিক্ত মাত্রায় সোশাল নেটওয়ার্কিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ...
24/11/2024

আপনারা কি Fear of Missing Out (FOMO) সম্পর্কে শুনেছেন?

অতিরিক্ত মাত্রায় সোশাল নেটওয়ার্কিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যতগুলো কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কারণ হলো Fear of Missing Out (FOMO) । Fear of Missing Out (FOMO) এর কারণেই সোশাল মিডিয়ার ব্যবহার অধিকাংশ মানুষকেই বিশেষতঃ শিশুদেরকে আসক্তির পর্যায়ে নিয়ে যায়।

Fear of Missing Out (FOMO) তাহলে কি?

সোশাল নেটওয়ার্কিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী একজন শিশু বা কিশোর -কিশোরী যখন কোনো কাজ বা ব্যস্ততার কারণে সোশাল মিডিয়া থেকে দুরে থাকে, ঠিক তখনই বন্ধু বা সহপাঠীদের অংশগ্রহন থেকে দুরে থাকার কারণে কোনো কিছু মিস করে ফেলবো বা মিস হয়ে যাচ্ছে বলে পিছিয়ে পড়বো এমন ধরনের চিন্তার কারণে শিশু কিংবা কিশোর-কিশোরীদের মধ্যে এক ধরনের ভয় বা পূনরাবৃত্তিমূলক চিন্তা অথবা উদ্বিগ্নতা তৈরী হয়। এই ধরনের ভয় বা পূনরাবৃত্তিমূলক চিন্তা অথবা উদ্বিগ্নতাই হচ্ছে Fear of Missing Out (FOMO) ।

সার্বক্ষনিকভাবে সোশাল মিডিয়ায় থাকতে না পারার কারণে একটি শিশুর মধ্যে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ার ভয়ে এক ধরনের মানসিক সংকট বা অস্থিরতা তৈরী হয় এবং শিশু মনে করে যে, এটি হচ্ছে কেবল সে সোশাল মিডিয়া থেকে দুরে সরে আছে বলেই।

বন্ধু বা সহপাঠীদের পোস্ট করা কোনো কনটেন্ট বা ইমেজ, বা ভিডিও যেগুলো অন্যসব বন্ধুরা উপভোগ করছে অথচ সে করতে পারছে না, তাদের সাথে অনুভূতিগুলো ভাগাভাগি করতে পারছে না, এবং তার বন্ধুরা যেসব পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে সে বিষয়ে সে আপডেট থাকতে পারছে না বলেই এমনটি হয় বলে গবেষণায় পাওয়া গেছে।

মোহাম্মদ মিজানুর রহমান খান
চিকিৎসা মনোবিজ্ঞানী

Address

DUFA Centre, House_9 (4th Floor), Road_2/2, Block_L, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Cbt Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram