Dr-Md Sumon Sikder

Dr-Md Sumon Sikder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr-Md Sumon Sikder, Doctor, Shahbag, Dhaka.

10/01/2025

# # # Gastrointestinal Tract (GIT) :

**Epigastric pain radiating to the back, worsened after meals**
- Think of **pancreatitis**.

**Progressive dysphagia for solids, later liquids**
- Suggests **esophageal carcinoma**.

**Severe right upper quadrant pain, fever, and jaundice**
- Suspect **acute cholangitis** (Charcot's triad).

**Post-prandial abdominal pain and weight loss in an elderly patient**
- Suggests **chronic mesenteric ischemia**.

**Bloody diarrhea with tenesmus and urgency**
- Think of **ulcerative colitis**.

**Sudden severe abdominal pain with guarding and rebound tenderness**
- Suspect **perforated peptic ulcer**.

**Severe left lower quadrant pain with fever in an elderly patient**
- Suggests **diverticulitis**.
**Painless jaundice and weight loss**
- Consider **pancreatic carcinoma**.
**Intermittent jaundice, RUQ pain, and palpable gallbladder**
- Suggests **gallbladder carcinoma** (Courvoisier's sign).

**Recurrent abdominal pain relieved by defecation, associated with diarrhea or constipation**
- Think of **irritable bowel syndrome (IBS)**.

**Severe abdominal pain out of proportion to physical findings**
- Suggests **acute mesenteric ischemia**.
**Vomiting blood (hematemesis) with a history of liver disease**
- Suspect **esophageal varices**.

**Painless bright red blood per re**um in a young patient**
- Consider **internal hemorrhoids**.

**Abdominal distension, nausea, and vomiting with no passage of stool or gas**
- Think of **intestinal obstruction**.

**Fatty diarrhea (steatorrhea), weight loss, and anemia**
- Suggests **celiac disease**.

**Dysphagia for liquids more than solids with regurgitation of undigested food**
- Suggests **achalasia**.

**Chronic heartburn and regurgitation, especially when lying down**
- Think of **gastroesophageal reflux disease (GERD)**.
**Sudden onset of jaundice, RUQ pain, and hepatomegaly in a patient with hypercoagulable state**
- Suspect **Budd-Chiari syndrome**.

**Abdominal pain and bloody diarrhea after antibiotic use**
- Consider **Clostridioides difficile colitis**.

**Intermittent abdominal pain, melena, and anemia in a young patient**
- Suggests **Meckel's diverticulum**.

**Projectile vomiting in a 3-week-old infant with a palpable "olive-shaped" mass**
- Suspect **pyloric stenosis**

21/12/2024

কুকুর কিংবা বিড়ালের কামড় নিয়ে কোন অবহেলা নয়।। লোকটি কুকুরের কামড়ে মারা গিয়েছে Rabies ভাইরাসে আক্রান্ত হয়ে।। এই রোগ হলে মানুষ পানি পান করতে ভয় পায়।। কেননা পানি পান করতে গেলে গলা আটকে আসে।। তাই আপনাকে কিংবা আপনার নিকটস্থ কাউকে কুকুর বা বিড়ালে কামড় দিলে কিংবা আঁচড় দিলে দ্রুত নিকটস্থ ডাক্তার দেখাবেন।। কেননা এই রোগ একবার হয়ে গেলে আর বাঁচানো সম্ভব নয়।।
Credit~ Dr Asaduzzaman

04/06/2024
ডায়রিয়ার প্রধান চিকিৎসা হলো স্যালাইন। মানুষের ডায়রিয়া হলেই স্যালাইন খায় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই।এমন একটা ভাইটাল জিনিস কেও...
07/04/2024

ডায়রিয়ার প্রধান চিকিৎসা হলো স্যালাইন। মানুষের ডায়রিয়া হলেই স্যালাইন খায় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই।এমন একটা ভাইটাল জিনিস কেও ভেজাল করে ছাড়লো। ওষুধ না খেলেও মরবে আবার খেলেও মরবে। এর দায় কে নিবে?
সবাই দেখে শুনে অথেনটিক দোকান থেকে ওষুধ কিনুন।
Ekta orasaline r ekta orsaline...

এই ৪৫ দিন বয়সী বাচ্চাটি নিওনেটাল কোলেস্টাসিস নিয়ে ভর্তি হয়েছিল আমাদের বিভাগে। সম্ভাব্য কারণ ছিল বিলিয়ারি এট্রেশিয়া। প্রা...
26/03/2024

এই ৪৫ দিন বয়সী বাচ্চাটি নিওনেটাল কোলেস্টাসিস নিয়ে ভর্তি হয়েছিল আমাদের বিভাগে। সম্ভাব্য কারণ ছিল বিলিয়ারি এট্রেশিয়া। প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় এবং নিশ্চিতকরণের টেষ্ট না থাকায় আমরা কালক্ষেপণ না করে তাকে বিএসএমএমইউএর শিশু গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রেফার করি। হয়তো আরও ১৫-২০ দিন বা এক মাস আগেও এটা ধরা পড়তে পারতো, যদি রোদ লাগানোর নামে অহেতুক কালক্ষেপন না করতো।

আমি নিজে যোগাযোগ করে বলে দেই যেনো রোগীর সময় বাচে, কারণ এই রোগীর প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন মূল্যবান। যাওয়ামাত্রই সে ভর্তি হওয়ার সুযোগ পায়, যা সাধারণত অন্য রোগীরা পায়না।

এত প্রায়োরিটি পেয়েও এবং সব বুঝিয়ে বলার পরেও এক সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু অভিভাবকরা লিভার বায়োপসি এবং তৎপরবর্তী চিকিৎসা বা intervention এর জন্য রাজী হয়নি। অগত্যা কোনোরূপ রোগনিরূপণ ছাড়াই তাকে ছুটি দেয়া হয়। এখন প্রশ্ন হলো :

১. যদি পরবর্তী পরীক্ষা এবং চিকিৎসা নিতে রাজী নাই থাকে, তবে কেনো কুমিল্লা থেকে ঢাকা গিয়েছিল? (উল্লেখ্য, উভয় স্থানে তাকে সবকিছু বুঝিয়ে দেয়া হয়েছিল)। উল্টো তারা ঢাকায় গিয়ে মিথ্যা গল্প বলেছিল।

২. এই যে এক সপ্তাহ একটা সীট অযথাই দখল করে রাখলো, এই সীটে অন্য আরেকটা রোগীর চিকিৎসা পাওয়া কে বঞ্চিত করলোনা?

৩. এটা যদি সত্যিই বিলিয়ারি এট্রেশিয়া হয়, তবে ৬০ দিন পার হয়ে গেলে তার অপারেশন সফলতার হার অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে তারা রাজী হলেও সাফল্যের হার কমে যাওয়ার জন্য দায়ী কে হবে?

৪. এই যে নিজ গরজে রোগীর জন্য তদবির করলাম, বিএসএমএমইউও আমার গরজে প্রম্পট রেসপন্স করলো কিন্তু নীট রেজাল্ট শুণ্য। এতে পরবর্তীতে যেচে কল করা বা এগিয়ে আসার প্রবণতা কমে যাবেনা?

এই যে খুটিনাটি অনেকগুলো বিষয়, এগুলো কখনো মিডিয়া বা সামাজিক মাধ্যমে আসেনা, কেউ জানেও না। অথচ প্রতিনিয়ত আমরা চিকিৎসকরা এগুলো ফেস করি।

সর্বাত্মক প্রচেষ্টার পরেও কিছু সিস্টেম লস বা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটে এবং সেগুলোই ফলাও করে প্রচার হয়। আমরা কি করি, রোগী বা অভিভাবক কি করে তা শুধু আমরা জানি আর উপর থেকে একজন দেখছেন।

উল্লিখিত রোগীর যদি বিলিয়ারি এট্রেশিয়া হয়, তবে বছরখানেকের মধ্যে তার সিরোসিস ডেভোলাপ করবে এবং ৩ বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে, এটা অনুমেয়। একসময় জটিলতা নিয়ে সে ঠিকই আবার ভর্তি হবে, যা বলবো তাই করবে, কিন্তু শেষ রক্ষা হবেনা।

আপনাদের জন্য আরেকটা কথা বলে শেষ করছি। নবজাতক বা শিশুর জন্ডিস হলেই রোদ লাগাতে যাবেন না বা কাউকে না বুঝে উপদেশ দিতে যাবেন না। এই জন্ডিসের মাঝেই লুকিয়ে থাকে কোলেস্টাসিস, বিলিয়ারি এট্রেশিয়া, হাইপোথাইরয়েড, টর্চ ইনফেকশন, সেপসিস এবং আরো অনেক কিছু। যে জণ্ডিস শুধুমাত্র রোদ লাগালে চলে যায়, তা রোদ না লাগিয়ে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালেই চলে যাবে৷ আর যাহা প্যাথলজিক্যাল জণ্ডিস, তা কিন্তু বাড়তেই থাকবে। তাই সামাজিক মাধ্যমে "আপু, রোদ লাগান" উপদেশ না দিয়ে শিশু বিশেষজ্ঞ বা নবজাতক বিশেষজ্ঞ বা শিশু গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ দেখাতে বলবেন।

ডা. খন্দকার মোবাশ্বের আহমেদ
এসিস্ট্যান্ট প্রফেসর
পিডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টেরোলজি
কুমিল্লা মেডিকেল কলেজ

শুভ সকালআমি একজন মেডিসিন বিশেষজ্ঞ, আমি বছরে এক বা দুইজন রোগীকে Meropenem লিখি। মোটামুটি ধরে নেয়া হয় এই এন্টিবায়োটিক হলো ...
20/03/2024

শুভ সকাল
আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ, আমি বছরে এক বা দুইজন রোগীকে Meropenem লিখি। মোটামুটি ধরে নেয়া হয় এই এন্টিবায়োটিক হলো সবচেয়ে কার্যকরী এন্টিবায়োটিক। সব কিছু fail হলে তখন এই এন্টিবায়োটিক দেয়া হয়।

এই ঔষধটি শুধু ইনজেকশন হিসেবে পাওয়া যায়। আমাদের দেশে কিছু ঔষধ কোম্পানী শুধুমাত্র লাভের আশায় এই গ্রূপের Faropenem মুখে খাবার বড়ি হিসেবে বাজারজাত করে। তখন আমাদের অনেক চিকিৎসক এই ঔষধ বাজারজাত করার প্রতিবাদ করেছিল। কোন কাজ হয় নাই। কারন ঔষধ কোম্পানিগুলো অনেক ক্ষমতাধর।

এই Faropenem ঔষধ আজ পর্যন্ত আমার কাছে কোন কোম্পানি প্রোমোট করে নাই। কিন্তু পল্লী চিকিৎসকের কাছে ঠিকই প্রোমোট করেছে এবং উনারা লিখে যাচ্ছে। ঔষধ কোম্পানির উদ্দেশ্য সফল হচ্ছে। আর নষ্ট হয়ে যাচ্ছে সব এন্টিবায়োটিক, তৈরি হচ্ছে মরনব্যাধি এন্টিবায়োটিক রেসিসটেন্স।

এই দেশে সবাই নিজের মুনাফা/লাভ চায়। দেশটার কেউ ভালো চায় না। এগুলো দেখার দায়িত্ব যাদের তারা কানে তুলো দিয়ে আছে। এতকিছুর পরেও মনে হয় একজন মহানায়ক এসে হাল ধরবেন। এই দিকভ্রান্ত জাতিকে পথ দেখবেন।

*ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
এমবিবিএস, এফসিপিএস
সহযোগী অধ্যাপক
মেডিসিন বিভাগ
প্রাইম মেডিকেল কলেজ
প্রতিষ্ঠাতা- ডাক্তারখানা।

হাতুড়ে/কোয়াক/ভূয়া ডেন্টিস্ট বলতে সাধারণত এমন কারও কথা মনে হবে যিনি রাস্তার পাশে ফুটপাতে বসে দাঁতের সকল চিকিৎসা গ্যারান্ট...
20/03/2024

হাতুড়ে/কোয়াক/ভূয়া ডেন্টিস্ট বলতে সাধারণত এমন কারও কথা মনে হবে যিনি রাস্তার পাশে ফুটপাতে বসে দাঁতের সকল চিকিৎসা গ্যারান্টি সহকারে করে থাকেন! কিন্তু না, দিনবদলের হাওয়ায় তারা আজ নিজেদের প্রতারণার কৌশল বদলিয়েছে। এখন আর শুধু নিরীহ সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে দাঁতের পোকা বের করার কথা বলে টাকা হাতিয়ে নেয় না; বরঞ্চ এখন তাদের অভিনব প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন শিক্ষিত মানুষজনরাও!
এসব ভূয়া ডেন্টিস্টরা যেভাবে ডেন্টাল চেয়ার, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জিত দোকান খুলে বসেছে, হঠাৎ করে সন্দেহ করার বিষয় মাথায়ই আসবে না। এদের সাইনবোর্ড,প্রেসক্রিপশন প্যাড আর ভিজিটিং কার্ডে থাকে বাহারি কাল্পনিক ডিগ্রীর সমাহার। আর যেভাবে গায়ে এপ্রোন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে পুরোদস্তুর ডাক্তার সেজে বসে থাকে, সচেতন মানুষ জনও বুঝতে না পেরে প্রতারিত হচ্ছেন হরহামেশাই। চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি অপচিকিৎসার স্বীকার হলে তখন খোঁজ নিয়ে জানা যায়- ইনি আসলে ডেন্টিস্টই নন!
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (BM&DC) এক্ট ২০১০ এর ধারা ২২(১,২) অনুযায়ী শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রীধারীরা "ডাক্তার" হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিতে পারবে। তারমধ্যে দাঁত এবং মুখগহ্বরের যেকোনো রোগের চিকিৎসা করতে পারবেন শুধুমাত্র BDS ডিগ্রীধারী ডেন্টাল সার্জন গণ। এক কথায় বলতে গেলে BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ দাঁতের চিকিৎসক নন।
MBBS এবং BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না,নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না, ডাক্তার সেজে কোনো চিকিৎসা প্রদান করতে পারবেন না; এসব আইনত দণ্ডনীয়। তাই এসব ভূয়া স্বঘোষিত ডেন্টিস্টরা নামের পূর্বে "ডেন্টিস্ট", " দন্ত প্রযুক্তিবিদ", "ডেন্টাল টেকনোলজিস্ট", " দন্ত বিশেষজ্ঞ" - ইত্যাদি উপাধি জুড়ে দেন। শুধু তাই নয়, BM&DC যেমন চিকিৎসকদের রেজিষ্ট্রেশন নম্বর দেয়; সেটার অনুকরণে অনেকে অস্তিত্বহীন লাইসেন্স নম্বরও ব্যাবহার করেন! যারা বিএসসি ইন ডেন্টাল টেকনলোজি কিংবা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনলোজি নিয়ে পড়াশোনা করেন, তারা চতুরতার সাথে নিজেদের ডিগ্রী থেকে "ডেন্টাল টেকনলোজি" অংশ টুকু মুছে ফেলে "ডেন্টিস্ট্রি" লাগিয়ে দেন। তাদের কার্যপরিধি ডেন্টাল ল্যাবে ক্রাউন-ব্রীজ-ডেনচার তৈরী, ডেন্টাল চেয়ার এবং অন্যান্য ইন্সট্রুমেন্টস সেটআপ-রক্ষণাবেক্ষণ, ডেন্টাল সার্জনের সহযোগী হিসেবে সীমাবদ্ধ থাকলেও তারা তাদের কাজ বাদ দিয়ে ডেন্টিস্ট সেজে রোগী দেখা শুরু করে!!
যে কেউ উদ্যোক্তা হিসেবে ডেন্টাল চেম্বার দিতে পারে, তবে চিকিৎসা করার জন্যে অবশ্যই বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জন প্রয়োজন। এতদিন যার কাছে চিকিৎসা করেছেন কিংবা নতুন কোনো ডেন্টাল চেম্বারে গেলে ডেন্টিস্ট বিডিএস ডিগ্রীধারী কিনা, সেটা অবশ্যই যাচাই করে নিবেন। চেম্বারের সাইনবোর্ডে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের কথা উল্লেখ থাকলেও যাচাই করতে হবে যে আসলেই উনি চিকিৎসা দিচ্ছেন, নাকি উনার পরিচয় ব্যাবহার করে কোনো হাতুড়ে ডেন্টিস্ট প্রতারণা করছে!
https://verify.bmdc.org.bd/ ওয়েবসাইটে গিয়ে বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর দিলে ডেন্টাল সার্জনের নাম, ছবি, পিতার নাম, মাতার নাম চলে আসবে।

ভূয়া ডেন্টিস্টদের নিকট "কম টাকায় চিকিৎসা" করাতে যাবেন না, তাহলে যে ক্ষতি হবে পরবর্তীতে অনেক বেশী টাকা খরচ করেও হয়তো তার সমাধান করাতে পারবেন না। ভূয়া হাতুড়ে ডেন্টিস্ট দ্বারা যেভাবে প্রতারিত হতে পারেন-
🦷 নিম্নমানের পুডিং/ফিলিং/ঢালাই করে দিবে; কিন্তু সঠিকভাবে রেস্টোরেশন করতে পারবে না। ফলশ্রুতিতে অতিদ্রুত দাঁতে পাল্পাইটিস হতে পারে।
🦷 রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে এরা ক্যানেলই খুঁজে পায় না। যে দাঁত সঠিকভাবে চিকিৎসা করে সংরক্ষণ করা সম্ভব ছিলো, সে দাঁতে ড্রিল করে কৃত্রিম ফুটা করে নষ্ট করে দিতে পারে। আবার ক্যানেল খুঁজে পেলেও সঠিকভাবে সীল করতে পারে না। পরবর্তীতে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের নিকট গিয়ে বেশী টাকা খরচ করে পুনরায় রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, কিংবা সংরক্ষণের অযোগ্য হলে ফেলে দিতে হতে পারে।
🦷 যে দাঁতে ক্রাউন করার বিন্দুমাত্র প্রয়োজন নেই, আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে ক্রাউন-ব্রীজ করতে পারে। বিশেষ করে যেখানে অর্থোডন্টিক চিকিৎসা প্রয়োজন, রেফার না করে ভালো দাঁত কেটেকুটে ক্রাউন পড়িয়ে দেয়! পরবর্তীতে পেশেন্ট যখন ভূল বুঝতে পারে, তখন ভোগান্তির সীমা থাকে না।
🦷 সঠিকভাবে দাঁত তুলতে পারে না; বিশেষ করে আক্কেল দাঁত তুলতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর বারোটা বাজিয়ে দেয়। কখনও অর্ধেক তুলে বাকি অর্ধেক রেখে দেয়, আবার কখনও নার্ভ ক্ষতিগ্রস্থ করে ফেলে।

তাই সামর্থবান হলে দাঁত ও মুখগহ্বর এর যেকোনো সমস্যায় নিকটস্থ বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের শরনাপন্ন হউন; আর সামর্থ না থাকলে সরকারি ডেন্টাল কলেজ কিংবা সরকারি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে যেতে পারেন। খরচ কমাতে গিয়ে আপনার মূল্যবান টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে অপচিকিৎসার স্বীকার হবেন না।

সব সম্ভবের দেশে রাজনৈতিক ছত্রছায়ায়, প্রশাসনকে "ম্যানেজ" করে এরা অপকর্ম চালিয়ে যাচ্ছে; কিন্তু সবাই সচেতন হলে তখন ঠিকই তারা এই পথ ছেড়ে উপার্জনের জন্য অন্য পথ খুঁজে নিবে। তাই, আসুন সবাই সচেতন হই।

মনে রাখবেন- "বিডিএস নয় তো - ডেন্টিস্ট নয়"

Rifat E Waliullah

Address

Shahbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Md Sumon Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category