06/05/2021
দাঁতে প্রচণ্ড ব্যথা কিংবা আঘাতে তা ভেঙে গেছে। আবার হয়তো দাঁতে বড় এক ক্ষত হয়েছে, যেখানে খাদ্য জমলেই খুব ব্যথা হয়।
চিকিৎসক দেখে বললেন, ‘আপনার তো রুট ক্যানেল করতে হবে।’ ঘাবড়ে গেলেন খুব? ভাবলেন রুট ক্যানেল, (দাঁতের মাড়ি বা দন্তমূলের চিকিৎসা) সে তো বিরাট ব্যাপার!
সত্যি হলো, রুট ক্যানেল ভীতিকর কোনো চিকিৎসাব্যবস্থা নয়। বরং খুব সাধারণ; হরহামেশাই হচ্ছে হাসপাতালে কিংবা ব্যক্তিগত চেম্বারে।
জেনে নেওয়া যাক কেমন করে হয় রুট ক্যানেল। যখন দাঁতের সংক্রমণ দাঁতের ভেতরের রক্তনালি, স্নায়ু, কিংবা টিস্যুকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন সাধারণত রুট ক্যানেলের দরকার হয়। কখনো আবার সংক্রমণ ছাড়া আঘাতজনিত কারণেও দাঁতের শিকড় কিংবা অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হলে রুট ক্যানেল করার প্রয়োজন হতে পারে।
রুট ক্যানেল পদ্ধতির মাধ্যমে দাঁতের ভেতরের সংক্রমিত রক্তনালি, স্নায়ু, টিস্যুকে কেটে সরিয়ে ফেলা হয়। তাই রুট ক্যানেল করা দাঁতে দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা ক্ষীণ থাকে। রুট ক্যানেল পদ্ধতিটি সম্পূর্ণ করতে সাধারণত তিন দিন সময় লাগে। কখনো আরও কম সময়ে হয়ে যায় কিংবা বেশি দিনও লাগতে পারে। দাঁতের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে সময়টা।
এ পদ্ধতিতে দাঁতের ওপরের অংশ থেকে কেটে দাঁতের ভেতরের সংক্রমিত সব টিস্যু তুলে ফেলা হয়। তারপর ভেতরের অংশ ওষুধের ও যন্ত্রের সাহায্যে পরিষ্কার করে আস্তে ধীরে ক্যানেল প্রস্তুত করে নিতে হয়। এ সময় দাঁতের ক্যানেলে থাকা সব সংক্রমিত টিস্যু বের করে ওষুধ দিয়ে পরিষ্কার করে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে পুরো দাঁতের ভেতরের অংশ পূর্ণ করে দিতে হয়।
মুখের কোন অংশের দাঁতে রুট ক্যানাল করা হলো, তার ওপর নির্ভর করে ফিলিং ম্যাটেরিয়াল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। রুট ক্যানেল শেষে দাঁত তার স্বাভাবিক সৌন্দর্য ও শক্তি হারায়। তাই রুট ক্যানেল শেষে অনেকক্ষেত্রেই করে নিতে হয় ক্যাপ বা ক্রাউন।
দাঁতের ক্যাপ অসংখ্য শেডে পাওয়া যায়। তাই নিজের দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে ক্যাপ করে নিলে হারানো সৌন্দর্য যেমন ফিরে আসবে—দাঁতের শক্তিও বাড়বে বহুগুণ।
কিছু কিছু দাঁতের রোগী রুটক্যানাল ট্রিটমেন্ট (RCT) শেষ করার পর স্থায়ী ফিলিং এর জন্যে আর ডাক্তারের কাছে যান না, আবার কেউ কেউ স্থায়ী ফিলিং এর পরে (ডাক্তারের পরামর্শ মত) দাঁতে ক্রাউন(ক্যাপ) করানোর প্রয়োজন অনুভব করেন না । এটা ঠিক না।
আপনি হয়ত ভাবছেন, রুট ক্যানাল তো শেষ, ভালই তো আছি, কি দরকার স্থায়ী ফিলিং করানোর কিংব ক্যাপ করানোর? জেনে রাখুন, রুট ক্যানাল ট্রিটমেন্টের পর আপনার দাঁতটি আগের মত কর্মক্ষম থাকলেও এই দাঁতের কোন জীবনী শক্তি থাকেনা। চিকিৎসার অংশ হিসেবে এই দাঁতের মজ্জা সমূলে উৎপাটন করে ফেলা হয়। এর ভিতর পুষ্টি সরবরাহ করার কোন রাস্তা থাকেনা। ফলে এই দাঁতটি দিনে দিনে ভঙ্গুর হতে থাকে এবং অতিরিক্ত চাপে একসময় ভেঙ্গে যেতে পারে।
রুট ক্যানাল ট্রিটমেন্ট শেষে আপনার দাঁতে জিঙ্ক অক্সাইড ইউজিনল এর একটি অস্থায়ী ফিলিং দেওয়া থাকে। যা কিছুদিন পরে উঠে গিয়ে RCT নস্ট করে ফেলতে পারে।
আবার যেসব দাঁতের বেশীরভাগ অংশই নস্ট থাকে, যেখানে স্থায়ী ফিলিং দেওয়া হলেও তা দাঁতকে পুরোপুরী শক্তি দিতে সমর্থ হয় না, সেসব ক্ষেত্রে অবশ্যই ক্যাপ করিয়ে নিতে হবে। নয়ত খুব অল্প সময়ের মধ্যেই দাঁতটি ভেঙ্গে যাতে পারে, তখন কষ্টের রুট ক্যানাল ট্রিটমেন্ট শুধু বৃথাই