15/04/2025
জরুরী বিভাগে একজন ডাক্তার কে বসিয়ে দিলে সেটা ইমার্জেন্সী বিভাগ হয়ে যায় না । দেশের কয়টা হাসপাতালের জরুরি বিভাগে একটা ECG Machine , Sucker Machine আছে ? CPR দেওয়ার সময় যে Adrenaline দরকার সেটা কয়টা হাসপাতালের জরুরি বিভাগে আছে ? কয়টা হাসপাতালের জরুরি বিভাগে একটা আম্বু ব্যাগ আছে ? খালি চেয়ার এ মানুষ পাল্টায়; সক্ষমতা পাল্টায় না ।