Dr. Md. Sultanul Arephin

Dr. Md. Sultanul Arephin MBBS
MD Phase A, Cardiology
FCPS (II), Cardiology FCPS 1, Cardiology

15/04/2025

জরুরী বিভাগে একজন ডাক্তার কে বসিয়ে দিলে সেটা ইমার্জেন্সী বিভাগ হয়ে যায় না । দেশের কয়টা হাসপাতালের জরুরি বিভাগে একটা ECG Machine , Sucker Machine আছে ? CPR দেওয়ার সময় যে Adrenaline দরকার সেটা কয়টা হাসপাতালের জরুরি বিভাগে আছে ? কয়টা হাসপাতালের জরুরি বিভাগে একটা আম্বু ব্যাগ আছে ? খালি চেয়ার এ মানুষ পাল্টায়; সক্ষমতা পাল্টায় না ।

19/02/2025

শাশুড়ির কাছে নিজের মেয়ে রাজরানী, ব্যাটার বউ কাজের বেটি ।

15/02/2025

জীবনে অনেক বড় হইতে হইলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বুড়া হওয়া।

আমি হার মেনেছি, সমুদ্রের এ বিশালতার কাছে ...ফুলের গন্ধ ভালো লাগে নাপাখিরা সুরে ওই আকাশ ধরে না
10/02/2025

আমি হার মেনেছি, সমুদ্রের এ বিশালতার কাছে ...
ফুলের গন্ধ ভালো লাগে না
পাখিরা সুরে ওই আকাশ ধরে না

দুপুর থেকে হাসপাতালে আছি , ডিউটি শেষ করে কি নিউজ দেখে শিওর হতে হবে আমি ডিউটি তে ছিলাম কি না ? আপনাদের কি মনে হয় ?
09/02/2025

দুপুর থেকে হাসপাতালে আছি , ডিউটি শেষ করে কি নিউজ দেখে শিওর হতে হবে আমি ডিউটি তে ছিলাম কি না ? আপনাদের কি মনে হয় ?

আলহামদুলিল্লাহ।
01/02/2025

আলহামদুলিল্লাহ।

27/01/2025

Morning drive

10/11/2024

যে জুটি (কাপল) একসাথে গান গায় তাদেরকে এক কথায় বলে গানজুটি > গাঞ্জুটি

12/10/2024

উপমহাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা আমার কাছে মনে হয় গোলামী শিক্ষা ব্যবস্থা । মাথা উঁচু করে চলতে শেখায় না, গরীবী হালে চলতে শেখায় । আপনি সামর্থ্য থাকা স্বত্বেও একটু ভালো ভাবে চললে আপনার আত্নীয় স্বজন থেকে শুরু করে আশে পাশে সবাই নিন্দা করবে । কোন কোন ক্ষেত্রে আপনার নিজের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও এটা চরম সত্য ।

পাবলিক টয়লেটে মুততে লাগে ১০ টাকা, আর সরকারি হাসপাতালে ভর্তি হতেও লাগে ১০ টাকা।এই জাতি মুতার ১০ টাকায় হাসপাতালে ভর্তি হলে...
11/09/2024

পাবলিক টয়লেটে মুততে লাগে ১০ টাকা, আর সরকারি হাসপাতালে ভর্তি হতেও লাগে ১০ টাকা।এই জাতি মুতার ১০ টাকায় হাসপাতালে ভর্তি হলে তিনবেলা খাবার পায়, এন্টিবায়োটিক পায়, স্যালাইন আর ঔষধ । এত কিছুর পরেও এদের পেট ভরে না । এরা মুতার টাকায় মাউন্ট এলিজাবেথের /সিঙ্গাপুরের মত চিকিৎসা চায় । সেটা না হলে ডাক্তাদের দোষ গাইতে / পিটাইতে ওস্তাদ । কক্সবাজার হাসপাতালে হার্টে রিং পরা আধমরা রোগী মারা যাওয়ায় রোগীর লোকেরা ডাক্তার কে মারতে মারতে নিচ তলায় নিয়ে এসেছে । কানের পর্দা ফাটিয়ে মাল্টিপল এসল্ট করে এভাবে ফেলে রেখেছে ।
ওয়ার্ডে আরো অনেক রোগীর লোক ছিলো, তারাও এগিয়ে আসে নি, ভিডিও তে তারা দাড়িয়ে দাড়িয়ে ডাক্তার কে মাইর খাওয়া দেখতে এনজয় করেছে । আগে জানতাম আমরা মানুষের চিকিৎসা করি, কিন্তু এখন আর তা মনে হয় না ।

01/07/2024

চাকরি নাই, ব্যাকগ্রাউন্ড ও নাই, অথচ হাতে দেখা যায় আইফোন, কোনভাবেই মিলাতে পারবেন না।এরা প্রায় সবাই ভিক্ষুক । মানে বয়ফ্রেন্ডের কাছে ভিক্ষা হিসেবে আইফোন চেয়ে নিয়েছে ।

20/06/2024

সম্পর্ক বদলে গেলো একটি ছাগলে...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Sultanul Arephin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category