
10/02/2025
এক গ্রামে শ্রমিক লাগে ৬০০। বেডা আছে ৫০০। মহাজনের কাছে শ্রমিক শর্ট। বেডা শ্রমিকদের ১০০০ টাকা মজুরি দেয়া লাগে। ঐ টেকা দিয়ে পুরুষ শ্রমিকরা সংসার চালায়। মহাজন তো দেখল, ব্যাপক মুশকিল। সে গ্রামের বেডিদের যাইয়া কইলো, তোরা জামাইর অত্যাচার সহ্য করতাছস কেন, জামাই তোগোরে খাওয়ার খোটা দেয়, ঠিক মত শপিং এর টেকা দেয় না, আয় আমার কারখানায় কাম কর, তোগোরে টেকা দিমু, তোরা ঐ টেকা দিয়া শপিং করতে পারবি, রেস্টুরেন্টে ঘুরতে পারবি। জামাইর দিকে চাইয়া থাকতে হবে না, নিজে স্বাবলম্বী হবি, নিজের খরচ নিজে চালাবি। এখন বেডিগুলা নেমে গেছে কামলা দিতে। শ্রমিক হয়ে গেছে ১০০০, শ্রমিক লাগে ৬০০। শ্রমিকের দাম কমে গেছে। এইদিকে বেডিগুলা ২০০ টাকা মজুরি তেই কামলা দিতে রাজি হইয়া গেছে, ওদের তো আর একাই পুরা ফ্যামেলি চালাইতে হবে না। এখন বেডাগুলো যখন ১০০০ দাবি করল, মহাজন কয়, আরে যা ব্যাডা যাহ। ২৫০ টাকা মজুরি দিমু, আইলে আয়, না আইলে ভাগ। আরো ৪০০ শ্রমিক সিরিয়ালে আছে। এখন ব্যাডাগুলো ২৫০ টাকায় কামলা দিতেই রাজি হয়ে গেল। এখন ২০০ + ২৫০ = ৪৫০ জামাই বৌ দুইজন মিলে কামাই করল। কিন্তু সংসার চালাইতে ১০০০ লাগে। তাই লিভিং স্ট্যান্ডার্ড কমাইয়া ফেলল। অথচ, জামাই যদি একা কামাই করতো, তাহলে কিন্তু ১০০০ টাকাই কামাতে পারতো। এইদিকে লাগলো আরেক ভ্যাজাল। জামাইর ২৫০ টাকা দিয়া তো হচ্ছে না, সে বৌয়ের কামাইতে ভাগ দাবি করে বসল। সংসারের খরচ দেয়া তো জামাইর দায়িত্ব, বৌয়ের দায়িত্ব না। বৌ কামলা দিতে গেছে নিজে ভোগবিলাস করার জন্য, সংসারের খরচ দেয়ার জন্য না। এখন এই ট্যাকা নিয়া লাগলো বৌজামাই মারামারি। সংসারে অশান্তি। কিসের পুরুষ মানুষ হইছে। সংসারের খরচ দেয়ার মুরোদ নাই, আবার বৌয়ের কামাই খাইতে চায়, কিসের পুরুষ সে।
এরপরই একটা একটা করে সংসার ভাঙতে লাগলো। নারী এখন নিজে ২০০ টাকা কামাই করে, নিজে খায় শুধু। পুরুষও নিযে ২৫০ টাকা কামাই করে, নিজে খায় শুধু। একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না।
এইদিকে মহাজন তো লালে লাল। ব্যবসা চাংগা। অধিক প্রোডাকশন, স্বল্প মজুরি, প্রচুর প্রফিট হচ্ছে। এই প্রফিট দিয়ে সে বান্ধা নারীবাদী ভাড়া রাখলো। নারীবাদী গুলো মহাজনের টাকায় মৌজ মাস্তি করতেছে, আর সাধারন নারীদেরকে বলতেছে, জামাইর সংসারে লাথি দিয়ে চলে আয়। মহাজনের কারখানায় কাম নে। স্বাবলম্বী হ। পরাধীন থাকিস না। নিজের খরচ নিজে চালা।
আর সাধারন নারীগুলো মগজ বন্ধক দিয়ে দিল
-ইসমাঈল হুরাইন
Prottasha Pharmacy Mahimagonj ৷ মহিমাগঞ্জ Parvez Munshi