22/10/2025
❄️ শীতকালে হিজামার অপূর্ব উপকারিতা 🌿
🩸 প্রাকৃতিক চিকিৎসার এক সুন্নাহভিত্তিক দান — হিজামা থেরাপি (Cupping Therapy)
শীত এলে শরীর ভারী লাগে, ব্যথা-বেদনা বেড়ে যায়, ঠান্ডা লাগা, কাশি, সাইনুসাইটিস, টনসিল, শ্বাসকষ্ট — একের পর এক সমস্যা দেখা দেয়।
এই সময় শরীরের রক্তপ্রবাহ কমে যায় এবং টক্সিন জমে থাকে।
👉 হিজামা এই জমে থাকা বিষাক্ত রক্ত বের করে শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে।
💉 হিজামার মাধ্যমে শীতজনিত রোগে উপকারিতা
🦵 ১️⃣ জয়েন্ট ও পেশির ব্যথা উপশমে কার্যকর
ঠান্ডা আবহাওয়ায় জয়েন্ট শক্ত হয়ে ব্যথা বাড়ে।
হিজামা করলে রক্তসঞ্চালন বাড়ে, প্রদাহ কমে, ব্যথা অনেকটাই হালকা হয়।
💨 ২️⃣ শ্বাসকষ্ট ও হাঁপানিতে উপকার
হিজামা বুকে ও পিঠের নির্দিষ্ট পয়েন্টে করলে শ্বাসনালী খুলে যায়, মিউকাস কমে, ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ে — ফলে হাঁপানি ও কফের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে।
🤧 ৩️⃣ সাইনুসাইটিস ও ঠান্ডাজনিত মাথাব্যথা থেকে মুক্তি
মাথা, ঘাড় ও কাঁধের নির্দিষ্ট পয়েন্টে হিজামা করলে সাইনাসে রক্তপ্রবাহ বাড়ে, জমে থাকা ঠান্ডা ও মিউকাস দূর হয়।
ফলে মাথা হালকা লাগে, নাক বন্ধভাব ও মাথাব্যথা কমে যায়।
🗣️ ৪️⃣ টনসিল ও গলা ব্যথায় উপকার
গলার কাছাকাছি ও ঘাড়ের হিজামা পয়েন্টে রক্তসঞ্চালন বাড়িয়ে প্রদাহ কমায়, ফলে টনসিল ও গলা ব্যথায় দ্রুত আরাম পাওয়া যায়।
🧠 ৫️⃣ মানসিক চাপ, অনিদ্রা ও ক্লান্তিতে দারুণ উপকারী
হিজামা স্নায়ুকে শিথিল করে, মানসিক প্রশান্তি আনে, ঘুম ভালো হয়।
শীতকালে মানসিক ক্লান্তি ও অলসতা দূর করে শরীরকে সতেজ রাখে।
💪 ৬️⃣ ইমিউন সিস্টেমকে করে শক্তিশালী
হিজামা শরীরের প্রতিরোধ ব্যবস্থা (immune response) সক্রিয় করে, ফলে ঠান্ডা, ভাইরাস ও সংক্রমণ থেকে রক্ষা করে।
🌸 ৭️⃣ ত্বক ও রক্তের বিশুদ্ধতা বৃদ্ধি করে
রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, টক্সিন বের হয়ে ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।
🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
> “নিশ্চয়ই তোমাদের চিকিৎসার শ্রেষ্ঠ মাধ্যম হলো হিজামা।”
(সহীহ বুখারী – ৫৬৯৬)
🌿 হিজামা করুন, শরীর ও মনকে দিন নতুন সতেজতা।
❄️ এই শীতে হিজামার মাধ্যমে —
ব্যথা, ঠান্ডা, শ্বাসকষ্ট, টনসিল, সাইনুসাইটিস — সবকিছুরই প্রাকৃতিক সমাধান।
💰 হিজামার খরচ:
🔹 প্রতি পয়েন্ট: ১০০ টাকা, 🔹 মাথায় (চুলসহ): ১৫০ টাকা, 🔹 আনুষঙ্গিক খরচ: ১০০ টাকা,🔹 ড্রেস চার্জ: ১০০ টাকা।
🕘 রোগী দেখার সময়: 👉 সকাল ৮:০০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:📱 01986320989
⚠️ অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই একদিন আগে নিতে হবে।
⚕️ হিজামার জন্য প্রয়োজন:
✅ খালি পেটে থাকতে হবে, অথবা খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর।
⚕️ ডায়াবেটিস, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট থাকলে জানাতে হবে পাশাপাশি কোন রিপোর্ট থাকলে নিয়ে আসতে হবে।
✅ আমাদের নিজস্ব ড্রেস ব্যবহার করলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে, অথবা কোমরের নিচে হিজামার জন্য পুরুষ লুঙ্গি, মহিলা পেটিকোট আনবেন।
কাউন্সিলিং:
🩺 শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী
🎓 ডিপ্লোমা ইন হিজামা (হিজামা ওয়েলনেস সেন্টার, ভারত)
📞 01673603361
🏠 আমাদের ঠিকানা:
🏡 ৬৩/১ বর্ধনবাড়ী, হরিরামপুর, থানা-দারুস সালাম, মিরপুর-১
(দারুস সালাম থানা থেকে দক্ষিণে সোজা গেলে মোড়ের মুখেই)
🚖 যাতায়াত: মিরপুর-১ / মাজার রোড হতে রিকশায় – আরজাবাদ / হরিরামপুর মাদরাসা সংলগ্ন
📌 গুগল ম্যাপে লোকেশন:
https://goo.gl/maps/pYBGtJzGuyXHFfLA9
🌐 আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:
🔹 Website: www.hijamamirpur.com
🔹 Facebook: www.facebook.com/Hijama.mirpur