
24/09/2025
অপারেশন এবং বহু ওষুধের ঝামেলা ছাড়াই গ্লুকোমার আধুনিক চিকিৎসা : গ্লুকোমা রোগী যারা অপারেশনে ভয় পান, কোনভাবেই চোখের প্রেসার কমেনা, অনেক ব্যথা থাকে, এরকম রোগীদের জন্য আমরা ভিশন আই হাসপাতালে অনেকদিন ধরে ব্যবহার করে আসছি লেটেস্ট সাইক্লোফোটো কোয়াগুলেশন থেরাপি, যেটাতে অপারেশন ছাড়া এবং ব্যথা মুক্ত ভাবে পার্মানেন্টলি প্রেসার কমানো যায় এবং ওষুধ ব্যবহার না করে অথবা মিনিমাম ওষুধ ব্যবহার করে সারা জীবন ভালো থাকা যায়। চোখের ব্যথা কমে যায় এবং পরবর্তীতে আর অপারেশনের দরকার হয় না।