Indian Health Services-Bangladesh HelpDesk

Indian Health Services-Bangladesh HelpDesk We Provide You a Guideline to a Healthier Lifestyle, if you are Planning for Medical Tour to Hospita

06/05/2021

আলহামদুলিল্লাহ সাতক্ষিরার পরিপক্ক "গোবিন্দভোগ" ও "বোম্বাই" আমের অর্ডার নিয়া শুরু হয়েছে। এই মৌসুমে সবার আগে কার্বাইড ও ফরমালিন মুক্ত পাকা আমের স্বাধ নিতে আজকেই অর্ডার করুন।

🥭 বাংলাদেশে একমাত্র সাতক্ষিরার আম আগাম পরিপক্ক হয় এবং আম পাড়ার সরকারি অনুমোদন পায়।

সরাসরি বাগানের গাছ থেকে থেকে কোন রকম ওষুধ প্রয়োগ করা ছাড়াই আমরা রসালো আম আপনার বাড়িতে পৌঁছে দিব।

গোবিন্দভোগ/বোম্বাই
🥭 ১০ কেজি প্যাক - ৯৫০ টাকা
🥭 ২০ কেজি প্যাক - ১৯০০ টাকা

🥭 ৫-৭ টি আমে ১ কেজি হবে (গোবিন্দভোগ)

🥭 প্যাকেজিং খরচ সহ।

🥭 ডেলিভারীর সময় সর্বনিন্ম ১ দিন থেকে ৩ দিন।

মুল্য পরিশোধ এর নিয়ম:
🥭 কুরিয়ারের ক্ষেত্রে অগ্রিম বিকাশ (সমগ্র ঢাকা শহর)করা।
🥭 সকল প্রকার লেনদেনের জন্য আমাদের মোবাইল নাম্বার +৮৮ ০১৯৭৭ ০৮৭০৮৯।

সরাসরি
তিস্তা কৃষি খামার
বাড়ি #১১, রোড #০৪, ব্লক #জে
বনশ্রী, রামপুরা, ঢাকা।

মোবাইলঃ
০১৫২১২৪০৮৬৩
০১৯৭৭০৮৭০৮৯
০১৭১৭২৩২৬১৫

অর্ডার কনফার্ম করুন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7nuUmc04Y3UczKvxDkKa1915aFxq4UbZbm5CPwgTeux0xfQ/viewform

  ,  ,  ,  ,  ,  #আমাদের  #সেবাসমূহ ( ইন্ডিয়ান মেডিকেল) #অগ্রিম এপয়েন্টমেন্ট / চিকিৎসা তথ্য #টেলিমেডিসিন/ অনলাইন কনফারে...
21/08/2020



, , , , ,

#আমাদের #সেবাসমূহ ( ইন্ডিয়ান মেডিকেল)

#অগ্রিম এপয়েন্টমেন্ট / চিকিৎসা তথ্য

#টেলিমেডিসিন/ অনলাইন কনফারেন্স

#চিকিৎসা খরচ ও সময় তথ্য

#বিমান টিকেট ও ভিসা সুবিধা

#হোটেল বুকিং ( #ইন্ডিয়া)

#এয়ারপোর্ট যাতায়াত সুবিধা (ইন্ডিয়া হতে)

#এয়ার এ্যাম্বুলেন্স (বাংলাদেশ হতে)

আমাদের ইনবক্স করুন (মেডিকাল রিপোর্ট, প্রেসক্রিপশন ইত্যাদি এবং জেনে নিন ইন্ডিয়া তে চিকিৎসা সেবা নেয়ার সকল তথ্য)

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
মোবাইল: +88 01717 232615
Whatsapp: +91 7899270702
ইমেইল: planner.shimul0304@gmail.com
অথবা ইনবক্স এ মেসেজ করুন।

03/08/2020

#জরুরী_ঘোষনা
প্রচলিত COVID-19 পরিস্থিতির কারণে, #নারায়ণা_হাসপাতাল, বেঙ্গালুরু (ডাঃ দেবী শেটির হাসপাতাল) অনেক হার্টের রোগী পর্যালোচনা করতে বা পরামর্শ নিতে আসতে পারছে না।

তাই এখন, NH Hospital, Bangalore নতুন, পুনরাবৃত্তি রোগীদের জন্য অনলাইন টেলি-পরামর্শ শুরু করেছে যা ভিডিও কল বা ফোন কলের মাধ্যমে ডক্টরদের সাথে পরামর্শ করা যাবে।

আপনার গর্ভের সন্তান সুস্থ আছে তো ? ৩০ বছর বয়েসের পরে যারা "মা" হতে চাই তারা অবশ্যই একটি বার পরবেন...
01/12/2019

আপনার গর্ভের সন্তান সুস্থ আছে তো ?
৩০ বছর বয়েসের পরে যারা "মা" হতে চাই তারা অবশ্যই একটি বার পরবেন...

ওটসওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন বিসহ একগুচ্ছ পুষ্টি উপাদান। বিশেষত ওটসে রয়েছে ভিটামিন বি যা ...
13/11/2019

ওটস

ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন বিসহ একগুচ্ছ পুষ্টি উপাদান। বিশেষত ওটসে রয়েছে ভিটামিন বি যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তাছাড়া ওটসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, ভিটামিন ইত্যাদি যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় বেশি। কম পরিমাণে ফ্যাট-ওটসে প্রাকৃতিকভাবে ফ্যাটের পরিমাণ কম থাকে। তাছাড়াও রয়েছে উপকারি ফ্যাটি অ্যাসিড, মানে মনোস্যাচুরেটেড ফ্যাট।

ওটস লো ইন ক্যালরি‚ ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে| কিন্তু জানলে অবাক হবেন তার সাথে সাথে ওটস নানারকম অসুখ যেমন ব্রেস্ট ক্যান্সার‚ টাইপ ২ ডায়াবেটিস‚ হার্ট ডিজিজ ও ব্লাড প্রেসার দমন করতে ও অত্যন্ত কার্য্যকরী|
ওটসে রয়েছে বেটা গ্লুকোন নামক বিশেষ ধরনের ফাইবার যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওটসে রয়েছে বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরের ভালো কোলেস্টেরল মানে এলডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর এর ফলে হৃদরোগের ঝুঁকিও কমে। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে হাইপারটেনশনের ঝুঁকি কমায় ওটস। ওটসের বেটা-গ্লুকোন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে। শরীরে ব্যাক্টিরিয়া জনিত ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে ওটস। ডায়াবেটিস রোগীরাও তাঁদের খাদ্য তালিকায় শামিল করতে পারেন ওটস। লো ক্যালোরি ও সুগার ফ্রি হওয়ায় ডায়াবেটিসের রোগীরা অনায়াসেই এটি ব্রেকফাস্টে রাখতে পারেন। তবে খেতে হবে দই বা স্কিমড মিল্কে। হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ওটস। যাঁরা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ওটস দারুণ উপকারী। কেননা এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া লিভারের জন্যও ওটস উপকারী। ওটস খাওয়ার পর দীর্ঘসময় পেট ভরা ভাব অনুভূত হয়। ফলে চট করে খিদে পায় না। তাই ব্রেকফাস্টে ফল সহযোগে একবাটি ওটমিল খেয়ে নিলে অনেকক্ষণ খিদে পায় না। ফলে ওজন বাড়ার আর আশঙ্কাও থাকে না।

04/05/2019

INDIAN HEALTH CARE SERVICES- BANGLADESH HELPDESK will assist you with affordable medical treatment in India. We help you to get in touch with top doctors and hospitals in India. Contact with us for our advice's and consultation.

WE HELP TO YOU: Once you decide on the Doctor -
combination,
assist you in getting a VISA invitation letter for your treatment,
processing,
plans, Air, Bus or Train Tickets,
in India,
appointments at the hospital, ,
plans post treatment and everything else to make your stay in India convenient.

For Any Query!: Contact With Us... Massage Us or
Mobile:
+88 01717232615;
+88 01625000470;
+91 7899270702;
+91 8867439402 (whatsapp & IMO)
Email: planner.shimul0304@gmail.com

15/09/2018

েলোর_নিউরোমেডিসিন_বিভাগের_সকল_ডাক্তারদের_সংক্ষিপ্ত_পরিচিতি
আগের পোস্টে আপনাদেরকে পরিচয় করিয়েদিয়েছিলাম নিউরোসার্জারির ডাক্তারদের সাথে। আজকে আসুন পরিচিত হয় এই হাসপাতালের নিউরোমেডিসিন ও পেডিয়াট্রিক(শিশু) নিউরোমেডিসিন বিভাগের কিছু ডাক্তারের সাথে।

১। প্রফেসর ডাঃ ম্যাথিও অ্যালেক্সান্ডার নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। তিনি ১৯৯২ সালে থিরুভানান্থাপুরাম এ অবস্থিত শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস থেকে DM শেষ করবার পরপর ই ফ্যাকাল্টি হিসেবে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। তিনি ১৯৯৯-২০০১ এ কানাডার মনট্রিলে অবস্থিত মনট্রিল নিউরোলজিকাল ইনস্টিটিউট থেকে ফেলোশিপ করেছেন। তিনি বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স স্কুল অফ মেডিসিন এবং বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল উভয় জায়গার ইলেক্ট্রোমায়োগ্রাফি বিভাগে ভিজিটিং অবজারভার হিসেবে ছিলেন। তিনি নিউরোমাসকুলার ডিজওর্ডার, Quantitative EMG including Single Fiber EMG এবং নিউরো ইমিওনোলজি তে বিশেষভাবে দক্ষ। উনি ফুল প্রফেসর। তার সিরিয়াল পেতে হলে আপনাকে ৯০ দিন আগে যোগাযোগ করতে হবে।

২। প্রফেসর ডাঃ সঞ্জিত অ্যারন ১৯৯২ সালে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে DM শেষ করবার পর একই হাসপাতালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। তিনি ২০১০-১১ সালে কানাডার আলবার্টাতে অবস্থিত কালগারি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল নিউরোসায়েন্স বিভাগের কালগারি স্ট্রোক প্রগ্রামে স্ট্রোক অ সেরেব্রোভাস্কুলার ফেলোশিপ করেছেন। তিনি স্ট্রোক, সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস (ব্রেইনের রক্তনালিতে জমাট বাধা রক্ত) এবং সেরেব্রোভাস্কুলার রোগের চিকিতসাতে বিষেশ ভাবে দক্ষ। উনি ফুল প্রফেসর। তার সিরিয়াল পেতে হলে আপনাকে ৯০ দিন আগে যোগাযোগ করতে হবে।

এই দুইজনের বাইরে নিউরোমেডিসিনে আরো দুইজন ফুল প্রফেসর আছেন তারা হলেন ডাঃ ভিভেক ম্যাথিউ ও ডাঃ অজিত শিভাদাশন। ডাঃ ভিভেক ২০০৭ এ ও ডাঃ অজিত ২০১০ এ হাসপাতালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। উনাদের দুজনের সিরিয়াল পেতে গেলেও আপনাদের ৯০ দিন আগে যোগাযোগ করতে হবে।

৩। ডাঃ মায়া থমাস ২০০৬ সালে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে DM শেষ করবার পর একই হাসপাতালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। তিনি এই হাসপাতাল থেকে পেডিয়াট্রিক্স এ DM ও করেছেন। এবং বর্তমানে পেডিয়াট্রিক নিউরোমেডিসিন বা শিশুদের নিউরোলজিকাল সমস্যার জন্যে CMC ভেলোরে যে আলাদা বিভাগ রয়েছে সেখানে কর্মরত আছেন। উনিও একজন ফুল প্রফেসর এবং ওনার সিরিয়াল পেতে হলে আপনাদের ৯০ দিন আগেই যোগাযোগ করতে হবে।

৪। ডাঃ কার্তিক মুত্থুস্বামী ও শিশুদের নিউরোলজিকাল বিভাগের ডাক্তার। তিনি ২০১২ সালে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিউরোলজিতে DM শেষ করবার পর একই হাসপাতালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। তিনি থাঞ্জাভুর মেডিকেল কলেজ থেকে পেডিয়াট্রিক্স (শিশুরোগ) এ MD করেছেন। একই সাথে ২০১২ সালে তিনি নিউরো তে DNB ও করেছেন। উনি শিশুদের নিউরোমেটাবলিক ডিজওর্ডার , নিউরোমাস্কুলার ডিজওর্ডার এবং নিউরোজেনেটিক্স এর বিষয়ে বিশেষ দক্ষ। উনি বর্তমানে এসোসিয়েট (সহযোগী) প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ওনার সিরিয়াল পেতে হলে আপনাদের ৯০ দিন আগেই যোগাযোগ করতে হবে।

৫। ডাঃ সঙ্গিতা যোগনাথন ২০১৩ সালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) থেকে নিউরোলজিতে DM শেষ করবার পর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। উনি বর্তমানে একই হাসপাতালে এসোসিয়েট (সহযোগী) প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ওনার সিরিয়াল পেতে হলে আপনাদের ৯০ দিন আগেই যোগাযোগ করতে হবে।

10/09/2018

ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল একটি মাল্টী-স্পেশালিটি হাসপাতাল এবং প্রায় সব ধরনের রোগের উন্নত চিকিৎসা এখানে আছে। এর মাঝেও কিছু বিভাগ আছে যেগুলো পুরো ভারতের মধ্যেই সবচেয়ে ভাল এর কাতারে পরে। নিউরোলজি বিভাগ সেইরকম একটি বিভাগ। নিউরোলজি বিভাগের দুটি উপ-বিভাগ রয়েছে – নিউরোমেডিসিন ও নিউরোসার্জারি। বিভিন্ন জটিল নিউরো সংক্রান্ত সার্জারির ভারতে সুচনা এই বিভাগের হাত ধরে। যদিও এখন আরো অনেক বড় বড় হাসপাতাল সেইসব সার্জারি সফল্ভাবে করছে কিন্তু ভেলোরের সি,এম,সি, এখনো মাথা উচু করে আছে তাদের নির্ভুল রোগনির্ণয় ও নিখুত সার্জারির সুনাম নিয়ে। আজকে আপনাদের এই বিভাগের সিনিয়র ডাক্তারদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই নিউরো সার্জারি বিভাগে কারা কারা আছেন দেখে নেই আসুন।

১। প্রফেসর ডাঃ ভেদান্তাম রাজশেখর 1987 সালে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (CMC) ভেলর M.Ch. (৫ বছর মেয়াদি নিউরোসার্জারি ডিগ্রি) শেষ করার পর একই বিভাগে ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। তিনি ডার্টমাউথ মেডিসিন স্কুল হ্যানোভার, USA তে ১৯৮৯ থেকে ১৯৯১ একজন সেরিব্রোভালকুলার ফেলো হিসেবে ছিলেন। তাঁর বিশেষ দক্ষতা হলো stereotactic ও functional নিউরোসার্জারি , সার্ভিকাল স্পাইন এবং cranio vertebral junction সার্জারি, এবং neurocysticercosis. উনি একজন ফুল প্রফেসর। ওনার সিরিয়াল পেতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ২ মাস আগে।

২। প্রফেসর ডাঃ আরি জর্জ চাকো ১৯৯৪ সালে এই হাসপাতাল থেকে তার নিউরোসার্জারি এর ট্রেনিং শেষ করে ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। তিনি বেলর কলেজ অব মেডিসিন (হিউস্টন,টেক্সাস, যুক্তরাষ্ট্র) তে একজন রিসার্চ এসোসিয়েট হিসেবে ছিলেন ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত। তার বিশেষ দক্ষতার বিষয়গুলো হলো Endoscopic Pituitary সার্জারি, মুলত পিটুইটারি গ্রোথ হরমোন ও ACTH secrering(Cushing’s Disease) pituitary adenomas, craniopharyngiomas, acoustic tumour সার্জারি, মাথার খুলি সংক্রান্ত ও glioma সার্জারি। উনিও একজন ফুল প্রফেসর । ওনার সিরিয়াল পেতে আপনাদের যোগাযোগ করতে হবে মোটামুটি ৪৫ থেকে ৫০ দিন আগে।

৩। প্রফেসর ডাঃ বেইলিস ভিভেক যোসেফ ১৯৯০-১৯৯৪ এর মধ্যে সার্জারি বিষয়ে তার ট্রেনিং শেষ করেন আয়ারল্যান্ড থেকে ও রয়াল কলেজ অভ সার্জনস,আয়ারল্যান্ড এর ফেলোশিপ অর্জন করেন। এই সময়েই নিউরোসার্জারির প্রতি তার আগ্রহ তৈরি হয়। এরপরে তিনি CMC থেকে M.Ch (৫ বছর মেয়াদি নিউরোসার্জারি ডিগ্রি) করেন ও ২০০১ সালে এই হাসপাতালে যোগ দেন। তার বিশেষ দক্ষতা হল ব্রেন টিউমার ও স্পাইনের সার্জারি। উনিও একজন ফুল প্রফেসর। উনার সিরিয়াল পেতে আপনাদের যোগাযোগ করতে হবে ২০-২৫ দিন আগে।

৪। প্রফেসর ডাঃ রঞ্জিত কে, মুর্তি, উনিও CMC থেকে M.Ch (৫ বছর মেয়াদি নিউরোসার্জারি ডিগ্রি) শেষ করেন। এবং এই ডিগ্রি নেবার ঠিক পরপরই ২০০৩ সালের মার্চ মাসে উনি ভেলোরের CMC তে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। বর্তমানে উনিও একজন ফুল প্রফেসর। ওনার সিরিয়াল পেতে আপনাদের যোগাযোগ করতে হবে ৩০-৪০ দিন আগে।

৫। ডাঃ ভিজেস আর, নিউরোসার্জারির উপরে উচ্চতর ডিগ্রি শেষ করে ২০১০ সালে ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে(CMC) যোগদান করেন। বর্তমানে উনি এসোসিয়েট প্রফেসর। ওনার সিরিয়াল পেতে আপনাদের যোগাযোগ করতে হবে ৩৫-৪৫ দিন আগে।

৬। ডাঃ এডমন্ড যোনাথন গ্যান্ডহাম CMC থেকে M.Ch (৫ বছর মেয়াদি নিউরোসার্জারি ডিগ্রি) শেষ করে ২০১৪ সালে এই হাসপাতালে যোগ দেন। ওনার বিশেষ আগ্রহের বিষয়গুলো হল Endoscopic Pituitary সার্জারি, মাথার খুলি সংক্রান্ত, Spinal Instrumental ও Vascular সার্জারি। উনি বর্তমানে এসিস্ট্যান্ট প্রফেসর। ওনার সিরিয়াল পেতে যোগাযোগ করতে হবে ৩০- ৪০ দিন আগে।

10/09/2018

রাশিয়ার ওএসএএস স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি মোসকো এর ডাঃ গুরুপ্রসাদ রেড্ডী বি ভি বলেছেন,
অযত্ন বা অপ্রত্যাশিত বিষয় ছাড়া কেউ ক্যান্সারে মারা যাবে না।

(১) প্রথম ধাপটি চিনিযুক্ত আহার বন্ধ করতে হবে, শরীরের চিনি ছাড়া, ক্যান্সার কোষগুলো প্রাকৃতিক ভাবেই মারা যায়।

(২) দ্বিতীয়: এক কাপ গরম পানিতে একটি পুরো লেবুর রসের মিশ্রণ খাবার আগে পান করা এবং প্রায় ১-৩ মাস ধরে এটি পান করা। এতে ক্যান্সার হওয়ার আগেই প্রথম জিনিসটি অদৃশ্য হয়ে যাবে। মেরিল্যান্ড কলেজ অফ মেডিসিনের গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি ১০০০গুণ বেশি উত্তম।

(৩)আর তৃতীয় ধাপ হচ্ছে জৈব নারকেল তেলের ৩ চামচ, সকাল ও রাতে এবং ক্যান্সাররের ঝুঁকি কমাবে।
চিনি পরিহার করার পর আপনি দুটি থেরাপির কোন একটি নির্বাচন করতে পারেন। এছাড়া আর কোন অজুহাত নেই। আমি ৫ বছর ধরে এই তথ্য শেয়ার করা আসছি। আপনার চারপাশের প্রত্যেকের এটা জানা উচিত।Allah আপনার মঙ্গল করুন।
*আপনার কাছাকাছি এবং প্রিয়জনকে দয়া করে বেশী করে পৌঁছান।

ডাঃ গুপ্ত প্রত্যেকের কাছে এই নিউজ লেটারটি আরও ব্যক্তিকে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। অবশ্যই অন্তত একটি জীবন সংরক্ষিত হবে ..

THYROID PROBLEM...
06/09/2018

THYROID PROBLEM...

হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন? খুব গরমেও ঠান্ডা লাগছে?? সাবধান হোন। আপনি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হতে পারেন। কি ক...

05/09/2018

ভেলোরের সি,এম,সি হসপিটাল, চেন্নাইএর এপোলো হসপিটাল, সঙ্করা নেত্রালয়া, এবং ব্যাঙ্গালোরের বেশ কয়েকটি নামকরা হসপিটালের নাম অনেকেই জানেন যেগুলো উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিখ্যাত। যদি আপনি ইতিমধ্যেই ইন্ডিয়ায় যাওয়ার প্ল্যান করেন এবং ঝামেলামুক্ত ভাবে মেডিক্যাল ভিসা পেতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন। কেবল আমরাই দিচ্ছি সবচেয়ে কম খরচে সম্পূর্ণ ঝামেলামুক্ত ইন্ডিয়ার মেডিক্যাল ভিসা।
কল করুনঃ ০১৭১৭২৩২৬১৫

চিকিৎসা করার উদ্দেশ্যে যাওয়া মানুষের সঠিক গাইড লাইনের অভাব দেখা যায় মেডিক্যাল ভিসা এবং অন্যান্য কাজে। তাই চলুন জেনে নেই সহজেই মেডিক্যাল ভিসা পাওয়ার প্রক্রিয়াটি।

ভারতীয় মেডিকেল ভিসা পেতে হলে আপনার কোন ইটোকেনের প্রয়োজন নেই। রোগীর সাথে অবশ্যই এক বা দুইজন এটেন্ডেন্স যেতে হবে কারণ শুধু রোগী গেলে মেডিকেল ভিসা পাবেন না। রোগী বা তার এটেন্ডেন্স যে কেউ কাগজপত্র জমা দিতে পারবে ।

কি কি কাগজপত্র লাগবেঃ
১। ভিসা এ্যাপ্লিকেশন ফর্ম
২। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
৩। পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
৪। বর্তমান ঠিকানার বিদ্যুত বিলের কপি
৫। ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ড্রোসমেন্ট
৬। ছাত্র হলে আইডি কার্ডের ফটোকপি /চাকুরিজিবি হলে এনওসি /ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স
৭। বাংলাদেশী ডাক্তারের রেফার লেটার
৮। ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার যা আপনি মেইল করলে ভারতের ডাক্তার বা হাসপাতালগুলো পাঠিয়ে দিবে
৯। আপনার বিগত ছয় মাসের সমস্ত ডাক্তারী রিপোর্ট এর মেইন কপি এবং ফটোকপি

মেডিকেল এটেন্টেডেন্স হিসেবে জিনি যাবেন তার কি কি কাগজপত্র লাগবেঃ

১। ভিসা এ্যাপ্লিকেশন ফর্ম
২। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
৩। পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
৪। বর্তমান ঠিকানার বিদ্যুত বিলের কপি
৫। ডলার এন্ড্রোস বা ব্যাংক স্ট্রেটমেন্ট
৬। ছাত্র হলে আইডি কার্ডের ফটোকপি /চাকুরিজিবি হলে এনওসি /ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স
৭। বাংলাদেশের ডাক্তারের রেফার কপি
৮। ভারতের ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার ।

এসব কাগজপত্র যে মেডিকেল এটেন্ডেন্স সে জমা দিতে পারবে এক্ষেত্রে রোগীর নিজে থাকার কোন প্রয়োজন নেই । মেডিকেল ভিসা নিয়ে আপনি ভারতের যেকোন ডাক্তার বা হাসপাতালে খুব সহজেই চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসা শেষে ডিসচার্জ পেপার বা ভবিষ্যতে আবারও চিকিৎসার প্রয়োজন হলে তার পেপারসগুলো বুঝে নিয়ে আসবেন । মেডিকেল ভিসা নিয়েও আপনি যেকোনো জায়গায় ঘুরতে পারবেন কোন সমস্যা হবেনা ।

দেখে নিন আমাদের অন্যান্য সেবাগুলোঃ
১. ইন্টারন্যাশনাল বিমান টিকেট
২. ইন্ডিয়ান আভ্যন্তরীণ যেকোন রুটের বিমান টিকেট
৩. ইন্ডিয়ান আভ্যন্তরীণ যেকোন রুটের ট্রেন টিকেট
৪. হোটেল বুকিং
৫. গাড়ি সার্ভিস ও সার্বক্ষণিক গাইড
৬. ভারতের যেকোনো স্থানে ভ্রমণ প্যাকেজ ।

বুকিং এর জন্য কল করুনঃ ০১৭১৭২৩২৬১৫ আর টিকেটের জন্যঃ ০১৬২৫০০০৪৭০
Email: planner.shimul0304@gmail.com

28/08/2018

Indian Healthcare Services-Bangladesh HelpDesk is a medical tourism facilitator offering end-to-end solutions to patients who want to travel to India. With a highly competent and experienced medical panel, extensive alliances with leading world class hospitals across India, and other countries which are well furnished with state-of-the-art technology and are well equipped to give complete support to patients and their families, elaborate network of logistics and dedicated personnel to fulfill patient's various needs, we endeavor to make you feel at home when you are away from your home. We carefully screen the hospitals and specialists for their expertise, medical treatment, accreditation and value for money. As we are not bound to a single hospital, we are able to recommend a hospital to you, for your specific need, in an unbiased manner.

WHAT WE DO WE LISTEN TO YOU: After you contact us regarding your problem, our Patient care consultant gets in touch with you to collect the recent medical reports and understands your medical needs.

WE CONNECT TO HOSPITAL: We send your medical reports to specialized hospitals in India and ask for treatment options from the specialists.

WE HELP TO YOU: Once you decide on the Doctor - Hospital combination, we assist you in getting a VISA invitation letter for your treatment, visa processing, travel plans, Air, Bus or Train Tickets, stay in India, priority appointments at the hospital, accommodation, vacation plans post treatment and everything else to make your stay in India convenient.

WE CARE TO YOU: After returning to your country, we facilitate in getting any follow-up opinions with your doctor.

For Any Query!: Contact With Us... Massage Us or
Mobile:
+88 01717232615;
+88 01625000469;
+88 01625000470;
+91 7899270702;
+91 8867439402 (whatsapp & IMO)
Email: planner.shimul0304@gmail.com

https://www.facebook.com/info.ihs.net/

We Provide You a Guideline to a Healthier Lifestyle, if you are Planning for Medical Tour to Hospita

Address

JANATA HOUSING, MIRPUR
Dhaka
1224

Telephone

+8801717232615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Health Services-Bangladesh HelpDesk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indian Health Services-Bangladesh HelpDesk:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

INDIAN HEALTHCARE SERVICES-BANGLADESH HELPLINE

Our Services for Indian hospitals (#Bangalore, #Delhi, #Chennai or #Kolkata) :

- Free Online Appointment of doctors in Hospitals.

- Doctors Information on surgeries, treatment, cost & duration

- Visa Processing, Travel Plan, Air/Bus/Train Ticketing