05/12/2025
বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের ক্রমবর্ধমান হার রোধ ও স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে "সেফ বার্থ, ইনফর্মড চয়েস" প্রকল্পের আওতায় ২২ নভেম্বর, শনিবার,ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে এক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মুনিরা ফেরদৌসীর উপস্থাপনায় এই সেশনে অংশ নেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও জেনারেল প্র্যাকটিশনারগণ।
সেশনে আলোচিত মূল বিষয়গুলো ছিল:
- বাংলাদেশে সিজারিয়ানের উদ্বেগজনক হার ও তার স্বাস্থ্যগত ঝুঁকি
- স্বাভাবিক প্রসবের সুবিধা এবং VBAC (ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান) এর নিরাপদ প্রয়োগ
- ইন্ট্রাসারভাইকাল ক্যাথেটার ও মিসোপ্রস্টলের সমন্বয়ে আধুনিক ও কার্যকর পদ্ধতি
- চিকিৎসকদের মধ্যে সঠিক প্রটোকল ও কেস সিলেকশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী চিকিৎসকগণ তাদের দৈনন্দিন চিকিৎসাক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জিং কেসগুলো নিয়ে আলোচনা করেন এবং প্রফেসর ডা. মুনিরা ফেরদৌসী তার গভীর অভিজ্ঞতা থেকে তাদের প্রশ্নের উত্তর দেন।
এই আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে স্বাভাবিক প্রসব ও নিরাপদ প্রসবপদ্ধতি সম্পর্কে সচেতনতা আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে দেশব্যাপী আরও অনেক হাসপাতালে এমন সেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রকল্পটির।