RUQYAH INSIGHT CURE

RUQYAH INSIGHT CURE সুন্নাহ সম্মত রুকইয়াহ মানুষের কাছে পৌছানো আমাদের একান্ত প্রত্যাশা।

আশ্বিক জ্বিনের কারণে তো সমস্যা হওয়ার কথা না বরং আরো ভালো হওয়ার কথা যেহেতু সে আমার আশ্বিক,,,,,একজন মানুষ অপর আরেকজন মানুষ...
09/10/2025

আশ্বিক জ্বিনের কারণে তো সমস্যা হওয়ার কথা না বরং আরো ভালো হওয়ার কথা যেহেতু সে আমার আশ্বিক,,,,,
একজন মানুষ অপর আরেকজন মানুষে কে ভালোবাসালে অর্থাৎ আশ্বিক হইলে,
যার প্রেমে পড়ছে সে কি বেটার থাকতে পারে? সে কি আসলে শারীরিক জীবনযাপন করতে পারে?
আপনি যদি বলেন হ্যাঁ পারে তাহলে আপনার ধারণাই ভুল!!

কেউ কারো প্রেমে পড়লে দুইজনের কেউই স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণা মাঝে মাঝে শারীরিক অসুস্থ হয়। লেখাপড়ায় অবনতি হয়। অন্যান্য আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকেনা। এমনকি পিতা মাতার সাথেও দুর্ব্যবহার করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আ*ত্মহ*ত্যা পর্যন্ত করে ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়,,,,,,,৷
তাহলে বোঝা গেল
মানুষ মানুষের প্রেমিক প্রেমিকা হইলেও বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যা দেখা দেয় আর সেখানে যদি জীন কারোর প্রেমে পড়ে তাহলে তো সমস্যা দেখা দিবেই এটাই স্বাভাবিক আরো বেশি সমস্যা দেখা দিবে,,,,,,,।
#রুকইয়া #আশ্বিক_জ্বিন

আমরা কেন তাবিজ ব্যবহারে নিষেধ করিআচ্ছা বলুন তো লিপিবদ্ধ কোরআন কি শুরু থেকেই ছিল? না লিপিবদ্ধ কোরআন পরবর্তীতে কিছু সাহাবা...
08/10/2025

আমরা কেন তাবিজ ব্যবহারে নিষেধ করি

আচ্ছা বলুন তো লিপিবদ্ধ কোরআন কি শুরু থেকেই ছিল?
না লিপিবদ্ধ কোরআন পরবর্তীতে কিছু সাহাবায়ে কেরামের সুপরামর্শ কুরআনকে এভাবেই লিপিবদ্ধ করা হয় বর্তমান আমরা যেভাবে লিপিবদ্ধ পাই।

এখন বলুন তো তাহলে কি এই লিপিবদ্ধ কুরআন আসার আগে কুরআনের উপকারিতা ছিল না?
হ্যাঁ অবশ্যই ছিল এখনো আছে সামনেও থাকবে।

আচ্ছা তাহলে বলুন তো লিপিবদ্ধ কোরআনে দ্বারা উপকার কি?
উপকার হলো আমরা একে অপরে শিখতে পারি এবং শিখাইতে পারি এবং খুব সহজে মানুষের কাছে কোরআনকে পৌঁছাতে পারি এবং ভুল হওয়া থেকে সংশোধন করতে পারি।

আচ্ছা বলুন তো আমি যদি সারা বিশ্ব থেকে সুন্দর সুন্দর কোরআন গুলো যাচাই করে আমার বাসা সুন্দরভাবে সেলফের সাজিয়ে রাখি তাহলে কি এর থেকে কোন উপকার আসবে?
না মূল উপকারিতা আসবে না।

আচ্ছা যদি আমার বাসায় একটা লিপিবদ্ধ কোরআন ও না থাকে কিন্তু আমার বাসায় যদি কুরআন তেলাওয়াত হয় তাহলে কি কুরআনের উপকারিতা পাওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম কুরআনের মূল উপকারিতা হলো তেলাওয়াতে কোরআনের মোজেজা হলো তেলাওয়াতে।

আচ্ছা তাহলে কোরআনের মূল উপকারিতা কোথায়?
কুরআনের মূল উপকারিতা হলো তেলাওয়াতের মাধ্যমে। সুতরাং আপনি যখন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন তখন তত বেশি উপকারিতা পাবেন।

আচ্ছা তাহলে বলুন তো যেখানে পুরা কোরআন শরীফ রেখে দিলেও কুরআনের মূল উপকারিতা আসছে না বা হচ্ছে না সেখানে আমি যদি কুরআন থেকে দুই একটা আয়াত তাবিজ আকারে লিখে গলায় ঝুলিয়ে রাখি অথবা অন্য কোথাও ঝুলে রাখি বা পুঁতে রাখি তাহলে কি তোর ফায়দা হবে?
না এর দ্বারা কোন ফায়দা হবে না। তাবিজ আকারে যে আয়াত লেখা হয় সে আয়াতটি আপনি না লিখে তেলাওয়াত করেন বেশি বেশি অনেক বেশি ফায়দা হবে।

এজন্যই তাবিজ ব্যবহার করা থেকে আমরা দূরে থাকি এবং অন্যদেরকেও দূরে থাকার আহ্বান করি।

05/10/2025

যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা অধিকাংশই আশ্বিক জ্বিনের সমস্যায় আছে।
বুঝতে না পারলে ডায়াগনোসিস করান,,,

03/10/2025

বদ নজর যখন শরীরে জাল বেঁধে ফেলে তখন বিভিন্ন অসুস্থতা দেখা দেয়।
এমনকি ইন্তেকালও করতে পারে।

29/09/2025

বাচ্চা লেখা পড়া ভালো করছে না? কথা শুনে না?
শরিরের অবনতি হচ্ছে?
বৃষ্টি ও জমজমের পানি দিয়ে গোসল করিয়ে দেন
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে

29/09/2025

নিজের বাবা থেকে নিজের স্ত্রী কে দূরে ও হিফাজত রাখুন অন্যথায় হতে পারে আপনার স্ত্রী আপনার জন্যই হারাম হয়ে গেছে।
অর্থাৎ
"হুরমতে মুসাহহারাহ" সংগঠিত হতে পারে

এভাবে বহু স্ত্রী হারাম হয়ে যাচ্ছে নিজের বাবার কারণে।
সময় পেলে একদিন
একটি বাস্তব ঘটনা শেয়ার করবো ইনশাআল্লাহ

28/09/2025

বিয়ের আগে অনেকেই মনে করে তারা স্বামী স্ত্রীর অনেক সুন্দর ভাবে সুখের সংসার করে জীবন যাপন করবে। নিজেদের মঝে সম্পর্ক সুন্দর ও সুখিময় করতে হলে ম বাবা শ্বশুর শাশুড়ী ও ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখুন তাহলেই দেখবেন সব সুখ নিজের কাছে ধরা দিবে।

জামাই যদি মনে করে শুধু মাত্র স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে আর বাকিদের সাথে সম্পর্ক যেমন থাকে থাকুক তাহলে কখনোই সংসার ঠিক রাখা সম্ভব নই।

এবং
স্ত্রীও যদি এমনটা মনে করে তাহলেও সংসার ঠিক রাখা সম্ভব হবে না

27/09/2025

এ যুগে বিধবা নারীর কোন মূল্য নাই
একজন নারী বিবাহ না হয়ে বাকি সব কিছু হয়ে গেলও তাকে সকলেই ভালো দৃষ্টিতে দেখে কিন্তু একজন নারী যে কিনা শুধু মাত্র বিধবা হওয়ার কারণে সমাজের দৃষ্টিতে তাকে খুবই বাজে ভাবে দেখা হয়।

অথচ আল্লাহর প্রিয় হাবীব সাঃ এর একজন স্ত্রী বাদে বাকি সকলেই বিধবা ছিলেন এমনকি প্রথম স্ত্রীর সন্তানও ছিলো পূর্বের ঘরের।

রাসুল ﷺ বলেন, বিধবা নারীকে ( খাদ্য জোগাতে) সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মু-জা-হি-দদের মতো অথবা রাত জেগে ইবাদাত কারী ও দিনভর রোজা পালন কারীর মতো। বুখারী-৪৯৬২:;

27/09/2025

বাসায় অসুস্থতা ফিল করা এবং বিরক্ত ও রাগ অনেক বেশি হওয়া
বাসায় জ্বীনের আসা যাওয়ার কারণ

বাসায় সূরা বাকারার তেলাওয়াত চালু রাখুন
মাগরিবের পর ও ফজরের পরে রুকইয়া আজান চালু রাখুন ১৫ থেকে ২০ মিনিট

27/09/2025

ভালো কাজ ও কথা ভালো না লাগা
হঠাৎ হঠাৎ গুরুত্ব বিষয় ভুলে যাওয়া
ক্রোধ হঠাৎই বেড়ে যাওয়া কোন কারণ ছাড়াই

মাথায় হুসুন থাকার কারণ
যার কারণে মাইগ্রেনের মতো পেইন হয়

27/09/2025

আপনার সময় কে অনর্থক ব্যায় করার পেছনে অন্যতম কারণ শয়তানের পছন্দের মানুষ হতে পারা। শয়তান তাকেই খুব বেশি পছন্দ করে যে সময় কে অনর্থক ব্যায় করে।

শয়তান আপনার দৃষ্টি মধ্যে এমন ভাবে আকর্ষণ লাগায় যে আপনি অনর্থক কাজের মাঝেই স্বাদ খুজে পান কিন্তু দিন শেষে দেখেন কাজের কাজ কিছুই হয়নি।
এটাই বদ নজরের অন্যতম বড় লক্ষণ।

19/09/2025

কুরআন থেকে মূল উপকারিতা হলো "তেলাওয়াতে"
তাবিজ লেখাতে না।

Address

Dhaka

Telephone

+8801307823885

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUQYAH INSIGHT CURE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram