09/10/2025
আশ্বিক জ্বিনের কারণে তো সমস্যা হওয়ার কথা না বরং আরো ভালো হওয়ার কথা যেহেতু সে আমার আশ্বিক,,,,,
একজন মানুষ অপর আরেকজন মানুষে কে ভালোবাসালে অর্থাৎ আশ্বিক হইলে,
যার প্রেমে পড়ছে সে কি বেটার থাকতে পারে? সে কি আসলে শারীরিক জীবনযাপন করতে পারে?
আপনি যদি বলেন হ্যাঁ পারে তাহলে আপনার ধারণাই ভুল!!
কেউ কারো প্রেমে পড়লে দুইজনের কেউই স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণা মাঝে মাঝে শারীরিক অসুস্থ হয়। লেখাপড়ায় অবনতি হয়। অন্যান্য আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকেনা। এমনকি পিতা মাতার সাথেও দুর্ব্যবহার করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আ*ত্মহ*ত্যা পর্যন্ত করে ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়,,,,,,,৷
তাহলে বোঝা গেল
মানুষ মানুষের প্রেমিক প্রেমিকা হইলেও বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যা দেখা দেয় আর সেখানে যদি জীন কারোর প্রেমে পড়ে তাহলে তো সমস্যা দেখা দিবেই এটাই স্বাভাবিক আরো বেশি সমস্যা দেখা দিবে,,,,,,,।
#রুকইয়া #আশ্বিক_জ্বিন