RUQYAH INSIGHT CURE

RUQYAH INSIGHT CURE সুন্নাহ সম্মত রুকইয়াহ & হিজামা চিকিৎসা মানুষের কাছে পৌছানো আমাদের একান্ত প্রত্যাশা।
কুফর, শিরক মুক্ত জীবন গড়ার উদ্দেশ্য আমাদের পথ চলা।

01/07/2025

আমার সাথে সমকামিতাও করতো জ্বীন,,,

আমার কাছে মনে হতো আমার বাসায় কেউ আছ যে আমাকে ফলো করে। ছায়ার মতো আমার সাথে থাকে এমন মনে হয়। রাতে ঘুমাইলে জ্বীনে আমার সাথে ঝিনা করে। সমকামীতাও করে। ঘুম থেকে উঠলে শরীর অনেক ব্যথা থাকে,,,,,

শারীরিক মানসিক ভাবে যে সমস্যাগুলো ফেইস করছি,,
🔸 পড়তে বসলে মাথা যন্ত্রনা শুরু হয়। ঘুম আসে। আগে যে পড়া অল্পতেই মুখস্থ করতে পারতাম এখন তা কয়েক ঘন্টা লাগে।
🔸 চুল পড়ে যাচ্ছে।
🔸 চোখের জ্যোতি কমে যাচ্ছে।
🔸 সব সময় মাথার ভিতর নেগেটিভ চিন্তা আসে।
🔸 ওয়াশরুমে অনেক বেশি সময় কাটিয়ে ফেলি।
🔸 নিজের প্রতি জুলুম করি এটা বেশি হয় ওয়াশরুমে এবং একাকি থাকলে "পেশেন্টের ভাষায়, হস্তমৈথুন করি"
🔸 মোবাইলে নেগেটিভ ভিডিও বেশি দেখা হয় কিন্তু বিশ্বাস করেন আমি দেখতে চাই না এরপরও এই সমস্ত ভিডিও ছবি আমার সামনে চলে আসে,,,,,,,,,

📍একজন পেশেন্টের অবস্থা, তিনি কাঁদতে কাঁদতে আর কোন কিছু বলতে পারছিলেন না।

📌এমন সমস্যা যদি আপনার ক্ষেত্রেও হয় তাহলে আপনিও আশ্বিক জ্বিনের সমস্যায় আছেন। সময় অপচয় না করে দ্রুতই চিকিৎসা নিন। ⭕এমন ব্যক্তিদের বিবাহ হতে চাই না খুব সহজে!!

29/06/2025

৪৫ বছর বয়স এখনো বিবাহ হচ্ছে না,,

পড়াশোনা মাস্টার্স পাশ। দেখতে শুনতেও খুব খারাপ না 'পেশেন্টের ভাষায়'। পর্দা করি এবং পরিবারের সকলেই পর্দা করে। এক ভাই এক বোন। মা আছেন কিন্তু বাবা নাই।

এতো সব পজিটিভ থাকা সত্বেও বিবাহ কেন হচ্ছে না!?
তিনি ১৮ বছর বয়স থেকে কবিরাজের কাছে যাচ্ছেন উদ্দেশ্য ভালো কোন জায়গায় যেন বিবাহ হয়।
🔻মাটির নিচে তাবিজ পুতে রাখছেন।
🔻জীবিত মাছের পেটের ভিতরে তাবিজ ঢুকিয়ে দিয়ে নদীতে ফেলে দিয়েছেন।
🔻তাবিজ গাছে ঝুলিয়ে রেখেছেন।
🔻শরীরে বিভিন্ন জায়গায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন।
এতো কিছু করার পরও বিবাহ কেন হচ্ছে না এজন্য ৪৫ বছর বয়সে এসেছেন রুকইয়াহ করার জন্য!?

🚫কবিরাজের কাছে যেয়ে আপনিও এভাবে যাদুগ্রস্থ হচ্ছেন না তো???

🔰যারা আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পাচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তবুও তাবিজ ব্যবহা...
28/06/2025

🔰যারা আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পাচ্ছেন না
আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ
তবুও তাবিজ ব্যবহার কইরেন না
📍হোক মাদ্রাসার হুজুর মুফতি সাহেব ইমাম ও খতিব সাহেব তারা যদি তাবিজ দেয় অথবা কেউ যদি রুকইয়ার নাম করে তাবিজ দেয় তবুও তাদের থেকে চিকিৎসা নিবেন না
📌এভাবে বহু মানুষ যাদুগ্রস্ত হচ্ছে

Ruqyah Insight cure
01307-823885

27/06/2025

যাদের বাবু হচ্ছে না তারা অধিকাংশই যাদুগ্রস্ত। কমন লক্ষণ, শরিরের ওজন বেড়ে যাওয়া, নিয়মিত মাসিক না হওয়া,
প্রচুর তলপেটে পেইন হওয়া।

26/06/2025

মহাকাশে হাজারো নক্ষত্র আছে আর এনক্ষেত্রেরও পূজা করে যাদু করে বিচ্ছেদ ঘটানোর জন্য নিকৃষ্ট যাদকররা যারা এখন কবিরাজ নামে পরিচিত,,

25/06/2025

পৃথিবী কে যে যতো বেশি ভালোবেসে সে ততই বিপদগামী হয়েছে। রাসূল ﷺ বলেন, তোমরা পৃথিবীতে মুসাফিরের মতো থাকো। যতো টুকু প্রয়োজন ততো টুকুই।

23/06/2025

এই পৃথিবী কিছুই না, নিজে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন দেখবেন কতো আশা ভরসা ছিলো কিন্তু মৃত্যু নামক জিনিসটা সব কিছুই শেষ করে দিলো।

20/06/2025

চিকিৎসার জন্য নিজের নখ, চুল, বা পরিহিত কাপড় ইত্যাদি দেওয়া এভাবে কোন চিকিৎসা হয় না বরং যাদু করা হয়
📌সতর্ক থাকুন,অন্যকেও সতর্ক করুন

20/06/2025

আপনি কি জানেন? নিজের অজান্তে নিজেই যাদুগ্রস্ত হচ্ছেন, 📌কোন সমস্যা আছে কিনা বা চিকিৎসার জন্য যখন আপনি কারোর কাছে নাম দিচ্ছেন।

20/06/2025

রাসূল ﷺ বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা কর, তাহলে তিনি তোমাদের উত্তম রিজিক দিবেন, যেমন পাখিদের কে রিজিক দেন।,,,,,,

19/06/2025

দুনিয়াতে কেউ আপনাকে ঠকায়ে ভাবতেছে সে চালাক ও জিতেছে কিন্তু মহান রব্ব তাকে এমন জায়গায় ঠকাবেন যেখান থেকে উঠে আসা কোন ভাবেই সম্ভব না

18/06/2025

ইবাদতে যদি স্বাদ না পাওয়া যায় তবে বুঝতে হবে عين الحاسدة علي تعطيل الاعمال এর দ্বারা আ°ক্রা°।ন্ত। আমলের উপর বদ নজর

Address

Dhaka

Telephone

+8801307823885

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUQYAH INSIGHT CURE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share