DNA DNA - মেডিক্যাল লাইব্রেরি, ইকুইপমেন্ট শপ। চিকিৎসক দ্বারা পরিচালিত। এটি DNA Medical Mart এর বেকাপ পেজ।

02/03/2025

২০২৪-২৫ সেশনের ডেন্টাল ভর্তি পরিক্ষার ফল প্রকাশ।

🩺১ম :- সুবর্ণা বড়ুয়া
রাজউক উত্তরা মডেল কলেজ।

🩺২য় :- মাহবুবা খান মালিহা
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

🩺৩য় :- শ্রেয়া ঘোষ
হলি ক্রস কলেজ।

🩺৪র্থ :- মরিয়ম খানম সাদিয়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

🩺৫ম :- সাদিয়া খাতুন
যশোর ক্যান্টনমেন্ট কলেজ।

02/03/2025

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সবাইকে DNA পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমদানের শুভেচ্ছা। রমাদান মাসে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের উপর প্রাইস ১০ টাকা থ...
01/03/2025

সবাইকে DNA পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমদানের শুভেচ্ছা।

রমাদান মাসে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের উপর প্রাইস ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দিয়ে সেল করব ইনশ আল্লাহ।

যে প্রোডাক্টে যেমন লাভ, সে প্রোডাক্টে সেটুকু ছাড় দেওয়ার চেষ্টা করব।

আপনি বলতে পারেন, ১০ টাকা কোনো ছাড় হলো? অনেক প্রোডাক্ট আছে যেটা তে আমাদের শুধুমাত্র ১০/২০ টাকা লাভ থাকে।

আমরা চাই, চিকিৎসকদের বেস্ট সেবা দিতে। আপনারা আমাদের কারেকশন দিবেন। আমাদের ভুল গুলো ধরে দিবেন। তাহলে আমরা সেবা উন্নত করতে পারব। আমি এটা আমার পরিচিত অপরিচিত যে ইনবক্সে বলে তাকেই বলে থাকি। তবে আলহামদুলিল্লাহ আমরা ১০০% না পারলেও ৯৫% কাস্টমার কে সন্তুষ্ট জনক সেবা দিতে পেরেছি বুঝতে পারি কথা বলে, রিভিউ পেয়ে। আলহামদুলিল্লাহ। আমরা এটি ১০০% করতে চাই।

আমরা তখন ফার্স্ট এয়ার বা সেকেন্ড এয়ারে পড়ি। আমাদের ভেতর অনেককে কুমিল্লা, টাঙ্গাইল আর বগুড়া থেকে কন্ট্যাক্ট করা হতো যে, ম...
01/03/2025

আমরা তখন ফার্স্ট এয়ার বা সেকেন্ড এয়ারে পড়ি। আমাদের ভেতর অনেককে কুমিল্লা, টাঙ্গাইল আর বগুড়া থেকে কন্ট্যাক্ট করা হতো যে, ম্যাটস/প্যারামেডিক ইত্যাদিতে পরীক্ষা দিলে ওই জেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো থেকে শুরু করে ওই জেলার সিগ্নেচার আইটেম কিনে দেয়া হবে, পরীক্ষা দিলে ৫০০০ টাকা এবং চান্স পেলে আরও ২৫০০০ টাকা দেয়া হবে। সেসময়কার প্রতিটা ভার্সিটিতেই নিডি ছেলেমেয়েরা পরীক্ষা দিতো। আমাদের আশপাশে অনেকেই পরীক্ষা দিয়েছে।

আর মেডিকেলেতো ২০০৭ সাল থেকেই প্রশ্ন ফাসের কথা শুনে আসছি। মেডিকেলের বিষয়টা ফাস হলেও, প্রতিনিয়ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও ম্যাটস/প্যারামেডিকের এ বিষয়ে আজ পর্যন্ত কাউকে কথা বলতে দেখিনি।

প্রাথমিক চিকিৎসা বা চিকিৎসার সহজলভ্যতার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে এগিয়ে থাকলেও মানসম্পন্ন চিকিৎসা বাংলাদেশে কবে নিশ্চিত হবে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না।

কিন্তু, বাংলাদেশে চিকিৎসকেরা পর্যাপ্ত সম্মান কখনো পায় না। তারোপর যদি এই চিকিৎসক, নার্স আর প্যারামেডিকের ভেতর ঝামেলা বাধিয়ে রাখা হয় এক্ষেত্রে চিকিৎসা প্রদানে ডাক্তাররা যেমন অনাগ্রহী হচ্ছে, সাধারণ মানুষও চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে।

সরকারি হাসপাতালে চেইন অব কমান্ড না থাকার কারণে ডাক্তাররা ভোগান্তিতে যতো পড়ে তার থেকে বেশি ভোগান্তি সাধারণ মানুষের। নার্স, ওয়ার্ডবয়, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, স্যাকমো কেউই ডাক্তারের কথা শোনে না। সুচিকিৎসা নিশ্চিত হবে কিভাবে? এখনো যদি ম্যাটস/প্যারামেডিকের ছাত্র-ছাত্রীদের কাছে তাদের ডিউটি, অংশগ্রহণ, তাদের পজিশন, তাদের দায়িত্ব সম্পর্কে না জানে, তারা কতোটুকু করতে পারে আর কতোটুকু করবে না তা সম্পর্কে না জানে কিভাবে দেশের স্বাস্থ্যখাত টিকবে। স্বাস্থ্যখাতের সবার দায়িত্ব/পদবী কেন সংজ্ঞায়িত নয়? কেন সরকারের কাছে তাদের এতো দাবি-দাওয়া থাকবে? স্বাস্থ্যখাতের বিরুদ্ধে এতো ষড়যন্ত্র নিয়ে কিভাবে দেশের চিকিৎসার মান উন্নত হবে।

ছেলেটা কথাগুলোর লিংক কমেন্টে দেয়া। একটু শুনে দেখুন তার কথাগুলো। আমাদের সেক্টরগুলোতেতো আমাদের নিম্নপদস্থ কেউ এভাবে কথা বলতে পারেন না, বলেন না। তাহলে ডাক্তাররাই বা কিসের ভেতর দিয়ে যাচ্ছে।

লেখা- ওয়ালিদ ইসলাম
বাংলাদেশে দূতাবাস , ইরানের ফার্স্ট সেক্রেটারী , পররাস্ট্র ক‍্যাডার ওয়ালিদ ইসলাম ।
ডিপ্লোমা নামের এই উটকোগুলোকে নিয়ে ওয়ালিদ এর উপলব্ধি ।
Respect Man ♥️

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধ কোম্পানি কিন্তু আপনারা জানেন না হয়তো এই স্কয়ার কোম্পানিই বাংলাদেশ...
01/03/2025

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধ কোম্পানি কিন্তু আপনারা জানেন না হয়তো এই স্কয়ার কোম্পানিই বাংলাদেশীদের সাথেই সবচেয়ে বেশি বড় প্রতারণা করে। তাদের দুইটা ওষুধের প্লান্ট আছে- একটা আছে পাবনায় , আরেকটা আছে কালিয়াকৈরে । পাবনাতে যে সাধারণ মানের অথবা নিম্নমানের যে ওষুধ তৈরি করা হয় সেটা হল বাংলাদেশীদের জন্য । লো কোয়ালিটির জিনিস বাংলাদেশিদের খাওয়াবে আর কালিয়াকৈর প্ল্যান্টে যে হাই কোয়ালিটি মেডিসিন তৈরি হয় সেই মেডিসিন গুলো তারা বিদেশে বিক্রি করে। সুতরাং বুঝতেই পারছেন তাদের বাংলাদেশীদের প্রতি কোনো মায়া নাই । আর রাতারাতি যে বাংলাদেশে ওষুধের দাম ডাবল হয়ে গেছে এটার সূত্রপাত করেছে স্কয়ার ফার্মা ।

বাংলাদেশে যে ভয়াবহ রকমের এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করেছে তার অন্যতম কারণ হলো স্কয়ার ফার্মা। তারা কোয়াকদের কে প্রমোশন করে এন্টিবায়োটিক লেখার জন্য। যার ফলে যারা শুধুমাত্র ঔষধ লিখে নেয় কিন্তু কোনো ইন্ডিকেশন ছাড়াই । এতে শুধুমাত্র রোগীদের পকেট কাটা হয়, উপকারের নামে হয় না কিছুই ।

তাই সবাইকে বলব বাংলাদেশের জনস্বাস্থ্য কে ঝুঁকিতে ফেলার জন্য দায়ী স্কয়ার ফার্মাসিটিক্যালকে এখনই বর্জন করুন।

#একতাই শক্তি। 💪👍💪

26/02/2025

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারি। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

26/02/2025

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। আগামী ১২ মার্চ এ রিটের রায় ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

বিকেলে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ একং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিটের শুনানি হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের রিটটির ৯১তম শুনানি ছিল আজ। আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন।

রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে ডা. মোবারক হোসেন বলেন, ‘তবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া আমাদের কর্মবিরতি ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে। একই সাথে, যেহেতু ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা চাপের মুখে তাদের কোর্স ডিউরেশন বাড়িয়েছে, এসব প্রত্যাহারের দাবিতে আগামীকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবো। যদি তাদের কোর্স কারিকুলাম পরিবর্তন না করে তাহলে কর্মসূচি বাড়ানো হবে।’

এর আগে, আজ মঙ্গলবার ইন্টার্নদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জনের মধ্যেই আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ইউমব।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এক আদেশে ২৫ ফেব্রুয়ারি উভয় রিটের সর্বশেষ শুনানির দিন ধার্য করেন। একই সাথে আজ রায়ের তারিখ ঘোষণা করা হবে বলেও ওই দিন মন্তব্য করেন আদালত।

26/02/2025
ঔষধ‌টিতে আ‌ছে Triamcinolone নামক উপাদান।রোগী ভায়াল‌টি চেম্বা‌রে নি‌য়ে এ‌সে‌ছে। ২ বছর যাবৎ প্রতিমা‌সে দেয় হাঁপানির জন‌্য...
26/02/2025

ঔষধ‌টিতে আ‌ছে Triamcinolone নামক উপাদান।
রোগী ভায়াল‌টি চেম্বা‌রে নি‌য়ে এ‌সে‌ছে। ২ বছর যাবৎ প্রতিমা‌সে দেয় হাঁপানির জন‌্য।এলাকার না‌মে মাত্র চি‌কিৎসক ( DMF,Technologist বা প‌ল্লী‌চিকিৎসক কিংবা কোন ঔষ‌ধের দোকানদার দি‌য়ে‌ছে)।

আমা‌দের কা‌ছে এখন এ‌সে‌ছে ডায়‌বে‌টিস,ওজন বে‌ড়ে গে‌ছে,শরী‌রের বি‌ভিন্ন জায়গায় একটু ঘষা লাগ‌লে রক্ত জ‌মে যায়,সারা শরী‌রে ব‌্যথা ইত‌্যা‌দি নি‌য়ে। হয়‌তো তার Cushing Syndrome নামক রোগ হ‌য়ে‌ছে এ‌টি ব‌্যবহা‌রে।

এ‌টি মূলত: ব‌্যবহৃত হয় বি‌ভিন্ন চর্ম‌রোগ( বি‌শেষজ্ঞরা দিয়ে থা‌কেন),বি‌ভিন্ন জ‌য়ে‌ন্টের রোগসহ আ‌রো জ‌টিল কিছু রো‌গে,অথচ সিম্পল হাঁপা‌নি রোগে ঔষধ‌টি দি‌য়ে রো‌গির বা‌রোটা বা‌জি‌য়ে দি‌য়ে‌ছেন।

ঔষ‌ধের গা‌য়ে লেখা আছে রে‌জিস্টার্ড ফি‌জি‌শিয়ান দ্বারা ব‌্যবহার কর‌তে হ‌বে যেটার মা‌নে ন‌্যূনতম MBBS বা BDS ডিগ্রী থাক‌তে হ‌বে। অথচ আন্দা‌জে বি‌ভিন্ন না‌মে মাত্র মে‌ডি‌কেল পার্সনরা এসব অকর্ম কর‌ছেন,যেখা‌নে প্র‌য়োজন নেই সেখা‌নে ব‌্যবহার কর‌ছেন।

একবার চিন্তা ক‌রেন,এরা আবার না‌মের পা‌শে ডাক্তার লেখার জন‌্য রাষ্ট্রীয়ভা‌বে স্বীকৃ‌তিও চা‌চ্ছেন!!এজন‌্য তারা একখানা রিট ক‌রে‌ছেন আদাল‌তে, যার রায় প্রায় ৯০ বা‌রের বে‌শি পি‌ছি‌য়ে‌ছে! যারা পিছা‌চ্ছে বা পেছা‌তে সাহায‌্য কর‌ছে তাদের তো কোন সমস‌্যা নাই কারণ তারা তো আর এ‌দে‌শে চি‌কিৎসা করায় না! আর রাজ‌নৈ‌তিক নেতারও একই,তারাও সিঙ্গাপুর,থাইল‌্যা‌ন্ডে চি‌কিৎসা করান। সুতরাং আপনার চি‌কিৎসা কি আস‌লেই কোন ডাক্তার দিল না‌কি এসব কম্পাউন্ডার দিল তা‌তে কিছু যায় আ‌সে না তা‌দের।

সুতরাং আপ‌নি ভাল থাক‌তে হ‌লে আপনাকেই স‌চেতন হ‌তে হ‌বে। যার কা‌ছে চি‌কিৎসা করা‌বেন তার ন‌্যূনতম MBBS বা BDS ডিগ্রী আ‌ছে কি না দেখ‌বেন,BMDC রে‌জি‌স্ট্রেশন নম্বর কত দেখ‌বেন এবং BDMC Website এ গি‌য়ে তা Sure হ‌বেন। ডাক্তার‌দের BMDC রে‌জি‌স্ট্রেশন শুরু হয় A দি‌য়ে।প্রথ‌মে A না থাক‌লে সে ডাক্তার না।

© Dr. Md Rafiqul Islam

Mats,Dmf,Sacmo❌❌❌
25/02/2025

Mats,Dmf,Sacmo❌❌❌

এটোর্নি জেনারেল স্যার ভেতরে ঢুকেই , প্রথম যে কথা বলেছেন, " এখানে কেউ Medical Assitant নাই তো?"আমরা বলেছি ,"না স্যার!"তিন...
25/02/2025

এটোর্নি জেনারেল স্যার ভেতরে ঢুকেই , প্রথম যে কথা বলেছেন, " এখানে কেউ Medical Assitant নাই তো?"
আমরা বলেছি ,"না স্যার!"
তিনি বললেন, "থাকলে আমি নিজে বের করে দিতাম।কি অযৌক্তিক দাবী!! কয়েকদিন পর তো আমার ক্লার্ক এসে Advocate হবার দাবী করবে।"
এমন কি এটাও বললেন, " স্বাস্থ্য উপদেষ্টা ,নিজেও এই ব্যাপারে আমাদের পক্ষ হয়ে উনাকে ফোন করেছে।"
এরপর তিনি বলেন, " এটোর্নি জেনারেল সব কেসে কিন্তু নিজেকে জরায় না।আমি এই বিষয় টাতে নিজেকে জরিয়েছি। রায় আপনাদের দিকেই হবে।
আমরা বললাম, " স্যার আজকেই রায় দিতে হবে।"
স্যার বললেন, "আমি চেষ্টা করবো, কিন্তু জজের মন আর নারীর মন বোঝা দায়!"
সব কিছুই পজিটিভ। ভাল কিছু হবে।

©সওগত ভাই

24/02/2025

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোটভাইবোন জামাকাপড়, বইখাতা নিয়ে টানাটানি করবে। যতদিন পুরোনো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন; জীবন ততোদিনই সুন্দর।

অতঃপর একদিন আপনি আসতেই সিরামিকের ডিনারসেট নামানো হবে, হরেক পদের রান্না হবে। কোনো বাটিতে পোলাও, কোনোটাতে রোস্ট। ছোটভাইবোন হাত ধোঁয়ার জন্য পানি এগিয়ে দিবে। খাওয়া শেষে চিরচেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। এতো সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে লোনাপানি।

নতুন থ্রিপিসটা খুলে সেদিন আর পুরোনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে, একবুক কষ্ট আর দুইচোখ পানি নিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে ইচ্ছে হবে,

-" মা, এবার এলে পুরোনো থালাবাসনেই খেতে দিও। তোমার নতুন ডিনারসেট তো মেহমানদের জন্য।"

কথাটা আপনার গলা পর্যন্ত এসেই আটকে যাবে। কারণ যতোই অস্বীকার করুন না কেন, জগতের নিয়মানুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা-বাবার ঘরের মেহমান হয়ে যায়❗

Address

179 No Shop, Adjecent To Nilkhet Royal Tehari Line, Bakushah Market, 3rd Line, Nikkhet Book Market
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram