Dr.Belal Hossain

Dr.Belal Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Belal Hossain, Doctor, Dhaka.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 🩺ডাক্তার বেলাল হোসাইন আছি আপনাদের সাথে। যাদের অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লি°ঙ্গ নিস্ত...
14/10/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
🩺ডাক্তার বেলাল হোসাইন আছি আপনাদের সাথে। যাদের অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লি°ঙ্গ নিস্তেজ হয়ে যায় সহবাসের সময় দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডে বীর্য আউট হয়ে যায় তাদের জন্যই আমাদের মেডিসিন। ইনশাআল্লাহ এক কোর্স সেবনে স্থায়ী সমাধান পেয়ে যাবেন। প্রতিরাতে দুই থেকে তিন বার ২৫ থেকে ৩০ মিনিট টাইমিং বৃদ্ধি পাবে তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন।

অর্ডার করতে মেসেজ অপশনে ক্লিক করুন।

15/09/2024

❝বিবা”হিত ও অবি”বাহিত ভাইদের গো”পন সমস্যার স্থায়ী সমাধান❞
ল'জ্জা নয় জানতে হবে, সমাধান নিতে হবে,যৌ"ন সমস্যা এমন একটা সমস্যা যেটা সঠিক সময়ে ট্রিটমেন্ট না নিলে দিন দিন বৃদ্ধি পেতে থাকবে,সঠিক সময়ে ট্রিটমেন্ট নিন নিজের শরীরের যত্ন নিন। স্থায়ীভাবে সমাধান পেতে নিচের সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন।

01/08/2024

সেই যুবক সফল হবে যে কিনা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং হেকমতের সাথে অবিরাম চেষ্ঠা করে।
Dr Belal Hossain

27/07/2024

দাম্পত্য জীবনে সফল ও সুখীর জন্য করনীয়

১.আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করুন (যা আপনার রয়েছে যা অন্যের নেই তার দিকে তাকান)

আল্লাহর শুকরিয়া আদায় করলে সত্যি অনেক নিয়মত পাবেন আর এটা বাস্তবে প্রমানিত।

স্বামী স্ত্রী দু'জনেই শুকরিয়া আদায় করুন।
হাউকাউ বাদ দিন।
অল্পতেই বরকত চলে আসবে আর অন্তরে অনাবিল শান্তি বয়ে যাবে।

২.মনে রাখবেন আল্লাহ আপনার মনের খবর জানে আর নেককার পুরুষের জন্য নেককার স্ত্রী হয়ে থাকে ও নফল ইবাদত সংসারে সুখ আনে আর গোপনে দান সদকা অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করে।

বিয়ের আগে ও পরে সঙ্গীনিকে ঠকাবেন না।
আপনার চরিত্র আপনার পার্টনারের আমানত আর আমানত নষ্টকারি কখনও সুখি হয়না।

৩.স্ত্রীকে প্রতিনিয়ত ধন্যবাদ দিন তার ভালোকাজের মন থেকে প্রশংসা করুন আর নারীরা প্রশংসা শুনতে পছন্দ করে, ধন্যবাদ দিতে কৃপাণতা করবেন না।
বিরক্তি আর অনিহা ভাব নিয়ে ধন্যবাদ দেওয়া আর না দেওয়া সমান কথা।

৪.আপনার স্বামীকে ধন্যবাদ দিন তার কষ্ট কে বুঝতে চেষ্টা করুন,সেও তো একটা মানুষ।
এতো এতো অভিযোগ আর অভিমান জমিয়ে রাখবেন না আর নিজের স্বার্থের জন্য পালিয়ে যাবেন, মনে রাখবেন সুখ আল্লাহর হাতে।
আল্লাহ না চাইলে সমস্ত দুনিয়ায় ছোটাছুটি করেও সুখ পাবেন না।
স্বামীর এমন খেদমত করুন যেন যে সত্যি আপনার চরম কৃতজ্ঞ থাকতে পারে।

৫.সংসারে তৃতীয় ব্যক্তির আগমন যেন না হয়, সুনজর সবসময় রাখুন,শয়তান বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য সবসময় যুদ্ধ করে আর বিয়ের পর ও গোপনে আর প্রকাশ্যে পর্দা করুন।
অনেকেই প্রকাশ্যে পর্দা করলেও গোপনে করতে পারেনা।
গোপন গোনাহ দ্বীন থেকে দূরে রাখে।

৬.বিয়ের আগে ও পরের কোন খারাপ স্মৃতি থাকলে ভুলে যাবেন আর বারবার পজেটিভ, সুখের স্মৃতি স্মরণ করুন।
খারাপ স্মৃতি গুলো মরা দূর্গন্ধের ন্যায় চরম দূর্গন্ধ ছড়ায়।
কেন আপনি বারবার খারাপ আর ক্ষতিকর স্মৃতি গুলো হাতরিয়ে বেড়াবেন?
কিছু মানুষ ই রয়েছে নোংরা জানার পরও নোংরামি পছন্দ করে আর তাদের কথা ভিন্ন।

যখন ই খারাপ কিছু ঘটে তারা দিন তারিখ সময় ধরে ময়লা আর্বজনার মতো সামনে টেনে আনে।এটা মস্তিষ্কের কোষগুলোর চরম অপচয়। এগুলো বৈবাহিক জীবনে অসুস্থতার ই সুন্দর লক্ষন।

এ-সব আবর্জনা কবর দিন। মস্তিষ্কের কোষ সুন্দর সুখের,পবিত্র স্মৃতি গুলো দিয়ে ভরপুর রাখুন যার সুগন্ধি আপনার জীবনে সুভাস ছড়িয়ে দিবে।

18/07/2024

একদিন প্রতিটি রক্তের হিসাব নেয়া হবে,প্রতিটা কাজের।সেদিন? মেধাবীর সামান্যতম র-ক্তে হয়ত এভাবেই বেঁচে থাকা হবে! টিউশনের টাকায় চাল কেনা শহীদের পরিবারটাও কোনো না কোনোভাবে চলে যাবে।কিন্তু হিসাব একদিন হবেই হবে ইনশাআল্লাহ্!

01/07/2024

হস্ত-মৈ-থুন সম্পর্কে কিছু কথাঃ-

১.বেশিরভাগ তরুণ ই নিজের হাত দ্বারা হ-স্ত-মৈথুন করে।

২.ছোটবেলায় কারও দ্বারা শিখে।

৩.নিজে নিজে কৌতূহলবশত আবিষ্কার করে।

৪.কেউ জোরপূর্বক শিখিয়ে দেয়।

৫.অনেকেই গোনাহ জেনে আর করে না।

৬.কেউ কেউ গোনাহ জানার পর ও ছাড়তে পারেনা, মাঝেমধ্যেই নফসের ধোঁকায় করে ফেলে।

৭.অনেকেই ডিপ্রেশনে ভুগতে থাকে, ডিপ্রেশন দূর করার জন্য করে ফেলে।

৮.বিনোদনের জন্য প/-র্ণ সিনেমা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হ-স্ত-মৈ-থুনে লিপ্ত হয়।

৯.হ-স্ত-মৈ-থুন করা হঠাৎ ছেড়ে দিলে স্বপ্ন দোষ দেখা যায়।

১০.কেউ কেউ স্ব-প্নদো-ষ থেকে পরিত্রানের জন্য নিয়মিত গোনাহে লিপ্ত হয়ে যায়।

১১.কারও কারও অটোমেটিক বের হয়ে যায় যেমন পরীক্ষার হলে, কোন সুন্দরী রমনীকে স্পর্শ করলে,প/-র্ণ মুভি দেখার সময়,ভীতি কিংবা অতিরিক্ত প্রেশারে।

১২. আবার অনেকেই কারও মি-লন দেখে বা শব্দ শুনে নিজেকে সামলাতে না পেরে।

১৩. কারও সাথে মোবাইলে, অনলাইনে যৌ-না-লাপ করে নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে।

১৪.কোন বস্তুর সাথে ঘর্ষন করে যেমন কোলবালিশ, বিছানার চাঁদর,লেপ,তোষক,ইত্যাদি।

১৫. কেউ কেউ পার্টনারের হাত দিয়ে হ-স্তমৈ-থুন করে থাকে

কুফলঃ-

১.গোনাহের কারনে অন্তর মরে যায়
নেক কাজ আর ভালো লাগেনা।

২.সবসময় অস্থিরতা লাগে,শান্তি চলে যায়।

৩.চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায় ।

৪.অল্প সময়ে বী-র্যপাত হয়ে যায়
স্ত্রীর কাছে লজ্জিত হতে হয়।

৫.কারও কারও বিবাহ বিচ্ছেদ হয়।

৬.অনেকেই বিয়ে করার সাহস হারিয়ে ফেলে।

৭.অল্প উত্তেজনায় কা-মরস ঝরতে থাকে।

৮.স্মরণ শক্তি কমে যায় ।

৯.দৃষ্টি শক্তি হ্রাস পায়।

১০.বুক ধরফর করে,অল্প কাজে হাঁপিয়ে ওঠে, শরীর ক্রমান্বয়ে দূর্বল হয়ে যায়।

১১.মেজাজ খিটমিটে হয়ে যায়, অল্পতেই রাগ চলে আসে।

Dr.Balal Hossain

26/06/2024

কিছু পরিবার আছে তারা ভুলেও ছেলেকে বিয়ে করাবে না।বিয়ের বয়স পার হয়ে যাক,প্রেম করুক,অবৈ-ধ মেলামেশা করুক কিংবা বুড়ো হোক ব্যাপার না।সব করুক শুধু সামর্থ্য থাকলেও বিয়ে দেয়া যাবেনা। Dr.Belal Hossain

ধৈর্য হারিও না নিশ্চয় আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে,,,!?
23/06/2024

ধৈর্য হারিও না নিশ্চয় আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে,,,!?

17/06/2024

সবাইকে ঈদ মোবারক আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন 🤲আমিন

14/06/2024

স্ত্রী যদি ভালো কথা বলে,সুপরামর্শ দেয় তবে অবশ্যই তার কথায় উঠবস করুন।তবে যদি বলে পিতামাতার হক নষ্ট করতে,আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে তবে সরাসরি না বলে পুরুষত্ব বজায় রাখুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Belal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category