26/03/2024
ডিস্ক প্রলাপ্সজনিত কোমর ব্যথা
--------------------------------
আমাদের মেরুদণ্ড ৩৩টি কশেরুকা দ্বারা গঠিত। যাকে আমরা ইংরেজিতে বলি ভার্টিব্রা। ভার্টিব্রা গুলো ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে সংযুক্ত থাকে। যখন এই ডিস্ক কোনো কারণে নিজের জায়গা থেকে বের হয়ে যায় তখন আমরা তাকে মেডিকেলের ভাষায় বলি, প্রলাপ্স লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি।
কখন বুঝবেন আপনার পিএলআইডি হয়েছে
-----------------------------------------------
♦পিএলআইডির প্রধান লক্ষণ হল কোমর ব্যথা এবং কিছু কিছু ক্ষেত্রে কোমর থেকে ব্যথা পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়।
♦পা অবশ অবশ হয়ে যাওয়া এবং ধীরে ধীরে চিকন হয়ে যায়।
♦ পায়ের মাংসপেশিতে বা রগে টেনে ধরে।
♦ একটানা দাঁড়িয়ে থাকতে বা হাঁটাচলা না করতে পারা।
♦ প্রসাব পায়খার সমস্যা হওয়া।
♦ সেক্সুয়াল সমস্যা সহ আরো কিছু সমস্যা দেখা যায়।
কিভাবে ডায়গনোসিস করি
---------------------------
যখন পিএলআইডির লক্ষণগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসেন তখন আমরা এক্স-রে, সিটিস্ক্যান বা এমআরআই সহ আরো কিছু পরীক্ষা করে নিশ্চিত হতে পারি।
চিকিৎসা পদ্ধতি
-----------------
পিএলআইডি হলে মাত্র দশ শতাংশ রোগীর ক্ষেত্রে অপারেশন লাগে।যাদের ডিস্ক আংশিক বের হয়েছে বা স্বল্প বা মাঝারি মাত্রার ব্যথা রয়েছে, তাদের কোমরের বেল্ট ব্যবহার ও নিয়মিত ফিজিওথেরাপি ও কিছু ওষুধের মাধ্যমে ভাল থাকা সম্ভব। তবে,
যাদের ডিস্ক পুরো বের হয়ে যায় তাদের অপারেশনই মূল চিকিৎসা। না হলে ভবিষ্যতে পঙ্গু হওয়ার সম্ভবনা রয়ে যায়।