Caregivers technical Institute

Caregivers technical Institute Welcome to Caregivers Technical institute

05/09/2025
19/07/2025

সুখবর! সুখবর!!সুখবর!!!

কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট নিয়ে আসছে দারুন খবর!

এখন থেকে কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর কাজিপাড়া, মিরপুর শাখায় জেনারেল কেয়ারগিভিং লেভেল -২,লেভেল -৩ কোর্সে ভর্তি চলছে।

যারা মিরপুর ও আশেপাশের এলাকা থেকে ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের মানিকনগর শাখায় আসতে পারেন না তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

ছয়মাস মেয়াদি এই কোর্সে যা যা থাকছেঃ
*ফার্স্ট এইড, * নার্সিং, * ফিজিওথেরাপি,*হাউজকিপিং
* সাইকোলজি, *ননিউট্রিশন, *স্পোকেন ইংলিশ
* অটিজম ও ডিমেনশিয়া মেনেজমেন্ট

এই কোর্স করে কেয়ারভিসায় সরকারি খরচে যেসব দেশে যেতে পারবেনঃ
* জাপান (ফ্রী), * অস্ট্রেলিয়া, * কানাডা, * ইউরোপ
* আমেরিকা, * সৌদি আরব, * সিঙ্গাপুর।

কেয়ারগিভিং কোর্স করুন, বেকারত্ব দূর করে নিজে স্বাবলম্বী হোন, অন্যকে উৎসাহিত করুন।দেশ ও দেশের বাইরে মানসম্মত জব করুন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসুন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, মুগদা,ঢাকা-১২০৩
ফোনঃ ০২২২৪৪৫৯০১১
মোবা: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১

মিরপুর :
কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
বাসা নং-৬১৩, ফ্লাট নং-৫ডি, লিফট-৪, কাজিপাড়া, ঢাকা-১২১৬, ( মেট্রো পিলার ২৭৪ নং এর পূর্ব পাশে)
যোগাযোগ: ০১৩৩৮৫৪২৭৬৫, ০১৭৩৩৭৩৭৩৭, 01780704320, 01711040181.

15/07/2025
09/07/2025

জরুরী নোটিশ/আবশ্যক/নিয়োগ!

সুমন টাওয়ার, ওয়াসা রোড, মানিকনগর, ঢাকায় ১ জন মেয়ে কেয়ারগিভার লাগবে।
* ডিউটি সকাল ৮:০০ থেকে রাত ৮:০০।
* বেডরিডেনট রোগী (সদ্য স্ট্রোক করা)।
* কেয়ারগিভার সম্পৃক্ত সকল কাজ করতে হবে।
* বেতন আলোচনা সাপেক্ষে।

যোগাযোগ:
কেয়ারগিভারস স্কিলড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, ঢাকা।
ফোন: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১।

14/06/2025

ছাত্রী/মহিলা সিট ভাড়া হবে!!

অত্যন্ত মনোরম, আধুনিক, নিরিবিলি ও প্রচুর আলো বাতাস সমৃদ্ধ পরিবেশে এবং সিঁড়িসহ সম্পন্ন টাইলস্কৃত। কলেজ পড়ুয়া ছাত্রী/চাকুরিজীবি মহিলা জুন/জুলসই-২০২৫ ইং থেকেই সিট ভাড়া দেওয়া হবে
(ষষ্ঠ তলায় )।

সীট ভাড়া : ২,৫৫০/- (পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ) ।

অথবা বারান্দা ও বাথরুমসহ (আলাদা) ১ রুম ভাড়া দেওয়া হবে, সকল বিলসহ ভাড়া ৬,৭০০/- মাত্র।

সুবিধাসমূহঃ
১। ফ্রি ওয়াইফাই সুবিধা।
২। ডাবল তিতাস গ্যাসের চুলায় রান্না করার সুবিধা।
৩। পিউরিফাইড পানির সুবিধা।
৪। দৈনিক পত্রিকা পড়ার সুবিধা।
৫। টিভি (ডিস সংযোগসহ) সুবিধা।
৬। সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা।
৭। কেয়ারগিভিং সার্ভিস সুবিধা।

বি:দ্র : ১-৭ সকল সুবিধার সার্ভিস চার্জ মাত্র ৩৫০/-

যোগাযোগ :
কেয়ারগিভারস ইনস্টিটিউট অব মুগদা
৩৪/এ, মানিকনগর পুকুরপাড়।
মোবা : ০১৭৮০৭০৪৩২০, ০১৯২৯১৫১৭৭৮, .........০১৭১৫৬০৭২৮৪, ০১৭১১০৪০১৮১।

মহিলা হোস্টেলের স্থান :
সিরাজ সাহেবের বাড়ি
৬৭/১/বি, মানিকনগর পুকুরপাড় মোড় সংলগ্ন,
ডাচ বাংলা ব্যাংকের পিছনের বিল্ডিং
(মামুনের মুদি দোকানের গলি )

কেয়ারগিভারস স্কীলড্ ডেভলপমেন্ট ইন্সটিটিউটে  কেয়ারগিভিং কোর্স এর পাশাপাশি দক্ষ কেয়াগিভার সেবা প্রদান করা হচ্ছে। আপনার পরি...
10/06/2025

কেয়ারগিভারস স্কীলড্ ডেভলপমেন্ট ইন্সটিটিউটে কেয়ারগিভিং কোর্স এর পাশাপাশি দক্ষ কেয়াগিভার সেবা প্রদান করা হচ্ছে। আপনার পরিবারের অসুস্থ, বৃদ্ধ, অটিজম পরিজনের সেবার জন্য কেয়ারগিভার সেবা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কেয়ারগিভারস স্কীলড্ ডেভলপমেন্ট ইন্সটিটিউট

কেয়ারগিভারস টেকনিক্যাল ইন্সটিটিউট

৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, মুগদা, ঢাকা-১২০৩।
ফোনঃ ০২২২৪৪৫৯০১১।
মোবা: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১।

01/06/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

১৬-তম ব্যাচে ভর্তি চলছে। আসন সংখ্যা ২০টি।
তন্মধ্যে- মেয়েদের ১৪টি ও ছেলেদের ০৬টি।

* ৩ মাস মেয়াদি কেয়ারগিভিং লেভেল-২, ফি-২০৩০০/-
* ২ মাস মেয়াদী লেভেল-৩, ফি-১০৩০০/-।
* ৫ দিনব্যাপী ক্লাস করে RPL এর সুযোগ-২,৮৫০/-।
* জাপানিজ ভাষা শিক্ষা-এন-৫ ও এন-৪, ২০,০০০/-.
* ২ মাস মেয়াদী স্পোকেন ইংলিশ-৫,৫০০/-।
* বারডেম-২, টেকনিকেল মোড় এবং বাংলাদেশ মাল্টি কেয়ার হাসপাতাল, রামপুরা, ঢাকাতে ২/৩ মাসের ইন্টার্নশীপ করার সুযোগ।

কোর্স শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশ ও বিদেশ চাকুরির সকল প্রকারের সহায়তা করা।

** আমাদের সাফল্যঃ
১। শাওন রেজা মাসুদ, কুষ্টিয়া, বাংলাদেশ।
ব্যাচঃ সিআইএম-০১, কেয়ার ও মাল্টিন্যাশনাল ভিসায় সৌদি আরবে স্ট্যান্ডার্ড স্যালারিতে ১০ মাস ধরে কর্মরত। whatsapp নাম্বার- ০১৯১১১৭৪৪৩৯।

২। মোহাম্মদ হাসাইন সিদ্দিকী, কুমিল্লা, বাংলাদেশ।
ব্যাচঃ সিআইএম-০৫, কেয়ার ভিসায় ফিনল্যান্ডে স্ট্যান্ডার্ড স্যালারিতে ১.৫ বছর ধরে কর্মরত।
whatsapp নাম্বার- ০১৮৮১৩৭৯৮১১।

৩। নুরজাহান পারভীন, পাবনা/সিরাজগঞ্জ, বাংলাদেশ।
ব্যাচঃ সিআইএম-০৫, কেয়ার ভিসায় কানাডায় স্ট্যান্ডার্ড স্যালারিতে ১.৫ বছর ধরে কর্মরত।
whatsapp নাম্বার- ০১৭০৩৪৯১৭১৮।

৪। শবনম আক্তার, মাদারীপুর, বাংলাদেশ।
ব্যাস সিআইএম-০২, অত্র প্রতিষ্ঠানের ট্রেইনার হিসেবে ২ বছর ধরে কর্মরত আছেন।
whatsapp নাম্বার- ০১৯২৯১৫১৭৭৮।

৫। শামীম হোসেন, কেরানিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
ব্যাস সিআইএম-০৫, অত্র প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবে ১ বছর ধরে কর্মরত থাকার পর স্পেন জব নিয়ে চলে গেছেন ১০ মাস হল।
whatsapp নাম্বার- ০১৪০৮২১৭৯৮৬।

৬। রুপা আক্তার, মান্ডা, ঢাকা, বাংলাদেশ।
ব্যাস সিআইএম-০২, অত্র প্রতিষ্ঠানের জুনিওর ট্রেইনার হিসেবে চলতি মাস হতে কর্মরত আছেন।
whatsapp নাম্বার- ০১৭৯৭১৭৮৭৭৩।

আরো অনেকেই এই কোর্স করে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন-

তন্মধ্যে- মিষ্টি খাতুন, পাবনা, খাদিজা আক্তার, পাবনা, মোঃ ইমন হোসেন, কুমিল্লা পট্টি, ঢাকা, অনিমেষ বিশ্বাস, টঙ্গীপাড়া গোপালগঞ্জ, মোহাম্মদ তাহাউল হোসেন, চট্টগ্রাম, মোহাম্মদ ইলিয়াস হোসেন, ফেনী, মোঃ আসাব উদ্দিন গাজী জুরাইন পোস্তগোলা, ঢাকা, ইয়ামিন ইসলাম, মান্ডা, ঢাকা, নাঈম, পুকুরপাড়, ঢাকা, হীরা, পুকুরপাড়, ঢাকা, সোমা কুমিল্লা পট্টি, ঢাকা, হিমেল, রাজশাহি, রিমা আক্তার, খাদিজা আক্তার, আসিফ হুসাইন, ইস্তিয়াক, রামপুরা, ঢাকা। আরো অনেকেই এই কোর্স করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

* ভর্তির সময় ফি দিতে হবে-৫,৩০০/- টাকা মাত্র।
* অবশিষ্ট টাকা ৩টা ইনস্টলমেন্টে দিতে পারবেন।
* ১৬-তম ব্যাচের ক্লাস শুরু জুন-২০২৫ ইং মাসেই।

* ক্লাস টাইমঃ
সকাল শিফটঃ ৯ ০০ টা থেকে ১২.০০।
দুপুর শিফটঃ ৩.০০ টা থেকে ৬.০০টা।
সন্ধাকালীনঃ ৬ টা থেকে রাত ৯.০০ টা।
চাকুরীজীবীদের জন্যঃ বিকাল ৪.৩০ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)।

অফিস ফোনঃ ০২২২৪৪৫৯০১১
মোবাঃ ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১।

➡️ শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে মাষ্টার্স পর্যন্ত সকল গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

মোট আসন ২০টি (মেয়ে-১৪ জন, ছেলে-০৬ জন)।
সীট থাকা স্বাপেক্ষে ভর্তি হওয়া যাবে।

➡️ দূরের ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পাশেই (ছেলে/মেয়েদের) নিজস্ব তত্ত্বাবধানে আবাসিক সুবিধা রয়েছে।

🧡💗 কোর্স শেষে রেজাল্ট অনুযায়ী প্রতিষ্ঠান থেকে চাকরির ব্যবস্থা করা হয়।

🏚️ঠিকানাঃ কেয়ারগিভারস ইনস্টিটিউট অব মুগদা
৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, ঢাকা ১২০৩।

01/06/2025

🇯🇵🇯🇵এক লাখ মানুষকে জাপানে প্রেরণের
মহাপরিকল্পনায় আমরা এগিয়ে চলেছি।
🇯🇵🇯🇵প্রধান উপদেষ্টা: # Dr. Yunus
📚জাপানীজ ভাষা শিখি, স্বপ্নের দেশ জাপানে যাই!

🇯🇵 জাপানিজ ভাষা শিখুন মাত্র ৪ মাসে!
📣 N5 নতুন ব্যাচ শুরু হচ্ছে জুন-২০২৫ ইং থেকে!

📘 Level: 𝐍𝟓
📚 ক্লাস শুরু: ২৭ জুন-২০২৫ (শুএবার)
💰 কোর্স ফি: মাত্র ১২,০০০ টাকা!
🎁 স্পেশাল অফার: 𝐍𝟓-𝐍𝟒 একসাথে করলে মোট মাত্র ২০,০০০ টাকা!

আপনার স্বপ্নের জাপান যাত্রা শুরু হোক এখান থেকেই!
Caregivers Technical Institute
৬ বছরের অভিজ্ঞতায় আপনার পাশে!

✅ স্বল্প টিউশন ফি
✅ স্থায়ীভাবে বসবাসের সুযোগ
✅ পার্ট টাইম চাকরি
✅ স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর নিশ্চয়তা
📍 ঠিকানা: ৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, ঢাকা-১২০৩।
📞 যোগাযোগ: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১।
🔴 আসন সীমিত!

📌 এখনই ভর্তি হন, স্বপ্নের জাপান যাত্রা শুরু হোক আজ থেকেই!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caregivers technical Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram