স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম ও যৌন আলোচনা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম ও যৌন আলোচনা

স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম ও যৌন আলোচনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম ও যৌন আলোচনা, Sex Therapist, Dhaka.

Shout out to my newest followers! Excited to have you onboard! Riya Roy Riya, أكاديمية الحيرة, Múßtà Fíjúr, Oli Ulla, Sa...
24/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Riya Roy Riya, أكاديمية الحيرة, Múßtà Fíjúr, Oli Ulla, Sayra Rahman, Mustakim Hasan

24/09/2025
কিভাবে স্বামীকে আদর করবেন:-যৌন মিলনে সুখি হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী ...
30/08/2025

কিভাবে স্বামীকে আদর করবেন:-

যৌন মিলনে সুখি হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্যভূমিকা পালন করে থাকে আর স্ত্রীর ভূমিকা গৌন। কিন্তু স্ত্রী যখন স্বামীর আবেগকে বুঝবে, নিজেকে শুধুমাত্র নিজের স্বামীর কাছেই যৌন আবেদনময়ী করে উপস্থাপন করবে, স্বামীকে উত্তেজিত করে তুলবে, চুপচাপ বিছানার এককোণে পরে থাকবে না আশা করা যায় যৌনমিলন ভরপুর একসুখের সীমানায় নিয়ে যাবে।

# স্বামীর জন্য সাজুন, স্বামীকে ভালবাসুন, স্বামীর মেজাজকে বুঝতে চেষ্টা করুন।

# স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে খোলামেলা পোশাক পড়ুন, স্বামীর সামনে নিজের সৌন্দর্য কে ফুটিয়ে তুলুন।

# লাজুকতা থাকবে, এটা নারীর সৌন্দর্য। তবে বিছানায় ঝেড়ে ফেলুন। উগ্রতা মাঝে মাঝে কামনীয়, রোমান্টিক কথা, স্ত্রীর চিৎকার স্বামীকে পাগল করে দেয়, স্বামীর যৌন অক্ষমতা থেকে হিফাজত করে, সেক্স হরমোন রিলিজ করে, লিঙ্গকে দীর্ঘ সময় পর্যন্ত দৃঢ়, মজবুত করে রাখে।

# স্বামীকে দিয়েই আদর শুরু করুন, তার বিশেষ বিশেষ জায়গায় বিদ্যুৎ চমকায় দিন, তাকে গরম করে ছেড়ে দিন, যখন আপনার পালা আসবে তখন স্বামীর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে যাবে যা দ্রুত বীর্যপাত কমিয়ে দিবে।

# স্বামীর যৌন পার্ফমেন্স কে প্রশংসায় ভাসিয়ে দিন।স্পেশাল জিনিসটি নিজের প্রিয় জিনিস বানিয়ে নিন, আর স্বামীর কানে কানে সেটা জানিয়ে দিতে ভুলবেন না।

# স্বামীর পোশাক খুলতে সহায়তা করুন, প্রয়োজনে আপনি নিজে খুলে দিন, আর আপনারটা যেন আপনার স্বামী খুলে দেয়, তাকে যৌনতার শুরে অনুরোধ করুন।

# বডি মেসেজ এটা করতে ভূলবেন না, প্রচুর পরিমানে করুন, পরস্পরের সেক্সের আনন্দ বাড়িয়ে দিবে বহুগুন, স্বামীর সেনসেটিভ জায়গায় ভালোমত মেসেজ দিলে আশা করি দ্রুত বীর্যপাতের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে।

# হঠাৎ হঠাৎ স্বামীকে ঘুমের মধ্যে নিজে থেকে আদর করুন, উত্তেজিত করে, তার যৌনক্ষুধা বাড়িয়ে দিন।

# মাঝে মাঝে উঠতে বসতে হালকা যৌনালাপ করুন, মন মেজাজ ফুরফুরে থাকবে, সারাদিনের একঘেয়েমি দূর হয়ে যাবে, যৌনতাকে পরস্পরের মধ্যে মনখুলে ভালোবাসুন। নিজেদের মধ্যে গোপন রাখুন, মাঝে মাঝে সাংকেতিক ভাষা ব্যবহার করুন, যা শুধু আপনারা ছাড়া দুনিয়ার কেউই যেন না বুঝে।

# হঠাৎ হঠাৎ সেক্সুয়াল টেক্সট করুন, বলুন তাকে খুব মিস করছেন, কাছে পেতে খুব ইচ্ছে করছে।

# স্বামীর চরম পুলক অর্থাৎ বীর্যপাতের সময় বেশি আপন করে নিন, শক্ত করে জড়িয়ে ধরুন।

আশা করা যায় এতে আপনাদের বিবাহিত জীবন সুখকর হবে।
দুনিয়াতেই বেহেস্তের সুখ-শান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ভালো লাগলে পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।

04/08/2025

কোন ভিটামিনের অভাবে কমে যায় পুরুষদের শুক্রাণু... হাত-পা ঝিঁঝিঁ, অসাড়! বেঁকেও যেতে পারে পায়ের পাতা... আপনারও ঘাটতি নেই তো?

স্ত্রীর সাথে সহবাস করাও সদকা! কিন্তু কেন?এ সম্পর্কে সহীহ মুসলিম এর ১০০৬ নম্বর হাদিস টা পড়ে নিন।আবূ যর রাদিয়াল্লাহু ’আনহু...
09/06/2025

স্ত্রীর সাথে সহবাস করাও সদকা!
কিন্তু কেন?

এ সম্পর্কে সহীহ মুসলিম এর ১০০৬ নম্বর হাদিস টা পড়ে নিন।

আবূ যর রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি এর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামকে বলেন:

"হে আল্লাহর রাসূল!
ধনী লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামায পড়ি তারাও সেরকম নামায পড়ে, আমরা রোযা রাখি তারাও সেরকম রোযা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সদকা করে।

তিনি বলেন:
"আল্লাহ্ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সদকাহ্ দিতে পার। প্রত্যেক তাসবীহ্ (সুবহান আল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহমীদ (আলহামদুলিল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ্) হচ্ছে সদকাহ্।

প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকাহ্ এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকাহ্। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকাহ্!

তারা জিজ্ঞাসা করেন: হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্খা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে, তাতেও কি সওয়াব হবে?

তিনি বলেন:
"তোমরা কি দেখ না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে, তখন সে গোনাহ্গার হয় কি না! সুতরাং অনুরূপভাবে যখন সে ঐ কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে।"

সুবহানাল্লাহ। কত মহান আমাদের এই দ্বীন। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন।
আমিন।

দ্বীনের পথে(Way To Deen)

Big shout out to my newest top fans! 💎 নীরব প্রেমের গল্পDrop a comment to welcome them to our community,  fans
12/04/2025

Big shout out to my newest top fans! 💎 নীরব প্রেমের গল্প

Drop a comment to welcome them to our community, fans

রাতের জোসনা চাঁদের আলো সবারই মন চুয়ে যায়।
12/04/2025

রাতের জোসনা চাঁদের আলো সবারই মন চুয়ে যায়।

চলা পথ হওয়া দরকার গোড়ার মত দূদান্ত গতিতে,,,
12/04/2025

চলা পথ হওয়া দরকার গোড়ার মত দূদান্ত গতিতে,,,

প্রজাপতি এমনি হয়, কখনো এ ফুলে কখনো ঐ ফুলে
12/04/2025

প্রজাপতি এমনি হয়, কখনো এ ফুলে কখনো ঐ ফুলে

নারীর কেন প্রয়োজন স্বামীর????মনোচিকিৎসক এর চেম্বারে,অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ন...
13/03/2025

নারীর কেন প্রয়োজন স্বামীর????

মনোচিকিৎসক এর চেম্বারে,
অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???

মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই।কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?? নিশ্চয়ই নিজেকে না??!!

মহিলা: কখনো ই না!!
মনোচিকিৎসক:হ্যা ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার।যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!

দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার।
❤️

01/03/2025

বাবা-মায়েদের সহবাসে সচেতনতা

শারিরিক মিলন একটি প্রাকৃতিক চাহিদা। বর্তমান সময়ে ১০ বছরের ছেলে মেয়েদের শারিরিক পরিবর্তন হয়ে যায়।তখন থেকেই তাড়া শারারিক মিলন সম্পকে একটু একটু জানতে পারে এবং উত্তেজনা ফিল করে।

বর্তমান সময়ে এক জরিপে দেখা যায় যে, ৯০% ছেলে মেয়ের প্রথম যৌন অনুভুতি তৈরি হয় তাদের পরিবার থেকে। বাবা মা যখন সহবাস করেন তখন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা বুঝতে পারেন।

সহবাসের সময় তৃপ্তি জনিত আওয়াজ এবং বাবা মার অসাবধানতার কারনে ছেলে মেয়েরা বুঝে যায় বাবা মা সহবাস করছেন।

তাই বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে, ৭ বছরের উপরের ছেলে মেয়েদের আলাদা রুম দিতে হবে।

বাবা মার রুম গুলো একটু দূরে নিতে হবে যাতে তারা অনাকাঙ্ক্ষিত কোন কিছু বুঝতে না পারে ।

সহবাসের সময় বেছে নিতে হবে ছেলে মেয়েদের ঘুমানোর

পরে।

প্রত্যেক মায়ের উচিত ছেলের সামনে পোশাকে সংযত থাকা পর্দা করা।

বড় ছেলে মেয়েদের সামনে ছোট বাচ্চাদের স্তন দান না করা।

মায়ের কাপড় ( পেট.....কোট....,ব্র....,পেন...,পাজামা) নির্দিষ্ট স্থানে রাখা, যাতে ছেলের নজরে না আসে।

ভালো না লাগলে ইগনোর করুন,, বাজে মন্তব্য করবেন না প্লিজ এটি একটি সচেতনতা মূলক পোস্ট।
কপি পোস্ট

👉সহ*বাসে অধিক সুখ পেতে কেবল শুয়ে না থেকে স্বামীকে সাহায্য করুন এইভাবে‼️আমাদের দেশের মেয়েরা যৌ*ন মি*লনের সময় শুয়ে থাকা ছা...
13/12/2024

👉সহ*বাসে অধিক সুখ পেতে কেবল শুয়ে না থেকে স্বামীকে সাহায্য করুন এইভাবে‼️

আমাদের দেশের মেয়েরা যৌ*ন মি*লনের সময় শুয়ে থাকা ছাড়া স্বামীকে তেমন কোন সাহায্য করে না। এই দেশের মেয়েরা মনে করে মি*লনের সময় বিছানায় শুয়ে থাকা এবং মি*লনের আনন্দ উপভোগ করাই তাঁর কাজ। এ সময় যা কিছু করার সব তাঁর স্বামীই করবে।

কিন্তু এই ধারণাটি ভুল। মি*লনের সময় নারীকেও পুরুষের কাজে সাহায্য করতে হবে, স্ত্রীর সাহায্য ও সহযোগিতা ছাড়া মিলনে দুজনের পূর্ণ তৃপ্তি আসবে না। যৌ*ন মি*লনের সময় নারী পুরুষকে অসহযোগিতা করলে নারীরই ক্ষতি। হয়তো পুরুষের তৃপ্তি হয়ে যাবে, কিন্তু এই মি*লনে নারীর পরিপূর্ণ যৌ*ন তৃপ্তি লাভ হবে না।

নারীদের যৌ*ন মিলনকে আরও অধিক সুখ লাভ ও উপভোগ্য করতে তুলতে আমরা যৌ*ন মিলনের সময় নারীর কিছু করনীয় বিষয় তুলে ধরেছি যা নারী তাঁর যৌ*ন তৃপ্তি লাভের জন্য স্বামীকে সাহায্য করতে পারে।

✍️যৌ*ন মি*লনের পূর্ণতৃপ্তি লাভে স্ত্রী কিভাবে স্বামীকে সাহায্য করতে পারে জেনে নিন ৭ টি কৌশল বা টিপস।

❤️ পূর্ণ তৃপ্তি লাভেঃ পূর্ণ তৃপ্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে জানাতে হবে ও নিজেও চেষ্টা করতে হবে, যাতে একই সময়ে দুজনের তৃপ্তি ঘনিয়ে আসে।

💛 পতনঃ স্বামীর পতনের সঙ্গে নিজের পতন হয় বা একটু আগে নিজের পূর্ণ তৃপ্তি হয় সেদিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।

💙 লি*ঙ্গ নিস্তেজঃ স্বামীর অঙ্গ নিস্তেজ হওয়ার আগেই নিজের পূর্ণ তৃপ্তি ঘনিয়ে আনতে হবে।

💜 নারীর উত্তেজনাঃ স্বামীর পতন হয়ে গেছে, অথচ স্ত্রীর উত্তে*জনা তখন মাঝপথে, এরকম অবস্থায় স্বামীর দ্বারা বিভিন্ন উপচার প্রয়োগ করে নিজের পূর্ণ তৃপ্তি আনতে হবে। অথবা যৌ*ন মিলনের সময় বাড়ানোর কৌশল অবলম্বন করতে হবে।

♥️ পূর্ণ তৃপ্তি আসনঃ পূর্ণ তৃপ্তির জন্যে যদি স্বামী স্ত্রীর কোন রকম বিশেষ আসন ভঙ্গি করতে মন চায় তাহলে পরস্পরের কাছে খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। কোন কোন সে*ক্স পজিশন ব্যবহার করে যৌ*ন মি*লনে অধিক সুখ লাভ করা যায়, সেসব আসন গুলো খুঁজে বের করতে হবে।

💛 একই সময়েঃ মনে রাখতে হবে, নর-নারীর মি"লনের চরম আদর্শ হল পূর্ণ তৃপ্তি। তাই একই সময়ে দুজনের পূর্ণ তৃপ্তি হওয়া বাঞ্ছনীয়।

💙 শেষ পর্যায়ঃ মি*লনের শেষ পর্যায়ে যদি স্তন চোষণ, ভগাঙ্কুর ম*র্দন ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্বামীকে জানিয়ে সেইমতে কাজ করতে হবে। অথবা ফিঙ্গারিং বা ফোরপ্লের সাহায্য নিতে হবে। এই ফোরপ্লের মাধ্যমে একজন নারী যৌ*ন মি*লন ছাড়াও যৌ*ন আনন্দ উপভোগ করতে পারে। কিভাবে ফোরপ্লে প্রয়োগ করতে হয় তা স্বামীর জানা না থাকলে স্ত্রী স্বামীকে শিখিয়ে দিতে পারেন।

💓ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য... আশা করি সবসময় সাথেই থাকবেন ইনশাআল্লাহ🖤
পাপমুক্ত থাকুন... সুস্থ থাকুন, ভালো থাকুন...

⭕ আশাকরি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকুন ধন্যবাদ সবাইকে শুভ সকাল 👉👉

Address

Dhaka

Telephone

+8801646246534

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম ও যৌন আলোচনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category