
28/08/2025
ব্যথায় ভোগান্তি আর নয়, সঠিক চিকিৎসায় হবে নিরাময়!
শরীরের ব্যথা আমাদের জীবনযাত্রাকে ধীরে ধীরে দুর্বিষহ করে তোলে। অনেক সময় আমরা ব্যথাকে অবহেলা করি কিংবা ঘরোয়া উপায়ে সাময়িকভাবে উপশম করার চেষ্টা করি। কিন্তু দীর্ঘদিনের ব্যথা কখনোই অবহেলার বিষয় নয়। কারণ, এটি শুধু শারীরিক কষ্টই নয়, মানসিক চাপও তৈরি করে।
আজকাল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ব্যথা নিরাময়ে রয়েছে কার্যকরী ও নিরাপদ সমাধান। বিশেষ করে, ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এখন বিশ্বজুড়ে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। এতে অস্ত্রোপচার ছাড়াই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যথার মূল কারণ খুঁজে বের করে নির্দিষ্ট স্থানে চিকিৎসা দেওয়া হয়। ফলে রোগী দ্রুত আরাম পান এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সায়াটিকা, জয়েন্ট ব্যথা, মেরুদণ্ডজনিত ব্যথা বা দীর্ঘমেয়াদী যেকোনো ব্যথার ক্ষেত্রেই সঠিক সময়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখবেন—ব্যথাকে অবহেলা করলে তা জটিল আকার ধারণ করতে পারে।
👉 তাই ব্যথার সাথে নয়, চিকিৎসার সাথেই করুন বন্ধুত্ব।
👉 আধুনিক চিকিৎসা গ্রহণ করুন, ব্যথামুক্ত জীবন গড়ুন।
👉 আজই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং ব্যথামুক্ত জীবনের পথে এক ধাপ এগিয়ে যান।
👨⚕️ ডা: মোহাম্মদ শামসুল আরেফীন
সহকারী অধ্যাপক ও ইনচার্জ
পেইন মেডিসিন বিভাগ
ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স ও হাসপাতাল
#চেম্বারঃ
🏥 আভা পেইন এন্ড ইনটারভেনশন সেন্টার
📍 বাড়ী-২৬, রোড-২২, ব্লক-ডি, মিরপুর-৬, ঢাকা-১২১৬।
(মিরপুর ৬নং জামে মসজিদের উত্তরে ২য় গলি)
#রোগী দেখার সময়ঃ
🕒 প্রতি শনি থেকে বুধবার (বিকাল ৫:৩০ টা থেকে রাত ৮:০০ টা)
#সিরিয়ালের জন্য যোগাযোগঃ 📲 ০১৮২৯-৪৪৮৮৪৪ | 📲 ০১৯৮৮-২১২৪৪৪
ব্যথামুক্ত জীবনই হোক আপনার অধিকার! 🌿
#মেরুদণ্ডেরচিকিৎসা #অপারেশনছাড়া_চিকিৎসা #সুস্থমেরুদণ্ড #ব্যথামুক্তজীবন #আধুনিকচিকিৎসা #সুস্থজীবন #ডাঃ_মোহাম্মদ_শামসুল_আরেফীন #ব্যথামুক্তজীবন #আল্ট্রাসাউন্ডগাইডেডনার্ভব্লক #আধুনিকচিকিৎসা #ব্যথানিরাময়