Whistle Bangladesh

Whistle Bangladesh 'Whistle - হুইসেল' এক বাঁশিতে চলবে দেশ

দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশকে কি দিচ্ছেন সেটাই বড় কথা...


ঘুনেঁ ধরা সিস্টেমকে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ সাহসী মানুষ নিয়ে গড়া প্ল্যাটফর্ম Whistle এ আপনাকে স্বাগতম।

আমাদের চারপাশের গতানুগতিক সমস্যাকে মাথায় রেখে সমাধানের পথ খুঁজে বের করবো আমরা। সমস্যাগুলোর সমাধান হলেই পরিবর্তন আসবে। যুগ-যুগান্তরের ঘুনেঁ ধরা সিস্টেম পরিবর্তন করা খুব সহজ কাজ নয় সেটা আমি, আপনি, আমরা সবাই জানি। তবুও উদ্যেগ নিতে হবে। কাউকে না কাউকেই এগিয়ে আসতেই হবে। আমরা উদ্যেগ নিলাম, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এটাই বাস্তবতা, এটাই বিশ্বাস...

'Whistle - হুইসেল' এক বাঁশিতে চলবে দেশ, পরিবর্তনের পথে বাংলাদেশ...


জয়েন করুনঃ https://www.facebook.com/groups/whistlebd/

Your selfless service for the betterment of people continued until your last breath. May you be at peace and blessed und...
05/04/2023

Your selfless service for the betterment of people continued until your last breath. May you be at peace and blessed under the care of the Most Merciful.

Rest In Peace Tapas Barua....

Tapas Barua your selfless service for the betterment of people continued until your last breath. May you be at peace and...
05/04/2023

Tapas Barua your selfless service for the betterment of people continued until your last breath. May you be at peace and blessed under the care of the Most Merciful.


২০০৭ সালে শিকাগোল্যান্ডে ম্যাথিউ হিল কোলন ক্যানসারে মারা যান। উল্লেখ্য, কোলন ক্যানসার হলো আমাদের খাদ্য পরিপাক যন্ত্রের ব...
06/11/2021

২০০৭ সালে শিকাগোল্যান্ডে ম্যাথিউ হিল কোলন ক্যানসারে মারা যান। উল্লেখ্য, কোলন ক্যানসার হলো আমাদের খাদ্য পরিপাক যন্ত্রের বৃহদন্ত্রে হওয়া একটি ক্যানসার। সাধারণত পুরুষদেরই এই ক্যানসার বেশি হয়।

ম্যাথিউ মারা যাওয়ার পর ২০০৯ সালে তার পরিবার সিদ্ধান্ত নেয়, তারা ক্যানসারের চিকিৎসা এবং গবেষণা খাতের জন্য অর্থ সংগ্রহের কাজ করবে। ক্যানসারের ব্যাপারে জনসচেতনতা তৈরি করবে। এজন্য তারা একটি ট্রেন্ড চালু করার সিদ্ধান্ত নেয় যা হলো নো শেভ নভেম্বর।

এক মাস শেভ না করার সাথে ক্যানসার সচেতনতার কি সম্পর্ক সেটা অনেকের মাথায় আসতে পারে। একমাস শেভ করার পেছনে যে অর্থ ব্যয় হয় সেটাকে ক্যানসারের চিকিৎসায় দান করে দেয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ২০০৯ সালে এই সংস্থাটি চালু করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ করেছে।

মুখের দাঁড়ি-গোঁফ হলো পুরুষদের বিশেষ একটি বৈশিষ্ট্য আর কোলন ক্যানসার পুরুষের বেশি হয়। এই সংস্থার একটা নিয়ম আছে। সেটা হলো যারা এই সচেতনতার অংশ হতে চায় তারা মাসের শুরুতে একদম ক্লিন শেভ করে ফেলবে। পুরো মাস রেজরের কাছে যেতে পারবেনা। এই সময়টুকুর মধ্যে নিজের আশেপাশের মানুষদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দেবেন।

সবার একই সময়ে দাঁড়ি গজায় না। আবার অনেক মেয়েও এই ট্রেন্ডের অংশ হতে চায়। কিন্তু দাঁড়ি না থাকায় তারা এর নিয়ম মেনে চলতে পারে না। অনেকের আবার চাকরির খাতিরে নিয়মিত শেভ করতে হয়। তাদের জন্য এই ট্রেন্ডের অংশ হওয়া বেশ সমস্যাই বটে। সেক্ষেত্রে তারা শেভ না করে নো শেভ নভেম্বরের ওয়েবসাইট থেকে পণ্য কিনে সাহায্য করতে পারেন। নারীরা চাইলে পেডিকিউর এবং মেনিকিউরের পিছনে একমাসে বিউটি পার্লারে গিয়ে যে অর্থ খরচ করতেন, তা ক্যানসারের চিকিৎসায় দান করে দিতে পারেন।

আরো বিস্তারিত জানতে পারবেন তাদের ওয়েবসাইট : https://no-shave.org/

, ,

23/05/2020
সারাদেশে ভয়ংকর করোনা ভাইরাসের কারনে টানা লকডাউন থাকার ফলে সাধারন মানুষ খেটে খাওয়া মানুষের কোন কাজ নেই.... তাদের পাশে...
09/05/2020

সারাদেশে ভয়ংকর করোনা ভাইরাসের কারনে টানা লকডাউন থাকার ফলে সাধারন মানুষ খেটে খাওয়া মানুষের কোন কাজ নেই.... তাদের পাশে দাড়ানোর জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভেচ্ছা আপু ও তার বন্ধুরা.... গত ৮ই এপ্রিল আপু ও তার বন্ধুরা বাংলাদেশের ৬৭ জন পরিবারের পাশে দাড়িয়েছেন, ঠিক তেমনি এইবার আরো ৫৭ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন.... আমরা এইবার চেষ্টা করেছি যারা বলতে পারছে না মুখ ফুটে সাহায্যের কথা, সেই সব মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্তদের পাশে....

ধন্যবাদ প্রবাসী বাংলাদেশী শুভেচ্ছা আপু ও তার বন্ধুদের....

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখবেন....

~~~~ দেশ তোমাকে কি দিলো সেটা বড় কথা নয়, তুমি দেশকে কি দিলে সেটা বড় কথা.... এইবার দেশকে দেবার পালা~~~~

21/04/2020
পৃথিবীময় ভয়ংকর করোনা ভাইরাসে আক্রান্ত... বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু হয়েছে... গত ১২-১৩ দিন কার্যত দেশের খেটে খাওয়া মান...
09/04/2020

পৃথিবীময় ভয়ংকর করোনা ভাইরাসে আক্রান্ত... বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু হয়েছে... গত ১২-১৩ দিন কার্যত দেশের খেটে খাওয়া মানুষের কাজ নেই... অনেকেই না খেয়ে আছে... আমাদের হুইসেল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর Priyanka Paul Chowdhury আপু আমাকে কিছুদিন আগে জানায় উনার কাজিন অস্ট্রেলিয়া প্রবাসী শুভেচ্ছা আপু ও উনার কিছু বন্ধুরা মিলে বাংলাদেশের জন্য কিছুরতে চায়... দায়িত্ব নিলাম আমরা Whistle Bangladesh এবং Whistle Bloodlink... যেহেতু লগ ডাউন তাই আমরা মোবাইল এবং ফেইসবুকে নিজেদের সাথে যোগাযোগ করে আমরা প্রথমে লিস্ট করেছি... এই পর্যায়ে Tapas Barua ও হুইসেল ব্লাডলিংক এর সদস্য জহির,শিহাব,রেজাউল, মানিক,ছোটন কাজ করেছে অসাধারন ভাবে...

আমরা গতকাল বিতরন করেছি - টেক্সটাইল,বায়েজিদ থানা এরিয়া, ডেবার পাড়,কুসুম বাগ,দামপাড়া, ১ কিলোমিটার, বহদ্দারহাট এরিয়া তে... আগামী কাল ও কিছু বিতরন করা হবে...

হুইসেল বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ হুইসেল ব্লাড লিংক এর সদস্যদেরকে... ধন্যবাদ মেসার্স রব স্টোরের মালিক হোসেইন, মামুন এবং তাদের ৪ জন স্টাফকে যারা সারাদিন ধরে সব কাজ ফেলে আমাদের কাজ গুলো করে দেওয়ার জন্য... ধন্যবাদ Mohammad Towhidul Amin Towhid বন্ধুকে যে আমাদের সাথে বিভিন্ন এলাকায় নিজ দায়িত্বে ভলেন্টিয়ার কাজে যুক্ত হওয়ার জন্য... এবং বিশেষ ধন্যবাদ Dr. Anuradha Biswas আন্টিকে যিনি নিজ দায়িত্বে অসুস্থ শরীর নিয়ে আমাদের সাথে বিভিন্ন এলাকায় গিয়ে খাদ্য সহায়তায় অংশগ্রহন করার জন্য, এবং আমাদের পুরো কাজটার সমন্বয় করার জন্য...আর শেষ ধন্যবাদটা অস্ট্রেলিয়া প্রবাসী শুভেচ্ছা আপু ও তার সব বন্ধুদেরকে...

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন...

~~~ দেশ তোমাকে কি দিলো সেটা বড় কথা নয়, তুমি দেশকে কি দিলে সেটা বড় কথা...
এইবার দেশকে দেবার পালা ~~~

09/11/2019

১. দুর্যোগের সময় নিয়মিত রেডিও শুনুন। ট্রলার, নৌকায় ও বাসা বাড়িতে অতিরিক্ত ব্যাটারি সংগ্রহে রাখুন।

২. ... নং বিপদসংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে গর্ভবতী মা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আশ্রয়কেন্দ্রে অথবা নিরাপদ কোনো স্থানে নিয়ে যান।

৩. বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে গরু-ছাগলের বাঁধন খুলে দিন। সম্ভব হলে সেগুলোকে নিরাপদ কোন আশ্রয়ে নিয়ে যান।

৪. কোন বিপদ সংকেতে কী করবেন তা নিজে জানুন অন্যকে জানান।

৫. আপনার মূল্যবান জিনিসপত্র, শুকনো খাবার, খাবার পানি ইত্যাদি পলিথিনে বেঁধে মাটিতে পুতে রাখুন এবং সেখানে চিহ্ন দিয়ে রাখুন। তবে মনে রাখবেন জাতীয় পরিচয়পত্র, জমি-জমার দলিলপত্র, ভিজিডি/ভিজিএফ কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি পলিথিনে বেঁধে নিজের সঙ্গে রাখুন।

৬. পুকুরের পাড় উঁচু করুন এবং চারিদিকে জাল দিয়ে ঘিরে রাখুন।

৭. টিউবওয়েল খুলে পাইপের মুখ পলিথিন দিয়ে মুড়ে শক্ত করে বেঁধে রাখুন।

৮. বিপদের সময় বাড়ির লোকজন এবং এলাকার অন্যান্যরা কে কী করবেন তা আগেই ঠিক করে রাখুন। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠন করুন এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

Address

Bir Uttam CR Datta Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Whistle Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Whistle Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram