KHAN Homoeo Center

KHAN Homoeo Center now Dr.Md arafat hossain khan is join in this clinic as an assistant doctor..

Since 1983 Dr.Md.Golam hossain khan is executing this clinic with care and dignity.By the blessing of ALL MIGHTY OF ALLAH complicated diseases like cancer,renal stone,leukaemia,asthma,stomatitis,cardiovascular disease, hemiplegia r treated successfully. Since 1983 Dr.Md.Golam hossain khan is executing this clinic with care and dignity.By the blessing of ALL MIGHTY OF ALLAH complicated diseases lik

e cancer,renal stone,leukaemia,thalassamia,asthma,stomatitis,cardiovascular disease, hemiplegia,paraplegia,fibroid uterus,uterine prolapse,hepatitis A,B,C,D.back pain,skin disease,stroke,sexual transmitted disease like gonorrhea syphilis,sexual weakness etc are treated successfully.

রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA), একটি অটোইমিউন অবস্থা যা জয়েন্টগুলিতে ব্যথা, ফোলাভাব, শক্ত হওয়া এবং ক্ষতির কারণ হয়। এটি জ...
30/10/2024

রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA), একটি অটোইমিউন অবস্থা যা জয়েন্টগুলিতে ব্যথা, ফোলাভাব, শক্ত হওয়া এবং ক্ষতির কারণ হয়। এটি জয়েন্টগুলির প্রদাহ এবং ব্যথা ঘটতে পারে।
লক্ষণ ও উপসর্গ রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণগুলি সনাক্ত করা প্রাথমিক রোগ নির্ণয় এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:
ক্রমাগত ব্যথা এবং ফোলাভাব, প্রায়ই একাধিক জয়েন্টগুলিকে প্রভাবিত করে, বিশেষ করে হাত ও পায়ের মতো ছোট জয়েন্টগুলি। জয়েন্টগুলোতে শক্ত হওয়া, বিশেষ করে সকালে বা নিষ্ক্রিয়তার পর, 30 মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। অপ্রতিরোধ্য ক্লান্তি এবং সাধারণ অস্বস্তির অনুভূতি, যা দৈনন্দিন কাজকর্মকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সময়ের সাথে সাথে, RA জয়েন্টের বিকৃতি এবং জয়েন্ট ফাংশন হারাতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু পদ্ধতিগত লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ওজন হ্রাস এবং রক্তশূন্যতা।
কিছু সম্ভাব্য রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণগুলির মধ্যে রয়েছে
বয়স: যে কোনো বয়সের প্রাপ্তবয়স্করা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 40 থেকে 60 বছর বয়সের মধ্যে আবিষ্কৃত হয়। জেনেটিক্স: যে ব্যক্তিদের RA এর পারিবারিক ইতিহাস রয়েছে তাদেরও জেনেটিক প্রবণতা নির্দেশ করে এমন অবস্থার বিকাশের বহুগুণ ঝুঁকি থাকতে পারে। পরিবেশগত কারণগুলি: ধূমপানের সাথে ইতিবাচক পরিবেশগত কারণগুলির সংস্পর্শে, বিশেষ করে জেনেটিকালি প্রবণ ব্যক্তিদের মধ্যে RA বৃদ্ধির হুমকি বাড়িয়ে তুলতে পারে।
হোমিওপ্যাথিক চিকিৎসা সব উপসর্গ কমাতে পারে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস নিরাময় করতে পারে। হোমিওপ্যাথি এই অবস্থাটিকে খুব কার্যকরভাবে চিকিত্সা করে কারণ এটি ব্যাধির কারণের চিকিত্সার উপর দৃষ্টি নিবদ্ধ করে। হোমিওপ্যাথির প্রতিকারগুলি অত্যধিক সক্রিয় ইমিউন সিস্টেমকে মাঝারি করে এবং এইভাবে হাড়ের প্রদাহ কমাতে সাহায্য করে। হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার চিকিৎসা ইতিহাস, উপসর্গ, কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিয়ে রোগ নির্ণয় শুরু করেন এবং সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করেন। কিছু ওষুধ যা রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করতে পারে।
ওষুধ সমুহ
এপিস মেল
ব্রায়োনিয়া
কোলচিকাম
কস্টিকাম
কলোফিলাম
লিডাম পাল
যোগাযোগ
ডাঃ মোঃ আরাফাত হোসেন খান।
বি এইচ এম এস (ঢাবি) এম পি এইচ (এন এস ইউ)
01675-490050
খান হোমিও সেন্টার
২৭৮/৩, এলিফ্যান্ট রোড, কাটাবন ঢাকা ১২০৫

আমার দাদা ভাইয়ের জন্য সকলের নিকট দোয়ার আবেদন , মহান আল্লাহ পাক যেন নেক হায়াত ও তার বিধান মত জীবন পরিচালনার তৌফিক দান করে...
10/10/2024

আমার দাদা ভাইয়ের জন্য সকলের নিকট দোয়ার আবেদন , মহান আল্লাহ পাক যেন নেক হায়াত ও তার বিধান মত জীবন পরিচালনার তৌফিক দান করেন আমিন।

Contact for online service: WhatsApp: 01675-490050
19/06/2024

Contact for online service:
WhatsApp: 01675-490050

08/07/2023

সাইনাসের সমস্যা হলে দেহে জ্বর এবং দুর্বল একটা ভাব অনুভূত হয়। তবে একটু সচেতন হলে রোগ প্রতিরোধ করা সম্ভব। সাইনাসের আসলে কোন কাজ নেই। কেন যে এটা মানুষের শরীরে অবস্থান করে? গবেষকেরা অনেক মাথা ঘামিয়েও এর কোনা সমাধানে আসতে পারেননি। তবে এটা হলো আমাদের নাকের চার দিকে কিছু বায়ু প্রকোষ্ঠ থাকে যেগুলোর মধ্যে একটা ঝিল্লি থাকে যে ঝিল্লি নাকের সংগে সংযুক্ত। তাই নাকের কোনা সমস্যা হলে এটাকে অনেক ক্ষেত্রে সাইনাস বলা হয়

সাইনুসাইটিস কি: নাকের চারপাশে হাঁড়ের বাতাসপূর্ণ কুঠুরি থাকে, যেগুলোকে সাইনাস বলা হয়। সাইনুসাইটিস হলো সাইনোসের ব্যাকটেরিয়াজনিত প্রদাহ।
সাইনাসের প্রদাহের কারণ: সাইনাসের প্রদাহের মধ্যে ম্যাগজিলারি সাইনাসের প্রদাহ সবচেয়ে বেশী হয়। একিউট সাইনুসাইটিস ও শ্বাসনালির ওপরের অংশের প্রদাহ, এলার্জি, অপুষ্ঠি, স্যাঁত সেতে পরিবেশে থাকলে, দীর্ঘদিনের দাঁতের রোগ থেকেও প্রদাহ হতে পারে। আবার শ্বাসনালির ছিদ্র সরু হলেও এরকম হতে পারে। তবে বেশিরভাগ সাইনাসের প্রদাহ নাকের প্রদাহ থেকে হয়ে থাকে।

সাইনোসাইটিসের লক্ষণ: নাকের পাশে অনবরত ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা হতে পারে। সব সময় নাক বন্ধ থাকা, কোন স্বাদ ও ঘ্রাণ বুঝতে না পারা, সাধারণত বিমর্ষতা, অস্থিরতা ও অনীহা জাগা, মাঝে মধ্যে জ্বর আসা। মিউকোসার আবরণ পাতলা হয়ে যাওয়া।

নাকের পলিপ: নাকের পলিপ থেকেও সাইনুসাইটিস রোগ হতে পারে। নাকের পলিপের উৎপত্তি মূলত, নাকের সাইনাসগুলো থেকেই। আর এই পলিপ আসলে সাইনাসের কিংবা নাকের আবরণের একটি অংশ যা দেখতে অনেকটা আঙ্গুর ফলের থোকার মতো।

পলিপ রোগের উপসর্গ কি কি হতে পারে-
* নাক বন্ধ পলিপ রোগীদের প্রধান ও একমাত্র উপসর্গ বলা যেতে পারে।
* ঠাণ্ডাজনিত কারণে নাক বন্ধ প্রকট হয়।
* হাঁচি অন্যতম উপসর্গ।
* নাক থেকে পুঁজ বা পানি নির্গত হওয়া।
* মাথা ব্যথা।
* নাক ব্যথা বা মুখমণ্ডলে ব্যথা অনুভব করা।
* নাকের পিছনে ময়লা অনুভব করা, যা নাক টানলে কালো কালো পদার্থ বের হয়।
* ঘুষ ঘুষে কাশি, বার বার গলা পরিষ্কার করার চেষ্টা।
* নাক থেকে দুর্গন্ধ বের হওয়া।
* নাকে কথা কথা।
* হা করে বা মুখ খুলে ঘুমানো বা শ্বাস প্রশ্বাস নেয়া, নাকডাকা ইত্যাদি।

হোমিও প্রতিবিধান:
রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয় এজন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকে রোগী পুরা লক্ষণ নির্বাচন করতে পারলে তাহলে হোমিওপ্যাথিতে সাইনাসের সমস্যা সমাধান করা সম্ভব। আবার ইদানীং অনেক হোমিও চিকিৎসক বের হয়েছে নিজেদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলে। কিন্তু এইসব ডাক্তার বাবুদের রোগীরা যখন আমাদের কাছে আসে তখন দেখি রোগীদেরকে বিভিন্ন ক্যামিকেল,এসিড দিয়ে,অপ হোমিপ্যাথি চিকিৎসা দিয়ে থাকেন। এদেরকে ডাক্তার স্যামুয়েল হানেমান বলে থাকেন সংকর জাতের হোমিওপ্যাথি।

যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক সেহেতু লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করা বাঞ্ছনীয়। লক্ষণের উপর যেই সব ঔষধ আসতে পারে, নাক্স ভূমিকা, টিউবার কুলার, লেমনা মাইনর, ক্যালকেরিয়া কার্ব, সোরিনাম, থুজাসহ আরো অনেক মেডিসিন লক্ষণের উপর আসতে পারে তবে পলিপাসের জন্য অনেক সময় নাক বন্ধ থাকে।

যোগাযোগ- খান হোমিও সেন্টার।
২৭৮/৩ কাটাবন। ঢাকা।
ফোন- ০১৬৭৫৪৯০০৫০.

23/02/2023
Contact us for online treatment.
02/02/2023

Contact us for online treatment.

09/11/2022

We provide online healthcare service. Call doctor.
Dr.Arafat hossain khan.
B.H.M.S (DU) M.P.H (NSU)
Phone number: 01675490050

পাইলস হল মলদ্বারের চারপাশে ফোলা শিরা।ইহা দুই রকমের হতে পারে।বাহ্যিক এবং অভ্যন্তরীণ।অভ্যন্তরীণ পাইলস মলত্যাগের পর রক্ত পর...
01/09/2022

পাইলস হল মলদ্বারের চারপাশে ফোলা শিরা।ইহা দুই রকমের হতে পারে।বাহ্যিক এবং অভ্যন্তরীণ।
অভ্যন্তরীণ পাইলস মলত্যাগের পর রক্ত পরে এবং মলদ্বার দিয়ে চামড়া বের হয়ে আসে।
বাহ্যিক পাইলস মলদ্বারের চারপাশে চুলকানি, মলদ্বারের চারপাশে ব্যাথা বিশেষত যখন বসে।
পাইলস এর কারনঃ
১.মলত্যাগ এর সময় সট্যানিং
২.কোষ্ঠকাঠিন্য.
৩.মোটা শরীর।
হোমিওপ্যাথিতে পাইলস পুরোপরি ভাল হয়।হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসার
ফলে সব রোগ থেকে নিরাময় সম্ভব।
যোগাযোগ করুনঃ
ডাঃআরাফাত হোসেন খান।
খান হোমিও সেন্টার।

১. ২৭৩ কাটাবন,এলিফ্যান্ট রোড।
সময়সূচিঃ সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত

২.চমক ভিলা,সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
সময়সূচিঃ বিকাল ৫.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত

মোবাইলঃ ০১৬৭৫৪৯০০৫০

Address

273/3 Elephant Road. . Katabon Dhal
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 15:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801675490050

Website

Alerts

Be the first to know and let us send you an email when KHAN Homoeo Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KHAN Homoeo Center:

Share