NeuroGen Healthcare

NeuroGen Healthcare NeuroGen Healthcare is the first genome based precision medicine clinic in Bangladesh for genetic diseases.
(1)

Call for appointment: 01787662575 with child specialist, neurologist, and therapist. NeuroGen Healthcare is a pioneer in genetic diseases (epilepsy, autism, cystic fibrosis, rare syndromes and congenital anomalies etc.). NeuroGen is implementing precision medicine in Bangladesh for genetic diseases. First research based genomic healthcare in Bangladesh, introducing high throughput genome sequencing for clinical diagnosis and therapeutics.

► আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত, যা শরীরের দুই  বিপরীত ভাগকে নিয়ন্ত্রণ করে।→ অর্থাৎ মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক করলে ...
29/10/2025

► আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত, যা শরীরের দুই বিপরীত ভাগকে নিয়ন্ত্রণ করে।

→ অর্থাৎ মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক করলে শরীরের ডান পাশে এবং ডান দিকে স্ট্রোক করলে শরীরে বামদিকের কার্যক্ষমতা হ্রাস পায়।

► স্ট্রোকের পর -

✅শারীরিক কার্যক্ষমতা হ্রাস পেতে পারে
✅ কথা বুঝতে ও বলতে সমস্যা দেখা দিতে পারে
✅স্মরণশক্তি হ্রাস পেতে পারে
✅সঠিকভাবে খাবার চিবাতে, গিলতে সমস্যা হতে পারে
✅এমনকি এন জি টিউবের সহায়তা প্রয়োজন হতে পারে

→ স্ট্রোকের পর ২১ দিনের মধ্যে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুরু করলে রুগীর সর্বোচ্চ উন্নতি সম্ভব।

------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-----------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh
NeuroGen Healthcare

   Celebrating World Occupational Therapy Day 2025 — Empowering Lives Through Meaningful Activities.This World Occupatio...
28/10/2025




Celebrating World Occupational Therapy Day 2025 — Empowering Lives Through Meaningful Activities.

This World Occupational Therapy Day, we celebrate the hands that heal, the hearts that empower and the minds that inspire independence.

🔬𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট: শিশুর 𝐂𝐨𝐡𝐞𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞 —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা...👨‍👩‍👦 একজন ৩.৬ বছর বয়সী ছেলে ...
27/10/2025

🔬𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট:
শিশুর 𝐂𝐨𝐡𝐞𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞 —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা...👨‍👩‍👦

একজন ৩.৬ বছর বয়সী ছেলে শিশু, যার বাবা-মা দুজনেই সুস্থ এবং আত্মীয়তার সম্পর্ক নেই, তাকে 𝐖𝐡𝐨𝐥𝐞 𝐄𝐱𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠 (𝐖𝐄𝐒) টেস্টের জন্য রেফার করা হয় NeuroGen Healthcare এর Genetics and Genomic Medicine Center - GGMC এ।
রেফার করার কারণ ছিল শিশুটির:
👉 Cognitive delay
👉 Language delay
👉 Motor delay
👉 Syndromic appearance

শারীরিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণে দেখা যায়:
👉 Relatively small head
👉 Short stature
👉 Thick and arched eyebrows
👉 High nasal bridge
👉 Short philtrum
👉 Open-mouth appearance

🧬𝐖𝐡𝐨𝐥𝐞 𝐄𝐱𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠 (𝐖𝐄𝐒) টেস্ট এর মাধ্যমে জানা যায়:
WES টেস্টে শিশুটির 𝑽𝑷𝑺13𝑩 জিনে 𝐜𝐨𝐦𝐩𝐨𝐮𝐧𝐝 𝐡𝐞𝐭𝐞𝐫𝐨𝐳𝐲𝐠𝐨𝐮𝐬 ভ্যারিয়েন্ট শনাক্ত হয় —
👉 একদিকে heterozygous stopgain variant
👉 অন্যদিকে heterozygous frameshift insertion variant
𝑽𝑷𝑺13𝑩 জিনে loss-of-function ভ্যারিয়েন্টগুলো pathogenic হিসেবে পরিচিত, যা Cohen syndrome এর সঙ্গে সম্পর্কিত।
Cohen syndrome সাধারণত মুখের গঠনে অস্বাভাবিকতা, খাটো উচ্চতা, চলাচলে অদক্ষতা, শরীরের মাঝের অংশে অতিরিক্ত ওজন (স্থূলতা), বুদ্ধিবৃত্তিক জটিলতা, চোখের রেটিনায় ধীরে ধীরে ক্ষতি হওয়া এবং মাঝে মাঝে রক্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো লক্ষণ দিয়ে প্রকাশ পায়।

👨‍⚕️ 𝐏𝐨𝐬𝐭 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠:
🔴শিশুটির জেনেটিক টেস্টের ফলাফল পাওয়ার পর বাবা-মাকে জানানো হয় যে, এই রোগটি 𝐚𝐮𝐭𝐨𝐬𝐨𝐦𝐚𝐥 𝐫𝐞𝐜𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐢𝐧𝐡𝐞𝐫𝐢𝐭𝐚𝐧𝐜𝐞 দ্বারা হয়। অর্থাৎ শিশুর দুইটি ভিন্ন ভিন্ন allele-ই ক্ষতিগ্রস্ত হলে রোগ প্রকাশ পায়। তাই এই ক্ষেত্রে বাবা-মা উভয়েই একেকটি করে mutation-এর বাহক হবার সম্ভাবনা রয়েছে।
🔴তবে এটি নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো তাদের নিজেদের জেনেটিক টেস্ট করা।
বাবা-মা বিষয়টির গুরুত্ব বুঝে সম্মতি দেন, এবং তাদের দুজনেরই Sanger Sequencing করা হয় একই 𝑽𝑷13𝑩 জিনে।

👨‍👩‍👦 ফলাফল থেকে জানা যায় —
👉 বাবা: 𝑽𝑷𝑺13𝑩 জিনে heterozygous frameshift insertion-এর carrier
👉 মা: 𝑽𝑷𝑺13𝑩 জিনে heterozygous stopgain variant-এর carrier
👉 শিশু: উভয় ভ্যারিয়েন্টের জন্য compound heterozygous
🔴এই ফলাফল পরিবারটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা পরবর্তী সন্তানের পরিকল্পনা করছেন।
🔴Post-Genetic Counseling সেশনে তাদের বোঝানো হয় যে, ভবিষ্যতে preconception genetic counseling এবং prenatal diagnostic testing (যেমন Chorionic Villus Sampling বা CVS) নেওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে, যাতে আগেভাগেই জানা যায় শিশুটি একই রোগে আক্রান্ত হবে কি না।
🔴তারা carrier screening-এর গুরুত্ব বুঝে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও সচেতনতা তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন।

🧠 সচেতনতা বার্তা:
➡️ যদিও autosomal recessive disorder সাধারণত আত্মীয়তার সম্পর্ক থাকা দম্পতিদের মধ্যে বেশি দেখা যায়, এই কেসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে non-consanguineous দম্পতির মধ্যেও এমন জেনেটিক অবস্থা ঘটতে পারে যদি উভয়েই একই জিনের ভিন্ন ভিন্ন ক্ষতিকর ভ্যারিয়েন্ট বহন করেন।
➡️ সময়মতো genetic testing, carrier screening, এবং preconception counseling পরিবারে ঝুঁকি নির্ধারণ, পরিকল্পিত গর্ভধারণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- 𝐓𝐚𝐦𝐚𝐧𝐧𝐲𝐚𝐭 𝐁𝐢𝐧𝐭𝐞 𝐄𝐬𝐡𝐚𝐪𝐮𝐞
Head of Genetic Counseling
MSc. Biotechnology, BRAC University
Genetic Counseling Certificate Courses
• University of South Carolina, Columbia, USA
• Martin Luther Christian University, India
Consultant Genetic Counselor
Genetics and Genomic Medicine Centre,
NeuroGen Healthcare

🧬𝙃𝙈𝙂𝙉1 𝐠𝐞𝐧𝐞 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐃𝐞𝐟𝐞𝐜𝐭𝐬 𝐢𝐧 𝐃𝐨𝐰𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞!A new Nature study titled “Myocardial reprogramming by 𝙃𝙈𝙂𝙉1 underl...
26/10/2025

🧬𝙃𝙈𝙂𝙉1 𝐠𝐞𝐧𝐞 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐃𝐞𝐟𝐞𝐜𝐭𝐬 𝐢𝐧 𝐃𝐨𝐰𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞!

A new Nature study titled “Myocardial reprogramming by 𝙃𝙈𝙂𝙉1 underlies heart defects in 𝐭𝐫𝐢𝐬𝐨𝐦𝐲 𝟐𝟏” reveals how 𝙃𝙈𝙂𝙉1, a gene on chromosome 21, disrupts normal heart development.

Using human stem cell and mouse models, researchers found that overexpression of 𝙃𝙈𝙂𝙉1 shifts developing heart cells toward an abnormal state, while removing one 𝙃𝙈𝙂𝙉1 copy restores normal gene expression.

This discovery helps explain why nearly half of babies with Down syndrome are born with congenital heart defects.

Learn more:

Results suggest that increased expression of the HMGN1 gene is necessary for the cardiac defects observed in patients.

🧬𝐍𝐞𝐰 𝐆𝐞𝐧𝐞 𝐌𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐍𝐞𝐮𝐫𝐨𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐃𝐢𝐬𝐨𝐫𝐝𝐞𝐫𝐬A groundbreaking study has identified mutations in a small non-...
22/10/2025

🧬𝐍𝐞𝐰 𝐆𝐞𝐧𝐞 𝐌𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐍𝐞𝐮𝐫𝐨𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐃𝐢𝐬𝐨𝐫𝐝𝐞𝐫𝐬

A groundbreaking study has identified mutations in a small non-coding gene, 𝙍𝑵𝙐2-2, as the cause of a newly defined neurodevelopmental disorder, often associated with severe epilepsy.

🔹𝐊𝐞𝐲 𝐅𝐢𝐧𝐝𝐢𝐧𝐠𝐬:
👉🏼Mutations in RNU2-2 represent a newly discovered genetic cause of neurodevelopmental disorders (NDDs).
👉🏼These mutations usually arise spontaneously, rather than being inherited.
👉🏼The discovery underscores the critical role of small non-coding genes, once considered insignificant in brain development.

📖 Source: Mount Sinai Hospital (April 2025)
https://neurosciencenews.com/rnu2-2-neurodevelopment-genetics-28617/

► আন্তরিকভাবে অভিনন্দন নিউরোজেনের ক্লিনিকাল কনসালট্যান্ট ডাঃ মোঃ শাহ জাহান চৌধুরী (আব্দুল্লাহ) স্যারকে !→ ডাঃ শাহজাহান স...
21/10/2025

► আন্তরিকভাবে অভিনন্দন নিউরোজেনের ক্লিনিকাল কনসালট্যান্ট ডাঃ মোঃ শাহ জাহান চৌধুরী (আব্দুল্লাহ) স্যারকে !

→ ডাঃ শাহজাহান সিঙ্গাপুরের ১৬৫ বছরের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ শিশু হাসপাতাল KK Women’s and Children’s Hospital থেকে তাঁর Epilepsy and Paediatric Neurology Fellowship সফলভাবে সম্পন্ন করেছেন।

এছাড়াও, তিনি Asian Epilepsy Society (ASEPA) ও ASEAN Neurology Association (ASNA) দ্বারা পরিচালিত Epilepsy and Electroencephalogram (EEG) Board Exam-এও উত্তীর্ণ হয়েছেন।

আমরা সত্যিই গর্বিত যে ডাঃ শাহ জাহান এই ফেলোশিপ প্রোগ্রামটি সম্পন্ন করেছেন, যা আমাদের দেশের সেবার মানকে আরও সমৃদ্ধ করবে।

► NeuroGen Healthcare সবসময়ই জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকদের নিয়ে একটি মানসম্পন্ন টিম বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে Neurogenetics এবং Neurodevelopmental Disorders -এর ক্ষেত্রে।

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডাঃ আব্দুল্লাহ এই অক্টোবর থেকে পুনরায় NeuroGen Healthcare-এ যোগ দিয়েছেন এবং রোগী দেখা শুরু করেছেন।

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 01787662575

NeuroGen Healthcare সর্বদা আপনাদের পাশে আছে — বাংলাদেশে বিশ্বমানের দক্ষতাসম্পন্ন সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-----------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh
NeuroGen Healthcare

🧬𝐌𝐞𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐁𝐑𝐂𝐀𝟏 𝐚𝐧𝐝 𝐁𝐑𝐂𝐀𝟐 𝐌𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐒𝐡𝐨𝐮𝐥𝐝 𝐑𝐞𝐜𝐞𝐢𝐯𝐞 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐏𝐫𝐨𝐬𝐭𝐚𝐭𝐞 𝐂𝐚𝐧𝐜𝐞𝐫 𝐒𝐜𝐫𝐞𝐞𝐧𝐢𝐧𝐠!আমাদের দেশে সাধারণত 𝑩𝑹𝑪𝑨1 ও 𝑩𝑹𝑪𝑨2 জি...
19/10/2025

🧬𝐌𝐞𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐁𝐑𝐂𝐀𝟏 𝐚𝐧𝐝 𝐁𝐑𝐂𝐀𝟐 𝐌𝐮𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐒𝐡𝐨𝐮𝐥𝐝 𝐑𝐞𝐜𝐞𝐢𝐯𝐞 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐏𝐫𝐨𝐬𝐭𝐚𝐭𝐞 𝐂𝐚𝐧𝐜𝐞𝐫 𝐒𝐜𝐫𝐞𝐞𝐧𝐢𝐧𝐠!

আমাদের দেশে সাধারণত 𝑩𝑹𝑪𝑨1 ও 𝑩𝑹𝑪𝑨2 জিন টেস্ট মহিলাদের করা হয়, কারণ এগুলোর সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ছেলেরাও এই জিনের ত্রুটি বহন করতে পারে। যদিও পুরুষদের স্তন ক্যান্সার বিরল, কিন্তু 𝑩𝑹𝑪𝑨1 ও 𝑩𝑹𝑪𝑨2 জিনের পরিবর্তন (mutation) তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়।

ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ESMO) কংগ্রেস ২০২৫-এ প্রকাশিত এক সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, 𝑩𝑹𝑪𝑨1 বা 𝑩𝑹𝑪𝑨2 জিনে মিউটেশন থাকা পুরুষদের জন্য বছরে একবার PSA টেস্ট করা জরুরি, যাতে প্রোস্টেট ক্যান্সার আগেভাগেই শনাক্ত করা যায় এবং চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয়।

🎗️ এই অক্টোবর মাসে, আসুন নারী ও পুরুষ — সবাই মিলে সব ধরনের ক্যান্সার বিষয়ে সচেতন হই এবং সময়মতো পরীক্ষা করি।

Learn more: https://www.icr.ac.uk/about-us/icr-news/detail/men-with-brca1-and-brca2-gene-mutations-should-get-annual-prostate-cancer-screening

আমাদের 𝐂𝐚𝐧𝐜𝐞𝐫 𝐆𝐞𝐧𝐞 𝐏𝐚𝐧𝐞𝐥, 𝐁𝐑𝐂𝐀𝟏 & 𝐁𝐑𝐂𝐀𝟐 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐏𝐚𝐧𝐞𝐥, অথবা যেকোনো 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐒𝐜𝐫𝐞𝐞𝐧𝐢𝐧𝐠 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧-এ আসুন।

𝗡𝗲𝘂𝗿𝗼𝗚𝗲𝗻 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵𝗰𝗮𝗿𝗲
🌐 www.neurogenbd.com

📞 01787662575
📍 Eastern Dolan, Level - 4, 152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak, West Panthapath (Former Green Road), Dhaka - 1205, Bangladesh

Men with BRCA1 and BRCA2 gene mutations should get annual prostate cancer screening

► অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) ম্যানেজমেন্টে আমরা আছি আপনার পাশে। আমরা আপনার সন্তানের সম্ভাবনাকে উন্মোচ...
18/10/2025

► অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) ম্যানেজমেন্টে আমরা আছি আপনার পাশে। আমরা আপনার সন্তানের সম্ভাবনাকে উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন টিম আপনার সন্তানের বিকাশে সহায়তা করতে প্রস্তুত :

🗣️ স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট – কথা বলার দক্ষতা ও যোগাযোগের উন্নতি
💪 অকুপেশনাল থেরাপিস্ট – দৈনন্দিন কাজে স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধি
🏃 ফিজিওথেরাপিস্ট – শারীরিক সক্ষমতা ও গতিশীলতার উন্নয়ন

► পরামর্শ ও থেরাপি পেতে আজই যোগাযোগ করুন : 01787662575

------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh

👉আপনার আগামী প্রজন্মকে একটি সুস্থ জীবন দিতে – 𝐏𝐫𝐞-𝐌𝐚𝐫𝐢𝐭𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐓𝐞𝐬𝐭 সম্পর্কে জানুন:🔹𝐏𝐫𝐞-𝐌𝐚𝐫𝐢𝐭𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐓𝐞𝐬𝐭 কেন করবে...
16/10/2025

👉আপনার আগামী প্রজন্মকে একটি সুস্থ জীবন দিতে – 𝐏𝐫𝐞-𝐌𝐚𝐫𝐢𝐭𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐓𝐞𝐬𝐭 সম্পর্কে জানুন:

🔹𝐏𝐫𝐞-𝐌𝐚𝐫𝐢𝐭𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐓𝐞𝐬𝐭 কেন করবেন ?
👉 বিয়ের আগে DNA সিকোয়েন্সিং টেস্ট করে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনেই কোনো জেনেটিক রোগের বাহক (Carrier) কিনা।
👉 এতে ভবিষ্যতের সন্তানের জেনেটিক রোগ হবার ঝুঁকি আগেভাগেই বোঝা যায়।
🔹 নিউরোজেন হেলথকেয়ারের 𝐏𝐫𝐞-𝐌𝐚𝐫𝐢𝐭𝐚𝐥 / 𝐂𝐨𝐮𝐩𝐥𝐞 𝐂𝐚𝐫𝐫𝐢𝐞𝐫 𝐒𝐜𝐫𝐞𝐞𝐧𝐢𝐧𝐠 প্রোগ্রামে বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত ও নির্ধারিত প্রায় ৫০০ জিন সিকোয়েন্স করা হয়, যেগুলো বর্তমানে গুরুতর জেনেটিক রোগের জন্য দায়ী।
যেমন:
✅ থ্যালাসেমিয়া
✅ সিস্টিক ফাইব্রোসিস
✅ সিকেল সেল এনিমিয়া
✅ মেটাবলিক ডিসঅর্ডার
✅ বিভিন্ন মায়োপ্যাথি
✅ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার
➕ আরও অনেক Inherited Genetic Disorder

🔹 কারা বিশেষভাবে এই টেস্ট করবেন ?
✔️ যাদের পরিবারে আগে থেকেই জেনেটিক রোগ আছে
✔️ যাদের নিকট আত্মীয়ের মাঝে বিয়ে (consanguinity) হচ্ছে
✔️ বিয়ের আগে ভবিষ্যৎ সন্তানের ঝুঁকি জানতে আগ্রহী দম্পতি
✔️ এমনকি বিয়ের পর যাদের বারবার miscarriage হচ্ছে বা বাচ্চার হার্টবিট আসছে না

🧬 Pre-Marital Genetic Testing -- “আগাম সচেতনতা মানেই সুস্থ ভবিষ্যৎ”
📞 বিস্তারিত জানতে ও Genetic Counseling এর এপয়েন্টমেন্ট নিতে কল করুন:
👉 ০১৭৮৭৬৬২৫৭৫

------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-----------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh
NeuroGen Healthcare

🧠𝐄𝐚𝐫𝐥𝐲 𝐯𝐬. 𝐋𝐚𝐭𝐞 𝐀𝐮𝐭𝐢𝐬𝐦 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐢𝐬 –𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐭𝐡𝐞 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞?A new international study by the University of Cambridge...
14/10/2025

🧠𝐄𝐚𝐫𝐥𝐲 𝐯𝐬. 𝐋𝐚𝐭𝐞 𝐀𝐮𝐭𝐢𝐬𝐦 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐢𝐬 –𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐭𝐡𝐞 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞?

A new international study by the University of Cambridge has revealed that autism diagnosed in early childhood is genetically and developmentally distinct from autism diagnosed later in life.

🔹 Early-diagnosed children show social and behavioral challenges from a very young age.
🔹 Later-diagnosed individuals often face emotional and mental health struggles, like depression or ADHD, during adolescence.
🔹 The study highlights that autism is not a single condition, it’s a spectrum of diverse genetic and developmental pathways.
🔹 Early support and understanding can make a big difference in long-term outcomes.

Learn more: https://neurosciencenews.com/genetics-asd-development-age-29756/

A large-scale international study has revealed that autism diagnosed in early childhood is genetically and developmentally distinct from autism diagnosed later in life.

🎉𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟗 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞!🎉This year marks a significant milestone — 𝟗 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞’𝐬 ...
11/10/2025

🎉𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟗 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞!🎉

This year marks a significant milestone — 𝟗 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞’𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐢𝐧 𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭 𝐜𝐚𝐫𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡.
For us, it’s not just about diagnostics, it’s about understanding the value of each life, being by our patients’ side, and earning the trust of those who believe in us.

💙 𝑶𝒖𝒓 𝒉𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝒈𝒓𝒂𝒕𝒊𝒕𝒖𝒅𝒆 𝒕𝒐 𝒂𝒍𝒍 𝒐𝒖𝒓 𝒑𝒂𝒕𝒊𝒆𝒏𝒕𝒔, 𝒄𝒍𝒊𝒏𝒊𝒄𝒊𝒂𝒏𝒔, 𝒕𝒉𝒆𝒓𝒂𝒑𝒊𝒔𝒕𝒔, 𝒑𝒔𝒚𝒄𝒉𝒐𝒍𝒐𝒈𝒊𝒔𝒕𝒔, 𝒂𝒏𝒅 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒑𝒓𝒐𝒇𝒆𝒔𝒔𝒊𝒐𝒏𝒂𝒍 𝒘𝒉𝒐 𝒉𝒂𝒔 𝒃𝒆𝒆𝒏 𝒑𝒂𝒓𝒕 𝒐𝒇 𝒕𝒉𝒊𝒔 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚. 𝒀𝒐𝒖𝒓 𝒕𝒓𝒖𝒔𝒕, 𝒔𝒖𝒑𝒑𝒐𝒓𝒕, 𝒂𝒏𝒅 𝒄𝒐𝒍𝒍𝒂𝒃𝒐𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝒉𝒂𝒗𝒆 𝒔𝒉𝒂𝒑𝒆𝒅 𝒘𝒉𝒐 𝒘𝒆 𝒂𝒓𝒆 𝒕𝒐𝒅𝒂𝒚.

We remain committed to delivering accurate results, compassionate care, and continuous innovation in genetics. Here’s to growing together with care and trust. 🌿

𝐆𝐞𝐧𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠-এর পরবর্তী ধাপ: Genome Sequencing শেষ হলে আমাদের দক্ষ Bioinformatics Team বিপুল পরিমাণ raw data প্রসেস...
09/10/2025

𝐆𝐞𝐧𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠-এর পরবর্তী ধাপ:

Genome Sequencing শেষ হলে আমাদের দক্ষ Bioinformatics Team বিপুল পরিমাণ raw data প্রসেস করেন। এরপর শুরু হয় সূক্ষ্ম bioinformatics analysis, যেখানে ধাপে ধাপে সম্পন্ন হয় data alignment, variant calling, এবং annotation।

এই ধাপগুলো রোগ-সম্পর্কিত সম্ভাব্য জেনেটিক ভ্যারিয়েন্ট নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে, প্রতিটি ফলাফল ACMG guidelines অনুসরণ করে ক্লিনিক্যাল interpretation করা হয়।

Variant classification, pathogenicity assessment, এবং বিশেষজ্ঞ টিমের সাথে আলোচনার পর তৈরি হয় একটি comprehensive genetic test report, যা রোগ নির্ণয় ও চিকিৎসায় রোগী এবং চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh



#জেনেটিকপরীক্ষা

Address

NeuroGen Healthcare, Eastern Dolan, Level/4 ( 3rd Floor 152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak West Panthapath, Former, Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when NeuroGen Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NeuroGen Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category