NeuroGen Healthcare

NeuroGen Healthcare NeuroGen Healthcare is the first genome based precision medicine clinic in Bangladesh for genetic diseases.
(1)

Call for appointment: 01787662575 with child specialist, neurologist, and therapist. NeuroGen Healthcare is a pioneer in genetic diseases (epilepsy, autism, cystic fibrosis, rare syndromes and congenital anomalies etc.). NeuroGen is implementing precision medicine in Bangladesh for genetic diseases. First research based genomic healthcare in Bangladesh, introducing high throughput genome sequencing for clinical diagnosis and therapeutics.

10/09/2025

► ডা. শাওলি সরকার সম্প্রতি বাংলাদেশি টিভি চ্যানেল RTV-র জনপ্রিয় টক শো “হাত বাড়িয়ে দিলাম”-এ আমন্ত্রিত হয়েছেন।

সেখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার-এর ক্ষেত্রে জেনেটিক টেস্টিং-এর গুরুত্ব। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে, NeuroGen Healthcare-এ বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে জেনেটিক টেস্টগুলো সম্পাদিত হচ্ছে।

🙏 আমাদের NeuroGen Healthcare ও GGMC টিমের প্রতি আস্থা রাখার জন্য এবং আমাদের প্রচেষ্টাকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ডা. শাওলি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমাদের লক্ষ্য একটাই—
বাংলাদেশের সকল clinician, scientist এবং অভিভাবকের ভরসার জায়গা হয়ে ওঠা।

আমরা চাই, উন্নতমানের জেনেটিক টেস্ট ও চিকিৎসার জন্য বিদেশের উপর নির্ভর না করে, বাংলাদেশের ভেতরেই রোগীরা যেন সঠিক, নির্ভরযোগ্য ও বিশ্বমানের সমাধান পান। 🇧🇩

► যে কোন পরামর্শ এবং এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুণ : 01787662575

NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh

https://www.youtube.com/watch?v=oh1mXdRCF40
09/09/2025

https://www.youtube.com/watch?v=oh1mXdRCF40

► আপনার শিশু কি জেনেটিক রোগে আক্রান্ত ?Genetic রোগ বলতে বোঝানো হয় : আমাদের DNA-তে যখন কোনো ক্ষতিকারক পরিবর্তন ঘটে, আর তার ফ...

09/09/2025

► আপনার শিশু কি জেনেটিক রোগে আক্রান্ত ?

Genetic রোগ বলতে বোঝানো হয় : আমাদের DNA-তে যখন কোনো ক্ষতিকারক পরিবর্তন ঘটে, আর তার ফলে যদি কোনো রোগ তৈরি হয়, তাকেই আমরা Genetic রোগ বলি।

যেমন – Down Syndrome, Angelman Syndrome, Rett Syndrome, Dravet Syndrome এবং আরও অনেক রোগ।এ ধরনের রোগগুলো সাধারণত শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে।

তবে শুধু মস্তিষ্কই নয় – অনেক Genetic রোগ আমাদের পেশি, কিডনি, হার্ট, ফুসফুস, লিভার, হরমোনের মাত্রা, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।

জটিল এসব রোগ সময়মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে Genetic test এর মাধ্যমে শনাক্ত করা যায়। এরপর প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা গ্রহণ করা সম্ভব।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হলে জিনগত ত্রুটি সংক্রান্ত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই যদি আপনার সন্তানের মধ্যে কোনো Genetic রোগ থাকে, তবে পরবর্তী সন্তান নেওয়ার আগে অবশ্যই Genetic Carrier Screening করে নেবেন।

► এই বিষয়গুলো নিয়ে সঠিক পরামর্শ দিতে NeuroGen Healthcare সবসময় আপনার পাশে আছে। যে কোন পরামর্শ এবং এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুণ : 01787662575

NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh

𝐅𝐚𝐬𝐭𝐞𝐫 𝐏𝐫𝐨𝐠𝐫𝐞𝐬𝐬 𝐢𝐧 𝐒𝐩𝐞𝐞𝐜𝐡 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲: 𝐁𝐢𝐨𝐟𝐞𝐞𝐝𝐛𝐚𝐜𝐤 𝐇𝐞𝐥𝐩𝐬 𝐊𝐢𝐝𝐬 𝐈𝐦𝐩𝐫𝐨𝐯𝐞! 🗣️A new clinical trial has found that a special kind ...
09/09/2025

𝐅𝐚𝐬𝐭𝐞𝐫 𝐏𝐫𝐨𝐠𝐫𝐞𝐬𝐬 𝐢𝐧 𝐒𝐩𝐞𝐞𝐜𝐡 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲: 𝐁𝐢𝐨𝐟𝐞𝐞𝐝𝐛𝐚𝐜𝐤 𝐇𝐞𝐥𝐩𝐬 𝐊𝐢𝐝𝐬 𝐈𝐦𝐩𝐫𝐨𝐯𝐞! 🗣️
A new clinical trial has found that a special kind of speech therapy, called biofeedback-based therapy, can help children fix stubborn speech problems much more quickly.

𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐛𝐢𝐨𝐟𝐞𝐞𝐝𝐛𝐚𝐜𝐤 𝐭𝐡𝐞𝐫𝐚𝐩𝐲?
In this method, children don’t just listen to the therapist, even they can actually see how their mouth and tongue are moving. For example, ultrasound shows the tongue’s position, and acoustic displays show the sound patterns of speech. These visual cues guide kids to adjust their pronunciation in real time.

The trial focused on children with residual speech sound disorder, a condition where speech errors continue past age eight. Sounds like “𝙧” are especially hard to master.

🗣️𝐖𝐡𝐲 𝐢𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬:
-Kids using biofeedback improved 2.4 times faster than those in traditional therapy, in just three sessions.
-Faster results mean less frustration for children and families.
-Clinicians could manage more patients in less time, helping to reduce waiting lists.

Researchers say this approach could make speech therapy shorter, more effective, and more engaging for children who have struggled for years.

Source: https://neurosciencenews.com/biofeedback-speech-therapy-29679/

🌸✨𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗗𝗿.𝗡𝘂𝘀𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗺𝘀✨🌸We are happy to share that our 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐍𝐞𝐮𝐫𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭 𝐃𝐫. 𝐍𝐮𝐬𝐫𝐚𝐭 𝐒𝐡𝐚𝐦𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐩𝐫𝐨𝐦𝐨𝐭𝐞𝐝 𝐭...
08/09/2025

🌸✨𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗗𝗿.𝗡𝘂𝘀𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗺𝘀✨🌸
We are happy to share that our 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐍𝐞𝐮𝐫𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭 𝐃𝐫. 𝐍𝐮𝐬𝐫𝐚𝐭 𝐒𝐡𝐚𝐦𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐩𝐫𝐨𝐦𝐨𝐭𝐞𝐝 𝐭𝐨 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 at the National Institute of Neuro Sciences & Hospital (NINS). 🎂💐

𝗗𝗿.𝗡𝘂𝘀𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗺𝘀 is truly a well-deserved person who is polite, kind, and generous. A doctor should be just like her—someone whose presence alone makes patients feel half cured. 🫶

✨ Wishing you continued success ahead! ✨
𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗽𝗿𝗼𝘂𝗱 𝘁𝗼 𝗵𝗮𝘃𝗲 𝘆𝗼𝘂 𝗶𝗻 𝗼𝘂𝗿 𝗡𝗲𝘂𝗿𝗼𝗚𝗲𝗻 𝗙𝗮𝗺𝗶𝗹𝘆. ❤️

🧬জেনেটিক টেস্ট কিভাবে করে ?🧪জেনেটিক টেস্ট করার প্রক্রিয়া 👇:1️⃣জেনেটিক কাউন্সেলিং: পরীক্ষার প্রয়োজনীয়তায় পরিবারিক ইতিহাস ...
08/09/2025

🧬জেনেটিক টেস্ট কিভাবে করে ?🧪

জেনেটিক টেস্ট করার প্রক্রিয়া 👇:
1️⃣জেনেটিক কাউন্সেলিং: পরীক্ষার প্রয়োজনীয়তায় পরিবারিক ইতিহাস নেয়া এবং টেস্ট সম্পর্কে জেনেটিক কাউন্সেলরের সাথে বিস্তারিত পরামর্শ করা হয়।

2️⃣নমুনা সংগ্রহ : টেস্টে নমুনা হিসেবে রক্ত নেয়া হয় এবং এর থেকেই ডিএনএ আলাদা করা হয়।

3️⃣সিকোএন্সিং: DNA এর বিভিন্ন অংশগুলিকে সিকোএন্সিং মেশিন দ্বারা 'read' করা হয়।

4️⃣এনালাইসিস: আন্তর্জাতিক মান ও নিয়ম অনুযায়ী রোগ নির্ণয়ের জন্য এনালাইসিস করা হয়।

5️⃣ফলাফল: জেনেটিক ত্রুটি ও সংশ্লিষ্ট রোগের বিস্তারিত উল্লেখ করে পরীক্ষার রিপোর্ট তৈরি করা হয়।

6️⃣রিপোর্ট ব্রিফিং: জেনেটিক কাউন্সেলর রিপোর্টের ফলাফল ব্যাখ্যা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বা পরিবার পরিকল্পনার জন্য পরামর্শ দেন।

NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh

🌍𝗪𝗼𝗿𝗹𝗱 𝗗𝘂𝗰𝗵𝗲𝗻𝗻𝗲 𝗔𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀 𝗗𝗮𝘆 | 𝗦𝗲𝗽𝘁𝗲𝗺𝗯𝗲𝗿 𝟳Duchenne Muscular Dystrophy (DMD) is one of the most devastating genetic diso...
07/09/2025

🌍𝗪𝗼𝗿𝗹𝗱 𝗗𝘂𝗰𝗵𝗲𝗻𝗻𝗲 𝗔𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀 𝗗𝗮𝘆 | 𝗦𝗲𝗽𝘁𝗲𝗺𝗯𝗲𝗿 𝟳
Duchenne Muscular Dystrophy (DMD) is one of the most devastating genetic disorders worldwide. On this day, we highlight some critical facts that must not be ignored:

🔹 𝐃𝐌𝐃 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐅𝐨𝐜𝐮𝐬:
➡ Among genetic disorders, DMD has received the highest level of global drug research efforts. Yet, real progress in treatment is still limited. Every country should prioritize proper diagnosis and work towards bringing personalized medicine for their own patients.

🔹 𝐂𝐚𝐫𝐫𝐢𝐞𝐫 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐭𝐞𝐫𝐬:
➡ Identifying carriers before marriage or pregnancy is crucial to reducing the risk of passing on this disorder to the next generation.

🔹 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬 𝐢𝐧 𝐔𝐫𝐛𝐚𝐧 𝐀𝐫𝐞𝐚𝐬:
➡ In many urban settings, misdiagnosis is common. Sometimes mild CPK elevation or myopathy-like symptoms are prematurely labeled as DMD.
➡ We must remember: many other conditions mimic DMD but are not actually DMD.

🔹 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐏𝐫𝐨𝐩𝐞𝐫 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐢𝐬:
➡ Only through accurate genetic testing can we distinguish DMD from other similar conditions.
➡ Correct diagnosis may even reveal target-based treatments for other muscular disorders.

💡 𝐀𝐭 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞’𝐬 𝐆𝐆𝐌𝐂, 𝐰𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐞𝐞𝐧 𝐬𝐞𝐯𝐞𝐫𝐚𝐥 𝐬𝐮𝐜𝐡 𝐜𝐚𝐬𝐞𝐬 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐠𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐭𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐜𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐢𝐬 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐭𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬.

📢 That’s why awareness must be built from all angles—research, diagnosis, testing, and public understanding.

Image source: https://dmdwarrior.com/world-duchenne-awareness-day-2025/

🔬𝐆𝐆𝐌𝐂 𝐂𝐚𝐬𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭: 𝐏𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐇𝐲𝐩𝐞𝐫𝐨𝐱𝐚𝐥𝐮𝐫𝐢𝐚 𝐭𝐲𝐩𝐞 𝟏 — শিশুর কিডনিজনিত জেনেটিক রোগ ।। ২ মাস বয়সী একটি শিশু, যার বাবা-মা ছিলেন...
03/09/2025

🔬𝐆𝐆𝐌𝐂 𝐂𝐚𝐬𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭: 𝐏𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐇𝐲𝐩𝐞𝐫𝐨𝐱𝐚𝐥𝐮𝐫𝐢𝐚 𝐭𝐲𝐩𝐞 𝟏 — শিশুর কিডনিজনিত জেনেটিক রোগ ।।

২ মাস বয়সী একটি শিশু, যার বাবা-মা ছিলেন নিকটাত্মীয় বিয়ে (consanguineous), উপসর্গ হিসেবে দেখা দেয় কিডনির অকার্যক্ষমতা, রক্তে মাত্রাতিরিক্ত ক্রিয়েটিনিন, প্রস্রাবের সময় ব্যথা, বমি এবং পেট বড়ো হয়ে যাওয়া। ।

𝐏𝐫𝐨𝐟. 𝐃𝐫. 𝐒𝐡𝐢𝐫𝐞𝐞𝐧 𝐀𝐟𝐫𝐨𝐳, বাংলাদেশের একজন খ্যাতনামা 𝐏𝐞𝐝𝐢𝐚𝐭𝐫𝐢𝐜 𝐍𝐞𝐩𝐡𝐫𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭, ক্লিনিক্যালি ধারণা করেন যে এটি একটি congenital kidney disorder হতে পারে। এরপর শিশুটিকে 𝐖𝐡𝐨𝐥𝐞 𝐄𝐱𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠 (𝐖𝐄𝐒) এর জন্য Genetics and Genomic Medicine Center - GGMC-তে রেফার করা হয়।

𝐖𝐄𝐒 𝐅𝐢𝐧𝐝𝐢𝐧𝐠𝐬
👉 Missense homozygous likely pathogenic variant in the 𝑨𝑮𝑿𝑻 gene
👉 Variants in 𝑨𝑮𝑿𝑻 are associated with Primary Hyperoxaluria type 1 (PH1)
𝐎𝐮𝐭𝐜𝐨𝐦𝐞: দুর্ভাগ্যবশত, শিশুটি ২.৫ মাস বয়সে মারা যায়।

🧬 𝐏𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐇𝐲𝐩𝐞𝐫𝐨𝐱𝐚𝐥𝐮𝐫𝐢𝐚 𝐭𝐲𝐩𝐞 𝟏 (𝐏𝐇𝟏) – 𝐏𝐚𝐭𝐡𝐨𝐩𝐡𝐲𝐬𝐢𝐨𝐥𝐨𝐠𝐲
👉 𝑨𝑮𝑿𝑻 gene defect এর কারণে শরীরে অতিরিক্ত oxalate তৈরি হয়।
👉Oxalate → calcium এর সাথে মিলে calcium oxalate crystals বানায়।
👉এগুলো kidney-তে জমে → nephrolithiasis (kidney stones) ও nephrocalcinosis হয়।
👉সময়ের সাথে kidney ক্ষতিগ্রস্ত হয়ে → CKD (Chronic Kidney Disease) → অবশেষে ESRD (End-Stage Renal Disease)।

✅ 𝐏𝐨𝐬𝐭 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠
👉 Parents, NeuroGen Healthcare-এ Sanger Sequencing এর মাধ্যমে 𝑨𝑮𝑿𝑻 gene carrier screening করান এবং দুজনকেই carrier হিসেবে শনাক্ত করা হয়।
👉 তাঁরা এখন preconception genetic counseling নিয়েছেন এবং পরবর্তী সন্তান নেয়ার আগে CVS (Chorionic Villus Sampling) করার পরিকল্পনা করছেন, যাতে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা যায়।

𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐍𝐨𝐭𝐞
National Kidney Awareness Week, প্রতি বছর ২–৬ সেপ্টেম্বর পালিত হয়। এ সময় আমাদের kidney health নিয়ে সচেতন হওয়া খুব জরুরি। যদিও congenital kidney disorders যেমন PH1 খুবই বিরল, তবে এটি অত্যন্ত গুরুতর এবং জীবন-সংকটজনক হতে পারে। যেসব পরিবারের genetic condition-এর ইতিহাস আছে, তাদের জন্য preconception genetic counseling এবং early prenatal testing অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ঝুঁকি বোঝা যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

🧬“𝐉𝐮𝐧𝐤 𝐃𝐍𝐀” আসলে অপ্রয়োজনীয় নয়, এটি মস্তিষ্ক গঠনের গুরুত্বপূর্ণ অংশLund University-র সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আ...
02/09/2025

🧬“𝐉𝐮𝐧𝐤 𝐃𝐍𝐀” আসলে অপ্রয়োজনীয় নয়, এটি মস্তিষ্ক গঠনের গুরুত্বপূর্ণ অংশ

Lund University-র সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আগে যেটিকে “junk DNA” বলা হতো – যেমন LINE-1 transposons – তা আসলে মানুষের brain development-এ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।

🔹 Stem cell ও brain organoid মডেলে দেখা গেছে, LINE-1 বন্ধ করে দিলে স্বাভাবিক brain growth ব্যাহত হয়।
🔹 এই DNA elements জিন এক্সপ্রেশনের নিয়ন্ত্রণে যুক্ত, যা neurodevelopmental ও psychiatric disorders-এর সাথে সম্পর্কিত হতে পারে।
🔹 Evolutionary neuroscience-এর দিক থেকেও এগুলো মানুষের মস্তিষ্ককে অন্য species থেকে আলাদা করতে সহায়ক ভূমিকা রাখছে।

👉 আরও পড়ুন:

A new study shows that repetitive DNA, once dismissed as “junk,” plays a critical role in shaping the human brain.

অনেকে এখনও মনে করেন যে বাংলাদেশে জেনেটিক টেস্ট করা সম্ভব নয়।  তাদের জানাতে চাই – এখন দেশের ভেতরেই সম্পূর্ণ জেনেটিক টেস্ট...
31/08/2025

অনেকে এখনও মনে করেন যে বাংলাদেশে জেনেটিক টেস্ট করা সম্ভব নয়। তাদের জানাতে চাই – এখন দেশের ভেতরেই সম্পূর্ণ জেনেটিক টেস্টিং সেটআপ রয়েছে, নিউরোজেন হেলথকেয়ারে।

বাংলাদেশের খ্যাতনামা নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টগণ আমাদের Genetics and Genomic Medicine Center - GGMC ল্যাব পরিদর্শন করেছেন। তারা প্রত্যক্ষ করেছেন কিভাবে আমাদের ইনহাউস ল্যাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে –
🔹 Whole Exome Sequencing
🔹 CNV Analysis
🔹 Mitochondrial DNA Sequencing

সম্পাদিত হচ্ছে, কিভাবে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস হয় এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়।

আমাদের লক্ষ্য – ধাপে ধাপে আরও উন্নত জেনেটিক টেস্ট বাংলাদেশেই প্রতিষ্ঠা করা, যাতে দেশের মানুষকে আর বাইরে নির্ভর করতে না হয়।

NeuroGen Healthcare
🌐 www.neurogenbd.com
📞 +8801787662575
Address:
Eastern Dolan, Level – 4, 152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak, West Panthapath (Former Green Road),
Dhaka – 1205, Bangladesh

বিয়ে শুধু দুইজন মানুষের মিলন নয়, এটি নতুন পরিবারের ও আগামী প্রজন্মের জন্য দায়িত্বও। আজকের যুগে, Pre-Marital Genetic Test...
30/08/2025

বিয়ে শুধু দুইজন মানুষের মিলন নয়, এটি নতুন পরিবারের ও আগামী প্রজন্মের জন্য দায়িত্বও। আজকের যুগে, Pre-Marital Genetic Test বা জেনেটিক পরীক্ষা একটি পরিবার শুরুর সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আগেভাগেই জানাতে পারে যে, আপনার বা আপনার সঙ্গীর ...........

বিস্তারিত :

Autism & Neuro-Development Diseases আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য Pre-Marital Genetic Test কেন গুরুত্বপূর্ণ ? 0.54 Min NeuroGen 30 Aug 2025 🟥 আপনার সন্তানের সুস্থ ...

👦 কেস স্টাডি : একজন ২.৬ বছরের শিশু, যে ছিলো consanguineous (আপন সম্পর্কের) বাবা-মায়ের সন্তান, বারবার শ্বাসতন্ত্রের সংক্র...
27/08/2025

👦 কেস স্টাডি : একজন ২.৬ বছরের শিশু, যে ছিলো consanguineous (আপন সম্পর্কের) বাবা-মায়ের সন্তান, বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ, হাঁটার সময় ভারসাম্যহীনতা এবং ঘন ঘন পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছিলেন। তার বড় ভাইয়েরও একই ধরণের উপসর্গ ছিল।

NeuroGen Healthcare-এর শিশু বিশেষজ্ঞ ডা. শাওলি সরকার শিশুটিকে পরীক্ষা করে প্রথমেই সন্দেহ করেন যে এটি Ataxia-Telangiectasia (AT) হতে পারে। এজন্যই তিনি শিশুটিকে ....

বিস্তারিত :

Autism & Neuro-Development Diseases 🧬 Ataxia-Telangiectasia (AT): NeuroGen Healthcare-এ নির্ণয় হওয়া একটি বিরল জেনেটিক রোগ ! 0.25 Min NeuroGen 27 Aug 2025 🧬 Ataxia-Telangiectasia (AT): NeuroGen Healthcare-এ নির্ণয় হ...

Address

NeuroGen Healthcare, Eastern Dolan, Level/4 ( 3rd Floor 152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak West Panthapath, Former, Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when NeuroGen Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NeuroGen Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category