10/09/2025
► ডা. শাওলি সরকার সম্প্রতি বাংলাদেশি টিভি চ্যানেল RTV-র জনপ্রিয় টক শো “হাত বাড়িয়ে দিলাম”-এ আমন্ত্রিত হয়েছেন।
সেখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার-এর ক্ষেত্রে জেনেটিক টেস্টিং-এর গুরুত্ব। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে, NeuroGen Healthcare-এ বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে জেনেটিক টেস্টগুলো সম্পাদিত হচ্ছে।
🙏 আমাদের NeuroGen Healthcare ও GGMC টিমের প্রতি আস্থা রাখার জন্য এবং আমাদের প্রচেষ্টাকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ডা. শাওলি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমাদের লক্ষ্য একটাই—
বাংলাদেশের সকল clinician, scientist এবং অভিভাবকের ভরসার জায়গা হয়ে ওঠা।
আমরা চাই, উন্নতমানের জেনেটিক টেস্ট ও চিকিৎসার জন্য বিদেশের উপর নির্ভর না করে, বাংলাদেশের ভেতরেই রোগীরা যেন সঠিক, নির্ভরযোগ্য ও বিশ্বমানের সমাধান পান। 🇧🇩
► যে কোন পরামর্শ এবং এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুণ : 01787662575
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh