
17/09/2025
#সোনার #দুল #খাওয়া #চোর
চুরি করতে গিয়ে ধরা খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এমন এক অদ্ভুত কাণ্ড ঘটেছে, যা শুনলে যে কারও হাসি পেয়ে যাবে।
গতকাল এক চোর এক মহিলার সোনার দুল চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে। কিন্তু ধরা পড়লেই তো শাস্তি! তাই বুদ্ধি খাটিয়ে সে করল এক অভিনব কাজ। মুহূর্তের মধ্যে সে একটা দুল মুখে ঢুকিয়ে খেল!
মানুষ সাধারণত সোনার গহনা গলায়, হাতে বা কানে পরে। কিন্তু এই চোর ইতিহাস গড়ল—সে সোনার দুল খেল! ঘটনাটা শুনে আশপাশের সবাই একদিকে ক্ষুব্ধ হলেও অন্যদিকে হাসি চাপতে পারল না।
শেষ পর্যন্ত অবশ্য পুলিশের হাত থেকে সে রক্ষা পায়নি। পুলিশ নিয়ে আসছে হাসপাতালে।যথারীতি তাকে ভর্তি রেখে এই দুল টয়লেটের মাধ্যমে বের করতে হবে। তবে এ ঘটনার পর মানুষ নতুন একটা প্রবাদ আবিষ্কার করেছে—
“সোনা শুধু পরার জিনিস নয়, কারও কারও কাছে খাওয়ারও জিনিস!”