04/06/2025
বাংলা ভার্সন।
সাপ্তাহিক অনলাইন উচ্চতর প্রশিক্ষণ ক্লাশ।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
আগামীকাল বুধবার, ৪ঠা মে, ২০২৫, রাত ৯.৩০
বিষয়: রোগিলিপি, ঔষধ নির্বাচন, ২য় ব্যবস্থাপত্র ও হেরিংয়ের আরোগ্যনীতি (Case-taking, Remedy selection, 2nd Prescription & Hering's Law of Cure)।
এবারের পর্ব: ২য় ও পরবর্তী ব্যবস্থাপত্র প্রণয়নে কিভাবে হেরিংয়ের আরোগ্যনীতি অনুসরণ করতে হয় (Hering'Law of Cure in 2nd and next prescriptions)।
প্রশিক্ষক: ডা শেখ ফারুখ এলাহী।
MBBS, MCPS(Med), MPH(DU), MPhil(DU), PhD(Shanghai),
DHMS(BD), MFHom(Lond) Associate
Advanced Diploma in Acupuncture (Shanghai University).
সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ।
হ্যানিম্যান পরবর্তী হোমিওপ্যাথিতে হেরিংয়ের আরোগ্যনীতি একটি উল্লেখযোগ্য সংযোজন। সঠিক উপায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিচালনায় এটি নাবিকের দিকদর্শন যন্ত্রের ন্যায় হোমিওপ্যাথিক চিকিৎসককে পরিচালনা করে। আমরা এই শেষ পর্বে এবিষয়ে বিশদ আলোচনা করবো। এটি হোমিওপ্যাথিক চিকিৎসকদের সঠিকভাবে চিকিৎসা পরিচালনায় সাহায্য করবে।
� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �