10/12/2022
মানুষ ছাড়া,পৃথিবীর সমস্ত সৃষ্টির সঙ্গে প্রতিযোগিতা করেছি,তারপর মানুষের রুপ পাওয়ার সুযোগ পেয়েছি মানে শুক্র কিটে পরিণত হয়েছি।তারপর ৪০ কোটি শুক্র কিটের সঙ্গেও প্রতিযোগিতা করে মানুষের রুপ পেয়েছি।ভেবে ছিলাম এই মানুষ রুপে আমি মানুষ,
আমারই রুপ কিন্তু হঠাৎ একদিন কে যেনো প্রশ্নো করিলেন যে, আপনিকে।
আমি,মানুষ সাবু।
তিনি,তাহলে মানুষ সাবু টুকু দেখাও।
আমি,মাথা,মুখ,চোখ,নাক,কান,হাত,পা ইত্যাদি মানে আমার সঙ্গে যাহা কিছু আছে। তাহা শুনালাম ও দেখাইলাম।
তিনি,আপনি যাহা শুনাইলেন ও দেখাইলেন তাহাদেরকে আপনি রক্ষা করিতে পারেন বা বরণ প্রসন দিতে পারেন কিংবা তাহাদের বিচার করে,পুরস্কার বা তিরস্কার দিতে পারেন।
আমি,পারি না।
তিনি,তাহলে আপনার অস্তিত্ব থাকে কি।
আমি, থাকে না।কিন্তু আমি কে আর আপনি কে।
তিনি,আপনি সৃষ্টির প্রশংসা প্রত্যাশী,মিথ্যাবাদী,
অহংকারী ইত্যাদী সৃষ্টি।
আর আমি সৃষ্টির স্রষ্টা,আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি মিলেই আমি,আমি সমস্ত সৃষ্টি কে রক্ষা করিতে পারি ও করি, সমস্ত সৃষ্টির ভরণ পোষণ করি এবং বিচার করে, পুরুস্কার ও তিরস্কার দেই।
আমি,হে দয়া ময় মহান প্রভু,আমি নিজেকে মানুষ মনে করে বড় ভুল করেছি,আমি আপনার দয়া ভিক্ষা সাহায্য ও খমা চাই।
তিনি,তাহলে আপনি সেরেক,কুফরি অন্য সৃষ্টির ক্ষতি করিবেন না ও বিশ্বাস করিবেন,স্রষ্টা এক,নেয় বিচারক ও নির্দোষ তাহলে অতীতের সমস্ত গুনা খমা করিবো এবং যাহা কিছু মিলে আপনি মানুষ দাবী করেছেন,সেই রুপের স্বরণ করিলে,আমার সঙ্গে সাক্ষাৎ হবে ও আমার সঙ্গে মিশতে পারিবেন।
উপরিউক্ত বিষয়,আপনি বিশ্বাস করিলে, এ গোলামে সঙ্গে মেসেঞ্জারে আলাপ আলো চনা করার জন্য আহ্বান করতেছি।
সমস্ত প্রশংসা দয়া ময় মহান স্রষ্টার।