Dr. Mainul Islam Shofol

Dr. Mainul Islam Shofol DOCTOR II DMCan ll Founder, ROAD to DMC.

♦️ দুইটা গুরুত্বপূর্ণ তথ্য :- ১.এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ  ১২ ডিসেম্বর। ২.আর ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অ...
14/10/2025

♦️ দুইটা গুরুত্বপূর্ণ তথ্য :-
১.এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর।
২.আর ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর।
যারা ডাক্তার হতে চান তারা ১২ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ( SSC + HSC মোট GPA লাগবে ন্যূনতম ৯.০০) ।
আর যারা মেডিকেল এসিস্ট্যান্ট হতে চান তারা ২৪ অক্টোবরের ম্যাটস ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
তবে এই পরীক্ষা দিয়ে আবার পরে ডাক্তার হওয়ার জন্য কান্নাকাটি কইরেন না বা নামের আগে, পিছে, মাঝে ডা. লাগানোর জন্য হাউকাউ কইরেন না। 🤷‍♂️
নামে ডা. যুক্ত করতে চাইলে ১২ ডিসেম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
শুভ কামনা রইলো। 😊😊

12/10/2025

"আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি!"
~(সূরা বাকারা, আয়াত- ১৪৪)

12/10/2025

আপনার অফিসে সুন্দর বিজ বিজ করে AC এর একটা আওয়াজ কানে আসে। কি জানি কি এক Air freshener এর গন্ধ এসে নাকে ছোয়া দিয়ে যায়।মাঝে মধ্যে খুটখাট কিবোর্ডের আওয়াজ।
আর এই ভিডিও তে যেটা শুনছেন, এটা আমার কর্মস্থলের শব্দ প্রণালী। যার মধ্যে কাজ করে যেতে হয়।আপনার চিকিৎসকেরা এর মধ্যে মননশক্তি ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যায় আপনার দু:সময়ে। শব্দ গুলো কোন ভৌতিক সিনেমার না। আপনারা ভৌতিক সিনেমা দেখেন হয়তো ছুটির দিনে। আর আমরা?? আমরা দেখি ভৌতিক বাস্তবতা।এটাই আমাদের হাসপাতালের নিত্য সময়ের সাউন্ড ট্রাক্ট।

© ডা.সওগাত এহসান

অনেকদিন ধরে পেইজে তেমন কিছু করা হচ্ছে না। আচ্ছা, চা টা শেষ করে আসছি। অপেক্ষা করুন।  😁😊
11/10/2025

অনেকদিন ধরে পেইজে তেমন কিছু করা হচ্ছে না।
আচ্ছা, চা টা শেষ করে আসছি। অপেক্ষা করুন।
😁😊

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেকেন্ড টাইমারদের শেষ ০২ মাসের প্রস্তুতি কেমন হওয়া উচিৎ?? ভিডিও সবাই দেখে আসো। অনেক প্রশ্নের...
06/10/2025

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেকেন্ড টাইমারদের শেষ ০২ মাসের প্রস্তুতি কেমন হওয়া উচিৎ??
ভিডিও সবাই দেখে আসো। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা। লিংক কমেন্টে✅

06/10/2025

মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত থাকবে এটা শুনে তোমাদের চেয়ে আমরাই বেশি অবাক হয়েছি।
এখন আমরা কি করতে পারি?

১. এটা শুধু একটা প্রস্তাবনা। এটা দেখেই প্যানিক না করে একটু ধৈর্য ধরি।

২. প্রায় ১.৫ লাখ স্টুডেন্টের জন্য লিখিত পরীক্ষার সিদ্ধান্ত বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন।

৩. যদি বাস্তবায়ন হয় ও সেটাও কিন্তু সবার জন্যই।
সেক্ষেত্রে সবার প্রিপারেশন ও দেখা যাবে একরকম ই হবে। অর্থাৎ এখন যারা যেমন প্রিপারেশন নিচ্ছিলো এটার উপরই ডিপেন্ড করবে রেজাল্ট। এটার জন্য খুব বেশি এদিক- সেদিক হওয়ার সুযোগ নেই।

৪. পরীক্ষা পদ্ধতি যেমনই হোক দোয়া করো যেন আল্লাহ তোমাকে কবুল করেন। সেটা যেই পরীক্ষা পদ্ধতিই হোক।

৫. তোমার জন্য যেটা নির্ধিরিত করা আছে সেটা কেউ নিয়ে যেতে পারবে না। তাই বাড়তি টেনশন করো না।
আল্লাহ ভরসা।

৬. আল্লাহ, তুমি জানো কোনটা মঙ্গলজনক আর কোনটা না। আমার জন্য যেটা মঙ্গলজনক হয় সেটাই আমার জন্য কবুল করো।

10/09/2025

শিক্ষার্থীদের পাশাপাশি তাদের বাবা-মায়ের ভালোবাসায় ও সিক্ত RTDS ❤️
আর এই ভালবাসা নিয়েই RTDS এগিয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে...😊

28/08/2025

বাড়িতে যাব এজন্য সকাল ভোরবেলা বাসা থেকে বের হলাম।
একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ায় ১০০ টাকার রিকশা ভাড়া ১৫০ টাকা দিতে হলো।
টার্মিনালে বাস আসতে দেরি, যাত্রীরা আটকা পড়েছে।
এটা দেখে অন্য একটা লোকাল বাস ডাকাডাকি শুরু করলো ৫০ টাকা বেশিতে।
বাড়িতে পৌঁছালাম। সারাদিনে প্রায় ১০-১৫ জন রোগী দেখলাম।
ভিজিট নেওয়া পরের কথা উল্টো সবাইকে চা-নাস্তা খাইয়ে দিলাম।
এরপর ফেরার পালা।
স্টেশনে আসতেই একজন বললো ঢাকা যাওয়ার টিকেট আছে। দাম জানতে চাইলে ১২০ টাকার টিকেটের দাম জানালো ৩০০ টাকা।
টং দোকানে বসে ট্রেনের অপেক্ষা করছি। বিস্কুট, পানি চা খাওয়ার পর ভাবলাম বসে আছি যখন ফোনটা একটু চার্জ দেই। দোকানদার আঙুল দিয়ে একটা বোর্ড দেখালো যেখানে লেখা - " প্রতি ফোন চার্জ ১০ টাকা "।
কমলাপুর নামার পর কোনো বাইক রাইডার অ্যাপে যাবে না। আর ভাড়া চায় অ্যাপে যা আসে তার দ্বিগুণ।

রিকশায় করে আসতে আসতে মনে পড়লো - এত এত ফেরেশতাদের ভিতর শুধু আমি একাই "কসাই"। 🤷‍♂️

27/08/2025

দেশের ডাক্তার-ইঞ্জিনিয়ারদের অবস্থা দেখে আমারও খারাপ লাগে।
কিন্তু কেন জানি দেশ ছাড়তে ইচ্ছা করে না।
আমার ইচ্ছা করে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে নামের আগে বড় করে ENGR. লিখে ২/১ টা ফেসবুক আইডি খুলে ফেসবুকে " বড় বড় ইন্জিনিয়ার ও পারবে না, এই যে দিলাম ডিজাইন " এরকম পোস্ট করতে।
অথবা DMF ডিগ্রি নিয়ে একটা হাঁচি দিলেই ৩ টা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে। আর কোনো টেস্ট না দিয়ে রোগী দেখে সেবা করতে । রোগী মাথা ব্যাথা নিয়ে আসলেই যেন বলতে পারি -" আপনার তো ব্রেইন স্টুমার হইছে, আপনার OT করাইতে হবে। "🤷‍♂️🤷‍♂️

16/08/2025

আসিফ মাহমুদ বুদ্ধিমান হয়ে থাকলে আগামী ২/১ দিনের মধ্যে "ডাক্তারদের ভিজিট কমানো, কোনো টেস্ট না দেওয়া, ফ্রি সেবা দেওয়া " এসব নিয়ে একটা মারাত্মক ধরনের বাণী দিয়ে দিবে।
এসব ওয়েস্টিন- ময়েস্টিন আর নীলা মার্কেট কইই যাবে 😉😉🤷‍♂️🤷‍♂️

12/07/2025

"A single piece of paper can't decide my future ."
মিছা কথা ভাই, মিছা কথা।
শর্ট সিলেবাস, অটো পাশ, হেন তেন এই সবকিছু মিলিয়ে পোলাপান এমনিতেই পড়াশোনা করতে চায় না। এরপর যখন এরকম মোটিভেশন পায় তখন তো হইছেই। 🤷‍♂️
কিন্তু বাস্তবতা ভিন্ন।
ভালো কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব জায়গাতেই রেজাল্ট লাগবে।
বিদেশের স্কলারশিপের জন্যও রেজাল্ট লাগবে। এমনকি বিয়ে করবি যে সেই CV তৈরির জন্য ও রেজাল্ট লাগবে।
তাই সাবধান হয়ে যা।
SSC তে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে সেটার জন্য অনুতপ্ত হ, কান্নাকাটি কর। এরপর HSC তে ভালো করে পড়ালেখা করার জন্য রেডি হ।
ফেইল করে প্রাউড ফিল করার কিছু নাই আসলে।
হ্যাঁ, এক্সিডেন্ট হতেই পারে সেটা আলাদা বিষয়।
তবে সত্য কথা হচ্ছে - ফেইল করলে যদি জালি বেতের আদর খেয়ে পিছন লাল হয়ে যেতো তাহলে ক্লাস মিস দিয়ে পার্কে ঘোরাঘুরি আর টিকটক করা অর্ধেক বন্ধ হয়ে যেতো।
সময় থাকতে সাবধান হয়ে যা।
যে কয়জন ব্যতিক্রম মানুষেরা পড়ালেখা না করে, স্কুল- কলেজ ড্রপ আউট হয়েও বিশাল বিশাল কিছু হয়ে যায় তাদের মধ্যে যে তুই হয়তো নাই সেটা মাথায় রাখ।
হুদাই মোটিভেশনের চক্করে থেকে HSC টা ও গোল্লায় পাঠাইয়া দিস না।

A great initiative. 🔥🔥 Isn’t it??
03/06/2025

A great initiative. 🔥🔥
Isn’t it??

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mainul Islam Shofol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category