21/11/2025
যে ভূমিকম্প হলো আর যে ঝাকুনি তাতে অধিকাংশই হয়তো আশংকা করেছিলেন হয়তো বিল্ডিং ভেঙে পড়বে।
একটু থামি!
আজকের ভূমিকম্পের আগের রাতে বা ভোরে এ শহরের
বিল্ডিং এর বাসিন্দাদের জীবনের কিছু দৃশ্যপট কল্পনা করুন,,,
হাজার কোটি আয়ের বিজনেসম্যানের দুশ্চিন্তার জায়গা হয়তো বিজনেসে কোনো লোকসান রিপেয়ার বা কিভাবে আরও প্রফিট বাড়ানো যায়।
শহরের ক্ষমতাধর ব্যাক্তি হয়তো সিগারেট টানতে টানতে ভেবেছিলেন কিভাবে অপোনেন্টকে সাইজ করা যায়।
পরীক্ষার দুশ্চিন্তায় রাত জেগে পড়ে ফজর মিস করা এক্সামিনির সমস্ত আশা হয়তো পুঞ্জীভূত হয়েছে "আল্লাহ একবারে পাশ করায়ে দিয়েন" এর মধ্যে।
সদ্য বিবাহিত বর-কনেরা হয়তো রঙিন দুনিয়ায় ব্যস্ত।কর্মজীবী অভিভাবকদের চিন্তা সকালে টাইমলি সব গুছিয়ে বাচ্চাকে স্কুলে ড্রপ করা।
রাতভর চেম্বার করা ক্লান্ত ডাক্তারের হয়তো কালকে গুরুত্বপূর্ণ কোনো ওটি বা মিটিং আছে।তার টেনশন সেদিকে।
এর বাইরে কিছু মানুষের রাত কাটে মুভি,মাদক,পর্ন আর নানান উচ্ছৃঙ্খলতায়।
রাতের ব্যস্ততা শেষে সবাই ঘুমিয়ে,,,,,,, ৬০ সেকেন্ডের একটা ঝাকুনি
এত বছর ধরে অর্জিত হাজারো কোটির বিজনেস মাটির তলায়,তার সকল প্ল্যান-প্রোগ্রাম আর দুশ্চিন্তা মাটিস্থ।
"যার নাম শুনলে সবাই থরথর করে কাপতো" তাকে উদ্ধার করার কেউ নাই।
প্রফ এক্সামিনির আর টেনশন নেই পরীক্ষা পাশের।যদি ধংসস্তুপে সে বেচে থাকে তারও আকাঙ্খা থাকবে সবটুকু দিয়ে পৃথিবীতে ফেরার ।
রাতে বাবা-মায়ের সাথে ঘুমানো সন্তানটাও এখন এতিম।সদ্য বিবাহিত স্ত্রী বিধবা।
হয়তো বহুতল ফ্ল্যাটবাড়ির মালিক/বিলিওনিয়ার ব্যবসায়ী তার ৪০/৫০ বছরের অর্জিত সম্পদ ৬০ সেকেন্ডেই ধংসস্তুপে পরিনত হতে দেখবে।
হয়তো কেউ কেউ এমন থাকবেন যার বাসস্থানও নেই,পরিবারের কেউ বেচে নেই,নিজেও জীবন-মরনের সন্ধিক্ষনে।
এত গল্প কেনো আনলাম?একটা হাদিসের রিমাইন্ডার দিতে
"কোনো ব্যাক্তি যদি ঘুম থেকে পরিবার-পরিজন সহ এমতাবস্থায় উঠে যে তার থাকার জন্য একটা নিরাপদ বাসস্থান,সুস্বাস্থ্য আর একদিনের খাবার রয়েছে,,ওই ব্যক্তি এমন যেনো সে পুরো দুনিয়ার মালিক"।(আদাবুল মুফরদ/৩০০)
আমরা প্রতিনিয়তই এই পুরো দুনিয়ার মালিকের সমমর্যাদা নিয়ে সজাগ হই কিন্তু এটা যে আমাদের জন্য নিয়ামত হাজারো সেল্ফমেইড এক্সপেক্টেসনের ভীড়ে আমাদের কনসাস/সাবকনসাস লেভেল সেটা পাত্তাই দেয় না।যদিও ভূমিকম্পের ধংসলীলার পর বেচে থাকা মানুষটা জানে তার বেচে থাকাটাই আল্লাহর কত বড় দান!!!!!
হয়তো সে আরও জানে হাজারো কোটির বিজনেস/বহুতল বাড়ি,ব্র্যান্ডের গাড়ি,ক্ষমতার চেয়ার,সিকিউরড ক্যারিয়ার,প্রিয়জন,সার্টিফিকেটের পসরা জীবন থেকে হারিয়ে যেতে মাত্র ৬০ সেকেন্ডও লাগে না।
আমাদের হায়াত নির্দিষ্ট। ভূমিকম্প বা দূর্ঘটনা বা অসুস্থতা যে ফরম্যাটেই হোক আমাদের চূড়ান্ত গন্তব্যে ফিরতেই হবে। চাইলে আজকেই আল্লাহ আমাদের ধসিয়ে দিতে পারতেন।হাজার মানুষের আর " ভালো " হয়ে যাওয়ার সুযোগ টা থাকতো না। কিন্তু
দেখার বিষয় এরকম একটা সতর্ক বার্তার পরও আমাদের জীবনের গতিপথে কি পরিবর্তন আসে!
জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট!
© Sabbir Hossain Sagor