Dr. Mainul Islam Shofol

Dr. Mainul Islam Shofol DOCTOR II DMCan ll Founder, ROAD to DMC.

01/01/2026

নতুন বছর শুরু করছি তোমাদের সাথেই ll RTDS

31/12/2025

বছর শেষ।
ক্যালেন্ডারের পাতা আর নিজের চাওয়া গুলোর দিকে তাকালে অপ্রাপ্তির খাতা টা অনেক বড় ই মনে হবে।
কিন্তু একটু গভীরভাবে পিছনে তাকালেই বুঝতে পারবেন - না চাওয়ার পরও আপনি কত কিছু পেয়েছেন, পেয়ে যাচ্ছেন অনবরত।
অপ্রাপ্তিগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে যা কিছু পেয়েছেন সেগুলোর দিকে খেয়াল করলে দেখবেন আপনিও সৃষ্টিকর্তার প্রিয় বান্দাদের একজন।

29/12/2025

Gk - জাদিদ ভাই

Exam Link 🔽🔽🎯 All Bangladesh Online Exam by RTDS : পুরো নির্দেশনা পড় ⬇️🎯 Google Chrome Browser ব্যবহার করে যাবে আমাদের ও...
01/12/2025

Exam Link 🔽🔽

🎯 All Bangladesh Online Exam by RTDS : পুরো নির্দেশনা পড় ⬇️

🎯 Google Chrome Browser ব্যবহার করে যাবে আমাদের ওয়েবসাইটে www.rtdslive. com

সেখানেই এক্সাম দেওয়ার জন্য একটা বাটন দেখতে পারবে হোমপেজেই !

🎯সবাই 10 টার মধ্যে পরীক্ষা সাবমিট করে ফেলবে,
পরীক্ষার সময় ৫৫ মিনিট ✅️

কমেন্টেও এক্সাম লিংক দেয়া আছে ⬇️

রেজাল্ট দেওয়া হবে ২ ডিসেম্বর রাত 9 টায় Live এ

https://rtdslive.com/user/exam-global-home?id=1261&hash=5c92ddff62d188198ed8ff3c910c193f2fce27582e6875b9baf3d984ac2813fe

21/11/2025

ভূমিকম্পের পরে কেউ কেউ আতঙ্কিত, কেউ ভীত। তবে "কন্টেন্ট ক্রিয়েটর" নামক কিছু ছাগল প্রজাতির প্রাণী এতে খুব খুশি।
নতুন টপিক পেয়ে গেছে।
ফেসবুক একবার স্ক্রল করলেই চলে আসছে - ওড়না পরবে নাকি গামছা, হাফপ্যান্ট পরবে নাকি লুঙ্গি।

21/11/2025

যে ভূমিকম্প হলো আর যে ঝাকুনি তাতে অধিকাংশই হয়তো আশংকা করেছিলেন হয়তো বিল্ডিং ভেঙে পড়বে।

একটু থামি!

আজকের ভূমিকম্পের আগের রাতে বা ভোরে এ শহরের
বিল্ডিং এর বাসিন্দাদের জীবনের কিছু দৃশ্যপট কল্পনা করুন,,,

হাজার কোটি আয়ের বিজনেসম্যানের দুশ্চিন্তার জায়গা হয়তো বিজনেসে কোনো লোকসান রিপেয়ার বা কিভাবে আরও প্রফিট বাড়ানো যায়।

শহরের ক্ষমতাধর ব্যাক্তি হয়তো সিগারেট টানতে টানতে ভেবেছিলেন কিভাবে অপোনেন্টকে সাইজ করা যায়।

পরীক্ষার দুশ্চিন্তায় রাত জেগে পড়ে ফজর মিস করা এক্সামিনির সমস্ত আশা হয়তো পুঞ্জীভূত হয়েছে "আল্লাহ একবারে পাশ করায়ে দিয়েন" এর মধ্যে।

সদ্য বিবাহিত বর-কনেরা হয়তো রঙিন দুনিয়ায় ব্যস্ত।কর্মজীবী অভিভাবকদের চিন্তা সকালে টাইমলি সব গুছিয়ে বাচ্চাকে স্কুলে ড্রপ করা।

রাতভর চেম্বার করা ক্লান্ত ডাক্তারের হয়তো কালকে গুরুত্বপূর্ণ কোনো ওটি বা মিটিং আছে।তার টেনশন সেদিকে।

এর বাইরে কিছু মানুষের রাত কাটে মুভি,মাদক,পর্ন আর নানান উচ্ছৃঙ্খলতায়।

রাতের ব্যস্ততা শেষে সবাই ঘুমিয়ে,,,,,,, ৬০ সেকেন্ডের একটা ঝাকুনি

এত বছর ধরে অর্জিত হাজারো কোটির বিজনেস মাটির তলায়,তার সকল প্ল্যান-প্রোগ্রাম আর দুশ্চিন্তা মাটিস্থ।

"যার নাম শুনলে সবাই থরথর করে কাপতো" তাকে উদ্ধার করার কেউ নাই।

প্রফ এক্সামিনির আর টেনশন নেই পরীক্ষা পাশের।যদি ধংসস্তুপে সে বেচে থাকে তারও আকাঙ্খা থাকবে সবটুকু দিয়ে পৃথিবীতে ফেরার ।

রাতে বাবা-মায়ের সাথে ঘুমানো সন্তানটাও এখন এতিম।সদ্য বিবাহিত স্ত্রী বিধবা।

হয়তো বহুতল ফ্ল্যাটবাড়ির মালিক/বিলিওনিয়ার ব্যবসায়ী তার ৪০/৫০ বছরের অর্জিত সম্পদ ৬০ সেকেন্ডেই ধংসস্তুপে পরিনত হতে দেখবে।

হয়তো কেউ কেউ এমন থাকবেন যার বাসস্থানও নেই,পরিবারের কেউ বেচে নেই,নিজেও জীবন-মরনের সন্ধিক্ষনে।

এত গল্প কেনো আনলাম?একটা হাদিসের রিমাইন্ডার দিতে

"কোনো ব্যাক্তি যদি ঘুম থেকে পরিবার-পরিজন সহ এমতাবস্থায় উঠে যে তার থাকার জন্য একটা নিরাপদ বাসস্থান,সুস্বাস্থ্য আর একদিনের খাবার রয়েছে,,ওই ব্যক্তি এমন যেনো সে পুরো দুনিয়ার মালিক"।(আদাবুল মুফরদ/৩০০)

আমরা প্রতিনিয়তই এই পুরো দুনিয়ার মালিকের সমমর্যাদা নিয়ে সজাগ হই কিন্তু এটা যে আমাদের জন্য নিয়ামত হাজারো সেল্ফমেইড এক্সপেক্টেসনের ভীড়ে আমাদের কনসাস/সাবকনসাস লেভেল সেটা পাত্তাই দেয় না।যদিও ভূমিকম্পের ধংসলীলার পর বেচে থাকা মানুষটা জানে তার বেচে থাকাটাই আল্লাহর কত বড় দান!!!!!

হয়তো সে আরও জানে হাজারো কোটির বিজনেস/বহুতল বাড়ি,ব্র‍্যান্ডের গাড়ি,ক্ষমতার চেয়ার,সিকিউরড ক্যারিয়ার,প্রিয়জন,সার্টিফিকেটের পসরা জীবন থেকে হারিয়ে যেতে মাত্র ৬০ সেকেন্ডও লাগে না।

আমাদের হায়াত নির্দিষ্ট। ভূমিকম্প বা দূর্ঘটনা বা অসুস্থতা যে ফরম্যাটেই হোক আমাদের চূড়ান্ত গন্তব্যে ফিরতেই হবে। চাইলে আজকেই আল্লাহ আমাদের ধসিয়ে দিতে পারতেন।হাজার মানুষের আর " ভালো " হয়ে যাওয়ার সুযোগ টা থাকতো না। কিন্তু
দেখার বিষয় এরকম একটা সতর্ক বার্তার পরও আমাদের জীবনের গতিপথে কি পরিবর্তন আসে!

জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট!

© Sabbir Hossain Sagor

" কালের কন্ঠ" মিনিটে মিনিটে ডাক্তারদের নিয়ে নিউজ করছে আর দেশের মানুষেরা ভাবছে - আহ্ ভালোইতো। 😊😊কিন্তু আসল কাহিনী তো অন্য...
02/11/2025

" কালের কন্ঠ" মিনিটে মিনিটে ডাক্তারদের নিয়ে নিউজ করছে আর দেশের মানুষেরা ভাবছে - আহ্ ভালোইতো। 😊😊
কিন্তু আসল কাহিনী তো অন্য জায়গায়।
ইন্ডিয়ার মেডিকেল ভিসা চালু হয়ছে। আর এজন্যই এত তড়িঘড়ি। ইন্ডিয়াতে রোগী পাঠাতে হবে যে। 😉
ডাক্তারদের নিয়ে অবশ্যই নিউজ করবে সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু মেইন সমস্যাগুলো না বলে, স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো তুলে না ধরে শুধু আছে ডাক্তারের ভিজিট নিয়ে।
নিউজ করেন - সরকারি হাসপাতালের মান উন্নয়ন নিয়ে, নিউজ করেন সরকারি হাসপাতালে বেশি ডাক্তার নিয়োগের জন্য যেন এত লম্বা লাইনের ভয়ে জনগণকে প্রাইভেট চেম্বারে না যাওয়া লাগে।
নিউজ করেন সরকারি হাসপাতালে বেড বাড়ানোর জন্য যেন রোগীকে ফ্লোরে না থাকতে হয়, ফ্লোরে থাকার ভয়ে যেন প্রাইভেট হাসপাতালে না যাওয়া লাগে।
নিউজ করেন ঢাকা মেডিকেলের মত বিভিন্ন হাসপাতালে ওটি সংখ্যা, ICU এর আসন সংখ্যা বাড়াতে যেন সিট খালি নাই শুনে রোগীকে প্রাইভেটে দৌড় না দেওয়া লাগে।

01/11/2025

তোমাদের জন্য একটা গুগলি প্রশ্ন। 😁😁😁
উত্তর করার চেষ্টা করো দেখি।
প্রশ্নের উত্তর একাধিক ও হতে পারে আবার blank ও হতে পারে। এটা জাস্ট দেখার জন্য যে ধোঁকা খেয়ে যাচ্ছো কি না + কনসেপ্ট ক্লিয়ার করার জন্য । 😉😉

31/10/2025

It’s alright Allah.
It’s Okay.
I trust you.

27/10/2025

প্রায় ১২ বছরের বেশি সময় ধরে বাড়ির বাইরে থাকি। আব্বা -আম্মা ফোন করে খাওয়া দাওয়া করেছি কি না জিজ্ঞেস করেই জিজ্ঞেস করে নামাজ পড়েছি কি না।
পড়েছি বললে আবার জিজ্ঞেস করে ঘরে নাকি মসজিদে।
বাবা-মায়ের এটা অন্যতম দায়িত্ব। আমার বাবা টা -মা টা ভালো আছে কি না আর ভালো খাবার খেয়েছে কি না জিজ্ঞেস করার পাশাপাশি এগুলোও জিজ্ঞেস করা উচিত।
সেই সাথে বর্তমানে আরো একটা প্রশ্ন করা উচিত - "বাবা/ মা, কুল সাজতে গিয়ে তুমি ফেসবুকে যা তা পোস্ট করছো না তো? ছাপড়িগিরি করছো না তো?? "

26/10/2025

মোট জিপিএ তে নাম্বার না কমিয়ে জিপিএ করে দিচ্ছে ৮.৫, বায়োলজিতে ৩.৫।
এটা প্রাইভেট বাণিজ্যের সুবিধা করে দেওয়া ছাড়া আসলে আর কিছুই না।
১৫ নাম্বার কাটার পর সরকারি মেডিকেলে চান্স পাওয়া কি আদৌ সম্ভব??
যেটা করতে পারতেন সেটা হলো জিপিএ তে নাম্বার কমানো। এটা না করে শুধু শুধু পরীক্ষার্থী বাড়িয়ে লাভ কি??

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mainul Islam Shofol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category