14/10/2025
♦️ দুইটা গুরুত্বপূর্ণ তথ্য :-
১.এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর।
২.আর ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর।
যারা ডাক্তার হতে চান তারা ১২ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ( SSC + HSC মোট GPA লাগবে ন্যূনতম ৯.০০) ।
আর যারা মেডিকেল এসিস্ট্যান্ট হতে চান তারা ২৪ অক্টোবরের ম্যাটস ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
তবে এই পরীক্ষা দিয়ে আবার পরে ডাক্তার হওয়ার জন্য কান্নাকাটি কইরেন না বা নামের আগে, পিছে, মাঝে ডা. লাগানোর জন্য হাউকাউ কইরেন না। 🤷♂️
নামে ডা. যুক্ত করতে চাইলে ১২ ডিসেম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
শুভ কামনা রইলো। 😊😊