12/07/2025
"A single piece of paper can't decide my future ."
মিছা কথা ভাই, মিছা কথা।
শর্ট সিলেবাস, অটো পাশ, হেন তেন এই সবকিছু মিলিয়ে পোলাপান এমনিতেই পড়াশোনা করতে চায় না। এরপর যখন এরকম মোটিভেশন পায় তখন তো হইছেই। 🤷♂️
কিন্তু বাস্তবতা ভিন্ন।
ভালো কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব জায়গাতেই রেজাল্ট লাগবে।
বিদেশের স্কলারশিপের জন্যও রেজাল্ট লাগবে। এমনকি বিয়ে করবি যে সেই CV তৈরির জন্য ও রেজাল্ট লাগবে।
তাই সাবধান হয়ে যা।
SSC তে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে সেটার জন্য অনুতপ্ত হ, কান্নাকাটি কর। এরপর HSC তে ভালো করে পড়ালেখা করার জন্য রেডি হ।
ফেইল করে প্রাউড ফিল করার কিছু নাই আসলে।
হ্যাঁ, এক্সিডেন্ট হতেই পারে সেটা আলাদা বিষয়।
তবে সত্য কথা হচ্ছে - ফেইল করলে যদি জালি বেতের আদর খেয়ে পিছন লাল হয়ে যেতো তাহলে ক্লাস মিস দিয়ে পার্কে ঘোরাঘুরি আর টিকটক করা অর্ধেক বন্ধ হয়ে যেতো।
সময় থাকতে সাবধান হয়ে যা।
যে কয়জন ব্যতিক্রম মানুষেরা পড়ালেখা না করে, স্কুল- কলেজ ড্রপ আউট হয়েও বিশাল বিশাল কিছু হয়ে যায় তাদের মধ্যে যে তুই হয়তো নাই সেটা মাথায় রাখ।
হুদাই মোটিভেশনের চক্করে থেকে HSC টা ও গোল্লায় পাঠাইয়া দিস না।