Dr. Md. Kamrul Islam

Dr. Md. Kamrul Islam Dr. Md. Kamrul Islam is an Orthopaedic Surgeon in Sir Salimullah Medical College Mitford Hospital.

Currently practicing at Better Life Hospital, Rampura and Labaid Ltd (diagnostic), Dayagonj, Dhaka.

https://ekattor.tv/75437
23/02/2025

https://ekattor.tv/75437

ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

05/11/2023
টেনিস এলবো পেইন বা কনুই ব্যাথাঃএ রোগটি টেনিস বল খেলার সঙ্গে নামকরণ ও সম্পর্কযুক্ত হলেও আমাদের দেশে কর্মজীবী নারী ও গৃহবধ...
05/11/2023

টেনিস এলবো পেইন বা কনুই ব্যাথাঃ

এ রোগটি টেনিস বল খেলার সঙ্গে নামকরণ ও সম্পর্কযুক্ত হলেও আমাদের দেশে কর্মজীবী নারী ও গৃহবধূরা বেশি আক্রান্ত হয়ে থাকেন। এ রোগে কনুইয়ে মাঝারি থেকে প্রচন্ড ব্যথা হতে পারে। কনুই সামান্য ফুলেও যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো হাত দিয়ে ভারী কিছু উঁচু করতে না পারা এবং প্রচন্ড ব্যথা। জগ থেকে গ্লাসে পানি ঢালতে বা কাপড় চিপতে কষ্ট হওয়া।
কনুই ব্যথার কারণ অনেক। ব্যথার অবস্থানের মাধ্যমে এর কারণ ও রোগ সম্পর্কে ধারণা করা যায়। বাহুর হাড়ের নিচের প্রান্তের বাইরের অংশকে ল্যাটারাল ইপিকোনডাইল (Lateral Epicondyle)বলে। বাহুর পেছনের পেশিগুলো এ স্থান থেকে উৎপত্তি হয় এবং এর প্রদাহকে ল্যাটারাল ইপিকোনডাইলাইটিস (Lateral epicondylitis) বা টেনিস এলবো (Tennis Elbow) বলে। কনুই ও হাতের কবজি বারবার পেছনে বাঁকা করলে টেনিস এলবো হয়। ধারণা করা হতো, টেনিস খেলোয়াড়দের এটি বেশি হয় বলে একে টেনিস এলবো (Tennis Elbow) বলে। শুধু যে টেনিস প্লেয়ার যে হয় তাও কিন্তু নয়, বর্তমানে ক্রিকেটারদের ও হয়। উদাহরণসরূপ ভারতের বিখ্যাত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এই ব্যাথার কারনে অবশেষে ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এই রোগ নিয়েও ক্রিকেট খেলছেন।

উপসর্গঃ
♦ হাতের কনুইয়ে ব্যথা অনুভব হয় বলে হাত দিয়ে কোনো কিছু তুলতে সমস্যা হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা বেড়ে যায়।
♦ এই ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের আঙুল পর্যন্ত যেতে পারে।
♦ ভেজা কাপড় নিংড়ানো, চামচ দিয়ে কিছু নাড়ানো, দরজা খোলা ও লাগানো কষ্টকর হয়; এমনকি অপরজনের সঙ্গে করমর্দন করতেও অসুবিধা হয়।

রোগ নির্ণয়ঃ
টেনিস এলবো (Tennis Elbow) কেন হয়—এর কারণ নির্ণয় করতে হলে প্রথমেই রোগীর অসুবিধার কথাগুলো জানতে হবে। রোগীকে ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এক্স-রে ও রক্তের পরীক্ষা যেমন—শর্করা, সিরাম ইউরিক এসিড, আরএ ফ্যাক্টর ইত্যাদি করাতে হবে। অনেক সময় এক্স-রে ও রক্ত পরীক্ষায়ও রোগ শনাক্ত করা যায় না। কনুইয়ের বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড এবং এমআরআই করেও অনেক সময় এই রোগ শনাক্ত করা যায়।

চিকিৎসাঃ
হাত দিয়ে কোনো কাজ বা কোনো কিছু বহন করতে না পারলে, রাতের বেলায় বা বিশ্রাম অবস্থায় ব্যথা হলে, একটানা কিছুদিন কনুইয়ে ব্যথা থাকলে, সোজা বা ভাঁজ করতে অসুবিধা হলে, কনুই ফুলে গেলে বা চামড়ার রং পরির্বতন হলে, অন্য কোনো অস্বাভাবিক অসুবিধা বা চিনচিনে ব্যথা অনুভূত হলে চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।
বেশির ভাগ ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসায় কনুই এলবো সেরে যায়। তবে দুঃখের বিষয়, এই রোগ সেরে যাওয়ার কিছুদিন পর আবার দেখা দিতে পারে। অনেক সময় কনুইয়ের বাইরের দিকে ব্যথা না হয়ে যখন কনুইয়ের ভেতরের পাশে ব্যথা হয়, তাকে গলফার্স এলবো বলে, যার চিকিৎসাও টেনিস এলবোর মতোই।
♦ কনুই এলবোর চিকিৎসায় নন-স্টেরয়েডাল অ্যান্টিইনফ্ল্যামেটরি ড্রাগ সেবন করা যেতে পারে। করটিসন ইনজেকশন পুশ করলে রোগের উপসর্গ দ্রুত কমে।
♦ বারবার কনুই এলবোতে আক্রান্ত হলে ছোট ছিদ্র দিয়ে আর্থোস্কোপ কনুইয়ে প্রবেশ করিয়ে বিসংকোচন ও ডেব্রাইডমেন্ট করালে ব্যথা কমে যায়। কখনো কখনো টেনডনের উৎপত্তি নতুন জায়গায় সরানো হয় এবং এনকোর সুচার দিয়ে লাগানো হয়। এই উভয় পদ্ধতিতে রোগীর সমস্যা দ্রুত নিরাময় হয়।
♦ রোগের জটিল পর্যায়, বিশেষ করে পেশাজীবী খেলোয়াড়দের এই রোগ হলে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। অভিজ্ঞ অর্থোপেডিকস সার্জনরা এই অপারেশন পরিচালনা করে থাকেন, যাতে প্রায় ৯০ শতাংশ সফলতা মেলে।

করণীয়ঃ
♦ চিকিৎসার পাশাপাশি কনুইকে যথাসম্ভব বিশ্রামে রাখতে হবে, যাতে প্রদাহ বা ব্যথা কম হয়। তবে অতিরিক্ত বিশ্রামে আবার কনুই স্টিফ হয় বা জমে যেতে পারে।
♦কনুইয়ে এক ধরনের টেনিস এলবো ব্রেস (Tennis Elbow brace) পাওয়া এটা ব্যবহার করলে ব্যাথা ভাল হতে পারে।
♦ নিয়মিত বরফ বা গরম সেঁক দিলে প্রদাহ, ফোলা ও ব্যথা কমে যায়।
♦ ফোলা ও ব্যথা কমে এলে কনুইয়ের স্বাভাবিক নড়াচড়া ও পেশি শক্তিশালী হওয়ার জন্য ব্যায়াম করতে হবে।
♦ প্রয়োজনে ফিজিওথেরাপি দিতে হবে।
সুস্থ থাকবেন।

ডাঃ মোঃ কামরুল ইসলাম
হাড় ভাঙ্গা, বিকলাঙ্গ, বাত ব্যাথা, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

I will be available on International mother language day health camp day on 21/02/2023 at Bangladesh Multicare Hospital ...
18/02/2023

I will be available on International mother language day health camp day on 21/02/2023 at Bangladesh Multicare Hospital Rampura from 10-11am

I will be available on National victory day health camp day one on 16/12/2022 at Bangladesh Multicare Hospital Rampura f...
10/12/2022

I will be available on National victory day health camp day one on 16/12/2022 at Bangladesh Multicare Hospital Rampura from 10am-12pm

ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder)-শোল্ডারে (কাঁধে) ব্যাথাঃআপনি চাইলেও হাত উপরে তুলতে পারেন না, চুল আঁচড়াতে কষ্ট হয়, পেছন...
16/11/2022

ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder)-শোল্ডারে (কাঁধে) ব্যাথাঃ

আপনি চাইলেও হাত উপরে তুলতে পারেন না, চুল আঁচড়াতে কষ্ট হয়, পেছনে বোতাম লাগাতে বা খুলতে কষ্ট হয় অথবা পারেন না, কাপড় কাচতে পারেন না, পেছনের পকেটে মানিব্যাগ রাখতে গেলে কষ্ট হয় অথবা পারেন না, আক্রান্ত পাশে কাত হয়ে শুতে বা ঘুমাতে কষ্ট হয়, রাতে হঠাৎ করে ব্যাথার কারনে আচমকা ঘুম ভেঙ্গে যায়, দৈনন্দিন জীবনে এসকল সমস্যাগুলো হয় ফ্রোজেন শোল্ডারের কারনে। আমাদের ভাষায় এই রোগের নাম অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস ।

কেন হয় অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার?

কোনো আঘাত বা অস্ত্রোপচারের পর কাঁধের নড়াচড়া কম হলে জয়েন্ট বা সন্ধিটা জমে যায়। ফুসফুস, হৃৎপিণ্ড বা হাতের অস্ত্রোপচারের পর এই
সমস্যা হতে পারে। হরমোন, ডায়াবেটিস, স্ট্রোক ও হার্ট অ্যাটাক এর পর এটা খুবই পরিচিত সমস্যা। কাঁধের এই জয়েন্ট অতিরিক্ত ব্যবহার হলেও এই ধরনের সমস্যা হতে পারে, যেমন ফাস্ট বোলারদের এই সমস্যা বেশি হয়ে থাকে।
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসাঃ
ঔষধ, ইনজেকশন এবং ফিজিওথেরাপি/ ব্যায়াম এই তিন টির সমন্বয়ে রোগী কিছুদিনের মধ্যেই ব্যাথা মুক্ত করা যায়। এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। কষ্টদায়ক হলেও প্রাণঘাতী নয়।সঠিক চিকিৎসা পেলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে।

ডাঃ মোঃ কামরুল ইসলাম
হাড় ভাঙ্গা, বিকলাঙ্গ, বাত ব্যাথা, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

Low Back Pain (LBP)- কোমরব্যাথাঃLBP with Radiation Pain Both Lower Limbs - কোমর থেকে পায়ে ব্যাথাঃ শতকরা ৯০ শতাংশ লোক জীব...
28/10/2022

Low Back Pain (LBP)- কোমরব্যাথাঃ
LBP with Radiation Pain Both Lower Limbs - কোমর থেকে পায়ে ব্যাথাঃ শতকরা ৯০ শতাংশ লোক জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভোগে। স্বল্পমেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদি বা ক্রোনিক ব্যথা এক মাসের অধিক সময় থাকে। উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে ৯০ শতাংশ রোগী দুই মাসের মধ্যে ভালো হয়ে যায়।

লক্ষণঃ
* প্রথম দিকে কোমর ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।
* অধিকাংশ ক্ষেত্রে চিৎ হয়ে শুয়ে থাকলে এ ব্যথা কিছুটা কমে আসে। কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায়।
* ব্যথার সঙ্গে পায়ে ব্যথা নামতে বা উঠতে পারে, হাঁটতে গেলে পা খিঁচে আসে বা আটকে যেতে পারে, ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে। কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্ত ভাব হয়ে যাওয়া।
* প্রাত্যহিক কাজে, যেমন- নামাজ পড়া, তোলা পানিতে গোসল করা, হাঁটাহাঁটি করা ইত্যাদিতে কোমরের ব্যথা বেড়ে যায়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। অনেক সময় হয়তো রোগী হাঁটতেই পারে না।পায়ে ঝিনঝিন ধরে থাকে।সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হতে পারে। পা অবশ ও ভারী হয়ে যায়। পায়ের শক্তি কমে যায়। মাংসপেশি মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায়।
ব্যথার পাশাপাশি জ্বর, শরীরের ওজন হ্রাস, অরুচি, অতিরিক্ত ঘাম ইত্যাদি উপসর্গ থাকলে এবং ব্যথাটা কোমর ছাড়িয়ে পায়ের দিকে বিশেষ করে এক পায়ের হাঁটুর নিচ পর্যন্ত ছড়ালে অথবা এক পায়ে তীব্র ব্যথা বা অবশভাব হলে সতর্ক হতে হবে। প্রস্রাব বা পায়খানার সমস্যা, মলদ্বারের আশপাশে বোধহীনতা, মেরুদণ্ডে বক্রতা, পায়ের দুর্বলতা বা পায়ের মাংসপেশির শুষ্কতা ইত্যাদি উপসর্গকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
কোমর থেকে নিতম্ব, ঊরু ও পায়ের আঙুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে। পায়ে দুর্বলতা বা অবশ ভাব হলে। হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়। প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে। শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে। ব্যথার সঙ্গে উল্লিখিত যে কোনো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কোমর ব্যাথার কয়েকটি উল্লেখযোগ্য কারনঃ
১. যাঁরা অফিসে দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন। এতে দেখা যায়, কোমরে ব্যথা প্রচণ্ড হয়ে থাকে।
২. বসার চেয়ার টেবিল ঠিকমতো না হলে বা ঠিকমতো না বসলে বা সামনে-পেছনে ঝুঁকে বসলে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে।
৩. দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে।ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত।
৪. যাঁরা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেন, তাঁদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা অনুভূত হয়।
৫. অনেকেই আছেন যাঁরা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না। ফলে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যথা হয়।
৬. অতিরিক্ত দেহের ওজন বৃদ্ধির কারনে কোমর ব্যাথা হতে পারে।
৭. মা দের হ্মেত্রে প্রেগন্যান্সিতে সিজারিয়ান ডেলিভারির কারনে কোমর ব্যাথা হতে পারে।
৮. জীবন যাপনে স্বাভাবিক মুভমেন্ট না করলে।
৯. ক্যান্সার, অস্টিওপোরোসিস, এইডস, দীর্ঘকাল স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের ইতিহাস থাকলে কোমর ব্যথাকে অবহেলা করা চলবে না।
১০.লাম্বার স্পনডোলাইসিস : কোমরের পাঁচটি হাড় আছে। কোমরের হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায়, তখন তাকে লাম্বার স্পনডোলাইসিস বলে।
১১. পিএলআইডি : এটিও শক্তিশালী একটি কারণ। এটি সাধারণত ২৫ থেকে ৪০ বছরের মানুষের ক্ষেত্রে বেশি হয়। মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা থাকে। দুই হাড়ের মাঝখানে এক ধরনের পিচ্ছিল নরম জিনিস থাকে, এটা বের হয়ে পায়ের দিকে চলে যাওয়া রগের উপর পেশ্রার দেয়, যার ফলে বাথ্যা কোমর থেকে পায়ের দিকে যায় এবং রক্তনালি দূর্বল হয়ে যায়।
১২. বড় কোনো আঘাতের ইতিহাস থাকলে, কোমর ব্যথার পাশাপাশি বুকে ব্যথা হলে, রোগীর আগে কখনও যক্ষ্মা হয়ে থাকলেও বাড়তি গুরুত্ব দিতে হবে।

ডাঃ মোঃ কামরুল ইসলাম
হাড় ভাঙ্গা, বিকলাঙ্গ, বাত ব্যাথা, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

Address

382 West Rampura, DIT Road, Dhaka 1219
Dhaka

Telephone

+8801312259599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Kamrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Kamrul Islam:

Share

Category