Somoyon Blood Bank

Somoyon Blood Bank দরকার হলে রক্তের জোগান,
সময়ন করবে অনুসন্ধান।
– (সময়ন ব্লাড ব্যাংক)

14/09/2024

ইমারজেন্সি ৪ জন (A+) ডোনার লাগবে।ইসলামি ব্যাংক হাসপাতাল, শাহজাহানপুর।
প্লাটিলেট কাউন্ট ৮ হাজারের নিচে।

যোগাযোগ: 01629438632, +8801703982445
+8801827118328

29/08/2024

রোগীর সমস্যা: প্রেগন্যান্ট
রক্তের গ্রুপ: এ নেগেটিভ
রক্তের পরিমাণ: এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না
রক্তদানের সময় এবং তারিখ: যেকোনো সময় লাগতে পারে, তবে খুব তাড়াতাড়ি লাগবে।
রক্তদানের স্থান: স্কয়ার হাসপাতাল, ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা।
নাম্বার: 01637-888666

24/07/2024

01704653295-dipu
O+ blood lagbe
Apollo(evercare e)
Kalke shokale
1 bag

ঈদ-উল-আযহা মুসলমানদের একটি প্রাণের উৎসব। এ বছর ১৭ জুন রোজ সোমবার দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পালিত হবে ঈদ। প...
16/06/2024

ঈদ-উল-আযহা মুসলমানদের একটি প্রাণের উৎসব। এ বছর ১৭ জুন রোজ সোমবার দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পালিত হবে ঈদ।

পশু কুরবানী-ই এই উৎসবের কেন্দ্রবিন্দু। আল্লাহর কাছে কুরবানীর পশুর রক্ত-মাংস কিছুই পৌছায় না, পৌছায় তাকওয়া। এই ঈদ উপলক্ষ্যে সকলের কাছেই আমাদের বিনীত অনুরোধঃ

১) সিটি কর্পোরেশন এর নির্ধারিত স্থানে পশু কুরবানী দিবেন।
২) কুরবানীর পশুর রক্ত জমাট বাঁধার আগেই পানির মাধ্যমে পরিষ্কার করবেন।
৩) কুরবানীর পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলে না রেখে সিটি কর্পোরেশন এর নির্ধারিত স্থানে ফেলুন।
৪) সব কাজ শেষে ব্লিচিং পাউডার ব্যবহার করার অনুরোধ রইলো।

এই দেশ, এই শহর যেমন আমাদের ঠিক তেমনি এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের-ই। আমাদের দায়িত্বে অবহেলার শিকার আমাদের-ই হতে হবে, তাই নিজেদের তথা সবার জন্য অযথা দূর্ভোগ, ভোগান্তির সৃষ্টি না করে ঠিকভাবে দায়িত্ব পালন করে সুস্থ স্বাভাবিক সমাজ রক্ষায় এগিয়ে আসি। সবাই মিলে সবার ঢাকা - সুস্থ, সচল, ও আধুনিক ঢাকা।
প্রত্যেককে জানাই ঈদ মোবারক।

25/05/2024

O+ blood needed
Location: Kurmitola general hospital
Date and time: 26 May 2024

মানুষের দু:সময়ে আবারও আর্তমানবতার সেবায় সাড়া দিলেন সময়ন কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সম্মানিত সহ-সভাপতি সচিন কুমার আচ...
20/05/2024

মানুষের দু:সময়ে আবারও আর্তমানবতার সেবায় সাড়া দিলেন সময়ন কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সম্মানিত সহ-সভাপতি সচিন কুমার আচিন্ত্য ১০ম বারের মতো রক্তদানের মাধ্যমে। অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ কাজে আবারও অংশ নেয়ার এবং আমাদের উৎসাহিত করার জন্য।

12/05/2024

দুই ব্যাগ o negative blood দরকার। ১৫/৫/২০২৪তারিখে
স্থান- পি জি হাসপাতাল,ঢাকা। মোবাইল-01791748430

অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সবার সহয়তা কামনা করছি।

30/04/2024

ইমারজেন্সি রক্তের প্রয়োজন
ব্লাড গ্রুপ: O -
লোকেশন: আদ-দ্বীন হাসপাতাল, মগবাজার।
সময়: সকাল ৭:৩০ মিনিট (১'লা মে)
পরিমাণ: ১ ব্যাগ

সম দৃষ্টিভঙ্গি আর ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য থেকেই জন্ম হয় সময়নের। এরই ধারাবাহিকতায় নতুন নতুন উদ্যোগের সা...
28/04/2024

সম দৃষ্টিভঙ্গি আর ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য থেকেই জন্ম হয় সময়নের। এরই ধারাবাহিকতায় নতুন নতুন উদ্যোগের সাক্ষী হচ্ছে সময়ন পরিবারবর্গ। এবারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে সময়ন আপনাদের সামনে এসেছে।

মানুষে মানুষে বিভেদ মুছে যায় রক্তদানের মাধ্যমে। আর এই মহৎ কাজের সাথে সময়ন থাকবে না তা কি করে হয়?
তাইতো আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই "সময়ন" এর নতুন অঙ্গ " সময়ন ব্লাড ব্যাংক" 🩸

যেকোনো সময়, যেকোনো বিপদে সময়ন পরিবার এগিয়ে যাওয়ার আশ্বাস দিচ্ছে।
প্রয়োজন আপনার, প্রতিশ্রুতি আমাদের।

আসুন একসাথে ভালো চিন্তাগুলোকে সফল করে তুলি!
ধন্যবাদ।

Address

Bashundhra R/A
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Somoyon Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category