Dhaka Physiotherapy Home Service

Dhaka Physiotherapy Home Service Dhaka Physiotherapy Home Service - ঘরে বসেই নিন ফিজিওথেরাপ?

Dhaka Physiotherapy Home Service এ আপনাকে স্বাগতম!

এখন ঘরে বসে নিন ফিজিওথেরাপি সেবা এবং ফিজিওথেরাপির প্রয়োজনীয় সকল সার্জিক্যাল পণ্য। খুব সহজে ফিজিওথেরাপির সকল সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিস্তারিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন 01303379280 নাম্বারে।

Dhaka Physiotherapy Home Service - ঘরে বসেই নিন ফিজিওথেরাপি সেবা।

24/06/2025
17/07/2024

Faradic stimulation for paralized muscle contraction.

02/04/2024

কাধের ব্যথা বা ফ্রোজেন শোল্ডার সমস্যায় এক সেশন ফিজিওথেরাপি নেয়ার আগের ও পরের অবস্থা।

10/01/2024

#পোস্ট_ফ্রাকচার_স্টিফনেস এর ক্ষেত্রে সাধারনত অপারেশন পরবর্তীতে ব্যান্ডেজ খোলার সাথে সাথেই ফিজিওথেরাপি শুরু করা উচিত। ভিডিওতে যেই মহিলাটিকে দেখা যাচ্ছে তার Colli's fracture /কব্জি ভেংগে গিয়েছিল এবং ব্যান্ডেজ খোলার তিনমাস পর এসেছেন ফিজিওথেরাপি নিতে, কিন্তু ততদিনে তার হাতের প্রত্যেকটি জয়েন্ট, আংগুল স্টিফ (শক্ত) হয়েছে গেছে এবং মুভমেন্টও রেসট্রিক্টেড হয়ে গিয়েছে। দীর্ঘদিন জয়েন্ট ইমোবিলাইজড থাকার কারনে তার ফ্রোজেন শোল্ডারও হয়েছে। তার যখন ব্যান্ডেজ খোলা হয় তখন তার ডাক্তার তাকে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ না দিয়ে উল্টা ফিজিওথেরাপি সম্পর্কে ভুল ব্যখ্যা দিয়েছেন ফলাফল স্বরুপ এধরনের রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পার্কিনসন -একটি ভয়ংকর নিউরো ডিজেনারেটিভ ডিজঅর্ডার বা মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ।পার্কিনসনে আক্রান্ত ব্যক্তির হাত পা শক্ত হয়...
03/01/2024

পার্কিনসন -
একটি ভয়ংকর নিউরো ডিজেনারেটিভ ডিজঅর্ডার বা মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ।

পার্কিনসনে আক্রান্ত ব্যক্তির হাত পা শক্ত হয়ে আসা, পিঠ কুজো হয়ে যাওয়া, চলাফেরায় সমস্যা লক্ষন হিসেবে প্রকাশ পায়।

পার্কিনসনের তীব্রতা থেকে পরিত্রান পেতে নিয়মিত ফিজিওথেরাপি গ্রহন করা জরুরি।

বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন-
01303379280

25/12/2023

যেকোনো প্যারালাইসিসের চিকিৎসায় রিহ্যাব দীর্ঘমেয়াদি চালিয়ে যেতে হয়। কিছুদিন চালিয়ে বন্ধ করলে
কাঙ্খিত ফল আসবে না।

21/12/2023

বয়স্কদের হাটু ব্যথায় ফিজিওথেরাপি অনেক কার্যকরী।
আর্থাটিসের সমস্যায় অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

বাসায় বসে ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন-
01303-379280

ঘরে বসেই ফিজিওথেরাপি নিন !!বাসায় ফিজিওথেরাপি নেয়ার জন্য কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট খুজছেন? ঢাকা শহরে আমরাই দিচ্ছি সবচেয়ে ...
05/12/2023

ঘরে বসেই ফিজিওথেরাপি নিন !!
বাসায় ফিজিওথেরাপি নেয়ার জন্য কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট খুজছেন?

ঢাকা শহরে আমরাই দিচ্ছি সবচেয়ে নির্ভরযোগ্য ফিজিওথেরাপি হোম সার্ভিস। আমাদের আছে দক্ষ ও কোয়ালিফাইড নারী ও পুরুষ ফিজিওথেরাপিস্ট, যারা আপনার বাসাই গিয়ে আপনার সমস্যার যুগোপযোগী এসেসমেন্ট করে ম্যানুয়াল থেরাপি ও অত্যাধুনিক থেরাপিউটিক যন্ত্রপাতির সমন্বয়ে করবেন ফিজিওথেরাপির সমাধান।

যে সব সমস্যায় বাসাই ফিজিওথেরাপি নিতে পারেন-
*স্ট্রোক/পারিকসন/জিবিএস
*সেরিব্রাল পালসি/প্রতিবন্ধী শিশু
*ঘার,কোমড় ও পিঠের ব্যথা
*ফ্রোজেন শোল্ডার/কাধের ব্যথা
*আথ্রাইটিস/হাটু-গোড়ালির ব্যথা
*লিগামেন্ট ইন্জুরি/স্পোর্টস ইনজুরি
*সিজার ও অন্যান্য অপারেশন পরবর্তি ব্যথা ও জয়েন্ট স্টিফনেস।

কেন আমাদের সেবা নিবেন-
*এরিয়াভিত্তিক ফিজিওথেরাপিস্ট থাকায় সমগ্র ঢাকা শহরেই পাবেন আমাদের সেবা।
*রোগীর সুবিধামত সময়ে সেবা নিতে পারবেন।
*সাশ্রয়ী খরচের নিশ্চয়তা।

বাসাই বসে ফিজিওথেরাপি সেবা নিতে এখুনই যোগাযোগ করুন।
📞+8801303-379280

আমাদের অফিসের ঠিকানা-
মিরপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
১৪/১১, মিতি প্লাজা, ৫ম ফ্লোর
মিরপুর ১২, ঢাকা ১২১৬

কোমড় ব্যাথায় জর্জরিত ? ঢাকা ফিজিওতে সেবা নিয়ে হন মুক্ত কোমড় ব্যথা: কোমড় ব্যথা একটি অসস্তিকর সমস্য যা যে কোন বয়সে যে কেউ ...
22/11/2023

কোমড় ব্যাথায় জর্জরিত ?
ঢাকা ফিজিওতে সেবা নিয়ে হন মুক্ত

কোমড় ব্যথা: কোমড় ব্যথা একটি অসস্তিকর সমস্য যা যে কোন বয়সে যে কেউ এ সমস্যায় ভুগে থাকেন। কারনভেদে কোমড় ব্যথাকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন-
১. পোশ্চারাল সিন্ড্রোম: ভুল পোশ্চার বা অংগভংগিতে চলাফেরা, কোমড় কুজো বসে থাকা, ভারী কাজ করা।
২. ডিসফাংনাল সিন্ড্রোম: কোমড়ের মাংশপেশিতে টান বা আঘাত জনিত ব্যথা।
৩.ডিরেন্জমেন্ট সিন্ড্রোম: কোমড়ের মেরুদন্ডের হাড় ক্ষয়, পিএলআইডি,স্পোন্ডাইলোলিস্থেসিস,স্টেনোসিস, এনকাইলোজিং স্পোন্ডাইলোসিস, ইত্যাদি।
কোমড় ব্যথা যদি তিন দিনের বেশি স্থায় হয়, ব্যথা পায়ের দিকে নামে, পা ঝিন ঝিন, অবশ ভাব, যৌন অক্ষমতা, পায়খানা প্রসাব ধরে রাখতে না পারা ইত্যাদি লক্ষন প্রকাশ পায় তাহলে অবশ্যই দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করে দেয়া উচিত।

ফিজিওথেরাপি চিকিৎসা: ব্যথার কারন ও ধরন অনুযায়ী ফিজিওথেরাপিস্টরা আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকেন।

*সফট টিস্যু রিলিজ
*স্পাইনাল মোবিলাইজেশন
*ম্যানিপুলেশন
*ফ্লেকশন/এক্সটেনশন
*স্ট্রেচিং/স্ট্রেন্থেনিং
*ট্রাকশন
*ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন
* আল্ট্রাসাউন্ড থেরাপি
*পোশ্চারাল কারেকশন

অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক এর মাধ্যমে উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশে।

আমাদের রয়েছে দীর্ঘসময়ের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসক ।
ঘরে বসে ফিজিওথেরাপি নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন । আমাদের পেজে মেসেজ দিন অথবা কল করুন 01303379280

আমাদের অফিসের ঠিকানা-
ন্যাচারো হেলথ কেয়ার সেন্টার, বাসা:২০,রোড:১০,লেন:১১, ব্লোক-সি, মিরপুর -১১, ঢাকা।
মিরপুর-১২, ঢাকা-১২১৬

Address

Mirpur Physiotherapy & Rehabilitation Center, 14/12 Miti Plaza, Mirpur 12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Physiotherapy Home Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Physiotherapy Home Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram