AL-shefa pharma

AL-shefa pharma Publish & publicy

 েফা_ফার্মা_এন্ড_কনসালটেন্সি_সেন্টারের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী সকল কে জানাই অভিনন্দন।আল শেফা ফার্মা স...
29/05/2025

েফা_ফার্মা_এন্ড_কনসালটেন্সি_সেন্টারের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী সকল কে জানাই অভিনন্দন।
আল শেফা ফার্মা সর্বদা আপনাদেরকে উওম সেবা দেয়ার লক্ষে এগিয়ে যাচ্ছে সেই পথ ধরে এবং ঔষধের উওম গুনাগুন নিশ্চিতের লক্ষে সার্বক্ষনিক এয়ার কন্ডিশন এর সু-ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশে বর্তমানে যে পরিমান তাপমাত্রা লক্ষ করা যাচ্ছে সে তাপ মাত্রায় শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ ব্যাতীত ঔষধের মান ঠিক রাখা সম্ভব নয়,তাই সম্মানিত ক্রেতা বিন্দু কে ঔষধ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্ছ সতর্কতা এবং ঔষধের জন্য উপযোগী পরিবেশ নির্নয় করার জন্য আহব্বান করা হলো।
সম্মানিত ক্রেতা বিন্ধু আপনাদের দোয়া,ভালোবাসা এবং সহোযোগিতায় আল শেফা ফার্মা ১০বছর অতিবাহিত করছে এবং আপনাদেরকে নীরলস ভাবে ঔষধ এবং চিকিৎসার মাধ্যমে সেবা দিয়ে আসছে।
আল শেফা ফার্মার বর্তমান সেবা সমূহ :-
#গুনগত মানসম্পন্ন ঔষধ বিক্রয় এবং ঔষধের ১০০% মান নিশ্চায়ন।
#দেশি-বিদেশি ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়।
#প্রাথমিক চিকিৎসা সেবা প্রধান করা হয়।
#বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
#সাইকো থেরাপি ও কাউন্সেলিং করানো হয়।
#ব্যথা মুক্ত সুন্নতে খাৎতনা(মুসলমানী)করানো হয়।
#জরুরী চিকিৎসা সেবা প্রদান। (কাটাছেঁড়া ও মাইনর অবরেশন)
#ডায়াবেটিকস,প্রেসার এবং ওজন মাপা হয়।
#ইউরিক এসিড ও কোলেস্টোরল টেস্ট করানো হয়।
#নেবুলাইজেশন এবং অক্সিজেনের সুব্যবস্থা।
#ইনজেকশন এবং সেলাইন ফুস করা হয়।
#সেলাই কাটা ও ড্রেসিং এর সুব্যবস্থা।
#সর্বোপরি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা।

আমরা দিন দিন অলাইন এ কেনাকাটা ও সেবা নেওয়ার প্রতি অধিক পরিমানে ঝুকে যাচ্ছি,কিন্তু ঔষধ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সমূহে...
27/05/2025

আমরা দিন দিন অলাইন এ কেনাকাটা ও সেবা নেওয়ার প্রতি অধিক পরিমানে ঝুকে যাচ্ছি,কিন্তু ঔষধ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সমূহের প্রতি ঝুকার ফলে এর পরিনাম যে কতোটা ভয়াবহ হতে পারে আমরা হয়তো কল্পনাও করতে পারি না।

আজ আমার ফার্মেসীতে একজন রোগী একটি অনলাইন প্রেসক্রিপশন নিয়ে আসলো, এখানে যে মেডিসিন গুলো দেওয়া আছে এর প্রয়োজনীয়তা কতটুকু তা আমি জানিনা।
তবে এখানে ওষুধের যে ডোজ বা পরিমাণ দেওয়া আছে তার অধিকাংশই ভয়াবহ আকারে ভুল।
আর এই ভুল প্রেসক্রিপশন এর ওষুধ খেয়ে একজন রোগী কতটা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে তা কল্পনাও করা যায় না।
নিচে প্রেসক্রিপশন এর ভয়াবহ ভূলের চিত্রসমূহ তুলে ধরা হলো।

14/05/2025

সাতক্ষীরায় সম্ভব, ঢাকায় কেন নয়?

06/05/2025
12/02/2025

রিচার্জ এবং বিকাশ ব্যবসায়ীগন এ সকল ব্যাপারে সতর্ক না হলে ব্যবসা এবং টাকা শেষ হতে সময় লাগবে না।

প্রতিটি মানবিক ডাক্তারের কাছে সাধারন রুগিদের এটাই প্রত্যাশা।
28/01/2025

প্রতিটি মানবিক ডাক্তারের কাছে সাধারন রুগিদের এটাই প্রত্যাশা।

26/01/2025
23/12/2024
11/12/2024

Address

51/2/2 NORTH MUGDAPARA, JHEELPAR, MUGDA
Dhaka
1214

Telephone

+8801842806749

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-shefa pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AL-shefa pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram