
29/05/2025
েফা_ফার্মা_এন্ড_কনসালটেন্সি_সেন্টারের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী সকল কে জানাই অভিনন্দন।
আল শেফা ফার্মা সর্বদা আপনাদেরকে উওম সেবা দেয়ার লক্ষে এগিয়ে যাচ্ছে সেই পথ ধরে এবং ঔষধের উওম গুনাগুন নিশ্চিতের লক্ষে সার্বক্ষনিক এয়ার কন্ডিশন এর সু-ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশে বর্তমানে যে পরিমান তাপমাত্রা লক্ষ করা যাচ্ছে সে তাপ মাত্রায় শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ ব্যাতীত ঔষধের মান ঠিক রাখা সম্ভব নয়,তাই সম্মানিত ক্রেতা বিন্দু কে ঔষধ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্ছ সতর্কতা এবং ঔষধের জন্য উপযোগী পরিবেশ নির্নয় করার জন্য আহব্বান করা হলো।
সম্মানিত ক্রেতা বিন্ধু আপনাদের দোয়া,ভালোবাসা এবং সহোযোগিতায় আল শেফা ফার্মা ১০বছর অতিবাহিত করছে এবং আপনাদেরকে নীরলস ভাবে ঔষধ এবং চিকিৎসার মাধ্যমে সেবা দিয়ে আসছে।
আল শেফা ফার্মার বর্তমান সেবা সমূহ :-
#গুনগত মানসম্পন্ন ঔষধ বিক্রয় এবং ঔষধের ১০০% মান নিশ্চায়ন।
#দেশি-বিদেশি ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়।
#প্রাথমিক চিকিৎসা সেবা প্রধান করা হয়।
#বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
#সাইকো থেরাপি ও কাউন্সেলিং করানো হয়।
#ব্যথা মুক্ত সুন্নতে খাৎতনা(মুসলমানী)করানো হয়।
#জরুরী চিকিৎসা সেবা প্রদান। (কাটাছেঁড়া ও মাইনর অবরেশন)
#ডায়াবেটিকস,প্রেসার এবং ওজন মাপা হয়।
#ইউরিক এসিড ও কোলেস্টোরল টেস্ট করানো হয়।
#নেবুলাইজেশন এবং অক্সিজেনের সুব্যবস্থা।
#ইনজেকশন এবং সেলাইন ফুস করা হয়।
#সেলাই কাটা ও ড্রেসিং এর সুব্যবস্থা।
#সর্বোপরি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা।