03/06/2024
নিউবর্ন বাচ্চার জন্য মায়ের বুকের দুধ দরকার। বাচ্চার মা মারা গেছে৷
বাচ্চার খালার লেখা-
যেহেতু আমার বোন আর আমাদের মাঝে নেই বাচ্চার দুধ ম্যানেজ করা টা আমাদের জন্য কষ্টকর হচ্ছে
এই মুহূর্তে বাচ্চা NICU তে আছে,, বাচ্চার বয়স ৭ দিন,,(Immature baby),, ৩২ সপ্তাহে বাচ্চার জন্ম হয়েছে।
ডাক্তার এর মতামত অনুযায়ী বাচ্চাকে এখন থেকে বুকের দুধ দিতে হবে,, আগামী ৬/৭ দিন।
নিকটস্থ কোনো আত্মীয়ই সাম্প্রতিক সময়ে মা না হওয়ার কারনে বুকের দুধ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে এমন একজন নারী লাগবে যিনি রিসেন্টলি মা হয়েছে এবং বুকের দুধ দিতে আগ্রহী, যাতে বাচ্চাটিকে এই ক্রি*টিকাল সিচুয়েশন থেকে রক্ষা করা যায়।
বাচ্চাটি বর্তমানে ঢাকার Impulse hospital, Tejgaon তে আছে। যদি কোনো মা বুকের দুধ দিতে আগ্রহী হন আমার ইনবক্সে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।
নাম্বার : 01986815492
(যিনি ডোনেট করতে আগ্রহী তিনি চাইলে হাসপাতালে এসেও ডোনেট করতে পারেন। কিংবা আমরা গিয়েও নিয়ে আসতে পারব)