Cook's Food-রাঁধুনির রান্না

Cook's Food-রাঁধুনির রান্না আপনার যেকোনো রান্না রেসিপির জন্য এডম?
(297)

আলু দিয়ে ইলিশ মাছের ডিমrecipe & image by: Sayma Jahanতৈরী করতে যা লাগবেইলিশ মাছের ডিমআলু ৩ টা মাঝারী লম্বা করে কাটাপেঁয়া...
14/07/2023

আলু দিয়ে ইলিশ মাছের ডিম

recipe & image by: Sayma Jahan

তৈরী করতে যা লাগবে
ইলিশ মাছের ডিম
আলু ৩ টা মাঝারী লম্বা করে কাটা
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
জিরা বাটা ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
কাঁচামরিচ ৩/৪ টা ( ঝাল বেশি পছন্দ হলে আরো বেশি দিতে পারেন )
লবণ পরিমাণমতো
তেল ২ টেবিল চামচ
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
পানি পরিমানমতো

প্রণালী-
-মাছের ডিম হালকাভাবে ধুয়ে অল্প হলুদ, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিন। আলু খোসা ফেলে লম্বা করে কেটে নিন।

-হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। নাড়তে থাকুন। হালকা বাদামী করে ভাজা হলে এবার চুলার আঁচ কমিয়ে সকল মশলা ও পানি দিয়ে সামান্য কষিয়ে নিন।

-এবার ডিম দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে পরিমানমতো পানি দিন। আলুর কাটা টুকরো গুলো দিয়ে দিন। ঢেকে দিন কিছুক্ষণ রান্না হওয়ার জন্য।

-ঝোল ফুটতে শুরু করলে কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিন। এবার ঝোল মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

13/07/2023

আজকের টিপসঃ

-রান্না করতে গেলে খাবার পুড়ে প্যান, হাড়ি-পাতিলে দাগ হয়ে যাওয়া নিত্য দিনের ঘটনা। বিশেষ করে দুধ পোড়া দাগ তো একেবারেই তোলা যায় না। কিন্তু পুড়ে যাওয়া এইসকল হাড়ি, পাতিল, প্যান থেকে পোড়া দাগ তোলা খুবই সহজ ব্যাপার।

পুড়ে যাওয়া প্যানে ভর্তি করে পানি ও ২ কাপ ভিনেগার দিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে এতে ২ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে নেড়ে রেখে দিন। পানি প্রায় ঠাণ্ডা হয়ে এলে পানি ফেলে দিয়ে সাধারণ ভাবেই পরিষ্কার করে নিন প্যান। দেখবেন খুব সহজেই পোড়া দাগ উঠে আসছে।

**টিপস টি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।

মাংসের পিঠা**রেসিপি ও ছবি-প্রথম আলো উপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, ধনেপাতা ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১...
13/07/2023

মাংসের পিঠা
**রেসিপি ও ছবি-প্রথম আলো

উপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, ধনেপাতা ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, আতপ চালের গুঁড়া ৩০০ গ্রাম।

প্রণালি: সসপ্যানে লবণ ও পানি জ্বাল দিয়ে তাতে বলক উঠলে চালের গুঁড়া দিন। মৃদু আঁচে ঢাকনা দিয়ে তিন-চার মিনিট দমে রাখুন। ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে কিছুটা গরম অবস্থায় মাখিয়ে নিন। ছোট ছোট লেচি কেটে রুটি আকারে বেলে নিন।

ফ্রাইপ্যানে ৪ টেবিল-চামচ তেল দিয়ে তাতে কিমা, পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, গরম মসলা, ধনেপাতা, লবণ দিয়ে একটি পুর তৈরি করে ঠান্ডা করে নিন। রুটির টুকরোর ভিতর পুর দিয়ে পছন্দমতো আকার গড়ে ডুবোতেলে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।

সুস্বাদু বাটার বনউপকরণ-সাড়ে ৪ কাপ ময়দা৪ চা চামচ শুকনো ইস্ট (বা ২৮ গ্রাম এর প্যাকেট)১ কাপ দুধ৩/৪ কাপ পানি১/৪ কাপ মার্জার...
13/07/2023

সুস্বাদু বাটার বন

উপকরণ-
সাড়ে ৪ কাপ ময়দা
৪ চা চামচ শুকনো ইস্ট (বা ২৮ গ্রাম এর প্যাকেট)
১ কাপ দুধ
৩/৪ কাপ পানি
১/৪ কাপ মার্জারিন বা ১/৪ কাপ মাখন বা ১/৪ কাপ তেল
১/৩-১/২ কাপ সাদা চিনি
১/২ চা চামচ লবণ
ডিম এর কুসুম ২ টি ( সামান্য তেল আর পানি দিয়ে ফেটে নিতে হবে )

প্রণালী-
-প্রথমে কুসুম গরম পানিতে ইস্ট ভিজাতে হবে। এরপর তেল বাদে সব এক সঙ্গে নিয়ে ভালো ভাবে মাখাতে হবে।

-খামির বা ডো তৈরি হয়ে গেলে মাখন/তেল দিয়ে আরো একবার ভালোভাবে মথে ঢেকে রাখতে হবে ৪ থেকে ৬ ঘন্টা। হালকা গরম জায়গায়।

-এরপর খামিরটা যখন ফুলে উঠবে তখন আরো একবার মাখিয়ে নিন।

-লম্বা বাটার বন আকৃতির রুটি তৈরি করে বেকিং ট্রে-তে হালকা তেল মাখিয়ে তার ওপরে সাজান। ওপরে খাঁজকাটা ডিজাইনের জন্য ব্লেড দিয়ে হালকা করে চিড়ে নিন। আবার ৩০ মিনিট উষ্ণ জায়গায় রেখে দিন।

-রুটি ফুলে উঠলে উপরে ডিম এর প্রলেপ দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট করা ওভেনে ৩০ মিনিট বেক করতে হবে। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে।

(অনেক সময় অনেক ওভেন ভেদে তাপমাত্রা ওঠা নামা করে। সেই ক্ষেত্রে বেক-এর সময় ও ৩ থেকে ৪ মিনিট আগে পরে হতে পারে।)

ক্রিম তৈরি-
২০০ গ্রাম এর বাটার
আইসিং সুগার ৪ টেবিল চামচ
লিকুইড দুধ ১ টেবিল চামচ

দিসব একত্রে নিয়ে ভালো ভাবে বিট করে নিতে হবে। এর পর রুটির মাঝ বরাবর কেটে ক্রিম দিতে হবে। তৈরী হয়ে গেল মজাদার বাটার বন।

সংগৃহীত- প্রিয়.কম

বি:দ্র: পোস্টটি ভালো লাগলে Like, Comments ও Share করতে ভুল করবেন না। নিজে জানুন ও অন্যকে জানতে সাহয্য করুন।নিয়মিত লাইক কমেন্টস না করলে এই মুল্যবান পোস্টগুলো আর আপনার ওয়ালে খুজে পাবেন না আর আমারাও পোস্ট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলি । ধন্যবাদ।

গরু কিংবা খাসির মাংসের শাহী কোরমাby: সায়মা সুলতানা (Source:priyo.com) উপকরণ-খাসি বা গরুর মাংস ১ কেজিপেঁয়াজ কুচি ১ কাপপেঁ...
12/07/2023

গরু কিংবা খাসির মাংসের শাহী কোরমা
by: সায়মা সুলতানা (Source:priyo.com)

উপকরণ-
খাসি বা গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরাবাটা ১চা চামচ
দারুচিনি ২ টি
এলাচ ৪ টি
এলাচ ও দারুচিনি কয়েক টুকরো
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
টক দই ১/২ কাপ
কাঁচা মরিচ বাটা ২ চা চামচ (ইচ্ছা)
পোস্ত দানা বাটা ২ চা চামচ
কিসমিস ১/৪ কাপ
জয়েত্রী ,জায়ফল বাটা মিলে ২ চা চামচ ( মিহি করে বেটে নিতে হবে )
লেবুর রস ১ টেবিল চামচ
তেল হাফ কাপ
ঘি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ
জর্দার রঙ সামান্য
কেওড়া পানি সামান্য

প্রণালি-
-মাংসকে পেঁয়াজ বেরেস্তার অর্ধেক, দই ও আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখুন ২/৩ ঘণ্টা।
-এবার ঘি ও তেলের মাঝে এলাচ ও দারুচিনি দিন। পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিন। এতে যাবতীয় বাটা ও গুঁড়ো মশলা দিয়ে দিন। লবণ ও সামান্য পানি দিয়ে কষান।
- কষানো হয়ে মশলা তেলের ওপরে উঠে এলে মাংস দিয়ে দিন। এবং ভালো করে কষান। ঢাকনা নিয়ে মাঝারি আঁচে কষাবেন।
-কষানো হলে অল্প পানি ও কিসমিস দিয়ে ঢেকে রান্না করুন।
-মাখা মাখা হয়ে এলে জর্দার রঙ সামান্য দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিন। কেওড়া পানি দিন। এবার ২০ মিনিট দমে রাখুন। মাংস একদম নরম হলে নামিয়ে নিন।

মাওয়া ৪ ভাবে বানানো যায় by:Nodi Sina মাওয়া--- খুব সহজ ভাবে --- প্রথম রেসিপি। গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি আধা চা চামচ, গুঁ...
12/07/2023

মাওয়া ৪ ভাবে বানানো যায়
by:Nodi Sina

মাওয়া--- খুব সহজ ভাবে --- প্রথম রেসিপি।
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ,
ঘি আধা চা চামচ,
গুঁড়ো চিনি ১ চা চামচ,
গোলাপজল আধা চা চামচ
- সব একত্রে মিলিয়ে নিলেই মাওয়া তৈরি হয়ে যায়.

মাওয়া --- দ্বিতীয় রেসিপি ----
গুঁড়ো দুধ ১/৪ কাপ ,
ফ্রেশ ক্রিম ২ থেকে ৩ টেবিল চামচ
-- হাত দিয়ে ভালো ভাবে মেখে মাইক্রো ওভেন এ ১ থেকে ২ মিনিট গরম করে নিলে হয়ে যায়।

মাওয়া -- তৃতীয় রেসিপি। ...
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ,
ঘি আধা চা চামচ,
---সব একসঙ্গে ভালোভাবে মেখে হালকা আচে চুলায় ভেজে নিলে হয়ে যায়।

মাওয়া ---চতুর্থ এবং একটু ঝামেলার রেসিপি।
লিকুইড দুধ ১ লিটার,
ফ্রেশ ক্রিম ১ টি ,
গুঁড়ো দুধ ১/২ কাপ।
--- দুধ এবং ফ্রেশ ক্রিম চুলায় জাল দিয়ে হালুয়ার মত করে নিতে হবে। এর পর এই হালুয়া টাকে ফ্রিজে ২ দিন রেখে দিতে হবে নরমাল এ।
এর পর ফ্রুইট প্রসেসর এ গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো ভাবে

💞💞চা পাতা ফেলে দিচ্ছেন কি??প্রতিদিন বাড়িতে চা হচ্ছে, আর সিংকে বা ময়লার ঝুড়িতে জমছে চা পাতা। খাওয়া শেষে চা পাতা ফেলে দেওয়...
15/05/2023

💞💞চা পাতা ফেলে দিচ্ছেন কি??

প্রতিদিন বাড়িতে চা হচ্ছে, আর সিংকে বা ময়লার ঝুড়িতে জমছে চা পাতা। খাওয়া শেষে চা পাতা ফেলে দেওয়াটাই রেওয়াজ। কিন্তু ফেলে দেওয়া চা পাতা যে কত কাজে লাগে তা আমরা কতটুকু জানি।

চায়ের সেদ্ধ পাতা গাছের জন্য ভীষণ ভালো সার, বিশেষ করে গোলাপ গাছের জন্য এর চেয়ে উপকারী উপাদান নেই বললেই চলে। সব গাছেই চাপাতা দেওয়া যায়।

সাধারণত বেসিনের আয়না কিছুদিন পরই ঘোলাটে হয়ে যায়। আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ভালো মতো ঘষুন। তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকে হয়। রান্নাঘরে চুলার আশেপাশের তেল চিটচিটে ভাব দূর করতেও ব্যবহৃত ভেজা টি ব্যাগ ব্যবহার করা যায়।

ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগ ফেলে না দিয়ে রেখে দিন। ত্বকের পরিচর্যার সময়ে এই টি ব্যাগ চোখের উপর রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। চা পাতার কল্যাণে চোখের চারপাশের কাল দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এছাড়া চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও টি ব্যাগ ভূমিকা রাখে।

আপনার ত্বক যদি হয় শুকনো, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ত্বকের উপর ছিটিয়ে দিয়ে ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের আদ্রতা দূর হওয়ার পাশাপাশি ত্বকের ময়লাও দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো করে গ্রিন টি লাগাতে পারেন চুলে। অথবা ব্ল্যাক টি। গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটাবে আর ব্ল্যাক টি চুল পড়ে যাওয়া ঠেকাবে। চা মাখানোর ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালোমতো ধুয়ে ফেলুন।

যাদের পায়ে মোজা পরলে দুর্গন্ধ তৈরি হয় তারা চা পাতার সাহায্য নিতে পারেন। এক হাড়ি পানিতে এক চা চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সেদ্ধ করুন। তারপর সেই পানি দিয়ে পা মুছে নিন। দুর্গন্ধ দৌড়ে পালাবে।

কারও মুখে ঘা হলে কিংবা দাঁত তোলার পর ব্লিডিং হলে ঠাণ্ডা লিকার দিয়ে ধীরে ধীরে কুলি করুন। রোগ ভালো হয়ে যাবে।

চা পাতার সবচেয়ে বড় উপকার হলো ত্বকের ব্রণ নিরাময়ে ভূমিকা রাখা। অল্প একটু চা পাতা দিয়ে লিকার তৈরি করে সেই লিকার দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণ সারবে অল্প কদিনেই।

কাঁচা আমের কাশ্মিরি আচারযেভাবে করতে হবেঃ-১। কাচা আম ছিলে লম্বা ফালি করে কেটে নিতে হবে -(৪টা বড় সাইজের) প্রতিটি আম ৬/৭পিস...
11/05/2023

কাঁচা আমের কাশ্মিরি আচার

যেভাবে করতে হবেঃ-
১। কাচা আম ছিলে লম্বা ফালি করে কেটে নিতে হবে -(৪টা বড় সাইজের) প্রতিটি আম ৬/৭পিস হবে।কেটে নেয়া আম ধুয়ে পানি ঝড়িয়ে /পানি শুকিয়ে নিতে হবে।


২। আদা মিহি কুচি-১টে চামচ,শুকনা লাল মরিচ ৪/৫টা ভিতরের বিচি ফেলে মরিচটা লম্বা/গোল পাতলা চিকন চিকন করে কেটে নিতে হবে।

৩। চিনি ৪-কাপ,পানি -হাফ কাপ এক সাথে করে চুলায় দিয়ে জ্বাল দিয়ে চিনি গলিয়ে নিতে হবে। চিনি গলে ফুটতে থাকলে এর মধ্যে আদা কুচি দিতে হবে। ২/১বার নেড়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেয়া আম। সিরার মধ্যে আম ভালোভাবে নেড়ে দিতে হবে।

৪। ৪/৫ মিনিটের মধ্যে আম থেকে পানি বের হয়ে সিরা পাতলা হয়ে যাবে এবং আম সেদ্ধ হয়ে যাবে। কেটে নেয়া লাল মরিচ এবং ২টে চামচ সিরকা আমের মধ্যে দিয়ে হালকা ভাবে আম নেড়ে দিতে হবে। আম সেদ্ধ হয়ে গেলে নাড়ার দরকার নেই তাহলে আম ভেঙে যাবে।

৫।আমের পানি শুকিয়ে যখন সিরার মধ্যে আম বেশ স্বচ্ছ দেখাবে তখন চুলার আচ কমিয়ে খুব অল্প সময় চুলায় রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। সিরা ঠান্ডা হলে আম একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে এবং পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে

রেসিপি ও ছবি : "ঝুমুর'স কিচেন"

#আচার_আচার

ঈদ স্পেশাল শাহী পোলাও রেসিপি & ছবি: Ayshah's recipeউপকরণ২ কাপ কালোজিরা বা গোবিন্দভোগ বা সাম্বা জিরা বা বাসমতি চাল৪ কাপ প...
19/04/2023

ঈদ স্পেশাল শাহী পোলাও
রেসিপি & ছবি: Ayshah's recipe

উপকরণ

২ কাপ কালোজিরা বা গোবিন্দভোগ বা সাম্বা জিরা বা বাসমতি চাল

৪ কাপ পানি (চাইলে ৩ কাপ পানি, ১ কাপ দুধ ও নেয়া যাবে)

১/২ কাপ গুঁড়াদুধ

২ টেবিল চামচ কাঠবাদাম* বাটা

১ চা চামচ আদা-রসুন বাটা

৪ টি আলুবোখারা*

১০/১২ টি কিশমিশ*

ছোট ১ টি পেঁয়াজ কুচি

১/৪ কাপ ঘি বা তেল

ফোরণের জন্য

৪ টা এলাচ

৬ টা লবঙ্গ

২ টুকরো দারুচিনি

ছোট ২ টা তেজপাতা

১/৪ চা চামচ শাহী জিরা*

১ টেবিল চামচ লেবুর রস

৬/৭ টা কাঁচামরিচ

১/৫ কাপ পেঁয়াজ বেরেস্তা

২ টেবিল চামচ খাঁটি ঘি

২ চা চামচ কেওড়া ওয়াটার

৪ টি কাঁচামরিচ

১ চিমটি জায়ফল ও জয়ত্রি* গুঁড়া

ষ্টার (*) চিহ্ন দেয়া গুলো বাদ দিতে পারেন যদি শাহী পোলাও না বানাতে চান, এগুলো ছাড়াও চমৎকার প্লেইন পোলাও রান্না করা যায়।

প্রস্তুত প্রণালী

প্রথমেই মাঝারি আঁচে হাড়িতে তেল/ঘি গরম করে নিন। বাবুর্চিরা সাধারণত বাটার অয়েল ব্যবহার করে থাকেন। চাইলে সেটাও দিতে পারেন। তারপর এতে শাহিজিরা-এলাচ-দারুচিনি-লং-তেজপাতা দিয়ে একটু ফোড়ন তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজকুচি সাদা সাদা করে ভেজে নিতে হবে সোনালী করতে হবে না। এতে পোলাও এর রং ঠিক থাকবে।

পেঁয়াজ হালকা ভাজা হলেই এতে আদা-রসুন ও বাদামবাটা দিয়ে ১ মিনিট একটু কষিয়ে নিন। তারপর এতে পানি ও গুঁড়োদুধ দিয়ে নেড়ে মিশিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে এই পানিতে একটা বলোক তুলে নিতে হবে। পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিতে হবে সাথে ১ চা চামচ লবন দিয়ে নেড়ে মিশিয়ে দিন। তারপর এই বাড়তি আঁচেই রান্না করুন মিনিট ৫ ধরে যতক্ষণ না পানি আর চাল সমান সমান হয়ে আসে।

পানি টেনে আসলেই সাথে সাথে চুলার আঁচ কমিয়ে লো করে দিন। তারপর এতে আলুবোখারা, কিশমিশ, লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে আলতো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে কেওড়া জল, জয়ফল জয়ত্রী গুঁড়ো, ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিন। চাইলে স্যাফ্রন ও দিতে পারেন। তারপর আবারো ঢেকে ১৫ মিনিট দমে রান্না করুন।

ব্যাস, হয়ে গেলো ঝরঝরে বাবুর্চি স্টাইলে বিয়ে বাড়ির শাহী পোলাও।

টিপস:

পোলাও ঝরঝরে করতে চাইলে চালগুলো ৪ থেকে ৫ বার কচলে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানি পরিষ্কার হচ্ছে। এতে করে পানির সাথে চালের স্টার্চ ধুয়ে যাবে আর রান্নার সময় আঠালো হয়ে গায়ে গায়ে চাল গুলো লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে। আর ধোয়া হয়ে গেলে ভালো করে পানি ঝরিয়ে একটু ছড়িয়ে রেখে দিবেন।

চাল দেয়ার পর পানিতে যখন বলোক আসে তখন ওই পানিটা একবার চেখে দেখবেন। ওই সময়ে পানিতে একটু চড়া লবন থাকতে হবে তাহলেই রান্নার পর পোলাওয়ের লবন ঠিকঠাক হবে। তাই যদি চেখে দেখেন লবন ঠিক লাগছে তাহলে আরো একটু লবন দিয়ে নিতে হবে।

চিকেন হালিম উপকরণ (ডালের জন্য):মুগ ডাল- ভাজা আধা কাপমসুর ডাল- আধা কাপঅড়হর ডাল- আধা কাপমটর ডাল- আধা কাপছোলার ডাল- আধা কাপ...
12/04/2023

চিকেন হালিম

উপকরণ (ডালের জন্য):
মুগ ডাল- ভাজা আধা কাপ
মসুর ডাল- আধা কাপ
অড়হর ডাল- আধা কাপ
মটর ডাল- আধা কাপ
ছোলার ডাল- আধা কাপ
মাষকলাই ডাল- আধা কাপ
পোলাও চাল- আধা কাপ
লবণ- স্বাদমতো।

প্রণালি:সব উপকরণ ভালোভাবে ধুয়ে হলুদ ১ চা-চামচ ও মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ হলে ভালোমতো ঘুঁটে নিন।

উপকরণ (মাংস রান্না)
চিকেন- ১টি ছোট ছোট করে কাটা
হলুদ- আধা চা-চামচ
মরিচ- ১ চা-চামচ
জিরা- ১ চা-চামচ
আদা- ১ টেবিল-চামচ
রসুন- আধা চা-চামচ
গরম মসলা- ৩/৪টি করে
তেল- ১ কাপ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ- ১ কাপ।

প্রণালি:
পাত্রে সব মাখিয়ে মাংস ভালোমতো কষিয়ে রান্না করুন। এবার সেদ্ধ করে রাখা ডাল মাংসের হাঁড়িতে আবার ১৫/২০ মিনিট রান্না করুন।

উপকরণ (পরিবেশনের জন্য):
পেঁয়াজ- বেরেস্তা আধা কাপ
আদা কুচি- ১ টেবিল-চামচ
ধনিয়াপাতা- ২ টেবিল-চামচ
লেবু- পরিমাণমতো
জিরা গুঁড়া- ১ টেবিল-চামচ।

প্রণালি:বাটিতে হালিম নিয়ে উল্লিখিত উপকরণগুলো দিয়ে পরিবেশন করুন।

রেসিপি আর ছবি: jagonews.com

আজকের টিপসঃ -বেঁচে যাওয়া আইসক্রিম ফ্রিজে সংরক্ষণ করতে হয়। যদি সম্পূর্ণ না খাওয়া হয় তবে তা ডীপফ্রিজে রেখে দিলে আগের মতো স...
12/04/2023

আজকের টিপসঃ

-বেঁচে যাওয়া আইসক্রিম ফ্রিজে সংরক্ষণ করতে হয়। যদি সম্পূর্ণ না খাওয়া হয় তবে তা ডীপফ্রিজে রেখে দিলে আগের মতো স্বাদ একেবারেই পাওয়া যায় না। বরফের মতো শক্ত হয়ে থাকে। নতুনের মতো ফ্লাফি থাকে না।তাই আইসক্রিম বক্স সরাসরি ডীপফ্রিজে না রেখে একটি এয়ার টাইট প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে তারপর ডীপে ঢোকান। এবং ব্যাগের বাতাস যতোটা সম্ভব দূর করে তবেই ঢোকাবেন।

*টিপস টি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।

শরবতে মহাব্বত উপাদানগুলি৫০০ মিলি লিটার দুধ২টেবিল চামচ চিনি গুঁড়ো২টেবিল চামচ রোজ সিরাপ (রুহ আফজা)১/২ কাপ তরমুজপ্রয়োজন ম...
10/04/2023

শরবতে মহাব্বত

উপাদানগুলি
৫০০ মিলি লিটার দুধ

২টেবিল চামচ চিনি গুঁড়ো

২টেবিল চামচ রোজ সিরাপ (রুহ আফজা)

১/২ কাপ তরমুজ

প্রয়োজন মত বরফে কিউব

প্রনালী:
১। দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

২। তরমুজ বীজ বাদ দিয়ে ছোট ছোট করে কুচি করে নিন।

৩।দুধ, চিনি ও রোজ সিরাপ ভালো করে মিশিয়ে নিন।

৪।বরফ মিশিয়ে নিন।

৫।সার্ভিং গ্লাসে বরফ কিউব দিয়ে সরবত ঢেলে তরমুজ কুচি দিয়ে পরিবেশন করুন।

ফটো ক্রেডিট: কুকিং স্টুডিও বাই উম্মি

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook's Food-রাঁধুনির রান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram